Thursday, July 14, 2016

নিয়মিত সংঘাত


নিয়মিত সংঘাত
............... ঋষি
================================================

প্রকল্পের সংঘাত নিজের সাথে
আকাশের দিকে থুথু ফেলে ফিরে আসা মুখে বিস্বাদ।
দেওয়াল থেকে দেওয়াল লিখন মুছে
হৃদয়ে উপর এখন শুধু তুই।
আর কতটা সত্যি হলে সমস্ত দেওয়াল ভেঙে ,সমস্ত নিয়ম
শুধু আমি আর তুই।

না চলন্তিকা
একলা কোনো মিছিলের সামনে দাঁড়িয়ে হাঁকতে পারি না
ভালো বাসি কিংবা ভালো আছি।
না চলন্তিকা
তোর প্লাবনের আসা ঢেউ যদি কখন দুর্বার হই ।
আমি একলা থাকতে পারি ন
আমার অপরাধ।
না চলন্তিকা আমি তোকে ভালোবাসি
বারংবার লিখতে লিখতে এই কলম ভাঙতে পারি না
আমি সৃষ্টির পূজারী।

কোনো অভিযোজনের দিকে এগিয়ে আসা সময়
তোকে অপেক্ষায় রেখে ছুরি দিয়ে লোভ কেটে বাদ ডি।
আমি শিখে গেছি একলা থাকতে চলন্তিকা
শিখে নিতে হয় খোলা মাঠে  শিশিরে একলা ভেজা।
এই টুকু শুধু আমার থাকে
বাকিটা তো তোকে দিয়েছে ভালোবাসা নাম নেওয়ার আগে। 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...