Friday, July 8, 2016

এই জীবন

এই জীবন
............... ঋষি
==================================================
আর স্কেলিটনে আকাশ ধরে আছি
অথচ সময়ের কাছে মুখ নিচু করা জানোয়ার।
সজারুর আবার কাঁটা লাগার ভয়
আমরা তো সকলে নকল জীবিত বাহনে সাওয়ার।
বাহন হলো জীবন ,জীবিত হলো মুখোশ
জানি সবই, এটাও জানি আর আমাদের কিছুই  নেই হওয়ার।

এতটা ভেঙে পড়বেন না মশাই
খেতে কি পারছেন না ,না শুতে ,না বাঁচতে।
এখনো তো জন্ম ,মৃত্যু আছে ,আছে প্রেম ,আছে অভিমান ,আছে গতি
তবে কেন এতো হতাশ ?

হতাশা
নিজের সন্তানের সামনে কোনো মাকে রেপ করা হলো।
একজন ১৫০০ টাকা ধার দেওয়ার অপরাধে তার গায়ে আগুন দেওয়া হলো
দেওয়া হলো কোনো খিদের অপরাধকে চুরির বদনাম।
একটা সদ্য জন্মানো সন্তানকে মেয়ে হওয়ার অপরাধে খুন করা হলো
একজন সদ্য বিবাহিত পণ না দিতে পারায় তাকে হত্যা করা হলো।
একজন স্কলার ছাত্রের টাকার অভাবে পড়া বন্ধ হলো
একজন শিক্ষিত যুবক চাকরির অভাবে আত্মহত্যা করলো।
দৈনন্দিন নিত্য সামগ্রীর দাম বাড়লো
দাম বাড়লো পেট্রোলের ,কেরোসিনের ,ডিজেলে ,বেঁচে থাকার।

মশাই তাতে কি বেঁচে তো আছেন
রোজ তো খাচ্ছেন ,দাচ্ছেন,ঘুমোচ্ছেন ,অভাব কিসের ?
তাছাড়া দেখছেন তো, বুঝছেন তো দিন কাল
অভ্যাস হয়ে যাবে আরেকটু অভ্যেস করুন।

আর স্কেলিটন দিয়ে আমি আকাশ ধরে আছি
চিৎকার করে বলতে ইচ্ছে করে অভাব এই মেরুদন্ড।
বারংবার সময়কে প্রশ্ন করতে ইচ্ছে করে
কিসের দেশ ,কিসের স্বাধীনতা ,কিসের বেঁচে থাকা এই জীবন।
আর জীবনের ভূমিকায় অভিনয়ে নিজেকে জোকার লাগে
এইবার হাসতে হবে ,সামনে বিশাল দর্শক।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...