Wednesday, March 10, 2021

এস্কেপ রুট

এস্কেপ রুট 
..ঋষি 

গ্রহান্তরে সার্চ মেরে দেখি 
সার্চ মেরে দেখি গুগুল বাবাজী বুকে লেগে থাকা গর্তটায়, 
আসলে মানুষগুলো যে উত্তর খোঁজে
আর মানুষগুলো যে উত্তর পায় 
দুটোকে মিলিয়ে দেখে সবসময়, 
পছন্দ হলে ডাউনলোড না হলে এস্কেপ। 
.
মানুষের ভিতর একটা এস্কেপ রুট থাকে 
সুযোগমত কিংবা খুব কষ্ট হলে গুরুজীকে স্মরন করে
মানুষ হাঁটতে থাকে সেই রাস্তায়, 
যেখানে উটপাখির মতো বালিতে মুখ গুঁজে 
জীবন কাটানো যায়। 
আসলে সন্ন্যাসীর ধর্ম হলো ত্যাগ 
অথচ ত্যাগের নামে এস্কেপ রুটে হেঁটে চলাটা ভন্ডামি।
.
আমরা তাই করি 
নিজের আয়না পরিষ্কার রাখতে নিজের মুখটা নোংরা করি, 
গ্রহান্তরে উত্তর খুঁজি 
উত্তর খুঁজি গুগল বাবাজীর বুকের গর্তে।
সার্চে উঠে আসা অসংখ্য উত্তর 
মাথা গুলিয়ে যায়, ঘাড় থেকে মেরুদন্ড শুদ্ধু টনটন করে
বুঝতে পারি না কিছু 
আসলে বিশ্বাস  করতে পারি না।
বিশ্বাস শব্দটার ভিতর যে অপেক্ষা লুকিয়ে থাকে 
লুকিয়ে থাকে বুকের গভীরে স্পর্শ সুখ, 
আমরা শুধু উত্তর মেলাতে গিয়ে বিশ্বাস করতে ভুলে যাই
আমরা শুধু বিশ্বাস  মেলাতে গিয়ে এস্কেপরুট ধরি 
আসলে আমরা কেউ অপেক্ষায় বিশ্বাস  করি না
বরং এস্কেপ রুটে একলা দাঁড়িয়ে থাকি 
বাবাজীর আশায়। 

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...