Thursday, March 11, 2021

কথারা সারারাত জাগে

 কথারা সারারাত জাগে 

... ঋষি 

.

কথারা শব্দ করে না সারা রাত্রি 

তোমার রাত্রিগুলোর সাথে প্রতিরাতে জেগে থাকে 

মুখোমুখি বসে নিস্তব্ধে চেয়ে থাকে তোমার মুখের দিকে ,

দূরে কোথাও পেঁচা ডেকে ওঠে 

কথারা আরও অপেক্ষা করে নক্ষত্রের দিকে তাকিয়ে। 

ঘুমিয়ে পড়া পাতাদের ঘুমের খুলে রাখা একটা গল্পে

তোমাকে কেন্দ্র করে রাতগুলো ঘুরতে থাকে।  

.

একটা রাতের কটা ভাগ?

নক্ষত্ররা  তাদের মতো করে হয়তো ভেবেছে মাথায় নিয়ে সাদা চুল  

বিষণ্ণ রাত্রির কাছে বিক্ষুব্ধ দিনের আফসোস, 

ক্লান্ত বিছানায় খুঁজে না পাওয়া সমান্তরাল শহরে বুকে 

বহুদূর শহরের ঘুমন্ত প্রেমিকার ছেড়ে আসা ব্যস্ত কোলাজ, 

সময়ের ব্যালকনির টানটান দড়ি থেকে ঝুলে থাকা ভিজে অন্তরাল

রাতের গভীর  শুনশান নিয়নের মায়া।

.

কথার জেগে থাকে সারারাত 

সময়ের শান্ত ঠোঁটে, নিস্তব্ধ অন্ধকারের গোপন গানে 

কিছু রাত গোপনেই কাঁদে, 

কিছু রাত পাথরের, কিছু রাত স্তব্ধতার 

কিছু রাত কবিতার শব্দে 

কিছু রাত শুধুই পথিক  

জানালায় গড়িয়ে নামা জোস্ন্যায়  কিছু রাত। 

ল্যাম্পপোস্ট ,ছেড়ে যাওয়া প্ল্যাটফর্ম ,হঠাৎ বেপাত্তা শব্দরা 

কথা বলে চুপিচুপি প্রতিরাতে 

চিৎকারে থাকে ব্যস্ত।

টুকরো টুকরো রাতে,কবিতারা  মোহময়ী,আশ্চর্য  তার রূপ,

শোবার ঘরের সিলিং জুড়ে কথারা হেঁটে চলে বেড়ায় 

হেসে খেলে বেড়ায় 

সময় মুখ ভেংচে বলে 

কটা বাজে ,আর কতক্ষনে সকাল ?



No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...