Thursday, March 18, 2021

কলকাতা সাক্ষী

 কলকাতা সাক্ষী 

... ঋষি 


তোমার ভাবনার সমস্ত বিপদসীমা পার করে 

অবশেষে তুমি এসে দাঁড়াবে আমার পাশে ,

একটা ঝাঁ চকচকে ছুরি ,তুমি যদি এফোঁড় ওফোঁড় না করতেই পারলে 

তবে কি ভাবে বললে ভালোবাসি ?

সাজানো পোশাক ,সাজানো হাসি ,ধোপদূরস্থ তোমার বাইরেটা 

আজকাল নকল হয়ে যায় আরো 

ভালোবাসির মতো মিথ্যে কথা আর কি হতে পারে ?

.

এ ক লাইন লিখে কবি গিয়ে দাঁড়ালেন টেমস নদীর ধরে 

লন্ডনের এই জায়গাটায় গঙ্গা খুঁজে পেতে পারে কবি ,

কিংবা ওল্ডটেস্টামেনের গল্পটা লেখা যেতে পারে 

সত্যি বলতে কি কেউ জানে না ,

কবির কলম থেমে যায় অপার মুগ্ধতায় কিংবা ভালোবাসায় 

কিন্তু কবির কলম থামে না ভালোবাসা বলে মিথ্যা কল্পনায় । 

.

চলন্তিকা আমি তোমায় বলি 

আমার সারাজীবন কেটে গেছে জীবনের চিলেকোঠায় একলা এই শহরে ,

এই কলকাতার অলিতে গলিতে আমি একলা চড়াই 

যার চড়াই ,উৎরাই ,ফুঁ উড়ে যাওয়া 

ভাবনা !

আচ্ছা সত্যি কি ভাবনা বিক্রি হয় এই শহরে ?

ভাবনা বিক্রি করে ,কবিতা লিখে টাকা 

তথাস্তু 

শব্দের হারিয়ে যাওয়া আমার শুরু থেকে শূন্যস্থান 

সবটাই তোমায় দিলাম,

কথা দিলাম 

আমার মৃত্যুর পর আমার কবিতারা বিক্রি হবে হৃদয়ের দামে ,

সেদিন কেউ কথা বলবে না

শুধু কলকাতা সাক্ষী  

চলন্তিকাকে আমি হত্যা করবো এক ঝাঁ চকচকে ছুরি দিয়ে 

শেক্সপিয়ারের ওথেলো নাটকে।  



No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...