Thursday, March 4, 2021

অভিমানী

 অভিমানী 

... ঋষি 


যে সব মৃত শরীর ছুঁয়ে আছে জলের নিচে 

তাদের কেউ কোনোদিন ছুঁয়ে দেখেনি 

যে সব ভাবনারা ঘাড় গুঁজে শুয়ে আছে এক একটা দিনযাপনে 

তারা ভীষণ অভিমানী। 

.

যাদের মৃত আত্মা কখনো অবিন্যস্ত হয় নি 

যাদের  হৃদয়ের স্পর্শ কখনো দমকা হাওয়া হয়ে উড়িয়ে  দেয়নি 

তোমার বুকের কাপড় ,

ধুলোমাস ,জমাট বাঁধা আকাশের মেঘ 

না তুমি বৃষ্টিতে ভেজো নি কোনোদিন ।

.

আচমকা ছুটে আসা তীরের মতো বায়ুঘর 

জানি তোমাকে বিহ্বল করে ,

তুমি হাত দিয়ে ধরে রাখো শাঁখা ,সিঁদুর আর তোমার পঞ্চইন্দ্রিয় 

তুমি কি বুঝবে ঝড়ের কথা ?

পৃথিবী বায়ুহীন হয়ে গেলে হঠাৎ একটা শূন্যস্থান 

দমবন্ধ 

তখন তোমার মনে পরে ঈশ্বর ,

কিন্তু মৃত শরীর ,বাসি পচা গন্ধ 

শোনো তুমি নাক ঢাকো। 

.

যে সব মৃত শরীর পর্ণমোচী মাস 

শুকনো পাতা 

উড়ে যাক ,আরো দূরে যাক 

তুমি ভালো  থেকো ,

ভেজা চিঠি ,মনখারাপের ডাকঘর ,তার ঠিকানায় 

তোমার ঠিকানায় 

জানি তুমি যাবে না আমার সাথে শব ঘরে।  


No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...