Sunday, March 21, 2021

রং মিলান্তে

রং মিলান্তে
.. ঋষি 
.
ক্রমশ জয়ধ্বনি শুনতে পাই 
কান পেতে শুনি খুব দুরে ঘোড়ার পায়ের শব্দ, 
আর বিরক্ত করবো না তোমায়। 
.
জয়ধ্বনি, 
মানুষ এখানে বড় কাঁদছে, 
না গো শংখ স্যার আমি তোমাকে টুকে কাব্যিক হতে পারবো না
বরং ক্যালাইডোস্কোপে  খুলে ফেলবো রং মিলান্তে,
পাখিদের খবর 
তোমার গোলাপী ঠোঁটে আজকাল বিষন্নতা 
সবুজ পাতার পোশাকে তুমি হ্যাংরি আন্দোলনের স্রষ্টা। 
.
এই শহরের আজকাল নেহাত যোগাযোগ বিপ্লব 
মাটি খুঁড়ে মোটা মাথা মেট্রো সাপ ছড়ায় শহরের নাভীতে, 
আমি বাজারে গিয়ে দাঁড়াই
মাটিজরিপ করি খিদের দামে বিপ্লব 
দূর থেকে শুনতে পাই পৃথিবীর বাড়তে থাকা আবর্তনের শব্দ। 
দিন ফুরোয় রোজ 
একটা কাঁটার মুকুট আমার মাথায়
একটা ট্রয় আমার বুকে 
অথচ শহর রোজকার ইহুদী স্থাপত্যে ক্রুসবিদ্ধ 
আর আমি অতিথি এই শহরে।

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...