Sunday, March 21, 2021

রং মিলান্তে

রং মিলান্তে
.. ঋষি 
.
ক্রমশ জয়ধ্বনি শুনতে পাই 
কান পেতে শুনি খুব দুরে ঘোড়ার পায়ের শব্দ, 
আর বিরক্ত করবো না তোমায়। 
.
জয়ধ্বনি, 
মানুষ এখানে বড় কাঁদছে, 
না গো শংখ স্যার আমি তোমাকে টুকে কাব্যিক হতে পারবো না
বরং ক্যালাইডোস্কোপে  খুলে ফেলবো রং মিলান্তে,
পাখিদের খবর 
তোমার গোলাপী ঠোঁটে আজকাল বিষন্নতা 
সবুজ পাতার পোশাকে তুমি হ্যাংরি আন্দোলনের স্রষ্টা। 
.
এই শহরের আজকাল নেহাত যোগাযোগ বিপ্লব 
মাটি খুঁড়ে মোটা মাথা মেট্রো সাপ ছড়ায় শহরের নাভীতে, 
আমি বাজারে গিয়ে দাঁড়াই
মাটিজরিপ করি খিদের দামে বিপ্লব 
দূর থেকে শুনতে পাই পৃথিবীর বাড়তে থাকা আবর্তনের শব্দ। 
দিন ফুরোয় রোজ 
একটা কাঁটার মুকুট আমার মাথায়
একটা ট্রয় আমার বুকে 
অথচ শহর রোজকার ইহুদী স্থাপত্যে ক্রুসবিদ্ধ 
আর আমি অতিথি এই শহরে।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...