Thursday, March 4, 2021

ভালোবাসার গল্প

 ভালোবাসার গল্প 

.... ঋষি 


দূরে পরে আছে পৃথিবীর অস্থির দ্রাঘিমাংশ 

যে মেয়েটা ভুলে গেছে নিজের মাতৃভাষা ,জীবনানন্দের  কবিতা 

ভুলে গেছে একাডেমি ,নন্দন ,বাদাম চিবানোর  দিনগুলো 

পাশাপাশি হাঁটা   ,

একাউন্সের সেই ছেলেটার নাম যার মনে নেই 

মনে নেই দূরত্ব বাড়লে সম্পর্ক প্রজাপতি নয় 

একটা মৌমাছির বাসা। 

.

ছেলেটা কোথায় আছে জানে এই কলকাতা 

মেয়েটা জানে না 

মেয়েটা জানে না নিয়মিত নাচের অনুষ্ঠানের স্টেজে যখন তুমুল হাততালি 

তখন ছেলেটা গর্ব করে 

রাতফুরোতে যার সামনে প্রেয়সীর নাম চাপা ম্যাগাজিন 

আর বাঁচার জন্য  অ্যালকোহল। 

.

এই শহর কার্বনের শহর 

এখানে খুব সহজে গুমঘরে চাপা হয় সম্পর্কের নিয়মাবলী 

কিন্তু সেই নিয়মাবলীতে লেখা থাকে না 

ঠিক কত দিন ?

শুধু লিটল ম্যাগের স্টলে নিয়মিত বর্ণমালারা আগুন হয়ে ওঠে 

আসলে ছেলেটার লোমকূপে পুরোনো দিন 

আর আজকের সেই মেয়েটার নুপুর।  

.

বহু যুগের পর যদি এমন কোন সন্ধ্যে আসে 

যেদিন ছেলেটার কবিতা শুকনো পলাশের রঙে ফুটপাথে শুয়ে থাকবে 

তার উপর বহু প্রতীক্ষিত সেই নৃত্যের ভঙ্গিমা 

সময় হাত তালি দেবে ,

হাততালি দেব আমি  

                        ..... না এটা কোনো সম্পর্কের গল্প নয় 

পাঠকরা জানে এই গল্প ভালোবাসার। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...