Friday, March 12, 2021

ভারতবর্ষ বানান



ভারতবর্ষ বানান 
... ঋষি
বারো জন্মের পাপ সাতজন্মে লিখে রেখেছি
আমাদের কোন জমি ছিল না কোনদিন, 
যদি কোথাও কিছু   ছিল সেটা জলাজংগল ভরা পানাপুকুর। 
দাবী দাওয়া নিয়ে অনেক কথা হলো 
হলো ধর্মতলা নিয়ে মিটিং, ডিম, ভাত বিরিয়ানি 
স্ব্দেশ আমার, স্ব্দেশ আমার ভারতবর্ষ  
দারুন 
মাইকের শব্দে কানে গুঁজেও শুনে গেলাম এইবারকার প্রস্তাব। 
.
ওনারা পরীক্ষা নিলেন 
আমরা শুনলাম প্রিম্যচুয়র প্রস্তাব, পরীক্ষা দিলাম 
টুকলি টাকলাম,
শেষে রেসাল্ট আউট প্রতিবছর 
আমরা কেউ ভালো নেই, শহর ভালো নেই, দেশ ভালো নেই 
পয়সা নেই বলে সকলেই কম বেশি কাপড় তুলে দাঁড়ালাম। 
.
যদু বংশ ধ্বংস হয়েছে বহুদিন
আমরাও হচ্ছি ধীরে ধীরে,
লোভের বাপ, আমাদের পাপ, বিষাক্ত নিয়ম, মিথ্যের গল্প, 
না মেহনতী না, না চাষী না,না শিক্ষা না, না প্রগতি 
শুধু চোখে ঠুলি
আর রবীন্দ্রনাথ। আমরা সবাই রাজা। 
না রাজতন্ত্র
না গনতন্ত্র
না মানুষ 
শুধু সমস্ত দিনের শেষে ঈশ্বরের  শ্লোগান সোনার ভারতবর্ষের ব্যানার
তার নিচে দাঁড়িয়ে থাকা বিরিয়ানির প্যাকেট হাতে কিছু ভিখারি 
অবাক প্রহসন 
ভারতবর্ষ বানানটা ভুল ব্যানারে। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...