Thursday, March 18, 2021

মানুষ বদল

 মানুষ বদল 

... ঋষি 


এই শহর 

এই সময় কখনো পিছনে ফিরে তাকাতে চাই নি 

আমি অবলীলায় ছুঁড়ে ফেলেছি আমার যৌবন তোমাকে স্মরণ করে ,

গঙ্গার ফেরিঘাটে একলা দাঁড়িয়ে 

যেদিন ফিরে এসেছিলাম আমি নিজের মৃতদেহে আগুন দিয়ে 

সেদিন বুঝছিলাম 

এই শহরে ,এই সময়ে ,এই সভ্যতায় 

আমি ছাড়া কেউ সত্যি নয় ,সবটাই ক্ষণস্থায়ী। 

.

আমাদের ভাবনাদের তুমি শাড়িতে মুড়ে ওয়াশ ডাস্টবিনে ফেলে দেও রোজ 

আসলে এক শাড়ি পরে কেউ দিনের পর দিন থাকতে পারে না ,

ভাবনার পটে চিরকাল শিল্পীর আঁকা ছবি 

একই থাকে না ,

সময়ের সাথে রঙের গভীরতা  কমে

কমে যায় মানুষের জীবন থেকে একটা করে দিন সময়ের বালিঘরে। 

.

এই শহরের প্রতিটা ফুটপাথ  

প্রতিটা চায়ের দোকান ,প্রতিটা ভিক্ষার ঝুলি ,প্রতিটা মানুষ 

শুধু দৌড়ে চলেছে নিজের থেকে দূরে 

দিন প্রতিদিন বাড়তে থাকা গঙ্গার জলে দূষণমাত্র 

মানুষকে মনে করাতে চাই মৃত্যু ,

অথচ মানুষ খেলে চলে খেলনাবাটি নিজেদের নাটকে। 

সেদিন ফেরিঘাট ছেড়ে চলে গেছিল সময় 

সেদিন ফেরিঘাটে আমি ফেলে এসেছিলাম গত পুজোর দুর্গার কাঠামো 

আমি নিজেকে , 

আর সেই মেয়েটাকে। 

তোমরা যাকে ভালোবাসা বলে পুজো করো রোজ 

আমি তাকে সময় বলি,

আমি ভাবি যুগের গর্ভে শুয়ে থাকা মানুষের চোখের জল 

আর মানুষেরা ভাবনারা 

মানুষকে বদল করে।  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...