Wednesday, March 17, 2021

বসন্ত

 বসন্ত 

... ঋষি 


বসন্ত এসেছিস 

বেশ তো ,বোস না ভাত ,কাপড়ে 

বোস না দরজা খুলে ফাগ ,আবিরের কাব্যে নিরিবিলি একলা ,

হাঁটু ছুঁয়ে থাকা থুঁতনি " দ " এর মতো হৃদয়ের জানলায় উঁকি মারা মুখ 

একার সফর 

নির্ভেজাল অনন্তের ফাঁকে অন্য দিন। 

.

বসন্ত এসেছিস 

রেডিওতে বেজে চলেছে পুরোনো সে রাজকাপুরের গান 

সরগম আর সঙ্গম ,

অনবদ্য সময়ে বসন্ত তুই আসলে সবচেয়ে ভিখারি 

তবে তুই ফুটপাথে থাকিস রাজার মতো 

অন্য সাম্রাজ্যে। 

.

প্রসেনজিৎ স্যারের কথা মনে আছে 

বাদ দে আজ মন ভালো নেই ,

নৈঃশব্দের বুকে কখনো সখনো শব্দের জলকণা ভাসে মায়াবী নৌকো 

মনে পড়ে প্রেম মানে মায়াবী চোখ

দ্যাখ, উজ্জ্বল  আকাশে তাকালে এখনও কত ছায়া

ফাগুন, আগুনটা উশকে দে

হাত পুড়িয়ে আজ সেঁকে নেবো হৃদপিন্ডে রুটি 

খিদে। 

এখন তো কোনো কবিতা নেই

ধ্বনি নিয়ে খেলে লোকে, আরো কতশত অ্যাজেন্ডা

নদীনালা ,শরীর ছুঁয়ে 

আজ শুধু কবিদের মনখারাপের কাব্য,

বসন্ত তুই চারালি আটত্রিশ 

এখন শুধু দেন ফুরোবার গান 

সে যাই হোক 

এলি তাহলে তবে , এসেছিস ... একটু বোস্ ...

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...