Sunday, March 7, 2021

ইচ্ছা মৃত্যু

ইচ্ছা মৃত্যু 
...ঋষি 

স্বর্ণলতা চাইছে ঈশ্বর 
দরজার সামনে দাঁড়িয়ে সংসার যেন যুদ্ধক্ষেত্র, 
আমি, তুই ভীষ্মের ভুমিকায় মৃত্যুকে খোড়াক করছি রোজ,
কুরুক্ষেত্রের অর্জুন সে যেন ভীষন বুদ্ধ 
আমি তুই শুধু যুদ্ধক্ষেত্র । 
.
বুঝতে পারছি শেষ দুদিন কি ফুল ফুটয়েছি আমরা
বুঝতে পারছি না পায়ের তলার মাটি না পাঁক, 
হেসেছি খুব
সাগরের সমুদ্রের শব্দে আহাম্মকেত মতো নিজেদের বিবিকের কাছে, 
সংকীর্ন বাতিঘর 
আলোগুলো ফুরিয়ে যায় বারংবার পিছু ফিরে চলে যাওয়ায় তোর। 
.
বারংবার হিসেবগুলো মিলে যায় 
সাজানো হিসেবগুলো এই সংসারে শুধু দরদাম করে উচ্ছল শব্দে,
শব্দরাশিতে হাতের রেখা কথা বলে 
বোরখা পরা জীবন আমাকে পিছিয়ে দেয় রোজ 
ঘুমের ঘোরে। 
আত্নার কাছে সুদ্ধি 
সে যে এই সমাজে চরিত্র খোঁজে 
অথচ ভালোবাসা রোজ রাতে গলায় দঁড়ি দেয়
ভিজে জানলায়
একটার পর একটা তীর বিদ্ধ করে আমাদের,
আমি আমাদের মাঝে ভীষ্মকে দেখি 
যে শুধু  অপেক্ষায় 
শুধু অপেক্ষায় ইচ্ছামৃত্যুর। 
.

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...