Thursday, March 25, 2021

পুরুষ শব্দটা

 পুরুষ শব্দটা 

... ঋষি 

.

সবাই ময়নাকে ভালোবাসে 

কিন্তু প্রতিটা  পুরুষের গভীরে জীবিত সেই কালো মেয়েটা 

না, ভালোবাসে না। 

আগুন নেভাতে মেঘ লাগে 

অথচ যে মেঘের বৃষ্টি চিরকাল ,যে মেঘের যন্ত্রণার ছায়াছবি 

সেই মেয়েটাকে বোধহয় সকলে কালো মেয়ে বলে। 

.

আমি আকাশ খুঁড়ে দেখি 

বুক আগলে শুয়ে থাকা কালো মেয়ে সে যে অদ্ভুত পেইন্টিং 

গণেশ পাইন ,

আকুতি শুধু কালো মেয়ের পাশে এক সবুজ টিয়া 

সবুজ ঘর ,সবুজ সংসার 

সবুজ কিছুক্ষন মুখোমুখি সময়ের ঈশ্বর। 

.

আবিষ্কার শব্দটা বোধহয় পুরুষকে ঋণী করছে মাতৃতান্ত্রিক সময়ের কাছে 

স্তনের বোঁটায় গড়িয়ে নামা শৈশব তাই বোধহয় এত কমদামি আজ ,

পুরুষের ভিতে মাটিতে কুকুরে জিভ 

তাই বোধ হয় কালো মেয়েটাকে ছেড়ে চলে গেলো তার  স্বামী, 

আর কালো মেয়ে স্মৃতি আগলায় 

আগলায় সুখ ,

বুকের মাটি খুঁড়ে ছড়িয়ে দেয় সবুজ শস্য মনের টিয়াকে।  

আরো অধুষ্যিত হলো এই ভাবনা আমার অনুভবে এক কালো মেয়ের জন্ম দেয় 

যে আকাশের দিকে তাকিয়ে শধু দিনবদলের গল্প লেখে ,

গল্প লেখে ঋতুবদল 

অথচ খুব সহজ করে সত্যি লিখতে পারে না ,

কারণ পুরুষ শব্দটা  বিশ্বাসযোগ্য নয় 

বিশ্বাসযোগ্য নয় পুরুষের চোখে কুকুরের প্রেম। 

.


No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...