Thursday, March 4, 2021

পোশাক

 পোশাক 

... ঋষি 


এখানে যদি পোশাক  খুলে দাঁড়াই  

কেউ দেখবে না ,

বুঝবে না সময় যেখানে রাস্তা শেষে ক্যাম্বিস বলে ক্রিকেট খেলে 

সেখানে শুধু এগিয়ে যাওয়া। 

বাড়ির বারান্দায় দাঁড়িয়ে বসন্তের গান 

পলাশ নামের ছেলেটা সময় নামক গ্রহের লজ্জায় মাটি কুড়োচ্ছে। 

.

শহর থেকে মাত্র আটত্রিশটা গাছ দূর দাঁড়িয়ে আমি দেখছি 

একটি ট্রেন ছুটছে শহর পেরিয়ে ,

তুমি নেবে গেলে কোনো অজানা স্টেশনে 

আবার ফিরবে কি ?

চলন্তিকা জ্যোস্নার গানে খ্যেপা কুকুরের মতো চারদেওয়াল 

আমি ফিরে এসেছি অনেক আগে তোমার অপেক্ষায়। 

.

এখানে যদি পোশাক খুলে দাঁড়াই 

কেউ বুঝবে না 

শুধু বলবে এক নগ্ন যুবক শুধু জ্যোস্নার ইচ্ছা নিয়ে দাঁড়িয়ে আছে 

যেন অভিজ্ঞ সঙ্গম ঘোর। 

ঘোর ভাঙলে আমাকে খুঁজে পাওয়া যাবে কোনো পচা খালের ধরে 

একটা মৃত শরীর শুয়ে আছে ,

আজ বহুদিন পচে যাওয়া কলঙ্কে চাঁদ উঠছে 

পূর্ণিমার চাঁদের প্রেয়সীর মুখ ,

সমাজ সনাক্তকরণে এলে বলে  দিও 

আমার লজ্জা করছে না 

পোশাক ছাড়া দুর্গন্ধ ছড়াতে। 


No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...