Saturday, March 6, 2021

মাঝে মাঝে তব দেখা পাই

মাঝে মাঝে তব দেখা পাই 
...ঋষি 
মিথ্যে জগদ্দলের আঙিনা খুলে
খুলে ফেলেছি সেই মুখোসের মুখ, 
অদ্ভুত দেখতে আমাদের চোখ নেই, নাক নেই, খিদে নেই
শুধু বোবা কন্ঠস্বর জুড়ে কোকিল লুকিয়ে, 
ব স ন্ত ফাগুনের দিনে মিলনের  সুর বোধহয় 
মাঝে মাঝে তব দেখা পায়, চিরদিন কেন পায় না। 
.
জগতে আনন্দে যজ্ঞে... 
শান্তিনিকেতন সুরে সাজানো হাটের এ ক তা রা 
একলা বাউলকে খুঁজে পাওয়া গেলো না সমস্ত হৃদয় জুড়ে,
একলা একতারা বিক্রি হলো মাত্র আশি টাকায়, 
তারপর শুধু মতভেদ 
আমার সাজানো বাগান শুকিয়ে যায়... 
.
যন্ত্রনা যখন আদলের মুখে মুখোশে বিক্রি 
সময়ের মুখের সবকটা রং যখন ক্যাকটাস খোঁজে 
তখন সোনাঝুড়ি হাট, ধুলোর শহর 
সেই সাদা দাঁড়িওয়ালা ভদ্রলোককে আমি দেখতে পাই 
টোটো চালায় এখানে
কানাঘুষোতে শোনা ওই তো ছাতিম তলায় ভদ্রলোক  কবিতা লিখতেন
আর নাকি তাকিয়ে থাকতেন দুরে, 
আমি  অদ্ভুত কোলাহল শুনতে পাই বুকের  ভিতর 
সপর্ধারা সুর পেলে 
সোনাঝুড়িতে বাউল  হৃদয় গেয়ে ওঠে
মাঝে মাঝে তব দেখা পাই। 

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...