Wednesday, March 17, 2021

পোশাক

 পোশাক 

,.... ঋষি 


পোশাক নিয়ে যত সমস্যা মানুষের 

কোত্থেকে কেনা হলো ,কোন ব্র্যান্ড ,কত দাম,ফিট হলো কিনা 

কত সমস্যা ,

তাই মাঝে মাঝে মনে করি বেকার  পোশাক খুলে রেখে 

হৃদপিন্ড নিয়ে ছুট্টে পালাই। 

.

মানুষগুলো সব আফ্ৰিকান উটপাখির দেশে একলা থেকে যায় 

পোশাকের ওঠাবসা ,পোশাকের কথা বলা ,পোশাকের আসা  যাওয়া

সমস্যা আর সমস্যা 

পাখির কাছে খোলা আকাশ সে খাঁচায় থালেও থাকে 

খাঁচার বাইরে থাকলেও থাকে 

কিন্তু মানুষ বসছে আকাশের মাহাত্ত। 

.

নিয়ম করে সকলে বাজারে যায় ,অফিসে যায় ,বসে চাপে 

সময়মতো কপাল করে কেউ কেউ বাসের জানলার ধরে সিটটা পেয়ে যায়,

পোশাক শুধু উপস্থিতি খোঁজে 

অথচ হৃদপিন্ড খোঁজে বাসের জানলার বাইরে সেই ফুটপাথ 

হয়তো স্মৃতি 

কিংবা বিস্মৃতি। 

স্মৃতিদের আবার ভীষণ দোষ 

ওরা পুরনো হলেও বারংবার ফিরে আসে হ্যাংলার মতো 

আর উৎপাত। 

আসলে মানুষের সমস্যা হলো

মানুষের পোশাক নিয়মিত একটা ডেইলি জার্নি 

আর মানুষের হৃদপিন্ড শুধুই বাঁচার লোভ। 

.

কি মশাই বুঝলেন না তো 

আমি যে পোশাকের কথা বলছি তার বয়স হয় 

চামড়ায় ভাঁজ পরে 

কিন্তু পুরনো হলেও সেলাই করে প্রত্যেককে মানিয়ে নিতে হয় ,

না মশাই বদলানো যায় না ,

আর হাজার বিরোক্তিতেও খুলে ছুঁড়ে ফেলা যায় না। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...