দেশপ্রেমিক সংবাদ
.. ঋষি
কেমন আছেন দেশবাসীগন?
জানেন না বোধহয় দেশপ্রেমিক ভদ্রলোক মারা গেছেন কাল রাতে,
কি হয়েছিল?
আর বলেন কেন মশাই
পিছন উল্টে ছোলা বাঁশ আর অনেকটা পরাধীনতা ঢোকানো হলো
আসলে খবর ছিল,
উনি নাকি রাজার জাংগিয়া চুরি করেছেন।
.
কেন করলেন এসব?
খবরে শোনা মানুষের নাকি খিদে পেলে কোন বোধ থাকে না
কলা না কনডম কোনটা পাচ্য বোঝা যায় না।
আমি জানি মানুষ আসলে খাবারের পিছনে দৌড়োয় না
দৌড়োয় পিঠে বালিশ বেঁধে ক্ষুধার পিছনে।
.
শোনা কথা দেশপ্রেমিক চেয়েছিল মাটি আমাদের হবে
নদী আমাদের হবে
আকাশে উড়তে চাওয়া পাখিগুলোর চি চি
আমাদের দেশ হবে।
সোজা সংগম হবে, মুখোশহীন সমাজ, মাছি হীন পুরনো বস্তি
রাস্তায় পিচ থাকবে, ফুটো থাকবে না।
এই সময় খবর রটলো রাজার জাংগিয়া চুরি গেছে
তাই কোন দেরী করে নি প্রশাসন, সোজা তুলে নিয়ে গিয়ে পুরে দিলো
চিৎকারটা শুনেছিলাম দেশ প্রেমিক ভদ্রলোকের কিছুক্ষন,
তারপর একটা সড়কি করে দেশপ্রেমিকের বডিটা ধাপায় নিয়ে যাওয়া হলো
কেরোসিন তেল ঢেলে বডিটা জ্বালাবার আগে
ভদ্রলোক জীবিত ছিল
রাজার লোকেদের বলতে শুনলাম, তারা বলছে
কি দরকার ছিল,
দেশপ্রেমের বাঁশ নিজের পিছনে নেবার
দেশপ্রেমিক কষ্টের হাসি হেসে বললেন
ওটা যে শুধু একটাই বাঁশ ছিল ।
.
পুনশ্চ ঃ আজ বাঁশ নেবেন না, কাল পুরো বাঁশ বাগান ঝঁপিয়ে আসবে
সামলাবার জন্য বেঁচে থাকুন।
No comments:
Post a Comment