মুক্তি
... ঋষি
আপনি জানেন রহিমচাচা কোথায় ভাত খেতো?
কোথায় খেতো জল?
কবুতর, কবুতর খেলতে খেলতে রহিমচাচা দারুন হাসতো
বলতো ঋষি আগুন নিয়ে খেলতে হয়
তাই লুংগি পড়ি।
.
আমি বুঝিনি তখন ওই বয়সে
সমুদ্রের ব্যাখ্যান লিখতে অসিত বলেছিল
বুঝলি ঋষি পুরুষরা আসলে দুহাত দিয়ে আগলায় আমার বলে
তারপর প্রতি রাতে ওম নম শিবায়
সব অর্পন করে
আসলে প্রতিটা পুরুষ সমুদ্ররের কাছে বড় অসহায়।
.
সে বার সমুদ্রে গেলাম বন্ধুরা
সকলে জলে নেমে জলকেলি করছি, ঢেউগুলো লাফ মেরে ডিঙিয়ে চলেছি
নোনতা জল আমরা সকলেই খাচ্ছি
আমরা সকলেই সমুদ্রের সাথে সহবাস করছি
মেনে নিচ্ছি সমুদ্রের শতাংশ সহজ সিদ্ধান্ত।
এটা ঠিক রহিম চাচার মতো পুরুষেরা কবুতর পোষে
যেখানে সেখানে ভাত খায়,
অসিত আমার বন্ধু শিবের মন্ত্র বলে সমুদ্রে অর্পিত
আর আমি ঋষি চিরকাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে
সমুদ্র ঢাকা আকাশে কবুতর দেখি,
বুঝতেই পারি না
কবুতর না সমুদ্র কোথায় মুক্তি।
No comments:
Post a Comment