Thursday, March 18, 2021

অনুভব

 অনুভব 

... ঋষি 


বৌদিতে  ডুব দিলাম 

চলন্তিকা বললো কুত্তা ,

তোমাকে ছেড়ে দিলাম মাঝ রাস্তায় ঘুমের ঘোরে 

তারপর পাথর ভেঙে শাবল খুঁজছি আমি ,

চলন্তিকা বললো দুঃখ পাস না বাবু 

আসা যাওয়া সেই তো জীবন। 

.

পরশু গেছিলাম বন্ধুদের কাছে 

পচা বললো তুই ফাটাফাটি স্মার্ট হয়ে যাচ্ছিস ,

অরিন্দম বলেছিল কোনো এক সময় 

আমার জীবন একটা গল্প ,সাতরঙা আকাশের রামধনু। 

শুনেছি মানুষের নাকি দুটো জীবন আছে 

অনেকটা কয়েনের এপিঠ আর ওপিঠ ,আলো আর অন্ধকার। 

.

চলন্তিকাকে প্রশ্ন করি নি  কোনোদিন 

বৌদি শব্দটা  অন্ধকার না আলো ,

শুধু মনের ভাঁজে যখনি আমি ৰামধনু দেখি ,দেখি তোমায় চলন্তিকা  

তুমি কি তবে ?

শুনেছি নারীরা যার কাছে আশ্রয়  খোঁজে সে হলো পুরুষ 

তবে পুরুষ কেন আশ্রয়হীন থাকে।  

কাল রাতে আমার স্ত্রী বলছিল তুমি  এবার আমার খামারে ঘোড়া হয়ে যাও 

দিনকাল ভালো না ,

আমি বলেছিলাম জুতোর কালি মাখিয়ে দেও আমার গালে 

আমি বিচ্ছিরি হতে চাই। 

.

বৌদি শব্দটা বড় অশ্লীল চোখে 

কিন্তু কি করি বলতো আমার কাছে নারী যে বড় অশ্লীল ,

ছি ছি জন্মের নগ্নতা কি বলা যায় ,

জানি ভুল ভাবছে সময় 

সত্যি বলতে কি আমার বাইশতম প্রেমিকা গভীর সঙ্গম কালে 

আমার কাছে চেয়েছিল শুধু শরীর ,

তাই শরীরটা দান করেছি তাকে 

আর অনুভবগুলো এতদিন জমানো ছিল চলন্তিকা তোমার জন্য। 


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...