Sunday, March 28, 2021

দোল উৎসব ২০২১

দোল উৎসব ২০২১
... ঋষি 
.
Do Me A Favour Let's Play Holi
কেমন জানি শুনতে লাগলো
বসন্ত বাতাসের সময়ের সারেঙ্গিতে বিষন্ন রোগের ছায়া, 
নীরব অভিমান ক্রমশ পাতার পর পাতা আরেকটা উৎসবের দিন 
আর একটা  একলা কবিতা। 
.
নেশার পাত্র ছুঁয়ে 
কিংবা পাড়ার মাইকে অদ্ভুতুরে শুনতে লাগছে চলন্তিকা 
রঙ বরষে, ভিগে চুনারবালি রঙ বরষে, 
নিজে দাঁড়িয়ে আছি আবিরের রঙে নিজেকে রাঙিয়ে একলা আয়নায় 
আজ শুধু পথঘাট ভিজে যাওয়া হাজারো রঙে 
সময়ের সঞ্জিবনী ভাঙা মুহুর্ত আর  একবালতি রঙ। 
.
চিনতে পারছি না আমি 
বুঝতে পারছি না 
সামনে রং ভরা বেলুনের একের পর এক হাওয়াই ফায়ার। 
চলন্তিকা জানতে তুমি আসবেই এই কবিতায় 
কারণ আমার হাতের পিচকিরিতে কৃষ্ণের বাঁশি,একলা দাঁড়ানো গোকুল 
আর তুমি রাধা,
এই শহরে কৃষ্ণরা আজকাল বাঁশি বাজাতে ভুলে ভিক্ষাবৃত্তিতে ব্যাস্ত
আর রাধারা শুধু সংসারী নিয়মের ভুমিকায়। 
তবু আজকে একটা অন্য দিন 
তবু আজকে একটা রঙের দিন 
আমার কবিতার ফাগ, আবিরের রঙ তাই আজ সারা শহরে ঢেলে দিলাম 
তোমার হৃদয়ের রঙ আঁকড়ে বললাম 
ভালো থেকো শহর 
ভালো থেকো বসন্ত 
ভালো থেকো তুমি চলন্তিকা আর তোমরা
আজ দোল উৎসব, ২০২১। 



 
.

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...