Wednesday, March 24, 2021

ছক্কাপুটের গল্প

ছক্কাপুটের গল্প 
.. ঋষি 
অন্তেষ্টিক্রিয়ায় একটা বেড়াল লোম খাঁড়া করে দাঁড়ায়
তোমার কাশ্মীরি আপেলে, ছক্কাপুটের গল্প, 
বিশাল এক দুপুর দরজা খুলে একলা দাঁড়ায় এসে এক পিৎজা ডেলিভারি বয় 
বিড়ালের খাদ্য 
রমনীর রমনে লেগে থাকা শারীরিক আঠা,মাছের কাঁটা
মিষ্টি ছুঁয়ে মিষ্টিমুখে আমরা। 
.
নির্ভরশীল 
ওহ কি লুক 
দিল বিল পেয়ার ভেয়ার, সবকুছ মর মিট যায়, 
আজ আমার অন্তেষ্টিক্রিয়া,
ক্রিয়াপদ জুড়ে বিকেলের চায়ের কাপে বিনুনী বেয়ে উঠে আসা 
একলা শ্মশান 
তুমিও মৃত থেকে যাও সেই শ্মশানে অন্ধকার চোখে। 
.
বিড়ালের গল্প 
সারা ঠোঁটে মুখে লেগে আছে আগেরবার ভিজে মাটির গন্ধ, 
সারা অস্তিত্ব জুড়ে তোমার পায়ের ছাপ, 
দিন ফুরিয়ে যায় রোজ নিয়ন করে
ক্রমান্বয়ে এই শহরের আদলে দৃষ্টিগুলো আরও পরিনত হয়, 
অপেক্ষায় থাকে বেড়ালের নখ 
আঁচড়। 
হঠাৎ অন্যমনস্কতায় একটা দিন আমার কাছে ফিরে আসে 
বেড়ালটা গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় 
টুক করে নেমে আসে তোমার শরীর বেয়ে নীচে,
পাশের বাড়ির ছোট মেয়েটা বায়না ধরে পিৎজা খাবার 
তোমার উঠোনে তখন ছক্কা
আমার শেষ গুটিটা ঘুম ভেঙে নিয়ম মানতে থাকে
তুমি পুট ফেলে জিতে যাও বারংবার।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...