Wednesday, March 24, 2021

ছাইদানি খুঁড়ে রাষ্ট্র

ছাইদানি খুঁড়ে রাষ্ট্র 
..ঋষি 
ঈশ্বর মানুষকে ভাবনা দিয়েই খুশি 
ঈশ্বর মানুষকে এক পৃথিবীর দায়িত্ব দিয়েই কাজ শেষ, 
আমি শহর খুঁড়ে দেখি, 
শহরের মানুষগুলো মরতে অভ্যস্ত রোজ নিয়মের অনিয়মে
অথচ চোখে স্বপ্ন 
" একটা রাষ্ট্র " আর দিন কাটাতে চাওয়া। 
.
জানি না কে রাষ্ট্র ভাবে না 
আসলে আমার এই উপছে পড়া আগুন ছাইদানি খুঁড়ে রাষ্ট্র গড়ে,
ছাইয়ের স্বপ্ন। 
আমরা সকলেই কম বেশি প্রেমিকাকে চুমু খেয়ে শারুখ খান 
অথচ জ্যান্ত শ্মশানে,কিংবা উৎসবের দিনে মদ খেয়ে মাতলামি করি
ভুলতে চাই রাষ্ট্র,মুহুর্ত আর বিষন্নতা।
বলুন তো কিসের এত দুঃখ মানুষের? 
.
তুমি বলেছিলে রাষ্ট্র
তুমি বলেছিলে ভোট 
তুমি দেখেয়েছিলে চিনহ
তুমি স্বপ্ন দেখিয়েছিলে শিক্ষা, কর্মখালি, বলেছিলে বিপ্লব। 
তুমি এগুলো বলেছিলে আমাকে, আমাদের 
বলেছিলে কিনা? 
তারপর,এতগুলো বছর স্বপ্ন খোঁড়া মানুষগুলো ন্যাংটো,ল্যাংড়া।
.
রাজা হাততালি দেয় 
মাননীয় মেয়র রাজার পাথরের জামা খুলে ছুঁড়ে মারে আমাদের চোখে 
অশিক্ষা বাড়ে,বিয়ে হয়ে যায় পাঞ্চালির পাঁচ বছর বয়সে, 
রাজার প্যান্ট  ছোঁড়া হয় আমাদের  সন্মানে
আমার পাড়ার কুকুরের মা পাগলীটা গর্ভবতী হয় বিনা সংগমে, 
রাজার জাংগিয়া বিজ্ঞাপিত বলিউড নায়িকার হাতে
অসলি মরদ কি পেহচান। 
আর রাষ্ট্রের পেহচান খুঁজতে সি বি আই তদন্ত হয় 
প্রশ্ন করা গৃহস্থের হাঁড়িকে 
এত চাল বিলি করার পরও,ভাতের গন্ধ কেন নেই সময়ে? 
কি করে এই গ্রীষ্ম প্রধান দেশে বৃষ্টিতে মানুষের মাথা ভেজে 
কি করে সংগম ছাড়াই আক্রোশ জন্মায় মানুষের মনে? 






No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...