Sunday, March 14, 2021

কেয়ার অফ শৈশব

কেয়ার অফ শৈশব 
.. ঋষি 
শৈশবে ফিরতে হলে 
ফিরে আসতে হলুদ শাড়ি পরা দিদিমনি তোমায়, 
ক্লাসরুমে অন্যমনস্ক হলে শুনতে চাই তোমার কন্ঠে 
তোকে দিয়ে কিছু হবে না, 
ক্লাসে মারত্নক দুষ্টমি, অংকের ক্লাসে ব্যাকরণ খুললে 
তোমার নির্দেশে দাঁড়াতে হবে বেঞ্চের উপর। 
.
সব ঠিক আছে 
শুধু শৈশবে ফিরতে হলে গুছিয়ে নিতে হবে শহরের বাস স্ট্যান্ড 
টু বি এইচ কে ফ্ল্যাট ছাড়িয়ে,ল্যাপটব, দাঁড়ি কাটার ব্লেড ছেড়ে 
খুঁজে পেতে হবে পুরনো বাক্স প্যাট্রার তলায় গ্যালিভার ট্রাভেলস
পুরনো হাফ প্যান্ট, ক্রিকেটের ব্যাট, কাঁচের গুলি খুঁজে পেতে হবে
আয়নায় খুঁজে পেতে হবে সেই কোঁকড়াচুলো ছেলেটাকে। 
.
অনিমেষ  কাকার ঘুঘনি পাউরুটি, বন্ধুদের আড্ডা 
সেই খেলার মাঠে কাদায় নেমে গড়াগড়ি, 
কোচিং ক্লাস, কাঠি আইস্ক্রিম, পড়ার বইয়ে লুকিয়ে অবাক শরৎচন্দ্র 
ইন্দ্রনাথ, ফেলুদা,প্রফেসর শংকু 
সবাইকে ফিরে আসতে হবে। 
পুরনো সাইকেলের ক্রিংক্রিং, টিফিন বক্সের চাউমিন 
আকাশের চাঁদে ঘুড়ি, স্কুলের পাশে ঝালমুড়ি 
সবাইকে ফিরতে হবে, 
আজকের এই কাটাকুটি ছেড়ে আমাকে গিয়ে দাঁড়াতে হবে 
তোমাদের অপেক্ষায় 
কেয়ার অফ শৈশব তোমার জন্য 
আবার একটু নিস্তব্ধতায়, চোখের পাতায় 
পুরনো সেই ঠিকানায় আজ মনকেমনের ভরসায়। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...