Friday, March 5, 2021

রূপকথা

 রূপকথা 

... ঋষি 


ঈশ্বরের  বদলে ভালোবাসা  থাকাটা জরুরি,

সুড়সুড় করে সভ্যতার রাস্তা ধরে হেঁটে চলে গৃহস্থ খিদে ।

সাদা ভাত ,হাত রুটি ,ওভেনে তৈরী পাউরুটি  

খিদে মিটে যায় 

আর মাটি ,পাখির হদিশ খুঁজতে দিশাহীন মন

ভালো - বাসা খোঁজে। 

.

আপাতত পাখির পালকের খোঁজ 

অল্পবিস্তর গোঁড়ালি ঘষে মিছিলের রাস্তায় এসে দাঁড়িয়েছে সময় 

শুধু কি লোভ ,খিদে ,

সব বদল শাসনের ইতিহাসে রক্তের দাগ থাকে 

তবে সময় সাক্ষী 

শুধু শাসন করে রাজত্ব টেকে না। 

.

ঈশ্বরের বদলে ভালোবাসা থাকাটা জরুরী 

ঈশ্বরের খানদানে যে শব্দগুলো মাতৃক্রোড় জুড়ে জন্মদেয় ভালোবাসা 

শুধু খিদেয় মন ভোরে না ,

কোনো পালক ভোরে অন্ধ ভিখিরির গলায় ঘুমপাড়ানি গান 

খোকা মাছ ধরে ,বিড়াল মাছ শিকার করে 

এই সেই তফাৎ রাজত্ব আর ভালোবাসার।   

.

কবে কোন নারী আপত্তি করেছে বুকে দুষ আসায় 

শুধু সময় বদলেছে 

দুধ বদলে গেছে দুধের কৌটোয় ,

ভালোবাসা বদলেছে লোমশ কিছু আঁশটে মাছের গল্পে 

শুধু তোমাকে বেছে নিয়েছি মাছের গড়ে 

রাক্ষসী প্রাসাদে রাজকন্যা ঘুমে।

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...