Saturday, March 27, 2021

নষ্ট বিশ্বাস

নষ্ট বিশ্বাস 
.. ঋষি 

তোরা দুজন ঠোঁট ঠেকালি 
পৃথিবীর দুটো কোকিল খুব দূর দিয়ে চঞ্চু ঠেকালো সম্পর্কে,
তোরা ভাগ করলি সুখ, দুঃখ আর পথের কাঁটা
ওই দুটো কোকিল ডেকে উঠে জানান দিল 
বসন্ত এসেছে। 
.
জানলা খুললো 
সম্পর্ক দাঁড়ি, কমা সহ ক্রমশ আরো অনেক সংকেত বাড়ালো, 
তারপর যা হয় আর কি 
কোকিল দুটো চিৎকার করে অসময়ে জানান দিল 
বসন্ত পুড়ে গেছে, সম্পর্ক আসলে একটা চুক্তির নাম
কোকিল দুটো পিছনো ফিরে বসলো। 
.
তোরা দেখলি, পিঠে পিঠ ঠেকিয়ে বসলি 
স্পিক্টি নট, 
কেউ তাকালি না কারোর দিকে, পা বাড়ালি পৃথিবীর পথে
কেউ জানলো না
একটা সম্পর্ক ভাঙলো 
শুধু কোন আওয়াজ হলো না।
 কোকিল দুটো এখন সারা আকাশ ঘুরে বেড়ায় একা একা
এ ডালে বসে, ওই ডালে বসে শান্তি পায় না
তারা অপেক্ষা করে বসন্ত আবার আসবে 
আসবে ঠিক, 
আর তোরা খুঁজিস বসন্ত সম্পর্কের ফাঁকে
নষ্ট বিশ্বাসে।  





No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...