Thursday, March 25, 2021

ভালোবাসায় গুলজার



ভালোবাসায় গুলজার 

... ঋষি 


"Bahut mushkil se karta hoon teri yaadon ka kaarobaar,

munaafa kam hai lekin guzaara ho hi jaata hai!"

.

গুলজার সাহেব কলমটা নামিয়ে রাখলেন 

আমার মতো হাজারো প্রেমিক তকদির লিখতে শব্দ বেছে নিলো এই শহরে ,

শহর বলতে সময় বোঝে শক্ত একটা নিয়ম 

আর শহরের বাইরে পুরোটাই বোধহয় 

তোমার মতো সবুজ। 

.

আমি দেখি পদ্মাপাড়ে সেই মাঝি নৌকা 

বিয়াল্লিশের বারুদ থেকে খুঁজে পাওয়া সেই সন্তানের মৃত মুখ ,

ভালোবাসার সুখ। 

ভালোবাসা দেশ 

ভালোবাসা সময়ের সুখে বেঁচে থাকা 

ভালোবাসা সন্তানের মুখের হাসি 

আর 

ভালোবাসা " তুমি " শব্দটার ভিতর লুকোনো সময়ের কাঁটা। 

.

গুলজার সাহেব আবার লিখলেন।...


" Us umra se humne tumko chaha hai,

Jis umra mein hum jism se waqif naa the…!!!"

অদ্ভুত সুর 

স্মরণীয় শব্দদের ভিড়ে প্রেম যেন ঈশ্বর হয়ে নেমে আসে হৃদয়ের স্তরে ,

আমার মাঝে মাঝে মনে হয় হৃদয়ের বোধহয় অনেকগুলো স্তর আকাশের মতো  

যেমন যন্ত্রণার ,

একটা পেরেক যখন ঢুকতে থাকে ,ঢুকতেই থাকে হৃদয়ে 

তখন বোধহয় ভালোবাসা গীর্জার দেওয়ালে ধর্ম বলে খোদাই হয় ,

মসজিদে হয় আজান 

আর মন্দিরে সন্ধ্যা আরতি।  

আর আমরা যারা ভালোবাসার জড়তায় জড়োসড়ো 

মৃত্যু বুকে নিয়ে বাঁচি ,

আসলে ভালোবাসতেই পারি না 

তারা শহরে রাস্তায় জলছবি আঁকি সুখী জীবন।  

.

(গুলজার সাহেবকে স্মরণ করে ,শব্দের জলছবি ভালোবাসায় )


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...