Sunday, March 14, 2021

বারো ইঞ্চি

বারো ইঞ্চি
.. ঋষি 
.
মারো মারো কৃষকের ভাত মারো 
আরো জোরে ঠাপ মারো শ্রমিকের মজুরিতে,
যদি কম মনে হয় কোন পথ চলতি যুবতীর বুকে হাত রাখো 
শুধু যুবতীর বুকের হুক খুলো না 
তুমি সাধু, তুমি আইন অনুযায়ী সুবোধ নাগরিক 
আর আমি তুমি বোকা... 
শুধু বোকা। 
.
মারো মারো গৃহস্থের পেটে লাথি মারো 
লাথি মারো কোন প্রেগনেন্ট মহিলার পেটে 
মাতাল হলে রাষ্ট্রের দোষ থাকে না, 
দোষ তো কনডমের, কনডম কারখানা যে কম এই দেশে
বরং খুলে ফেলো মদের কারখানার পাশাপাশি 
কিছু কনডম কারখানা। 
.
আরে হাঁপালে হবে 
পথে ঘাটে সাজানো শরীর,মৃতদেহ সব 
আংগুল গোঁজো, গুঁজে দেও তোমার ধনতন্ত্র
কোন স্টিং অপারেশন করে। 
ওই সব সাহিত্য টাহিত্য বাদ দেও
যদি বিভুতিভুষনকে, রবীন্দ্রনাথ বলো 
যদি কোন গুন্ডাকে জাতির জনক বলো 
কি এসে যায় তাতে? 
পুলিশ কাছারি, লোকবল সব তোমার 
মাঝরাতে কোন নির্দোষ মহিলাকে পুড়িয়ে 
তুমি হয়েই যেতে পারো ক্লিন চেক। 
.
আরো জোরে, আরো জোরে
না কোন শব্দ করবে না কোন সাধারন মৃত শরীর, 
পেট্রলের দাম বাড়াও, পেঁয়াজের দাম বাড়াও 
তোমার তো আবার নেষার চোখে পেঁয়াজি লাগে, 
তুমি বরং এক কাজ করো 
জনগনের ঋতুবদলের রক্ত দিয়ে নিজের সংসার গড়ো 
ভয় নেই তোমার মার্সিডিজের তলায় প্রতিবাদ আসবে না,
যদি আসেও 
চাপ নেই 
তুমি তোমার বারো ইঞ্চির ক্ষমতায় কাউকে ডরাও না জানি।

No comments:

Post a Comment

bhabnar shohor

এই পারদের বেলায় প্রস্তাবিত শহরে স্লোগান দিন বদলাবার  যেখানে পিচ গলছে ,মানুষ গলছে ,গলছে রাতের বিছানায় ভাবনা  গড়িয়ে নামছে ঘাম  সব কিছু কেমন হা...