Sunday, March 21, 2021

সংসারের দাঁড়িপাল্লা

সংসারের দাঁড়িপাল্লা
.. ঋষি 
দাঁড়িপাল্লার একপাশে খুলে ফেলছি তোমার রান্নাঘর,পুজোর ঘট,
 দেওয়ালে টাঙানো বিজ্ঞাপন, আর হাসি,কান্না
অন্য পাশে আমরা। 
.
কিছুতেই বুঝতে পারি না কোনটা ভারী
কোন দিকটা ঝুলে, 
রবিবারে তোমার রান্নাঘরে মাংসের গন্ধ, তোমার ব্লাউজ লেপ্টে রান্নার হলুদ, 
উপছে ওঠা তোমার রান্নাঘরে সন্তানের দুধ, কপালে সিঁদুর
সব তো আছে 
কিন্তু কেন খুঁজে পাই না তোমায় সেখানে 
কেন পাই না নিজেকে বালিশের সংগমে একলা বিছানায়। 
.
সব তো আছে 
চারটে দেওয়াল, সমাজ, লোক লজ্জা, তোমার শাড়ির আলমারী
আমার বুক কেস, ল্যাপটপ, সন্ধ্যের ধুপের গন্ধ
ঘরের প্রতি কোনায় সাজানো নিয়ম 
কিন্তু আমি? কিন্তু আমি কোথায়? 
অদৃশ্য দাঁড়িপাল্লার সমতা কিছুতেই আসে না 
সেখানে আমরা আর থাকি না বহুদিন 
শুধু আমাদের মতো দেখতে কেউ নিয়মের দেওয়ালে ক্যালেন্ডার হয়ে থাকি 
পাতা ওল্টায়, দিন বদলায়, 
হয়তো চামড়ার গায়ে ভাঁজ পড়ে,চোখে চশমা
কিন্তু আমরা সামলে রাখি সম্পর্ক 
নিয়মের হিসেবে আমরা সংসার করি এক শান্তির খোঁজে। 
.
দাঁড়িপাল্লায় নিজের ভাবনাদের রাখলে আমি ভীষন সাধারণ
সংসার শব্দটা শুধুই নিয়ম, 
অন্য মানুষের মতো আমারও হয়তো ঈশ্বরের খোঁজ 
কিন্তু সত্যি বলতে কি সংসারের দাঁড়িপাল্লায় 
ঈশ্বর  থাকে না, ঈশ্বর  বাঁচে না
শুধু নিয়মগুলো থেকে যায়
আর মানুষগুলো বাঁচে তবে হাসতে ভুলে যায় ।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...