Saturday, February 4, 2023

সরলরেখায় আছি

 সরলরেখায় আছি 

... ঋষি 


রাস্তাগুলো সরলরেখার মত ঋজু হয়

সরলরেখার দুপাশে পা দিয়ে বসে আমি অন্যমনস্ক হয়ে যাই 

সকালগুলো রোদের মত বা ঠান্ডার মত নরম হয়

আমি বৃষ্টির একপাশ থেকে অন্যপাশে হেঁটে চলে বেড়াই। 


সময়ের শরীরে লেগে থাকা জ্বরের মতো 

তুমি আমার সারা গায়ে আর সময়ে জড়িয়ে থাকো

সকল থেকে সন্ধ্যে বয়ে চলা শীতল হওয়ার মতো 

আমি কবি আমাকে না হয় সময়ের কবিতায়  রাখো। 

.

বিকেলে কলাগাছ থেকে শুঁয়োপোকা আসে

আমি চা হাতে গ্রিলের ধারে বসে শালিখ খুঁজতে থাকি 

পাশে খেলার মাঠে কোলাহল শৈশব 

সময়ের বালিতে ঝিনুক কুড়োতে থাকি। 

.

ছবিরা দ্রুতগামী হলে এই পৃথিবীতে বালিঘর 

সম্পর্করা ভিড় করে আসে 

মেঘের ঝুলে পড়া দেখে পা ঝুলিয়ে বসি বারান্দায়

মুহূর্তরা শুধু তোমাকেই ভালোবাসে। 


No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...