Friday, January 30, 2015

rishi026@gmail.com

অন্য হওয়া
............ ঋষি
=======================================

 এ কেমন স্পর্শ ,আমার শহরে
দৌরাত্ম জীবনের বিভিন্ন ভঙ্গিমায় আজ চিত্পটাং জীবন।
ফাঁকা রাস্তায় ,চোখের পাতায়
সরে আসে হৃদয় আরো গভীরে ঠান্ডা শীতল হওয়া।
চলে যাওয়ার সময়ের স্মৃতিবুকে
অসংখ্য ঝরে পড়া একলা রাতে অন্য হওয়া।

এমনি ছিল ছেলেবেলার খেলাঘর
আকাশের ঠিকানায় পেটকাট্টি যাযাবর।
যাযাবর সময়ের পাল্লায় ঝুলে থাকা ইচ্ছার দাঁড়ি
ছিঁড়ে ফেলে সময় ,উবড়ে নেই অসময়।
দাঁড়ি পাল্লায় একলা জীবন
এক একটা মুহুর্তের ঘনঘটা আমার শহরে
পথে ঘটে লাবন্য।

না হে এমন করে ভাবা যায় না
এমন করে কাটানো যায় না স্বপ্নে নোনতা ঠোঁটে।
স্পর্শ ,উষ্ণতা ,ওম সব ফুরিয়ে যায়
মেঘলা মনে শীতের রাতে ,শীতল বিছানায়।
সময় ফুরিয়ে যায় মাটির পা মাপা দূরত্বে
অন্ধকারে জড়িয়ে ধরার অভ্যাস নোনতা হাওয়া।

Wednesday, January 28, 2015

RISHI026@GMAIL.COM

অসম্ভব প্রশ্ন
............. ঋষি
======================================
আমি নিজেকে প্রশ্ন করি
যে স্পর্শে কয়েকশো পৃথিবীর তাপমাত্রা হিমাঙ্কের নিচে।
সেটা কি অন্যায়
ঈশ্বর বলেন জীব হত্যা মহা পাপ।
তবে দিনদুপুরে এইভাবে তোকে ছুঁয়ে জড়িয়ে যাওয়া
কি সম্ভব।

অসম্ভব মনে হয় স্বপ্নের ইচ্ছায় আমার স্পর্শ
পাগলা হাওয়া।
তাইতো গোলাপটা তোকে দেওয়া হলো না
দেওয়া হলো না ,জীবন শুকিয়ে গেলো।
হয়তোবা তুই নিতে চাসনি
হয়তোবা তুই জড়িয়ে গেছিস।
অদ্ভূত প্রশ্নের গন্ধ তোর ঠোঁট ছুঁয়ে নরম বুকে
হয়তোবা প্রশ্নেরা যাযাবর  ঈশ্বরের উত্তাপে।

আমি নিজেকে প্রশ্ন করি
যে স্পর্শে পৃথিবীর আগুনে শান্তির মহাদেশ।
সেটা কি অন্যায়
ঈশ্বর বলে ভালোবাসা জীবনের অধিকার।
তবে দিন রাত্রে এই ভাবে তোকে ছুঁয়ে বাঁচতে চাওয়া
কি অসম্ভব। 

RISHI026@GMAIL.COM

ভিজে লিপস্টিক
........... ঋষি
====================================
কি বলবো যে এসেছে
কে এসেছে।
সে যে কানে কানে আমায় বলে
সে যে খুব গভীরে আমায় বলে।
সে যে তোর বুকের উষ্ণতা ছুঁয়ে পাথরে ঠোঁটে
আজকাল নরম নোনতা লিপস্টিকের দাগ।

আমার বুক জুড়ে
আলাদা নরম পারফিউমের স্পর্শ।
একঝাঁক  পায়রার মত শান্তি আকাশের গায়ে
একঝাঁক স্বপ্নের মত স্পর্শ, সময় আয়।
আয় আরো গভীরে ,আরো গভীরে
যেখানে এক নিঃশ্বাসে চুমু খাওয়া যায় বুকের ভিতরে।
যেখানে গোধূলি  নয় পোড়া রৌদ্রে তোকে ভেজানো যায়
আমার ঠোঁটে ,
আমি ঢেকে দেব তোকে  খুব যত্নে প্রেমের গভীরতায়
ভীষণ রোদে।

কি বলবো যে এসেছে
যে এসেছে ,সে এসেছে ,বাসা বুনেছে গভীর স্পর্শে।
আমি তাকে ছুঁয়ে দিতে পারি
শুষে নিতে পারি সাজানো লিপস্টিক।
আমি তাকে জড়িয়ে নিতে পারি গভীর প্রেমে
আজকাল লিপস্টিকে আমাকে ঢাকা যায় না।

Tuesday, January 27, 2015

RISHI026@GMAIL.COM

মধ্যবিত্ত কল্পনায়
.............. ঋষি
=====================================
ছেঁড়া স্বপ্ন নিয়ে আধা ময়লা মধ্যবিত্ত সাজগোজ
পকেটে রুমালে প্রেমের সস্তার সুরভি।
হৃদয়ে পাতায় খোলা আকাশের লোভ
সদ্য ছেড়ে দিল।
হৃদয় লোকাল ,ঝুক ঝুক ,ঝুক ঝুক
সময় দুলছে ধুকপুক ধুকপুক ,
এগিয়ে যাওয়া দিন ,আবারও আরেকটা।

আমি বলি নি আমি ভিখারী
শুধু কল্পনায় সোজা গিয়ে দাঁড়ায় তোমার দরজায়।
রাস্তায় প্রবল জ্যাম ,ভেজা ঘাম
সস্তা চিনে বাদাম, সব আছে খোলা গড়ের মাঠে।
শুধু সেই তোমায় দেখতে পাই
আমার সুখের বারান্দায়।

নেংটার নেই বাটপারের  ভয় ,তবু আমার ভয়
কোন এক অবেলায় মুখোমুখি আমি।
তোমার সম্মুখ বান কেমন আছো
আমার রক্তাক্ত উত্তর ভালোই।
হৃদয় লোকাল দেই ছুট পাশাপাশি বাদামের ঠোঙ্গা
দুচার মুহূর্ত ট্রামে ,বাসে ,শরীরের ঘামে ,
মধ্যবিত্ত দিন বোধহয় এমন হয়।

rishi026@gmail

আমি চুপ থাকি
............. ঋষি
===========================================
চুপ করে থাকি
জানি তুমি ভাবো হেরে গেছি।
সকালের সুপ্রভাতি পত্রিকায় উত্তাল সমকাল
সমগোত্রীয় জন্তুরা যাযাবর পাতায় পাতায়।
তবুও খবর রটে যায়
আমি চুপ  করে থাকি।

নেহাত অভিসম্পাতে লুটিয়ে পরে উত্তাল তোমার রঙিন আঁচল
আমি চুপ করে দেখি।
বিকেলে খোলা রাস্তায় খালি পায়ে হেঁটে যায়
ফুটপাথে রেলিং হাতে একলা বারান্দায়।
আমি দূর থেকে দেখি
খোলা বুকে মৃতের খবর ,বাড়তে থাকা অসামাজিক দাঙ্গায়।
পোড়া রাজনীতি পুড়ে যায়
খবর ,খবর ,খবর বেড়ে যায় আরো রোজ।
আমি চুপ থাকি
আমার বিছানার বালিশে ভিজে শান্তিতে।

চুপ ,চুপ, চুপ এখন রাত্রি
ঘুমিয়ে পড়ো সবাই ,আমি , তুমি,কোলের শিশু মায়ের বুকে।
খিদে পায় আরো খিদে , পুড়ে যায় আকাশের চাঁদ চিতার আগুনে
শুধু ছাই ,আরো ছাই মৃত লজ্জার মুখে।
তবু খবর বাড়ে আমি চুপ থাকি
আর তুমি ভাবো আমি ঘুমিয়ে পরি।   

rishi026@gmail.com

শেষ অবধি
............. ঋষি
================================================
শেষ অবধি যদি হারিয়ে যাস
সারা শরীরে চোখে মুখে কালি।

নিরন্তর উদ্ভট ভাবনার সাথে বাস
নিরন্তর হৃদয়ের হৃদস্পন্দনে কান ঘেঁষে মৃত্যু স্বয়ংবর।
অবিধারিত দরজা ,উত্তাল সমুদ্র দুই বুকের ঢিপিতে উইপোকার বাস
এমনি চলছে যুগে যুগে।
নারীর থেকে নারীত্ব , কোঁচকানো সুতির কাপড়ে কুমারীত্ব
মাতৃ স্বাদ ,বাঁচার অভ্যাস।

আমি দেখি নি তোকে খোলা আকাশে আদুল নীলে
তোর হাসির ঝংকারে শান্ত হৃদয় ,মৃত শবঘর।
এইটাই তো ভয়
তোর চানের ঘরে চেনে তোকে চেনা আয়নায়।
নগ্ন বিধাতার শরীর স্পর্শ জলবিন্দু মগ্ন ধ্যানে
পরম প্রিয় তুই আছিস যন্ত্রনায়।

শেষ অবধি যদি হারিয়ে যাস
কাটানো সময়ে  লুকোনো কান্না গালি। 

Monday, January 26, 2015

RISHI026@GMAIL.COM

নকল প্রেম
........... ঋষি
==================================
এমন প্রকৃতি আমি দেখি নি
বেড়ে গেছে ডিজেলের ধোঁয়া আমার শহরে।
অজস্র অলিগলি বেয়ে চোরা গলি
অজস্র রক্ত ধারায় বাড়তে থাকা পারদ।
শিরায় শিরায় ,প্রতি কোনায়
জমা হচ্ছে জঞ্জাল প্রেম মৃত ডাস্টবিনে।

এমন প্রকৃতি আমি আগে দেখনি
পার্কের কোনে ,চলন্ত ট্রেনে ,ভাড়ার বিছানায়,
জ্ঞানে অজ্ঞানে।
শরীর ছুঁয়ে যায় ,আরো শরীর চায়
জীবন হারিয়ে যায় নকল প্রেমে।
আমার শহরে বাড়ন্ত শব্দে জীবন জব্দ
নাকাবন্দী নকল প্রেমে।

এমন প্রকৃতি আমি দেখি নি
নগ্ন স্তন  বিবেকের হাতে সন্তানের ঠোঁটে
সে যে অধিকার প্রেমের
নগ্ন শরীর কামের ছোঁয়া রঙিন ফানুস
সে যে অনধিকার আমার শহরে
মৃত প্রেম ,জমানো লাশ ,জমানো ইতিহাস 

RISHI026@GMAIL.COM


আমার মন
................. ঋষি
====================================
কথাগুলো অশ্লীল আমিও জানি মন
কিন্তু আমি তো তোকে কথা বলি নি।
শুধু তোর বুকের নরম বিছানায় মুখ ডুবিয়ে
অজান্তে খুঁজেছি জীবিত বাহানা।
আসলে আমি কখনই নোংরা করি নি তোকে
শুধু  জড়িয়ে গেছি ,আরো জড়িয়ে।

জড়াতে জড়াতে কখন যেন মন আমি হারিয়ে গেছি
তোর বুকের কাপড় ছিঁড়ে ,তোর ঠোঁটের তৃষ্ণা ছুঁয়ে।
আমি নেমে গেছি খুব নিচে
সেখান থেকে আমি জানি ফেরা যায় না।
সেখান থেকে জানি আমি পাওয়া যায় তোকে
হারিয়ে যায় ,হারাতে হয়।
জীবিত গন্ধ ,একলা বিকেলে ,নিজের ভিতরে
বারংবার পালিয়ে ফিরতে হয়।

কথাগুলো অশ্লীল আমি জানি মন
কিন্তু আমি তোকে কোনো কথা বলি নি।
শুধু তোকে ছুঁয়ে পাগল প্রেমে নিঃস্ব হয়েছি
চলে গেছি আরো গভীরে তোর প্রেমে।
তোকে ছুঁয়েছি ,তোকে পেয়েছি আরো গভীরে
হারিয়ে গিয়েও তুই হারাতে পারিসনি মন। 

RISHI026@GMAIL.COM

জীবিত আকাঙ্খা
.................. ঋষি
==========================================
মন তোকে লিখবো না বলে
সেই একই কথা লিখি।
পাতা ভরে যায় বুকের জমে থাকা বারান্দায়
আমি দাঁড়িয়ে।
পথে চলে যায় ,পথ সরে যায় দূর ,বহুদূরে
মন দেখ লিখে ফেল্লাম  তোকে।

মন তোকে স্পর্শ করবো না আমি
তোর বুকের ভিতরে জমানো অভিমানে অসংখ্য কাঁচের কনা।
জমানো রোদ ,বৃষ্টি ,মেঘ
হয়তো আমি বুঝলাম না তোকে।
তোর খোলা বুকে অজান্তে লিখলাম নিজের নাম
ইচ্ছে মত যখনতখন ভালোবাসলাম তোকে
অথচ সত্যি আমি বুঝলাম না প্রেমের মানে
বুঝলাম না জীবন জীবিত আকাঙ্খা।

মন তোকে লিখবো না বলে
আমার জমানো অজস্র বিকেলে শেষ রৌদ্র।
চেনা পথঘাট ,চেনা আমি ,অচেনা পথে
একলা চলি তোর মত।
কেন জানি আজকাল প্রতি বিকেলে
ভীষণ মিস করি তোকে। 

RISHI026@GMAIL.COM

অজান্তে কবিতায়
................... ঋষি
====================================
নিজেকে জাগায় নি বহুদিন
বহুদিন নিজেকে নাড়িয়ে দেখি নি ভিতর থেকে।
নিজের কলম নির্যাসে রক্তের দিনলিপি
স্যাতস্যাতে উঠোনে সাজানো সভ্যতা অলংকার।
ঝংকার জীবিত আমি
আমার পাতায় পাতায় অনিবার্য বেঁচে ফেরায়।

কবেকার কোন প্রাচীন মুখোসের আড়ালে
লোকানো বাড়িঘর ,লোকানো অগুনতি যন্ত্রণার মোড়কে।
আমি তাকিয়ে থাকি শহরের দিকে
ফালি চাঁদ আমাকে প্রশ্ন করে।
জীবনানন্দ তুমি তো জীবিত নও
জীবিত সেই চেনা ফেরিওয়ালা বুকের ভিতরে।
বারংবার প্রাচীন মনুস্লক মৃত আয়নায়
আমার মুখ হাসতে থাকে।

নিজেকে জাগায় নি বহুদিন হলো
ঘুমিয়ে আছে শহর  আমার বুকের ভিতরে।
চেনা বাড়িঘর ,বাতিস্তম্ভ ,চেনা অহংকার ,চেনা দিনলিপি
স্যাতস্যাতে উঠোনে মুখ থুবড়ে পরি.
মুখে রক্তের দাগ
আমি  আমার শহরে রক্তবমি করি। 

RISHI026@GMAIL.COM

খিদে ,খিদে ,খিদে
............. ঋষি
================================================
ফেরিওয়ালা বলি নি তাকে
বলেছি স্বপ্নের জাদুকর।
যেদিন জীবনের ছড়ানো ছোলাগুলো হৃদয়ে দরজায়
কাঠবেড়ালি ছোলা খায়।
ছুটে  পালায় আরো খাবে বলে
সেদিন খিদেকে জাদুকরী বলেছি।

কিন্তু ফেরি করেছি খিদে আমি রাতদিন
দৈনন্দিন আমার জাগরণে।
যখনি আমি ছবি এঁকেছি নিতান্ত অবহেলায় মাদুরাইয়ের মন্দির গাত্রে
নাচতে থাকা নর্তকীরা  নেমে এসেছে আমার বুকে।
নেচে চলেছে অসীম খিদেতে সৃষ্টির আনন্দে
ঈশ্বর এখানে সর্বদা উপস্থিত দর্শক আসনে।
আর আমি চিত্কার করেছি  স্টেজে  দাঁড়িয়ে
খিদে ,খিদে ,খিদে।

সৃষ্টিরা পুড়তে চায়,জ্বলতে চায় বুকের ভিতর খিদে
ভালো থাকার ,ভালো বাঁচার ,,,আরো ভালো।
সেদিন আর সকাল আসে না আমার ,,আমি অনিদ্রায়
পাতায় পাতায় ফুটিয়ে তুলি খিদে।
হা করে থাকা আমার চেতনার জানলায় সুপ্রভার
আরো সৃষ্টি ,আরো সৃষ্টি। 

RISHI026@GMAIL.COM

মানুষ বদলায়
,,,,,,,,,,,,, ঋষি
======================================
আমি তাদের কথা বলছি
ওই যে রাস্তার পরে।
পুরনো বাসকোসন বদলে নতুন
নতুন হাঁড়ি , নতুন থালা ,নতুন গ্লাস।
মাথার উপর পুরনো কাপড়ে বাঁধা সংসার
রৌদ্র ,তাপে হেঁটে চলে যায়।
সেও বদলে যাবে
রোজকার ভিড়ে বদলানো যুবতীর গতর ভেঙ্গে যাবে
কে বদলাবে তাকে প্লাস্টিক আবর্তনে।

সকালের কথা বিকেলে বদলাবে
কেউ খোঁজে বিছানার চাদরে প্রেম অসীম অনিদ্রায়।
সেও বদলে যায়
কেউ খোঁজে শারীরিক প্রেম প্রেমিকার কাছে।
সেই  প্রেম বদলায়
কেউ ভাবুক পথে একলা হেঁটে যায়
সেও সংসারী হয়।

কেন জানি দৈনন্দিন মানুষ বদলে যায়
সাজানো মুখোসে সম্পর্ক্য সব মিথ্যা যদি হয়।
সে কি বদলাবে
নাকি মানুষ বদলায়।

RISHI026@GMAIL.COM

তোর ঘরে
................... ঋষি
========================================
তোর ঠোঁটদুটো কাঁপছিল
স্ক্রিনের উপর টলমল করছিল তোর চোখদুটো।
ছিটগ্রস্থ কারসার তাড়িয়ে বেড়াচ্ছিল গঙ্গা ফড়িং
সবুজ ঘাসে ,সবুজ স্বপ্নে।
ভাসছিল তোর মুখ ,তোর যৌবন ,তোর জীবন্ত ক্যনভাসে
ফোকাস আলো আঁধারি মাঝে বিবেক দংশন।

চিন্তারা উদম হয়ে খালি পায়ে ছুটছিল
গ্রাম ছাড়িয়ে শহরে ,শহর থেকে দেশে ,দেশ থেকে মানচিত্রে।
মাকড়সার জাল বেয়ে দে ছুট
আরো দূরে ,আরো দূরে কোনো নেশার পেগ ছুঁয়ে।
আমার চেতনারা পরে ছিল নোংরা নর্দমার পাশে
মুখথুবড়ে  ,একান্ত অবচেতনে নিরুদ্রবে।
কোথা থেকে কালো কুত্তা দু একবার শুঁকে পা তুলে
ছি ,,, ঘুম ভেঙ্গে যায়।
আর টি আর পি নেমে যায় নিচে
ছুরি,কাঁচি নিয়ে কে যেন ছুটে আসে
চেতনা দোটানায়।

তোর ঠোঁট দুটো এখনো কাঁপছে
আমার পড়ার টেবিলে ,সোফায় ,বারান্দায়,একলা জোত্স্নায়।
স্ক্রিনের উপর তোর টলমলে চোখ তাড়া করছে
ভাবগ্রস্থ  বেহায়া কারসার ছুটছে ফোল্ডারে ,ফোল্ডারে।
সবুজ ঘাস ,সবুজ স্বপ্নে জীবন জীবিত
আমার ল্যাপটপের পাড়ায় পাড়ায় তোর ঘরে।    

RISHI026@GMAIL.COM

চলন্তিকা ও ঈশ্বর
.................. ঋষি
=========================================
দরজা ঠেলে ঈশ্বর ভদ্রলোক ঘরে ঢুকলেন
চলন্তিকা শুয়ে আছে অবিন্যস্ত শরীর।
অবাক হলেন ঈশ্বর
এই ঘরেরও  প্রতি কোনায় তার ছড়ানো রূপ।
চলন্তিকা শুনছো ,শুনছো
অবহেলায় চলিন্তিকা আরো একটু নগ্ন হচ্ছে।
চলন্তিকা আরো একটু শরীর হচ্ছে হৃদয় দিয়ে
ঈশ্বরের ভোগে।

ছি চলন্তিকা তোমায় আমি কল্পনাও করি নি বেশ্যার মতন
ছি চলন্তিকা তুমি নাকি ঈশ্বরের পুজারী।
চলন্তিকা স্থির ,
চলন্তিকার পাথরের মতন শরীরে অবিচল টেরাকোটা লালসা।
চলন্তিকা হাসছে ,ইশ্বর অবাক
তুমি কি মানুষ ,তোমার কি লজ্জা নেই
তুমি আমাকে আসক্ত কর তোমার মাংসের ভিতরে ,নিদারুন স্পর্ধা ,
শরীরের দম্ভে তুমি নিজেকে ভুলেছো।
ছি শয়তান ,ছি চলন্তিকে
তুমি বেশ্যা গন্ধনালী শধুই শরীর হয়ে রইলে।

উত্তর দেই নি চলন্তিকা
শুধু হাসছে হৃদয়ে , বেশ্যায় বটে সে।
কিন্তু কার জন্য ,কিসের জন্য ,কিসের চাহিদা মেটাতে
অদ্ভূত অট্টহাসিতে ভরে উঠছে কামের গলি।
মাঝে মাঝে এই ঈশ্বররুপী শুয়োরের  ....গুলোকে গালি দেয় সে
নাটক শালা, আজ থেকে যদি  বন্ধ যোনি,বন্ধ জন্ম।
কিসের অহংকার ইশ্বরের নিজের পৌরুষে ,
কিসের কারণে সে বেশ্যা গন্ধনালী।  

RISHI026@GMAIL.COM

আজ প্রজাতন্ত দিবস
.............. ঋষি
=====================================
আরেকটা ছুটির দিন
জন ,গণ ,মন অধি নায়ক জয় হে,
জাগছে না দেশ ,রাজ্য ছাড়িয়ে মানচিত্রে আমার শহর।
আমার শহরটা এমনি
আজ আর ব্যস্ত নয় চোখের পাতায় সকালের ঘুম।
আসলে শহর ঘুমোচ্ছে রুপোলি শীতে আরমোড়া চাদরে
আরেকটা ছুটির দিনে।

ঘুম ভেঙ্গে গেছে আজ আমার সকাল সকাল
পাড়ায় মাইকে কদম কদম বারহায়ে যা ,খুশিকে গিত .....
দারুন ,দারুন ,দারুন খুশির দিন
উন্মোচিত দেশ গেরুয়া ,সাদা ,সবুজে।
জাগ্রত দেশ আজ ফুটবল ম্যাচে
আর জীবিত দেশ রাত্রের আগত  অশালীন বেলাল্লাপনায়।
নেশার ফোঁয়ারা ,নেশার ছবি ,বিলেতি চেতনায় ,সস্তার জীবনে
অদ্ভূত  সুন্দর আমার শহরে ,
শুভ প্রজাতন্র দিবস।

আজ আমার ঘুম ভেঙ্গে গেছে তাড়াতাড়ি মাইকের শব্দে
বাজারের পথে ছেলেটা বললো দাদা চাঁদা।
আমি বললাম কিসের ,ও  .... দিলাম চাঁদা
দিলাম সাজা নিজেকে ,শুনলাম বলছে পতাকা উঠবে আসবেন কিন্তু
হাসলাম আরো হাসলাম।
দেখলাম পতাকার মূলঅর্থটা দৌড়চ্ছে আবারও লজ্জার  ভয়ে
ভালো লাগছে আজ প্রজাতন্ত দিবস। 

Sunday, January 25, 2015

RISHI026@GMAIL.COM

বুকের খাঁচায়
.............. ঋষি
============================================
আমাকে একটু আলো দিতে পারিস
বড় কঠিন সে আলো ,খুব নীল স্বপ্নের মত।
স্বপ্নের বিমে উড়তে থাকা পাখি ধা করে নেমে আসে
খোলা বারান্দায়।
খুঁটে খায় গম ,ধান ,জীবন ,জীবিত উপেক্ষা
আমাকে শ্মশান করতে পারিস তুই ,
পাতায় পাতায়।

আমাকে হাসাতেও পারিস তুই নারী
আদিম আগ্রহে প্রত্যহ অপেক্ষার দাঁড়িয়ে তোর খোলা জানলায়।
তোকে নানান রঙে হাজার মোড়কে লিখতে থাকি
বারংবার ভেঙ্গে পরে নীল রং।
আমার বুকের খাঁচায় জমা পরে মৃত লাশ
পাখি উড়ে যায় দূরে ,খুব দূরে।
আমি তাকিয়ে থাকি ,হাত নাড়ি
টাটা বাই ,বাই।

আমাকে একটু আলো দিতে পারিস
বড় কঠিন সে আলো,রক্তের মাঝে সাজানো সাইক্লোন।
উথাল পাতাল আকাশের জানলায় চোখ
আমার জানলা  দিয়ে হৃদয় দেখা যায়।
পাখি তুই উড়তে পারিস ,খুঁটে খাস ধান
আরো কিছুক্ষণ খাঁচায়ও থাকতে পারিস ,
বুকের খাঁচায়। 

RISHI026@GMAIL.COM


তুই কবিতা হতে পারিস
.......... ঋষি
===================================
আজ বহুদিন হলো
আমার কফিকাপে ঠোঁট জীবিত মৃত কবিতা
মন তুই জীবিত হতে পারিস।
আঁকতে পারিস রোমাঞ্জকর স্পর্শ উদাসী হাওয়ায়
আদরের নৌকো যদি ডুবে যায়।
মন তুই প্রেমিকা হতে পারিস
অথচ হারাতে পারিস না বিকেলের কফি কাপে।

বেশ তো জীবন
না হয় মেনে নিলাম জীবিত নিলামে অজস্র কবিতায়।
না হয় পুড়ে গেলাম শ্মশান আগুনে শোধনের নাম
না হয় হেঁটে গেলাম আগন্তুক দূরত্ব চেতনা নামে।
না হয় আবার লিখলাম কবিতা মন তোর জ্ঞানে
এই তো জীবন।
চলে যায় ,হেঁটে যায় ,পাশাপাশি
আগামী রৌদ্র গায়ে মেখে অবচেতনা অজ্ঞানে।

আজ বহুদিন হলো
আমার কলমের বারুদের সুপ্ত অভিমান।
তোর বুক ছুঁয়ে জীবনের গন্ধে আমুল ছন্দপতন
আমি বাঁচতে পারি মন তোকে ছাড়া।
তোকে দূরে রেখে আমার কবিতা পাতায় পাতায়
একবার বল
তুই কবিতা হতে পারিস। 

RISHI026@GMAIL.COM

অপবাদ
........... ঋষি
========================================
এ অপবাদ তোমার সাজে না প্রেম
আমি নিঃস্ব বুকে তুলে আনি সাগরের মনিমুক্ত।
আর তুমি  লিংক চাও  ইন্টারনেটের
এমন একটি ঝিনুক খুজে পেলাম না সন্ধ্যার গানটির।
আমি জীবিত অপেক্ষায় মৃত সারিতে খুঁজি তোমার
আর তুমি খোঁজ একলা আমাকে তোমার অভিসারে।

আমাকে তুচ্ছ করে পাড়িয়ে যেতে পারো
আমাকে মৃত কবিতায় লিখে দিতে পারো।
কিন্তু হাজারো ঘষলে উঠবে আমার অধিকার
তোমার খোলা বুকে।
কিন্তু হাজারো খুঁজে পাবে মুক্ত
সমুদ্র মাঝে।
কারণ প্রেম তুমি জানো তুমি সাগরের উত্তাল ঢেউ
আছড়ে পরো বুকে।
আমাকে কাঁদাও ,আমাকে হাসাও
আমার গভীরে ,আরো গভীরে তোমার উদার বুকে।

এ অপবাদ তোমার সাজে না প্রেম
হতে পারি আমি অহংকারী ,হঠকারী তোমার চোখে।
হতে পারি আমি সাজানো বুদবুদ সাগর মাঝে
কিন্তু একবার তুমি সমুদ্রে নেমে এসো।
একবার প্লিস আমাকে ভালোবেসে
আরো গভীরে তোমার বুকের পাঁজরে হৃদয়ের দরজায়।


RISHI026@GMAIL.COM

একলা কবিতা
.............. ঋষি
===================================

আমাকে প্রশ্ন করেছিলি
কেমন দেখতে আমি।
যদি বলি তুই নেশা বেঁচে থাকা সমুদ্র
যদি বলি তুই জীবিত ,মৃত কবিতা।
যদি বলি আমি শ্রাবন ,তুই নোনা হাওয়া
ভিজে শহর আমার কবিতা।

আমার কলম ছুঁয়ে তোর চোখের গভীরে তৃষ্ণা
আমার কলমের রক্তে তোর ঠোঁটে চিলতে হাসি।
ভালোবাসি ,ভালোবাসো
কবিতার রক্তে ,রক্তের কবিতায়।
আমার জন্ম ,মৃত্যু রহস্য ছুঁয়ে
তুই সাজানো কবিতা।
তোর বুকের পারদে ওঠে নাম অনবরত বিশ্বাস
বেঁচে থাকার আশ্বাস উষ্ণ জীবিকা।

কেমন দেখতে তুই
তোকে উত্তর দি শোন।
সাত সাগর পাড়ে দেখা দীঘল চোখের তৃষ্ণা।
যদি বলি তুই আগুন ,আমি পোড়া ছাই।
যদি বলি তুই সমুদ্র ,আমি ফাগুন হাওয়া
ভিজে দুপুরে তুই একলা কবিতা।

RISHI026@GMIL.COM

অনন্ত প্রশ্রয়ে
............ ঋষি
====================================
অনন্ত প্রশ্রয়ে তোর বুক ছিঁড়ে
আমি আরো গভীরে যাব।
তোর মেরুদন্ড বেয়ে হৃতপিন্ডে হাত বাড়াবো
ধুকপুক,ধুকপুক,ধুকপুক
সবটাই আমার চাই।

আরো গভীরে কোথাও তোর  খোলা বুকে নাক ঘষে
সামুদ্রিক আঁশটে গন্ধ।
গন্ধ উজার করা রক্তে মাঝে পরিবাহী বিশ্বাসে
বিশ্বাসের আশ্বাসে ভেসে যাব।
মাটির পৃথিবীর ওপারে অন্য কোথাও
প্রেমের সমুদ্রে।
মিষ্টি গন্ধ ,মিষ্টি স্পর্শ ,মিষ্টি জীবন ,জীবিত বাহানায়
আবারও আমি ভালোবেসে যাব আকুল আকাঙ্খায়।

অনন্ত প্রশ্রয়ে তোর ব্লাউজের বোতামে
আমি আটকে জীবিত লজ্জা।
আদিম কোনো জীবনের গভীরে আমি আবৃত্ত সভ্যতার পিতা
তোকে ভালোবেসে যাব ,
আমার সভ্যতায় বারংবার আমার প্রেমিকা। 

Saturday, January 24, 2015

RISHI026@GMAIL.COM

অন্তর থেকে অনন্ত
............. ঋষি
========================================
অন্তর থেকে অনন্ত
নিরাশ্রু চোখের পাতায় জ্বালাতন আজকাল।
ভালো লাগছে না সময়
অর্জুনের তুণের  শেষ বান শত শব্দ আমার হৃদয়।
তোকে ভালোবাসি ,তোকে ভালোবাসি
কতটা হয়তো নিজের যন্ত্রণার থেকে বেশি।

সে কি রে তুই আমার দিকে তাকিয়ে আছিস
আমার নজর লাগবে তো।
তোর প্রশ্রয়ে আমি ঢুকে যাব তোর আরো গভীরে
খুব সাবধান।
প্লিস এমন করে তাকাস না
আমি যে পুড়ে যাই জীবন বারংবার।
তোর রঙে ,তোর ছবিতে ,তোর টোল পরা গালের কিনারায়
আমার হৃদয় ছুঁয়ে যায়।

অন্তর থেকে অনন্ত
হৃদয়ের শুকিয়ে যাওয়া নদে এলো বান।
ভালো লাগছে না সময়
ভীষ্মের বর্ম ভেদ করা অলৌকিক চিত্কার।
আমি জীবিত জীবন ,তোর জন্য
শুধু তোর জন্য ধন্য আমার এই জীবন।

rishi026@gmail.com

চলন্তিকা ও সভ্যতা
............ ঋষি
==========================================
চলন্তিকে আর একটু পথ বাকি
তোমার শহর থেকে আমি অনেক দূরে।
আমাকে কোনো বায়বীয় মিডিয়া  স্পর্শ করে না
স্পর্শ করে না তোমার পথে আদিম সভ্যতা।

আমি আকাশ থেকে জীবন শুরু করি
একাগ্র আগুনে আহুতি অজস্র  চিত্কারগুলো লেলিহীন শিখা।
আমাকে পোড়ায়  সভ্যতা আমার একলা আগুনে
চলন্তিকা আজ বেশ কিছুদিন  হলো আমার সারা শরীরে মৃত রক্ত।
ঘিনঘিনে তুচ্ছ কীটগুলো  আমাকে নিংড়ে খায়
আমি পিপিলিকার মত পাখা ছড়াতে শিখি নি।
আমি আগুনে সভ্যতার গায়ে হাত রাখি
হাত রাখি তোমার মৃত সভ্যতার বুকে।
সেই উথালপাথাল শরীর বেঁয়ে তোমার জঙ্ঘার গোপনে
আদিম জঙ্গল ,
সভ্যতা  আজ জঙ্গল হয়ে গেছে।

চলন্তিকা আর একটু পথ বাকি
তোমার শহরের সীমানায় দাঁড়িয়ে আমি।
আমার হৃদয়ে জ্বলন্ত সভ্যতার মানবিক দর্পণ
চলন্তিকা তুমি সভ্যতা হতে পারলে  না। 

rishi026@gmail.com

আজকের দিনটা আমার কলেজ জীবনকে মনে করিয়ে দেই,সেই স্মৃতিতে আমার আজকের নিবেদন .....................
বাংলা ভ্যালেনটাইন
................. ঋষি
============================================
কোন পথে যে চলি ,যুগটা যে কলি
কোন কথা যে বলি ,যুগটা যে কলি।
পড়াশুনায় বসে না মন
কলেজ যেন সিপি কোন ,
জীবন এখন জাগ্রত আগুন।

প্যান্ডেলেতে স্বরস্বতী নেংটি পরে হাতে হ্যারিকেন
আড্ডা শুধু তাদের নিয়ে কবে কোথায় কখন বলেছেন।
একই কথা ,একই সুর
জীবন এখন জীবিত  আগুন।
বাসন্তি শাড়ি ,চেনা ক্যাম্পাস ,চেনা বান্ধবী ,চেনা মুখ
শুধু আজকের দিন স্মৃতিমধুর।

কোন পথে যে চলি ,যুগটা যে কলি
কোন কথা যে বলি ,যুগটা যে কলি।
আবার আসিব ফিরে বাংলা ভ্যালেনটাইন
হয়তো শঙ্খছিল,শালিখের বেশে দৈনন্দিন স্বরস্বতী তোমার কৃপায়।
ওঁ জয় জয় দেবী চরাচরসারে। কুচযুগশোভিত মুক্তাহারে।
 বীণাপুস্তক রঞ্জিত হস্তে ভগবতি ভারতী দেবী নমস্তে। 

Thursday, January 22, 2015

RISHI026@GMAIL.COM

মেঘবালিকা তুই
......... ঋষি
============================
কি মেঘবালিকা তোর খবর কি
তুই কি আগের মত আছিস
নাকি অনেকটা বদলে গেছিস।

তোর চোখের মত আকাশ স্তব্ধ উজান নদী
কয়েকশো কবিতা খাতায়
তুই যে রূপবতী।
আকাশ যদি শব্দে আমার মেঘলা বেলা হয়
জীবন যদি অব্দে শুধু কাটাতে চাই
তুই কি সঙ্গী হবি ,না কি হারিয়ে যাবি।

কি মেঘবালিকা তোর খবর কি
তুই কি এখনো কান্না বেলায় আছিস
নাকি উজান রোদ তুই শুকিয়ে গেছিস। 

Wednesday, January 21, 2015

rishi026@gmail.com


সুপ্রভাত সভ্যতা
........... ঋষি
..................................................................................
গোলাপ থেকে চুইংগাম চিবিয়ে
সোজা নর্দমার পাশে।
সভ্য ইঙ্গিতে ইতিহাস লেখা হয় বারবনিতার ঘরে
ঘর বদলায় সভ্যতার রক্ত হৃদয়ে।
অনামী কোনো কবিতার কলমে সুপ্রভাত
মৃত্যু পুরাতন হারিয়ে যাওয়া।

ডারউইনের কলমে আজ বাদরের মানচিত্র
সময় বলেছে আমরা বাদর ছিলাম।
ছিলাম নিঃস্ব  সদ্য প্রসূত সবুজ সভ্য অনিদ্রার কবিতায়
আজ লাফালাফি থামে নি।
বামুনের হাত চাঁদের গায়ে
চাঁদের শরীর জুড়ে লজ্জা জীবন্ত যৌবন কামার্ততায়।
বাজি ধরেছে জীবন
বাঁচতে হবে রিপুদের শরশয্যায়।

গোলাপ থেকে চুইংগাম চিবিয়ে
সোজা শ্মশানের খাটে।
শীতের দুপুরে বাতাসে চামড়ার পোড়া গন্ধ
পোড়াস  না সভ্যতা সাজিয়ে রাখ।
প্রাচীন ঔষধি আর আধুনিক কায়দায়
তবু মৃত্যু  পুরাতন হারিয়ে যাওয়া। 

rishi026@gmail.com

অধরা আমি
........... ঋষি
=============================================
আমাকে দুটুকরো করে রাস্তার উপরে বিউটিপার্লারে
সাজাতে পারো।
করতে পারো আমাকে নগ্ন আমার খোলা রাস্তায়
আমার গায়ে জুতো নেই ,নেই জামা।
তবু আমি উঠে দাঁড়াবো
আমাকে তুমি আমার থেকে কাড়তে পারবে না।

রাত্রে চলা উল্লাস বারের মধ্যরাত্রে
তুমি আমাকে দেখতো পারো নেশা হাতে।
আমাকে দেখতেই পারো নেশাতুর কবিতার প্রেমে
অথচ আমায় তুমি নেশা ধরাতে কখনই পারবে না  .
প্রত্নতত্বের শেষ সীমানায় মাটির নিচে যদি কিছু থাকে
আমার অপেক্ষায় তিন হাত জমি।
তোমার চেহারাটা মন্দ নয়
অথচ কি জানো তুমি কোনদিন আমার প্রেয়সী হতে পারবে না।

আমাকে তুমি নিচে নামাতে পারো
দুটুকরো আমি ,আমার আর তোমার শহরে।
চুল ,দাঁড়ি ছিঁড়ে আমাকে করতে পারো বিবস্ত্র
আমি খালি পায়ে হেঁটে চলে যাবো বহুদূর।
কিন্তু তুমি কখনই আমাকে ছুঁতে পারবে না
করতে পারবে না তুমি পাগল তোমার স্পর্শে। 

Tuesday, January 20, 2015

RISHI026@GMAIL.COM

চিরসত্য বর্ণনায়
............. ঋষি
====================================
ভেজা দাম্পত্যের মতো জীবিত
শতসহস্র বিয়ের মন্ত্রে শুকনো রজনীগন্ধার দাপট।
উগ্র গন্ধ ,উগ্র দেশজ মালিন্যতায়
বহবান নদী  বাঁধ ভেঙ্গে যেতে চায়.
ভাঙ্গে না
শুধু  জীবন হেরে যায়।

এহে
সত্য বলতে নেই সত্য জ জাগ্রত আগুন।
আগুনে পোড়াতে নেই
তবে যজ্ঞের বেদীর থেকে জন্ম নেবে না সিতারা,
জন্ম নেবে রাবন।
আর সিতারা যাবে বনবাসে যুগেযুগে
পরম লজ্জায় অথবা মর্ডান ফর্মুলায় বেশ্যার মত
বিছানার চাদর চাদর কিংবা ধরনীর আগুন।

ভেজা দাম্পত্যের মতো জীবিত
কোনো লাম্পট্ট  লোকানো শরীরের ভাঁজে।
শরীর বেয়ে সাপেদের অধিকার
রান্নাঘরের খিরকি দিয়ে আকাশ দেখা যায়।
তবু আকাশ ভাঙ্গে না
দিনবদল বদলে সময় চামড়ার ভাঁজে। 

RISHI026@GMAIL.COM

ফেলে আসা সময়
............ ঋষি
==============================
সোহাগ সমুদ্র না
নিভে যাওয়া পাতায় ঘুন ধরা মুহূর্ত।
কয়েকশো জলতরঙ্গ চিত্কার  বুকের মাঝে
সুমধুর যন্ত্রণা সময়।
আমার হাসিতে আজকাল কান্নার ছোপ।

হায় জীবন
এমনি কেটে যায় সময় দৈনন্দিন  আলোর ওঠবোস।
নিত্য তরঙ্গে ধর্নায় বসে চেতনা
জীবন এমন না ,হয়তোবা এমনি হয়।
জমা সংশয় নির্ভেজাল অন্তর্দহন
নিমেষে মেঘ  সরে যায় ,
কখনো বা বৃষ্টি অবিশ্রান্ত বিস্তির্ন্য পারাবার।

সামুদ্রিক নোনা বালি
চোখে বালি ,বালু ঘর ,তাসের ঘর।
অনিয়মিত ছন্দপতন দৈনন্দিন জীবনের ভূমিকায়
সুমধুর  যন্ত্রণা সময় ,
কেটে যায় ঠিক ,তবে দাগ রেখে যায়। 

RISHI026@GMAIL.COM

কবে করবি জয়
................ ঋষি
====================================
অনন্ত আকাঙ্খায় জন্ম হলো
সদ্যজাত কন্যার।
ঠাকুমা বললেন আবার মেয়ে
সন্তানের মা বললেন জীবিত আমার বুকে।
আর পিতৃদেব বললেন
নতুন সময় মেয়েদের হবে জয়।

সময় কাটে
সেই সদ্যজাত কন্যা আজ ডানাকাটা পরী.
উচ্ছল যৌবনের স্পর্শে সারা শরীরে
গালে টোল,ভিজে তৃষ্ণা।
মা বললেন
ওগো শুনছো মেয়ে বড় হলো এবার একটা বিয়ে।

সদ্যজাত কন্যার বুকে আগুন
তৃষ্ণা জীবনে কাউকে আপন ভেবেছিল সে।
চারিদিকে সানাই ,ভিজে জোত্স্নায় জানলার রেলিং বেয়ে
বিছানা রক্তে লাল।
সদ্যজাত মেয়েটা নারী হলো বুঝলো
পুরুষের অধিকার।

অনন্ত আকাঙ্খায় আবার হসপিটালের বেডে
সদ্যজাত কন্যা।
সময় বললো টিকটিক কানে কানে  আসছে সময়
মা  মেয়ের দিকে তাকিয়ে বললো,
ওরে মেয়ে
কবে করবি জয় ,কবে, কবে   ..............

RISHI026@GMAIL.COM

আমি মা
.............. ঋষি
===================================
সামনে শোয়ানো যে
সে আমার সন্তান।
সর্বত্র ছড়ানো সাদা রঙের পবিত্রতায়
আমি শুয়ে মৃত সন্তানের ছবি বুকে।
অজস্র কোলাহলে একান্তে আমার স্নেহে
আমি মা।

সন্তান মরে যায়
কিন্তু বেঁচে থাকে মায়ের বুকে পবিত্রতায়।
জীবন হারিয়ে যায় দশমাস ,দশদিন
শরীর নিংড়ে রক্তের বন্যায়।
জীবিত ,জন্মান্তরে হাঁটি ,হাঁটি পা
দুঁধের বোটায় শিরশির
এগিয়ে আসা সদ্য ওঠা দাঁত ,জীবন্ত হাসি।
শৈশব ,যৌবন ,জীবন
কিছুতেই না।
কিন্তু মৃত্যু আসে না সন্তানের
সে অমর থাকে মায়ের বুকে।

সামনে শোয়ানো যে
সে আমার সন্তান।
আজ মৃত্যুবার্ষিকী ,ধিকি ধিকি প্রদীপ বুকের মাঝে
জ্বলছে চিরকাল।
চিরদিন আমৃত্যু আমার সাথে আমার সন্তান
আমি মা। 

RISHI026@GMAIL.COM

পাগলামি হৃদয়
............ ঋষি
==============================
নিজেকে নিভৃতে চেয়েছি
আমার রাতপরী ঘুমিয়ে পরেছে।
বহুদূর রূপকথার জামা ছেঁড়া চিত্কার
পাগল করেছে আমায়।
আমার অজান্তে
আমার কবিতার পাতায় রাতপরী।

ভেবেছিলাম তুমি কবিতার থেকে সুন্দর
ভেবেছিলাম তুমি অনন্ত আলিঙ্গন আমার হৃদয়।
দ্বিতীয়টা ঠিক আমার মত আমার কবিতায়
অথচ প্রথমটা।
কবিতায় সুন্দর স্বপ্নের মতো
আমার মুঠোফোন বেজে ওঠা রিংটোন।
তোমার নাম ,তোমার কবিতা
অনন্ত স্পর্শে রাতজাগা চেনা সুর ,অচেনা তোমাতে।

নিজেকে অধিকার চেয়ে
শত সহস্র ধিক্কারে আমার সমাজ সফরের বাইরে
ছড়ানো ছেটানো চেতনাগুলো বুকপকেট ঘেঁষে ,
সারাক্ষণ পাগলামি।
আমার হৃদয়ে
আমার কবিতার পাতায় রাতপরী।

Sunday, January 18, 2015

RISHI026@GMAIL.COM

আজ সারাদিন
.................. ঋষি
=================================

অনিত্যের সাথে হারিয়ে যাওয়া
আজ সারাদিন কথা হয় নি তোর সাথে।
আমার জমে যাওয়া স্নেহের পকেটে
খোলা বুকে ,খোলা জানলার ওপারে
আজ দেখিনি তোকে বহুক্ষণ হলো।

এমন এক আকাশ সমুদ্রে ঠোঁটের পরে ঠোঁট জমে
তৃষ্ণা লেগে থেকে আকাশের গায়ে।
আমি আকাশের তারা দেখি না
শুধু খুঁজি ফেলে আসা সময়ের পুরনো স্পর্শ।
প্রেম জমে যায় শরীরের ভাঁজে ভাঁজে
আমি উদাসীন ভাবে দেখি।
তোর স্বপ্নের বাসরঘরে প্রেমিকের দীর্ঘশ্বাস
আমার একলা সড়কে জীবিত হাজতবাস।

অনিত্যের সাথে হারিয়ে যাওয়া
আজ সারাদিন জীবিত থাকি নি আমি।
আমার জমানো রঙের বুকের ক্যনভাসে কালো
সব হারানো
একলা অন্ধকার, জীবিত আমি আমার কবিতার।

RISHI026@GMAIL.COM

ব্যস্ত আমি
............ ঋষি
============================
ব্যস্ততার কোনো পরিচয় নেই
শব্দহীন সড়কের উপরে যে দাগ লেখা।
সেখানে তোর বুকের গন্ধ পাই
ছেড়ে আসা শ্মশান থেকে সমুদ্রে।
ভাসানো ছাই
তবু তোকেই চাই।

এ জীবনে ক্যাকটাসে লাগানো ধারাপাত
মনুশাস্ত্রের পাতায় পাতায় বিভেদ।
লেগে থাকা হরপ্পা  তোর শরীর বেয়ে চুঁয়ে নামে
অজস্র স্পন্দন।
বেঁচে থাকা একমুখ আকাশের কালি
বিষাক্ত খালি
ক্যানভাসে আঁকা তোর মুখ।

ব্যস্ততার কোনো পরিচয় নেই
সকালের  সূর্য বাসি বিছানার চাদর অনন্ত শয্যায়।
সহজে বাঁচা যায় ,সহজ সমীকরণ
চাহিদা উর্ধমুখী খাতে শুধু  বিকৃতি নয়।
অন্য কিছু, সাদা ভিজে কাপড়ের আড়ালে
তোর নোনা ঠোঁট ।

Saturday, January 17, 2015

RISHI026@GMAIL.COM

একই গল্প এটা
...........ঋষি
========================================
গল্পটা বদলায় নি এতটুকু
কলেজ ফেরৎ মেয়েটাকে ছেলেটি বলেছিল ভালোবাসি।
একই গল্প এটা।
বেশ কয়েকদিনের চেষ্টায় মেয়েটির প্রশ্রয়ে ,
ছেলেটি বুঝেছিল ভালোবাসা হয়ে গেছে।
এটা প্রথম পর্ব।

সেই গল্পটাও একই ছিল
খোলা বাগানের বেঞ্চে অসংখ্য কপোতকপোতি পাশাপাশি।
সেই একই রসায়ন ,একই জৈবিক উত্তেজনা
অন্ধকার খুঁজে নেই প্রেম।
ঠোঁটে ঠোঁটে ,বুকে বুক
মেয়েটা ভেবেছিল ভালোবাসার গভীরতা বাড়ছে।

তারপর ,জীবনের গভীরতা বাড়ে
কোনো এক প্রেমের দিন ,প্রেম লাঞ্চিত হয় প্রেমিকের হাতে।
সেই একই ভাবে ঢুকে যায় পেরেক শরীরের ভিতর
একই ভাবে জেরুজালেমের যীশুর প্রেমহীন মৃত্যু।
তারপর গভীর সভ্যতার আগুনে চোখে রক্ত
শরীরে জ্বালা ,হৃদয়ের। ..... গল্পটার শেষ পর্ব এটা।

RISHI026@GMAIL.COM

ধর্ষিত মেয়েটা
............ ঋষি
==================================
শুধু একান্তে চেয়েছিল মৃত্যুগামী সভ্যতা
কোনো গভীর খাত থেকে উঠে আসা প্রশ্রয়ে,
নিজেকে ধর্ষিত বলেছিল মারাত্নক হিংসায়।
আসলে শুরুটা  খুব স্বাবাভিক।
একান্তে নিরালায়
আসলে ভালোবাসা অবলম্বন চায়।

সহজে ওঠানামা প্রশ্রয়ে শরীরের কামে লোভি জল
কয়েকশো ভোল্টেজের জীবিত আকাঙ্খায়।
ঠোঁট ছুঁয়ে তৃষ্ণা যৌবনের জীবিকায়
হেঁটে গেছিল নিতান্ত একান্তে প্রেমের হাত ধরে।
অন্ধকারে পেরোতে চেয়েছিল সময়
সহজ প্রেমের জৈবিক রসায়নে  ,
সময় পেরিয়ে যায় ,শরীর পেরিয়ে গেল।
জীবনের বাঁধ ভেঙ্গে সদ্যজাত নারী
নিজেকে ধর্ষিত বলেছিল।  

শুধু একান্তে চেয়েছিল মৃত্যুগামী  লোভি সভ্যতা
শরীরের বাঁধ ভেঙ্গে গড়িয়ে পড়া লালা।
নিস্বার্থ জীবন জীবিত আকাঙ্খা প্রেম এসেছিল
শরীরের হাত  ধরে।
ধর্ষিত মেয়েটা বোঝে নি
সে শরীরকে প্রেম ভেবেছিল। 

RISHI026@GMAIL.COM

 লাল পাড়ে বেনারসী
................... ঋষি
=========================================
ঘুম ভেঙ্গে গেলো
মেয়েটা শাড়ি পড়তে ভালোবাসতো,
মেয়েটা লাল পাড়ে বেনারসী ভালোবাসতো।
ভালোবাসতো ছোটো থেকে খেলনা পুতুল খেলতে
ভালোবাসতো মায়ের মতো রান্না বাড়ি করতে।
মেয়েটা আসলে বিয়ে করতে ভালোবাসত
ভালোবাসতো বরের সাথে সংসার সংসার খেলতে।

আজ সানাই বাজছে মেয়েটার বিয়ে
আজ সানাই বাজছে মেয়ে লাল পেড়ে বেনারসী পড়ে।
বারংবার আয়নার দিকে তাকাচ্ছে
ঠিক তার মায়ের মুখ বসানো ,চোখে সেই হাসি।
মেয়েটা খুব আনন্দে আছে ভাবনার দোলনায়
দোল দোল দুলুনি ,রাঙ্গা মাথায় চিরুনি,
বর আসবে এখুনি ,নিয়ে যাবে    .......
বর এসেছে নিচে ,তুমুল হট্টগোল ,শাঁখের শব্দ।

ঘুম ভেঙ্গে গেলো
মেয়েটা একলা বসে আজও বিয়ে হয়নি তার,
মেয়েটা একলা বসে বরপনের টাকা যোগার হয় নি তার।
মেয়েটা ভালোবাসতো শাঁখা ,সিঁদুর পড়তে
মেয়েটা  ভালোবাসতো বর বউ খেলতে।
মেয়েটা তাই একলা বসে শাড়ি পড়ার কল্পনায়
মেয়েটা যে লাল পাড়ে বেনারসী ভালোবাসতো।

RISHI026@GMAIL.COM

রোমান্টিকতা
............. ঋষি
=======================================
রোমান্টিকতা বলতে তুই কি বুঝিস
খোলা মাঠের উপর দাঁড়িয়ে চিত্কার করা তোর নাম ধরে।
কিংবা বিছানার চাদরে চ্যাটচ্যাটে প্রেমে বারংবার বলা
তোকে ভালোবাসি।
অথবা  তোর হাত ধরে ,বুকে বুক রেখে
হেঁটে চলা অবিচল শহর জুড়ে।

না সুমন আমি তা বলি নি
আমিও চিত্কার করি হৃদয়ের খুব ভিতরে  তোর নাম নিয়ে
আমিও হেঁটে যাই স্বপ্নে অনন্ত রুপকথা তোর হাত ধরে।
তোর জোত্স্নার আগুনে চান করে আমি হয় রূপসী
আমি তোকে ভালোবাসি বলতে বলি নি।
শুধু বলেছি আমাকে এমন ভালোবাস
যাতে তুই ছাড়া কিছু না থাকে সুমন।


একলা হেঁটে যাওয়া বুকের ভিতর তোর স্পন্দনে
কিংবা ছাদের উপরে বোবা চাঁদের গায়ে তোর মুখ।
আমার জীবনে ,মরণে প্রতি স্পন্দনে শুধু জড়িয়ে বাঁচা তোকে
সুমন তোর ঠোঁটে মুখে আমার স্পর্শ।
আমার বেঁচে থাকা স্পন্দনে
রোমান্টিকতা তুই শুধু সুমন।

Friday, January 16, 2015

RISHI026@GMAIL.COM

প্রেম আসছে
............. ঋষি
=========================================
কখনো ভাবি নি তুই এসে দাঁড়াবি আমার গভীরে
হৃদয়ের তারে পুরনো দূরদর্শনের  সুর।
ঘুম ভাঙ্গা সকালের নরম আলোয় তোকে ছোঁয়া
কয়েকমুহুর্তের আলোরণে প্রবল ঝড়.
জীবন ছুঁয়ে যাবে ,সময় থেমে যাবে
আমি তুই পাশাপাশি।

সেই ছোটবেলায়  মাটির মূর্তি গড়া
সময়ের প্রহসনে সেই বিবাগী বালক আজও জীবিত।
হয়তো তোর জন্য স্পন্দনে আজ অমোঘ ঝংকার
কয়েকমুহুর্তের অদ্ভুত শিহরণ শরীর  জুড়ে।
আমার জীবিত ,মৃত কবিতায় কবির কলমে বাঁধ ভেঙ্গে যায়
তুই আসছিস প্রেম আমার কাছে।
আমার গভীরে ,খুব কাছে
আবারও জীবিত আমি হাসছি আকাশের বুকে নীল রঙে।

ছুঁয়ে যায় আদুরে হওয়া আমার ঠোঁটে
ঝরে পরে অসংখ্য আলো আমার চোখে।
আজ আর রৌদ্রে পুড়ছি না
আজ আর বৃষ্টিতে ভিজছি না।
শুধু আমার অনুভবে ,আমার স্পন্দনে জীবিত আকাঙ্খা
প্রেম আসছে তোর রূপ ধরে।

RISHI026@GMAIL.COM

প্রেম দোলনায়
............... ঋষি
=====================================
ফিস ফিস অনিদ্রায় চোখের  পাতায়
প্রেম আছিস।
বাসি বিছানার চাদরে প্রেমের রজনীগন্ধা শুকিয়ে যায়
প্রেম আছিস।
ভাবনার মোড়কে লুকিয়ে জ্যালজ্যালে মাকড়সার জাল
প্রেম আছিস।

তোর ঠোঁট ছুঁয়ে ,তোর বুকের পলিতে চোরাবালি
প্রেম কোথায়।
সকালের বোতাম খোলা বোবা যন্ত্রণার পাতায়
প্রেম কোথায়।
দৈনন্দিন অলিগলি ঘুরে জীবনের মোড়ে মোড়ে
প্রেম কোথায়।

হাতের শুকিয়ে যাওয়া চুড়ির রঙে অবচেতনে
প্রেম আছিস।
জীবনের পঙ্কিল চাওয়া পাওয়ার ভাবনায়
প্রেম আছিস।
হৃদয়ের নিস্বার্থ অভিন্দন অনুভূতির ঘরে নিশ্চয়
প্রেম আছিস। 

RISHI026@GMAIL.COM

অন্তরদহন
............ ঋষি
============================
সত্যি করে বল
তোর বুকে আগুন জ্বলে না অনাহারে।
খিদে তোকে পোড়ায়  না
তোর বাঁচতে ইচ্ছে করে না।

ফেলে আসা শাখা প্রশাখায় অসংখ্য যন্ত্রণা
মৃত্যুগামী সময়ের তালে অজস্র স্পন্দন।
প্রাচীন কোনো পৃথিবীর কঙ্কালে ঘুন ধরা বেঁচে ফেরা
পৃথিবীর মাটিরে অনবরত ভূমিকম্প ,রক্তক্ষরণ।
সব সত্যি ,সব মিথ্যা
সত্যি গুলো মিথ্যা করে দেখ,
আর মিথ্যাগুলো  সত্যি করে দেখ।
কিছুই হারায় না ,কিছুই বদলায় না
আসলে হারাবার নেই কিছু ,পাওয়ারও না
শুধু জীবনটাকে বদলে দেখ।

সত্যি করে বল
তোর বুকে হৃতপিন্ডে নেই লালচে আভা।
তোর বাঁচতে ইচ্ছে করে না
খিদে তোকে কামড়ায় না জীবিত লজ্জায়।

RISHI026@GMAIL.COM

প্রশ্নের পর্যায়
........... ঋষি

তোমাকে দেখতে ইচ্ছে করলেই
আমি আকাশ দেখি খুব দূরের পৃথিবীর।
সৌরমন্ডলের অজস্র গ্রহর মাঝে
একটু ফাঁকা জায়গা খুঁজি।
ভালো থাকা ,ভালো রাখা জীবনের পর্যায়
আমি নিশ্বাস খুঁজি তোমার বিশ্বাসে।

এমন করে দিন কেটে যায় গৃহপালিত সভ্যতার চর্বনে
আমি ঘাস কাটি ,আবার খেয়ে ফেলি আপন মনে।
এমন করে দিন কেটে যায় অনবরত রক্তক্ষরণে
আমি জীবন খুঁজি বেঁচে থাকার প্রবল ইচ্ছায়।
আর তোমাকে খুঁজি দূর গ্রহে
খুব দূরে তোমাকে পাওয়ায়।

তোমাকে দেখতে ইচ্ছে করলেই
শহরের পথে ,আরো একা পথ চলি ফুটপাথ ধরে।
কিছুই শুনতে পাই না ,সময় থেমে থাকে
আমি হেঁটে চলি।
কানের কাছে ফিসফিস বারংবার তোমার মুখ
আমার চোখে ,আমি প্রশ্ন করি। 

Thursday, January 15, 2015

RISHI026@GMAIL.COM

হারিয়ে গিয়ে
.......... ঋষি
=================================
জানি হারিয়ে গিয়ে ফিরে আসা যায় না
এক ,দু পা করে বোবা জীবন মৃত্যুর কাহিনী।
আজীবনেও শোধরানো যায় না
অদ্ভূত কিছু কঙ্কাল শুয়ে থাকে হৃদয়ের ঘরে।
অদ্ভূত কিছু প্রশ্ন তাড়া করে
কয়েক আলোকবর্ষ দূরে নিরন্তর নিরালায়
কিছু নির্জনতা বাস করে।

আমি তাদের মাঝে এক না বলা কবিতা
আমি তাদের মাঝে বিগত সেই  ছবিটা।
যার অস্তিত্ব আজ বিলীন বিবেকের ঘায়ে
আমার সাথে আজকাল মৃত্যু বাস করে।

জানি হারিয়ে গিয়ে ফিরে আসা যায় না
এক ,দু পা করে বোবা রৌদ্র অনিদ্রায় মৃত্যুগামী।
সময় হারিয়ে যায় জীবিত ভূমিকায়
অথচ অদ্ভূত হিসেব পাওয়া যায় না.
জীবন গুলিয়ে যায়
জীবনের কোলাহলে হাজারো হলাহল
কিছুতেই শান্তিতে থাকা যায় না। 

RISHI026@GMAIL.COM

উদ্দাম কল্পনায়
............... ঋষি
==============================
আমাকে পাগল করে
দুহাত ছড়িয়ে  আকাশের ঠিকানায় চিঠি।
শব্দের ছলে আঁকড়ে থাকা স্মৃতির মুহূর্ত
হৃদয়ের কেবিনে।
এক কাপ চা তোমার সাথে আমার ঠিকানায়
আজ ঝড় বৃষ্টি।

হৃদয় বোধহয় এমনি হয় খেলার ছলে
ডাস্টবিনে জমা বিরহের মতো।
হৃদয় বোধহয় এমনি হয় মৃত্যুর ছলে
ঢিমে তালে সারেঙ্গীর মতো।
শ্রুতি মধুর প্রসব যন্ত্রণা ,অজস্র চিত্কার
ফিসফিসে ভাষা।
মিনমিনে ভাষা
নিত্য অনিত্যের পথে হৃদয় যন্ত্রণার।

আমাকে পাগল করে জমা ঝড় ,বৃষ্টি
সৃষ্টি এখানে দৃষ্টির মত অব্যক্ত।
মৃত্যুর  মত নিংড়ানো কিছু  তুমি
হৃদয় দরবারে।
আজ পুরনো গিটার চেনা সুর ,অচেনা মোড়কে
আঁকড়ে বাঁচা জীবন।
 

RISHI026@GMAIL.COM

সেই মেয়েটাকে
.............. ঋষি
==========================================
ভালোবাসি সেই মেয়েটাকে
যার বুকের মাংসের পিছনে লুকোনো দিগন্ত আকাশ।
সেই আকাশে আমি একলা পাখি
একমুঠো  জীবন খোলা হাওয়া।
উড়ে যাওয়া ,উড়ে যাওয়া
কোনো বাউলে স্পর্শের আদলে জীবন।

ভালোবাসি সেই মেয়েটাকে
যাকে  মেঘের ঘর থেকে চুরি করে।
যার  ঠোঁটের পাতায় তৃষ্ণা
অন্তরদহনের  মুহুর্তে আগত পদশব্দে।
সাজানো শহর ,সাজানো সমাজ ,সাজানো বেঁচে থাকা
এ সব পিছনে ফেলে একান্ত নিঃস্ব প্রেমে
যার  ভিজে ঠোঁটে চুমু খাওয়া।

ভালোবাসি সেই মেয়েটাকে
যাকে জীবিত বুকে অলিন্দের বোঝাপড়ায় আনত দৃষ্টি।
শীতল স্পর্শে ঝরে পরে ভালোথাকা
একমুঠো বেঁচে থাকা।
ঝিরি ,ঝিরি বৃষ্টি চোখের পাতা
সেই মেয়েটাকে। 

RISHI026@GMAIL.COM

খবরের পাতায়
............ ঋষি
======================================
সংবাদপত্রের প্রথম পাতায় আজ মৃত্যু লেখা
সমস্ত যন্ত্রণার উপলব্ধি।
আজ বুক চিঁড়ে এগিয়ে যাওয়া অনিদ্রার লিপিতে
পাগলা হাওয়া।
মেঘ রৌদ্র ছাড়া কোনো এক দমবন্ধ উপলব্ধির আলিঙ্গন
নিজেকে একা পাওয়া।

এমনি হয়
যখন সামুদ্রিক বিশালকায় ঝড়ের আস্ফালন আদিম করে।
বুকের দাবানল ছুঁয়ে ভ্যাপসা জীবন খবরের পাতায়
খবর আসে খবর বদলায় রোজ।
অথচ বক্তব্যের উপাখ্যান যন্ত্রণার মত ছুঁয়ে যায়
বদলায় না কিছু সময়ের আগে অথবা পরে ,
শুধু খবর বদলে যায়।

পত্রিকায় প্রথম পাতায় আজ শিহরণ
সেই তুমি নাম্নী আদরে মেয়েটার আজ বদলানো কবিতা।
হারিয়ে যাওয়া চোখের পাতায় আদ্র কবিতা
বুক জ্বলে ,সময় পোড়ে শুধু এগিয়ে যাওয়া দৈনন্দিন।
খবরের পাতায় বদলানো খবর
একই থাকে ,শুধু ঝড় বয়ে যায়।   

Wednesday, January 14, 2015

RISHI026@GMAIL.COM


বাঁচার ইচ্ছায়
---------- ঋষি
====================================
অনেকগুলো কারণ থাকার বেঁচে থাকার
সবুজের ঘ্রাণ,সবুজের প্রেম ,সবুজের হাতছানি।
কিন্তু কি জানিস
জীবন জ্বলন্ত ট্রেনের কামড়া।
বাইরের পৃথিবীর রঙিন রং কাছে টানে গায়ে জড়িয়ে
অথচ কখন যেন ট্রেনের সিগন্যাল  লাল হয়ে যায়।

আটকে থাকা পৃথিবীর মাটিতে চোখের বালি
উড়ে আসে ,ছুঁয়ে যায়।
তবু একবার ফিরে চায়
আদরের নৌকোয় পা দোলায় ,ছলাত ছলাত জলে।
জীবন চলছে রে
এগিয়ে চলেছে সুপার জেটে পৃথিবী।
সেই কিন্তু যতটা এগোনো যায় আগামীর আলোয়
ঠিক ততটা পিছিয়ে শুরু করা যায় না।

তুই বলিস জীবন ট্রেন না
কোনো লাল , সবুজ সিগন্যাল নয় ,খোলা আকাশ।
সত্যি ভাবতে ভালো লাগে খালি পায়ে
সবুজ শহরে আদরের নৌকোয়।
কিন্তু কি জানিস সবুজ রংটা প্রিয় আমার
অথচ দেখ আমি লাল রঙের গোলাম। 

Tuesday, January 13, 2015

rishi026@gmail.com

সরে যাও দূরে
.............. ঋষি
=================================
আমাকে কবিতা ভেবে লিখো না মনের পাতায়
আমি বিষাক্ত বিষ যন্ত্রণার আঁচল।
আরেকবার সময়র  ভাঁজে আরক্ত দাঁড়ানো লুকোনো মুখটুকু
আমি সময় নই যে চলে যাব।
আমি জীবিত নয়  তোমাকে জড়িয়ে যাব
আমি মৃত কবিতা আমার কবরে।

দু হাত জমি ,কিংবা শ্মশানে  লুকোনো পোড়া গন্ধে
প্লিস তুমি আর কেঁদো  না।
সরে যাও দূরে ,অনেক অনেক দূরে
যেখান  থেকে ফেরা যায় না।
প্লিস আমাকে এতো ভালোবেসো না
আমার আরক্ত বুকে  সময়ের হলাহল।
চলে যাওয়া সময়ের শব্দগুলি
আমি কানপেতে শুনি ,খুব দূরে তুমি ,
খুব দূরে।

আমাকে জীবিত ভেবে বাঁচিয়ে রেখো না নিজের সম্বল
আমি যে কোনো অবেলার কবিতা।
শুকিয়ে যাওয়া শুকনো শীতের বিকেলে
আমাকে আড়চোখে  লুকিয়ে দেখো না।
আমি জীবিত নয় ,আমি মৃত কবিতা
শুধু আমার কবিতায় তুমি ভালোবেসে থেকো। 

rishi026@gmail.com

জ্বলন্ত পাপ
........... ঋষি
=============================
এ যেন আমার না দেখা শহরের হাতছানি
আমি পাহাড়ের বুকে দাঁড়িয়ে।
গড়িয়ে নামি ,নামতে থাকি শীতল ঝরনা
সারা শরীর ভিজে যায়।
আমার হৃদয়ে জ্বলন্ত পাপ তোমাকে ছুঁয়ে প্রেম
আমার শরীর পুড়ে যায়।

জাগ্রত কোনো দেবীর মতন
কুমোরটুলির মাটির শরীরে  হৃদয় খুঁজি।
খুঁজেও পাই ,কাঁচের হৃদয়
খসে যায় আকাশে নক্ষত্র মাটির পৃথিবীতে।
বোবা যন্ত্রনায়
কাঁচের টুকরো ছড়িয়ে পড়ে।
কাঁচের স্বর্গ ভেঙ্গে পরে
আমার ভাবনায় আবার ভিজে শরীর।

এ যেন আমার শহরে সদ্য প্রসূত ভোর
হালকা লালচে আলোয়।
আমার ভাবনারা চান করে  আরো পরিনত
সময়ের পাতায় ক্লান্ত আগামী।
আমি হেসে যায় ,আমি ভুলে যায় বারংবার
আমার হৃদয় জ্বলন্ত পাপ। 

rishi026@gmail.com

অনিদ্রার খাতায়
............ ঋষি
===============================
অনিদ্রার শেষ পাতায়
উঠে আশা অজস্র প্রহসনে হাসির ছলে।
জীবন কাটাতে চাই
বেশ ভালো এক অভিনয় আমার শহরে।
খবরের শিয়রে মাথা রেখে
নগ্ন আমি ,আবার  একলা দোলনায়।

সভ্যতা আমাকে ভিখারী করেছে
সভ্যতা আমাকে শয়তান করেছে।
কি হাসছে সভ্যতা
নরকের পরে চেতনার পারে সার দিয়ে পরে থাকা।
টাকিয়ালা পেগের রঙিন চেতনা
নেমে যায় আরো নিচে ,আরো  নিচে।
শরীর বেঁয়ে কিলবিলে অজস্র সাপ
আমাকে চুমতে চায়
আরো গভীরে ,সাজানো প্রেমে ,দংশনের কামনায়।

অনিদ্রা ছেড়ে আবার ঘুম আসে
আমার নিল শরীরে সাজানো সভ্যতা চুমু।
আমি ঘুমিয়ে পরি
পরে থাকা সভ্যতা ব্যবহার করা কন্ডমের খামে।
বিক্রি সভ্যতা লুকোনো দামে
অথচ আমি খালি কবিতা। 

rishi026@gmail.com

তাদের কথা
........... ঋষি
=================================
তারা কিছু বলে নি আমাকে
আসলে সামুদ্রিক ঢেউগুলো আছড়াতে জানে।
কিন্তু আঁকড়ে ধরতে শেখে নি সময়
ছুঁয়ে যায়।
আবার চলে যায়
জীবিত মৃত কল্পনায় অজস্র খননে।

খনিজ কোনো প্রাকৃতিক হৃদয়ে
তারা কখনো নিজেকে নগ্ন করতে শেখে নি।
লুকিয়ে করা সঙ্গমে তাদের যোনিতে
পাহাড়ি সাপ।
সারা শরীরে এঁকেবেঁকে  আনন্দের চরমে
তারা জন্ম দেই নতুন পৃথিবী
নতুন চোখে তাদের জীবিত উপেক্ষা।

তারা কিছু বলে নি আমাকে
শুধু ভিজেয়ে গেছে নিজের মতন নোনা জলে।
আমার আস্তরণে প্রাচীন মরিচা
অথচ জীবিত আমি।
আমার ভাবনার জন্মে
তারা শুধু আমাকে ছুঁয়ে গেছে। 

rishi026@gmail.com

সিঁড়ির ধাপ
............... ঋষি
==============================
সিঁড়িগুলো দাঁড়িয়ে আছে
এক ,দুই ,তিন ,চার ,অবিরত ,অনবরত।
জানলার বাইরে বিলীন পৃথিবীতে
সিঁড়িদের অন্তর্বাস।
জীবন বাইরে হাসতে থাকে
সিঁড়ির শেষ ধাপে লুকোনো কামনায়।

সিঁড়ির শেষ ধাপ
হয়তোবা মৃত্যু ,হয়তবা বেঁচে ফেরা।
রঙিন ম্যাগাজিনের রঙিন দক্ষতা
টাইমপাস।
হাসছে জীবন টাইমপাস
এপাশ ,ওপাশ ,ধপাস।
সিঁড়ির শেষ ধাপে ,জীবন আছড়ে পড়ে
আবার শুরু চড়াই উতরাই,
বেঁচে থাকার হানা বাড়ি।

সিঁড়িগুলো দাঁড়িয়ে আছে
এক ,দুই ,তিন ,চার অত্যন্ত লজ্জাহীন চাহুনি।
নেমে যায় শরীরের বিবর্ণ চোখে
অজস্র রক্তক্ষরণ ,পিচ্ছিল সিঁড়ির ধাপ।
জীবন সিঁড়িতে দাঁড়িয়ে থাকে
আরো ওপরে যাওয়ার কামনায়।   

rishi026@gmail.com

কবিতায় অজস্রবার
........... ঋষি
=======================================
যদি কবিতার প্রেমে ,প্রেমের কবিতায়
একটা জীবন বাঁচা যেত
বেশ হত।
যেমন হয় জীবনের পথচলায় অবিশ্রান্ত বৃষ্টি
মিষ্টি কোনো শব্দের ভূমিকায় জীবন
বেশ মানিয়ে যেত।

এমন করে নিঃস্ব করা যায় নাকি নিজেকে
ফাঁকা বাইপাসে একলা দাঁড়িয়ে।
হৃদয়ে হাঁটা যায় নাকি কাঁটা তারে
শব্দবহুল অজস্র আঙ্গিনায়।
ভিজে প্রহসনে বুকের উপর অস্তিত্ব উঠে আসে
ফাঁকা পৃথিবীর ফাঁকা শব্দমহলে,
অবিশ্রান্ত ভাবনারা নোনা বৃষ্টি।

যদি কবিতাকে জড়িয়ে ,নিংড়ে শরীরে আগুন
কিছুটা সময় হাসা যেত
বেশ হত।
যেমন যায়  চলে যাওয়া বাসি বিছানায়  আতরের গন্ধ
পচা রজনীগন্ধার সুবাস
বেশ মিশে যেত। 

লুকিং গ্লাস

আরো দ্রুত এগিয়ে যাও তুমি  যাতে তোমার পিছনের ভয়গুলো তোমাকে না ছুঁতে পারে  ঠিক এখানেই একটা ফুলস্টপ লাগানো আছে , স্বার্থক মুক্তি আর মুক্তির মাঝ...