Tuesday, May 30, 2023

একমুঠো ছাই উড়লো কোথায়

 একমুঠো ছাই উড়লো কোথায় 

... ঋষি 

.

২০২৩ এ দাঁড়িয়েও একটা আতংক 

ক্লারিফিকেশনের পাতা ভরে উঠছে অজস্র লাল দাগে ,

অজস্র বন্দুকের নল 

নিশানায় জীবন 

কবিতার পাতা থেকে আগুনের রোষে প্রশ্ন ছুঁড়ছে 

"একমুঠো ছাই উড়লো কোথায়

পুড়ছে কে আজ বলে দে আমায়।"

.

অনবদ্য কবিতার অংশ 

জীবনের অংশ ,মেঠো পথ ,একতারা ,অন্য একটা মাত্রা 

ভাবনারা ক্রমশ লিন হয়ে আজ ক্রুসেডের যুদ্ধ ,

ধর্ম আর কর্মের মধ্যে তফাৎ কোথায় 

কথায় বলে মানুষের ধর্ম মানুষের সাথে সাথে যায় 

তবে কর্ম 

সে কি শুধু একটা শব্দ মাত্র ,

মুহূর্তে কানের কাছে ফিসফিস 

"চেনা সুর একতারাতে বাজলো যে আবার

মরেছি তোর হাতে তুই আমার অহংকার।"

.

২০২৩ নির্দিষ্ট তাপাঙ্কের জীবন জ্বলছে ,পুড়ছে ,উড়ছে আগুনের ধাঁচে 

ছিটকে আসছে বুকের গভীরে অজস্র তোমার ক্ষত ,

তাতেই আমি জ্বলে ,পুড়ে যাই 

তাতেই আমার আগুনের কবিতায় ফুটে ওঠে তোমার দেবীরূপ 

এক অচেনা মন 

জানান দেয় গভীরে  

আমি অসুর ,আমি বেসুর ,আমি কলঙ্গ। 

একটা মৃত্যুর দরজা ঠেলে আমার উদাত্ত নৃত্য

একটা মৃত্যুর কালিমায় অন্ধকারে বানভাসি আমার তুমি 

আমার মরণ ,

একটা পাখি চক্রাকারে আগুনের পথে ঘুরে বেড়ায় তোমার মাথার ভিতর 

চিৎকার আমি শুনতে পাই   

"আগুন মেখে দেখ, কে চলে যায়

ঝড়ের পাখি তার ঠিকানা হারায়।".

.

( ঋন স্বীকার : অসুর চলচিত্র)



কাঠগোলাপ

কাঠগোলাপ
.. ঋষি
তারপর আমি একদিন রাজা হয়ে গেলাম 
পথের পাশে কাঠগোলাপ গাছগুলোতে তখন দারুন ফুল, 
তোমাকে দু:খ দিলাম 
তুমি অভিমানী হলে, 
কাঠগোলাপের ফুলগুলো ঝরছিল 
আমি বুঝি নি।
.
আমার সাম্রাজ্য বাড়ছিল 
তুমি দাঁড়িয়েছিলে হাসিমুখে আমার পাশে 
তুমি তখন ক্রমশ ফুরোচ্ছিলে আমার পাশে,
আমি ব্যস্ত ছিলাম 
সাম্রাজ্যের প্রজা,খাজনা,,হাতি, ঘোড়া, শিকার 
আমি ব্যস্ত ছিলাম, 
পথের পাশের কাঠগোলাপের কষ্টগুলো আমি বুঝিনি। 
.
তারপর একদিন আমি সম্রাট হলাম 
পাশে তাকিয়ে দেখি তুমি নেই 
শুধু রাস্তার পাশে কাঠগোলাপের গাছগুলো ফুল শূন্য, 
আমি পাত্তা দিই নি তবু
আমার সাম্রাজ্য,আমার জমিন, আমার অধিকার। 
কি যেন ঘটলো 
হঠাৎ খেয়াল হলো পাশে তুমি নেই 
পথের পাশে কাঠগোলাপ গাছে কোনো ফুল নেই 
আমার প্রজা,খাজনা,হাতি, ঘোড়া, শিকার সব আছে
আমার সাম্রাজ্য,আমার জমিন, আমার অধিকার 
সব আছে
শুধু তুমি নেই 
আমার সাম্রাজ্যে আজ কাঠগোলাপের গাছগুলো হাসি শূন্য। 




Sunday, May 28, 2023

ব্যর্থ পুরুষ

 




একটা ঘুম ভাঙা চোখ দৌড়োচ্ছে 

খুঁজছে এই শহরের অলিতে গলিতে সেই প্রিয় মুখ ,

কেউ বলছে পাগল 

কেউ বলছে এই দৌড়ের শেষে অনিবার্য মৃত্যু ,

তবু মৃত্যু দৌড় ,তবু মৃত্যু ঘোর 

আমার কবিতা পড়ছে না সেও। 

.

একটা চক্রান্ত 

একটা হাহাকার ,একটা বিবেকহীন অনিবার্যতা ,একটা কর্পোরেশনের গাড়ি 

তুলে চলেছে এই সমাজের জমতে থাকা বিষ যোগ ,

আগুনের ঘুম ভাঙা মুহূর্তের গান শোনাচ্ছে চর্বিত চর্বন 

তবুও ফ্ল্যাশ লাইটে সুখ খুঁজছে মঞ্চের উপর মানুষের চোখ 

আর আলোর পিছনের অন্ধকারটুকু 

যারা বুঝছে 

তারাই খুঁজছে। 

যোগাযোগের আলোটা সবুজ 

মুছে যাচ্ছে নিজের ইচ্ছে মতো আমার প্রিয় মুখ ,

আমি শেষ বাসস্টপে দাঁড়িয়ে হেরে যাওয়ার অপেক্ষা করছি 

কিংবা বাজি রাখছি ,

একটা জন ব্যর্থ পুরুষ 

কিংবা হয়তো শেষ ঠোঁটে একটা আশ্চর্য মৃত্যুর । 

.

ব্যর্থ পুরুষ 

... ঋষি 


Saturday, May 27, 2023

ছায়া অবলম্বনে(৩)

 সমস্ত অনুভূতির পরে জমে থাকে স্মৃতি 

স্মৃতিদের ঘর মায়ানির্ভর ,

ঘর ভাঙে কষ্ট হয় ,সময় ভাঙে গলার কাছে আটকে থাকে কথাগুলো 

বলা হয় না ,হয়তো বলা যায় না 

অথচ ভালো থাকাটা তো খুব একটা কঠিন নয়। 

.

সকলের চেঙ্গিজের বংশধর হবে 

সকলেই আগুনের উপর দাঁড়িয়ে সদা সত্যিটি বলবে 

এমন তো নয় 

কষ্ট হয় ,তবুও মেনে নিতে হয়।  

মুখ আর মুখোশের দূরত্বে শুয়ে থাকা সম্পর্কেরা স্বার্থপর 

কজন বলোতো তোমার মতো হয় 

নিজের মুখাগ্নির পরে উঠে দাঁড়ায় ,আবার হাসে

আর বলে চরৈবতি। 

..

ছায়া অবলম্বনে

.... ঋষি    

 

ছায়া অবলম্বনে (২)

 একটা অসহ্য সময়ের দৌড়

একটা অসহ্য আয়নায় আমি,
এই মৃত্যুর কোন দাবী নেই
শুধু একটাই অধিকার, মুক্তি
অথচ সময়ের দাঁড়িপাল্লায় আমি নাবিক
দূরে স্পটলাইট, জনপদ
কিন্তু বাঁচার অধিকার আজও তুমি নির্ভর।
.
সমস্ত শরীর জুড়ে আজ পৈশাচিক প্রেম
যন্ত্রনায় কাতরে ওঠা মাথার ভিতর রোমন্থন,
চিৎকার করতে পারছি না
বলতে পারছি না
তুমি,
শুধু অভ্যেস নও একটা বোধ " আমার "
অথচ আজ আমি,
আমার তুমিতে বিতারিত
এবং অসহ্য সামাজিক।
.
ছায়া অবলম্বনে (২)
.. ঋষি

Tuesday, May 23, 2023

ছায়া অবলম্বনে

 সব একই আছে 

সকাল হচ্ছে ,রাত্রি হচ্ছে ,সময় ঘুরছে ,সময় হাসছে 

শুধু আমিই বাদ ,

সবই একই আছে 

শুধু ঘুম আসছে না ,শুধু সময় কাটছে না ,প্রতিবাদ আসছে 

কিন্তু ক্লান্ত প্রতিবাদ 

নিজের সাথে মোকাবিলা করাটা বোধয় ভীষণ শক্ত

তাই শুধু আমি বাদ । 

.

কত  সহজ এগিয়ে যাওয়া সময়ের হাত ধরে 

আরও সহজ বোধহয় হাত ছেড়ে একলা দাঁড়ানো ,

আমরা সময় বলি ,আমরা জীবন বলি ,

অথচ আটপৌরে মানেটাও  আমি জানতাম না 

শুধু জানতাম 

কবিতার সাথে ,কবিতার রাতে একদিন আমি ঠিক মরে যাবো 

তুমি সেদিন হয়তো আমার মাথায় হাত রেখে আর  বলবে না 

মর তুই। 

.

ছায়া অবলম্বনে 

....  ঋষি 




Sunday, May 21, 2023

এই গল্পটা আমার


 এই গল্পটা আমার 

... ঋষি 


সমস্ত পতনের শব্দরা প্রতিটা শেষ দিন হয়ে 

ঝরে পড়ুক ,

আমার বানান ভুলের শব্দগুলো একইরকম একলা থাকুক ,

শুধু পতন থেকে প্লাবনে নামুক নীরবতা 

আজ আর কোনো শব্দ নয় 

শুধু ধ্বংসের পর একটা আশ্চর্য থাকুক। 

.

এই শহরের আমার কবিতারা  রাস্তার পাশে অপেক্ষায় 

হাত ছেড়ে তুমি  চলে যাও  জীবন বারংবার,

একটা আশ্চর্য যখন নিজের গভীরে অসতর্ক হয়ে যায় 

যখন মুগ্ধতা ঈশ্বর ছুঁয়ে চলন্তিকা হয়ে যায় ,

তখন বলতে ইচ্ছে করে 

এই গল্পটা আমি লিখছি ,আমি লিখবো ...........আমিই লিখবো,

কারণ ভাবনারা ,গুঁড়োনো স্বপ্নগুলো শুধু আমার মৃতদেহ।

.

আজ আর কিছু ভাবছি না 

শুধু ক্লান্ত এক পথিক সোজা গিয়ে দাঁড়ালো তোমার বাড়ির দরজায় 

তোমাকে শুধু প্রশ্ন করার ছিল 

কেন ?

আজ আর উত্তর নিয়ে ভাবছি না 

হাজারো দোষরোপ ,হাজারো মুহূর্ত ,হাজারো চিৎকারের পরে 

গলার কাছে আটকানো শব্দরা আজ অপারক 

তোমাকে ছুঁতে পারবো না জানি জীবন 

কিন্তু জীবনের অপেক্ষায় আজ আমি রাস্তায় দাঁড়াতে পারবো

পারবো চিৎকার করে বলতে ,চলন্তিকা 

এই গল্পটা আমার 

এই গল্পটা আমার । 

 

Saturday, May 20, 2023

ঈশ্বরী

 ঈশ্বরী 


... ঋষি 


" গোপন কথাটি রবে না গোপনে,

    উঠিল ফুটিয়া নীরব নয়নে। "।

.


কয়েকশো বছরের যন্ত্রনা 


ঈশ্বরী কোনো কবিতার পাতা থেকে শান্তি নিয়ে আসে 


কবিতার শাড়ি পরে সে 


আমাকে ভালোবাসে অভিমানী পালকে রৌদ্র গায়ে মেখে ,


আমি রোমান আদলে তাকে জড়িয়েছি চিরকাল 


ঈশ্বরী কোনো কবিতা নয় ,শুধু গোপন যন্ত্রণা। 


.


আজকাল এই জীবনটা ছন্নছাড়া একটা পাহাড় হয়ে 


আকাশ ছুঁতে চায় ,


ছেঁড়া নোংরা পাঞ্জাবীর পকেটে রাখা জড়ানো সুগন্ধে আমার গভীর মানবী 


সকলে ঘামের গন্ধ পায় ,


আমি অবাক হয়ে ভাবি 


ভালোবাসা শব্দটা কতটা গভীর হলে নিজেকে হারানো যায়। 


.


এই শহরের হাজারো অলিগলি 


হাজারো উৎসব ,রবীন্দ্রনাথ ,শক্তি ,সুনীল ,ভাস্কর ,শঙ্খ 


সমস্ত কবিতার শব্দ ,ভাবনা ,অনুভূতি 


সব যদি হঠাৎ স্থির হয়ে যায় 


সব যদি হঠাৎ এই শহরের ভয়ঙ্কর জ্যামে অর্থহীন হয়ে যায় 


কি হবে ?


যদি জীবনটাকে  মনুমেন্টের উপরে থেকে ছিঁড়ে 


টুকরো টুকরো করে ছড়িয়ে ফেলা যায় কি হবে ?


জানি অর্থহীন ,জানি ঈশ্বরী শব্দের আড়ালে 


নিজের অপরাগতা ,নিজের অপমান ,নিজের অধিকার 


সব অর্থহীন ,


তবুও কেন যে বিশ্বাসে বাঁচে জীবন ?

তবুও কেন যে নিঃশ্বাসে  হাসে জীবন ?


 

Friday, May 19, 2023

অপমানিত রবীন্দ্রনাথ

 অপমানিত রবীন্দ্রনাথ 

.... ঋষি 


এক বিন্দু জল যখন সমুদ্র হয়ে যায় 

কিংবা এক সমুদ্র যখন এক বিন্দু জলে পরিধিতে থাকে 

তখনি তো মহৎ পুরুষ রবীন্দ্রনাথ ,

এখন প্রশ্ন, আমরা তাকে কতটা বুঝি 

এখন প্রহসন ,আমরা তার সৃষ্টির মর্যাদায় কি করতে পারি ?

.

বেশ ফিরে আসি অপমানে গল্পে 

মশাই সময় তো হলো বাঁশি বাজানোর 

আগুন পুড়িয়ে কাঠ খেয়ে খেয়ে বাঙালির কোষ্ঠকাঠিন্য যে ক্রমশ এক রোগ ,

আমি রিপুর কথা বলছি 

বলছি সহ্য 

কিন্তু রবীন্দ্রনাথের অর্থ তো শুধু বাংলা নয়। 

.

কিছু বুঝলেন না 

কাল যদি আপনাকে কীয়  গালাগাল দেয় বুঝবেন ,

কিন্তু বুঝবেন না রবীন্দ্রনাথের সৃষ্টির অপমান মানে 

বাঙালি তথা এই গোলকের অপমান ,

কেউ যদি আপনার মাকে ন্যাংটো করে রাস্তায় দাঁড় করায় 

আগুন জ্বালাবেন ,রাস্তা,বাস  পোড়াবেন ,মিডিয়া ডাকবেন,অনশন করবেন  

কিন্তু কেউ কিংবা কোনো গোষ্ঠী যদি প্রকাশ্য জনসভায় ভুল জাতীয় সংগীত গায়

আপনারা শুনবেন ,হয়তো মনের ভিতর মুচকি  হাসবেন ,হাততালি দেবেন 

প্রতিবাদটুকু করবেন না।  

কারণ এই দেশ ,আপনার জাতীয় সঙ্গীত তথা রবীন্দ্রনাথ আপনার কেউ না ,

বুঝলাম এই রাষ্ট্র তন্ত্র ,এই পুলিশ ,এই মিডিয়া রাজার গোলাম 

কিন্তু আপনি ?

প্রশ্ন করেছি ,প্রশ্ন রেখেছি ,এইবার আগুন জ্বালবো 

এই যে সমস্ত দেশের পিতা ,এই যে সমস্ত দেশের মাতা 

এই যে গোলাপী ,বেগুনি ,সবুজ সময়ের রং 

দয়া করে খালি পেটে চিৎকার করবেন না 

নাটক করবেন না শিক্ষার 

একটু বই পড়ুন 

পড়ুন রবীন্দ্রনাথকে।

রবীন্দ্রনাথ মানে কোনো ব্যবসা নয় 

রবীন্দ্রনাথ মানে কোনো দড়িটানাটানি নয় 

রবীন্দ্রনাথ মানে কোনো দেশ ,গণ্ডি কিংবা স্বার্থ নয় 

রবীন্দ্রনাথ কোনো দলের নয় 

রবীন্দ্রনাথ মানে অতীত ,বর্তমান এবং আগামী 

শুধু জন্ম  নয়,শুধু মৃত্যু নয় ,এক শিক্ষা 

সুতরাং আপনি যদি রবীন্দ্রনাথকে বুঝতে না পারেন

দয়া করা তার অপমান করবেন না  । 

.

(  এই আমার প্রতিবাদ দিনান্তে চলতে থাকা রবীন্দ্রনাথের অপমানের বিরুদ্ধে ,আপনারা ভাবুন কি করবেন ,গর্জে ওঠার সময় হলো কিনা ? )

 

  

Sunday, May 14, 2023

গাছ

গাছ
.. ঋষি 

আমি গাছ হয়ে গেলেই তুমি খুশী, তাইতো 
একটা আঁঁকার খাতায় সব রং মিশিয়ে ঢেলে দিলেই, ছবি 
একটা আবস্ট্রাক্ট কল্পনা, 
প্রযুক্তিগত ক্রুটির জন্য আমরা নাগরিক 
এবং আসামী 
পাশাপাশি ছবিগুলো জীবন তাইতো। 
.
আমি কিছুই করি নি 
তবুও আমার মাথার উপর সুর্য বন্দনা,
গ্যালিলিও কিছু করে নি 
তবুও তার ইতিহাসে ছড়ানো গলন্ত সীসে,
পরিবর্তন যখন পরিবহন হয়ে সময় বদল করে
তখন ভাবনারা বাঁশী বাজায় 
আর প্রেম ভাবলেই নিজেকে কৃষ্ণ মনে হয়। 
.
আমি দূরত্ব হয়ে গেলেই 
তোমার মাইলস্টোনে ইতিহাস লেখা হবে 
সুখী গৃহকোন, 
আমার দরজায় সদ্য পোঁতা চারাগাছটা একদিন বটবৃক্ষ হবে 
হয়তো আরও অনেক কিছু। 
কিন্তু তুমি জানো না যে চামড়া দিয়ে জুতো তৈরী হয় 
সেই চামড়া দিয়েই মানুষের মুখ, 
কথারা তীরের মতো হয়, উড়ে যায় দিগন্ত থেকে চুড়ান্তে।
যুধিষ্ঠির জানতো সবচেয়ে দ্রুতগামী কি 
কিন্তু এখন বোধহয় ভোলবদল 
জগদীশ বাবু গাছেদের প্রান আবিষ্কার করেছেন 
আমি করেছি আমার বাঁচার কারণ। 



জীবন থেকে নেওয়া

জীবন থেকে নেওয়া
... ঋষি 

একটা কনক্লুসানে দাঁড়িয়ে আমি পাহাড়ের চুড়ায়
পাহাড় কেনার লোভ 
না হে আমি সাধারণ, সুনীল বাবু নই, 
বাইপাস সার্জারির পর আমার নি:শ্বাসে প্লাস্টিকের লভ্যাংশ,
সবটুকু বাদ 
তবু চলন্তিকা রয়ে গেছে। 
.
আগুনের মাঝখানে দাঁড়িয়ে যারা এগিয়ে আসছে 
বুঝতে পারছি না কি সত্যি,
চামড়া পুড়ছে,গলে গলে পড়ছে স্বপ্নের বিভৎস্যতা 
অথচ মানুষেরা কত কথা বলছে
কত পথ দেখাচ্ছে
তারা কি বুঝতে পারছে পোড়বার যন্ত্রনা। 
.
চলন্তিকা বলে সত্যি বলে  কিছু নেই এই পৃথিবীতে
আমি ভাবি সত্যি একটা গাছ বুকের বারান্দার টবে
ক্রমশ বাড়তে থাকে সূর্যের দিকে
হয়তো আলোর খোঁজ, 
ভুল, ঠিক এ সব আমি কিছু জানি না
সময়, ব্যাকরণ সব জানি সামাজিক 
কিন্তু গল্পের বাইরেও 
মানুষের কিছু গল্প থাকে ছায়া - ছবির মতো 
কারণ মানুষের সব সৃষ্টিগুলো জীবন থেকে নেওয়া। 

(মাতৃদিবসের শুভেচ্ছা সকলকে )

 (মাতৃদিবসের শুভেচ্ছা সকলকে )


পার্কস্ট্রিটে সেই ভিখারিনী 

আমার মা। 

শ্যামবাজারে সকাল থেকে ফুল বিক্রি করে সংসার চালানো নারী 

আমার মা।  

সাংসারিক অভিযোগে অন্তেষ্টির আগুনে পুড়তে থাকা মহিলা 

আমার মা। 

.

প্রতিটা ধ্বংস থেকে উঠে আসা জন্মের সেই মুখ 

আমার মা। 

প্রতিটা প্রতিবাদ থেকে জন্ম নেওয়া আগ্নেয়গিরি 

আমার মা। 

স্বপ্নের আড়ালে লুকোনো সেই মুখটা যে আমার ভালো চায় 

সে আমার মা। 

.

মা 

মা শব্দের অর্থটা ডিকশনারিতে  খুঁজে পাই নি  আমি ,

কারণ সে অনুভব 

কারণ সে একটা অন্তরের বোধ 

শুধু চোখের সামনে ভেসে উঠেছে মা মেরির সেই মূর্তি ,

যা সময়ের ওলিতেগলিতে ,বাসেতে ,পাড়াতে 

হঠাৎ দেখা মুহূর্ত " মা "। 

সমস্ত শব্দের অধিকারে ফুটে ওঠা শান্তিমাখা শব্দটা বোধহয় মা

সমস্ত জাগরণের পরে আলোর যে মুহূর্ত 

সে বোধহয় " মা "।

সমস্ত যন্ত্রণার মুহূর্তে হঠাৎ উচ্চারিত শব্দটা  "মা "

সমস্ত অনুভূতির মুহূর্তে মনে পড়া প্রথম মুখটা হলো " মা "

আমার অনুভবে মা হলো সেই নারী

যে শুধু সন্তানের জন্য সর্বদাই বাঘিনী 

যে শুধু সন্তানের স্বার্থে সর্বদাই যোগিনী 

যার মুখে সন্তানের জন্য একটাই অনুভূতি 

" ভালো থাকিস সর্বদা"।   




 

Saturday, May 13, 2023

লেটস স্টার্ট আ ওয়াক

লেটস স্টার্ট আ ওয়াক 
.. ঋষি
যারা ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে 
তাদের ভালোবাসা আছে কিংবা ছিল
আর যারা ঘুমোয় না
তারা সারা রাত ঘুম খোঁজে এই শহরের প্রতিটা রাস্তায় 
প্রাকটিকাল প্রুভ হলো কলম্বাসের আবিষ্কার
দ্যা ভিঞ্চির ছবি 
কিংবা পার্ট অফ ইওর সিন। 
.
আমরা লজ্জিত
নিরুদ্দেশের ঘুমে, আমরা পার্টিশানে প্রাগৈতিহাসিক স্বাধীনতা দেখি,
বুকের বন্দুকের নলে ভাইয়ের রক্তে লিখে ফেলি বুজরুকি, 
বই পড়ি শুধু বিখ্যাত কিছু জাতে উঠবো বলে
অথচ ক্লাসিফাইয়েডের পাতায় নষ্ট নারীর বিবস্ত্রতায় মুখ লুকিয়ে মৈথুন করি। 
.
দেশ বলতে আমরা জাত বুঝি
রক্তপাত বলতে আমরা প্রতিদিনকার কাজ থেকে বাড়ি ফেরা বুঝি
রুজিরুটি বলতে আমরা লোক ঠকানো বুঝি 
ভাত বলতে আমরা নিজেদের বুঝি 
আর নিজের বাইরে যারা
তাদের আমরা নিন্দা করা প্রতিবেশী বুঝি। 
লেটস স্টার্ট আ ওয়াক 
একবার হেঁটে দেখাও নিজেদের আত্মার  উপর
কিসের সামনে দাঁড়ালে? 
হেরে যাওয়াগুলো সব অন্যের কারণ, জেতাগুলো মানে শুধু তোমার
তোমাদের বাইরের পৃথিবীটা খুব নোংরা 
আর তোমার শরীরের নোংরাগুলো সাবান দিয়ে তোলা
তোমরা নিজেরা ভালো 
আর এই দেশটার কিছু হবে না। 

এ ক ক

একক 
.. ঋষি

অনেকগুলো বইয়ের পাতা বুকের ভিতর হাঁটাহাঁটি করছে
একটা আন্টিগ্রাভিটিকাল শো কলড মানুষের ভাবনা
না ভুলতে পারছি না
ভালো থাকতে,
শুধু পাতার বাইরে জন্ম লগ্নে হারানো সন্তান
লুকনো শোক ভুলতে পারছি না। 
.
কি হতো? 
কল্পনাপ্রবন একটা সংগমের গায়ে গড়িয়ে নামছে ঘাম 
বিভঙ্গ মুরারী হয়ে চিৎ হয়ে শুয়ে আছে কবিতারা,
শো কল্ড যন্ত্রনারা, 
পার্টিশানের বাইরে দাঁড়িয়ে থাকা স্বপ্নগুলো
ঘুমের ওষুধে রাতের তারা গুনছে। 
.
সোজা সাপ্টা বলতে 
একটা মৃত্যুর জন্য দায়ী আমি, 
পোস্টমার্টনের নাভী ছিঁড়ে সাড়ে চার লিটার রক্ত 
দাগ ছিঁড়ছে ভার্টিকাল ফটোফ্রেমে আবস্ট্রাক্ট 
নিম্নচাপ। 
কি প্রমাণ 
আয়নার সামনে দাঁড়িয়ে আমার প্রতিবিম্ব 
কবির মহানতা,
নতজানু ঈশ্বর ঘুমিয়ে আছে ভালোবাসার ডাইরিতে
কোলাপ্সড একটা সিস্টেম নিজেকে দাবী করছে সম্রাট 
আর আমার সাম্রাজ্যে কবিতারা একা
চলন্তিকা শোক
আর আমি একক। 

Thursday, May 11, 2023

পরিবর্তন

 পরিবর্তন 

... ঋষি 


ঈশ্বরের কাজ 

ডাক্তার কিংবা শিক্ষক

শিক্ষক ইতিমধ্যে ছাপা হয়েছে ছাপাখানায় 

সিলেবাস জমা শান্তিনিকেতনের অন্ধকার গর্তে ,

এইবার তবে ডাক্তার ছাপার পালা 

এইবার তবে ছুরিকাঁচি নিয়ে আর ঈশ্বর নয় রোগীর সামনে কসাই 

এইবার তবে পয়সা নিয়ে ডাক্তার নামক কসাই তৈরির পালা। 

.

পরিবর্তন 

হিসেবের খাতায় ঝাঁচকচকে রাস্তায় তৃষ্ণারাও বিক্রি হয় সস্তায় 

হিসেব মতো ব্যবসা সোকল্ড বিসি -নেস ,

আজ সর্বনাশ 

আজ ধ্বংস লিখবে সময়ের কলমে 

থুথু চেটে উঠে দাঁড়াবে ঈশ্বরেরা মানুষের সেবায়। 

.

সাইবেরিয়ান পাখিরা ফিরে যাবে 

প্লাস্টিকের পাখি সাজানো থাকবে অন্য সরোবরে ,

আর নরম্যাল না ,টেস্ট টিউবে জন্ম নেবে সভ্যতা অর্থের বিনিময়ে 

শিক্ষক জন্মেছে 

ডাক্তার জন্মাবে 

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন হবে প্রতিবাদ ,

মানুষ চুপ ছিল 

মানুষ চুপ থাকবে 

শুধু সভ্যতা নামক পরিবর্তনকে ধর্ষণ করবে কিছু প্লাস্টিকের হাসি 

আর মঞ্চে দাঁড়িয়ে একাডেমি কুড়িয়ে নেবে আমাদের চুপ থাকা

মা ,মাসি নাটকে মঞ্চস্থ হবে বারংবার 

মানুষ ঠকানো কিছু ব্যবসা। 

শুকনো পাতা

 


শুকনো পাতা 

.... ঋষি 


এক তুমুল রৌদ্রে আমি জল ধরতে চেয়েছি 

অথচ সেই তুমুল রৌদ্রে জল ফুরিয়ে নিচ্ছে আকাশ ,

তারপর হয়তো নিম্নচাপ 

আবহদপ্তর হাওয়া কল ঘুরিয়ে বলবে  ঝড় ,

আর আমি অপেক্ষায় ,ঝড় আসবে ,ঝড় চলছে ,ঝড় চলবে 

আর আমি অপেক্ষায় আমি উড়বো ,

অনেকের মাঝে আমিও শুকনো পাতা। 

.

যে কথারা কথা বলেছিল স্বপ্নে 

আজ তাদের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে বদলানো মানুষ ,

যেখান থেকে সময়ের যোনিতে গাছ ,মানুষের প্রসেসিং 

একটা প্রাকৃতিক জঙ্গল ,

ঠিক সেখানে একটা শেওলা ধরা কথাদের গাছ 

সত্যি বলছে 

সম্পর্ক বলছে 

গাছেরা পুরোনো হয় বটে ,তবু সবুজ ,তবে অবাঞ্চিত সন্তান। 

.

দিনের আলো ,কথাদের বেলা ফুরিয়ে গেলে 

চোখের পাওয়ারের কাঁচে ঝাপসা বৃষ্টি হয় ,

আমি অন্তর্ভুক্ত সভ্যতার আঙ্গিকে মানুষ ছুঁয়ে ,বিশ্বাসে বাঁচি 

নিঃশ্বাসে বাঁচি 

আজও শুনি কানের ডেসিবেলে লুকোনো পাতাঝরা শব্দ 

হাজারো অব্দ  ,

রাতে বাড়ির ফেরার কথা মনে পড়লে 

আমার অনুভূতির খুঁজে চলে সেই গাছটাকে 

যার কোনো লুকোনো ডালে 

আমি ছিলাম 

আমি থাকবো 

হয়তো শুকনো ,হয়তো সময়ের ঝড়ের অপেক্ষায়। 

Tuesday, May 9, 2023

রবিবাবু আপনি অসহ্য

রবিবাবু আপনি অসহ্য
ঋষি

তুমি কাকে বুকে নিয়ে বসে আছো চলন্তিকা
তুমি কার কাছে নিজেকে সমর্পন করেছ, 
আচ্ছা রবিবাবু আপনার সাদা সময়ের আড়ালে কি আছে বলুনতো, 
হিংসা হয় আমার কিংবা আমাদের মতো যারা,
কি করে লিখে ফেললেন বলুন তো পাতার পর পাতা অনুভুতি 
কি আর লিখবো বলুন তো আমরা? 
কিছুই তো অবশিষ্ট রাখেন নি আর। 
.
এতদিন আপনাকে ঈশ্বর বলে বিশ্বাস করেছি 
ছোটবেলা থেকে আপনার দাঁড়িওয়ালা ছবিটার দিকে তাকিয়ে শ্রদ্ধা করেছি, 
কিন্তু জানেন,আজকাল বিশ্বাস করুন ভয় হয় 
ভীষন হিংসা হয় আপনাকে
আপনার প্রেমের কাছে, আপনার অনুভুতির কাছে 
আপনার সৃষ্টির কাছে,আপনার লেখার কাছে
আমি কিংবা আমরা এত ছোট, 
আমি জানি আমার চলন্তিকাও আপনাকে ভালোবাসে
তাও, তাও আপনাকে আমার সহ্য করতে হয়। 
.
জানি আপনি ঈশ্বর 
এও জানি, আমি চাই কিংবা না চাই আপনি সকলের প্রানের রবি, 
পুর্ব কিংবা পশ্চিম,আলো কিংবা অন্ধকার
আনন্দ কিংবা দু:খ,বিশ্বাস কিংবা নি:শ্বাস 
সকাল, বিকেল, দুপুর প্রতি মুহুর্তে, প্রতি ক্ষনে
আপনার সৃষ্টি, আপনা উজ্বল উপস্থিতি
এমনকি চলন্তিকা ! 
দু:সহ। 
.
পারলাম না, 
না হে রবিবাবু পারলাম না তবুও 
দেখুন তো আপনার বদনাম করতে গিয়ে 
আপনার সুনাম করে ফেললাম,
তবুও বলবো আপনাকে দিন, প্রতিদিন আমাকে সহ্য করতে হয় 
 সহ্য করতে হয়  চলন্তিকা যখন আপনার ছবির দিকে তাকিয়ে গায়
.

"ভালোবাসি, ভালোবাসি--

এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি॥"





Friday, May 5, 2023

তবু মনে রেখো

তবু মনে রেখো 
.. ঋষি
.
এমনিতে রাত জাগি, ঘুম আসে না
তাই বোধহয় সকাল হতে আমার একটু বেশি দেরী হয় 
এমনিতে সকাল থেকে শুধু দৌড় আর দৌড়
কোন কিছু ভাবা বা করার সময় কই
তাই মনে থাকে না
কারণ আজকের ব্যস্ততায় সময়গুলো পুরনো হয়ে যায়। 
.
ঘড়ির কাঁটার ছুট 
ফেরারী মন লং রুট
ধুস এত কিছু ভাবার সময় কোথায়, 
কিন্তু আজ, কিন্তু আজ হঠাৎ সকাল সকাল ঘুম ভেঙে গেলো
অফিস যাওয়ার আছে, ছেলের স্কুলের বাস 
না, কিছু ইচ্ছে করছে না। 
.
আজ তারিখটা মনে আছে মন্দিরা
২৫ এ বৈশাখ,স্থান শান্তিনিকেতন, সময় সকাল ৬:৩০,প্রভাতফেরি
আজ থেকে ১৬ বছর আগে,  বুকের কাছে আটকে আছে স্মৃতিরা 
তাছাড়া আজ বিশেষ দিন কারণ সেই দাঁড়িওয়ালা লোকটার জন্মদিন। 
হলুদ শাড়ি, প্রভাতফেরীর সেই তিন ধারা লাইন 
আই তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি 
মন্দিরা, হ্যা আমার মন্দিরা।
কি যেন ছিল কি যেন হলো বেশ চলছিল 
মেঠো পথের রাস্তা,বসন্তের গান আর কিছু একলা অভিমান, 
আসলে অভিমানরা থাকে, আসলে অভিমানরা বাঁচে
বুকের হাঁপড়ে পরেও অভিমানরা একলা কথা বলে যখনতখন। 
ফুরিয়ে গেলো হঠাৎ 
হ্যা ফুরিয়ে গেলো মন্দিরা
চলে গেলো, বিয়ে হয়ে গেলো সুদুর প্রবাসে, 
তবে মন্দিরা ফিরেছিল কোনদিন
সেই  দিনটাও ২৫ এ বৈশাখ ছিল, জায়গাটা শান্তিনিকেতন 
তবে এ এক অন্য ধারায়,
বলেছিল মনে রাখবে 
বলেছিল হয়তো আর দেখা হবে কিংবা হবে না
কারন নাকি রবিঠাকুর লিখেছেন 

"যদি     পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে।

যদি    থাকি কাছাকাছি,

          দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি--

                   তবু    মনে রেখো।"



Tuesday, May 2, 2023

সময়ের কথা

 সময়ের কথা 

... ঋষি 

.

একটা সময় কথা বলে 

একটা সময় কানে কানে বলে ভালো আছি 

আমরা সময়ের ওপারে দাঁড়িয়ে ভাবি 

হয়তো  

     হয়তো 

             আরও ভালো থাকা যেত। 

.

অনবদ্য এই ইট ,কাঠ ,পাথরের শহরে 

আমরা সকলেই কখনো না কখনো আকাশের দিকে তাকিয়ে দাঁড়ায় 

একটু হাঁপায় কিংবা একটু নিশ্বাস খুঁজি ,

সকলেই ভাবে জীবন হাঁপিয়ে গেলে চলে যাওয়া শ্রেয় 

কিন্তু অদ্ভুত হলো সকলেই বাঁচি 

               ........... বেঁচে থাকি। 

.

কতগুলো অনুভূতি যখন চিৎকার করে জানান সেই 

ভালো থাকতে হবে 

তখন সকলেই আমরা কম বেশি মিথ্যে বলি 

হয়তো কখনো কখনো উট পাখির মতো বালিতে মুখ গুঁজে দি 

জীবন চলতে থাকে 

                ...... চলতেই থাকে। 

আমরা কথা বলি ,আমরা পাশে থাকি ,পাশে আছি বলি 

পিঠ থাবড়ে বলে নো পরোয়া জীবন এখনো বাকি 

অনেক কিছু বাকি ,

কাকে বলি জানি না 

                  ........কিন্তু কেন যে এতো মিথ্যে বলি। 

অনিয়মিত ঈশ্বর

 অনিয়মিত ঈশ্বর 

... ঋষি 

.

বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে অজস্র উপহাস 

সন্মান শব্দটা ঈশ্বরের কাছে এক প্রযোজ্য আহুতি 

অথচ সমস্ত যোগফলের হিসেবে 

ঝুপ করে নেমে আসে এক অনিয়মিত সন্ধ্যা আমার শহরে ,

আমরা সকলে হিসেবের বাইরে আলোয় দাঁড়িয়ে থাকি 

কখন যে অন্ধকার নামে টেরই পাই না। 

.

কতগুলো ফটোফ্রেম যখন মিথ্যে হয়ে যায় 

তখন সুনীল বাবু লেখেন " কেউ কথা রাখেনি ",

তবে আমি বিশ্বাস করি  শেষ বলে কিছু হয় না  

কারণ অপেক্ষারা কথা রাখে ,

যদিও অপেক্ষা শব্দটা নদীর মতো হয় 

আর অপেক্ষার ওপারে আগামীরা হয়তো হাসে। 

.

ক্রনিকল সার্ভে বলে 

এই শহরে মানুষগুলো সব মেশিনের মতো এক একটা দৈনন্দিন 

নিয়মিত শরীরচর্চা করে ,সহবাস করে ,হাঁটে চলে ,ষড়রিপুতে বিশ্বাস করে  

কিন্তু বাঁচে না ,ভালোবাসে না ,শুধু মিথ্যে অহংকারে দিনযাপন। 

কিন্তু যাদের দিন থাকে না 

তাদের থাকে একটা সন্ধ্যে পেরিয়ে রাতের দিকে হেঁটে চলা থাকে 

তাদের থাকে  চলন্তিকা নামে  এক ঈশ্বর 

তারা বিশ্বাস  রাখে ভালো থাকায়  

তারা বাঁচে কিনা জানি না তবে জানি মরে না।


অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...