Wednesday, July 31, 2013

RISHI026#GMAIL.COM

#### " সীমান্তে  " ####
লেখক : ঋষি
****************************
এক পা দু পা করে  সীমান্তে আমি
গায়ের ঘামাচিরা পরিকল্পনা করে
আরেকটু যন্ত্রণার।
আমি ফুরিয়ে গেছি
এ  কথাটা মাথা কামড়ে থাকে,
মাথার উপর বিশাল বোঝা।
সন্ধ্যার অন্ধকারে জোনাকির চোখ দিয়ে
পৃথিবী দেখি,
বড় ঘোলাটে অস্থির লাগে।
নেশার লাল চোখে
সীমান্তের ঢেউ ওঠে  চামড়ায়।
একটা দুটো মুখ সরে যায় সেলুলয়েডে
সময়ের  কপট অভিমানে
অভিমানী আমার স্পর্শ।
মৃদুমন্দ হৃদয় স্পন্দন
আমার অচলায়তনে এক অনুভূতি।
অনুভূতি আমার ফেলে আসা সময়ের কন্ঠে
আমি  বিষাক্ত লাগে।
আমি বিষাক্ত  মানব
যার মৃত্যু নেই ,নেই জন্ম উপলব্ধি।
শুধু গা ভরা ঘামাচি
আরেকটু যন্ত্রণা
আমার তৃষ্ণা লাগে।
তৃষ্ণা বেঁচে থাকার
তৃষ্ণা অনুভূতির যন্ত্রণার।
*****************************

RISHI026@GMAIL.COM

#### " অবুঝ মন " ####
লেখক : ঋষি
*********************************************
মন  তোর  ছবি আমি এঁকে চলেছি
মন তোকে যে ভালোবেসে চলেছি। 
তার কি ?
তুই তো আকাশের গভীরতায় প্রেম খুঁজিস
তুই তো সময়ের ব্যাকুলতায় আমায় খুঁজিস
কি পাবি খুঁজে ?............... আমায়।.
আমি কি খেলার পুতুল নাকি
আমি কি আশর্য সময় নাকি
যে চলে যায় ফিরে আসে না।  

আমি  তো ফিরি প্রতিদিন
তোর কাছে, তোর গভীরে। 
তোকে তো স্পর্শ করতে চাই
কিন্তু পারি কোথায় ?
তুই তো মরিচিকা
তুই তো আলাদিনের আশর্য প্রদীপ। 
তোর ঘর্ষণে তৃপ্তি আসে
কিন্তু হৃদয় ভরে না। 
মন তোকে ছুঁতে চেয়ে ও
ছোঁয়া যায় না। 

************************************************

RISHI026@GMAIL.COM

##### " অদ্ভুত ভাবনা "#####
লেখক : ঋষি
****************************
হৃদয়োচিত ভাবনাগুলো
কচুরিপাতার জলের মতো  টলমল করে ।
হাওয়া দোলা  দেয় উপছে  পড়ে
সময় আর সময়ের সাথে পোর খাওয়া হৃদয়
কথা বলে স্বপ্নের ঘরের ।
কিছু কথা ছুঁয়ে থাকে সময়
কিছু কথা ছুয়ে যায় জীর্ণ পাতায় ।
কিছু কথা স্পন্দিত হয় রক্তিম আঘাতে
জীবন চুপি চুপি হৃদয়ের কথা বলে ।
ছিন্ন ভিন্ন জীবনের অনিদ্রিত সময়কাশে
তার স্পর্শ হৃদয়ে কোনে ।
তার স্পর্শ অনন্ত আকাশে
তার স্পর্শ সকালের আলোতে ।
আসলে স্পর্শ লুকিয়ে জীবনের প্রতিক্ষণে
সাধারণ  জীবনের অসাধারণ কিছু স্পর্শ ।
যেগুলি সাধারণ নয় নিজের কাছে
যেগুলি ভোলা যায় না সময়ের সাথে ।
যেগুলি দোলা  দেই দিনে রাতে
সেগুলি তো বাঁচার আকুতি ।
সেগুলি তো হৃদয়ের স্পন্দন
তাদের জন্য তো জীবন কাঁদে ।
তাদের জন্য তো জীবন বাঁচে
তাদের জন্য তো জীবন হাসে ।
এ  এক অদ্ভুত ভাবনা
জীবনপথে প্রতিনিয়ত, প্রতিক্ষণ ।
****************************

RISHI026@GMAIL.COM

##### "প্রকৃতি না প্রেম"#####
লেখক : ঋষি
**************************
ক্যানভাসে  রঙিন রং তবু কেন সাদা
পায়েতে নতুন আলতা তবু বর্ণহীন
ভালবাসার আলিঙ্গন কেন গন্ধহীন ।
প্রকৃতি না প্রেম কোনটা শক্তিশালী ?
সকিছু আজ জীবনে বড় মলিন ।
কোনকিছু আর দাগ কাটে না
দাগ টানে না প্রকৃতি না প্রেমে ।

বৃষ্টি এল ভিজিয়ে দিল আমায় নতুনকরে
মেঘ বললো ওরে বৃষ্টি তুই শুকিয়ে যা ।
কিন্তু চোখটা  কখন ভিজে শুকিয়ে যায়
গাছে পাতা হয় ,পাখি ডাকে মনে
কিন্তু ঝরা পাতা কখনে পাখি হয় না ।
সূর্য ওঠে সময় বলে প্রকৃতিকে
কিন্তু কখন যে সকাল হলো বলে না ।

হায় এ কোন সকাল দিলে আমায়
অন্ধকারে আলো চোখে লাগে না ।
আর কোনো ভালো দাগ টানে না
মন বলে থাকে,কাউকে বলে না ।
বর্ণহীন রঙে রাঙিয়া অবাক লাগে
মাথা খুঁড়ে বার বার বলে
প্রকৃতির এ প্রেম ভালো লাগে না
***********************

Monday, July 29, 2013

RISHI026@GMAIL.COM

### " মন তোর প্রেমে " ###
লেখক : ঋষি
*****************************
 মনে পরে মন তোর সেই সন্ধ্যাটা
যেদিন মালতীর গন্ধে নরম আলো তোর মুখে ।
যেদিন ফাগুনের স্পর্শ আমাদের বুকে  
যেদিন  প্রথম  কবিতা এঁকে ছিলাম তোর ঠোঁটে ।
একটা   অনন্ত আগুনের সূত্রপাত সেদিন
সেই প্রেমের আগুনে
আগুনের তাপে আমি পুড়ে  ছাই ।
সেই স্বপ্নের ঘোরে
পথের উপরে ফেলে আসা সময়টা
আমায় পিছে ডাকে ।
কানে কানে বলে
এই প্রেম একটু জীবন দিয়ে যা ।
এই প্রেম আমায় সময় দিয়ে যা
এই প্রেম আমায় শান্তি দিয়ে যা ।
আমি ভাবি মনে
খোলা জানলায়  শীতল স্পর্শ ।
খোলা পাতায় মনের মুখ
খোলা আঙ্গিনায় তৃষ্ণার্ত আমি ।
কোনটা প্রেম আর কোনটা সুখ ?
প্রশ্নরা সব আমায় ছুঁয়ে যায় ।
আর আমি
আমার  মন  তোর আগুনে
আগুনের প্রেমে পুড়ে  ছাই ।
আর কি চাই  ?
****************************

RISHI026@GMAIL.COM

 ### " মাটির আদর " ###
লেখক : ঋষি
************************
মেঘলা বেলায় কয়েক ফোঁটা বৃষ্টি
মেঘের বুক ছেড়ে নেমে আসে
মাটির আদরে ।
আর তুমি
কয়েকটা ফেলে আসা মুহূর্ত
কখন যে নেমে আসে হৃদয় থেকে
কাগজের নৌকায়।
আর তুমি
বেঁচে থাকো  জীবনের পাতায়
জল টলমল  করে কচুরি পাতায়
এক দমকা হওয়ায় ।
আর তুমি
উপচে পরে চোখের জল
ভাসিয়ে দিয়ে সংসার সীমান্তে
অন্তরিত স্বপ্নের ।
আর তুমি
হাসতে থাকো  কি করে
ভাসিয়ে দুকুলে উপচে পরা
কষ্টের হৃদয়ে ।
আর তুমি
চলে যাও কি করে
পাড়িয়ে দিয়ে বৃষ্টির পবিত্র কনা
সার্থক প্রেমে ।
আর তুমি
মেঘলা বেলায় কয়েক ফোঁটা বৃষ্টি
মেঘের বুক ছেড়ে নেমে আসে
মাটির আদরে ।
***********************

RISHI026@GMAIL.COM

GOOD EVENING FRIENDS,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
### " জীবন তৃষ্ণা " ###
লেখক : ঋষি
***************************
সোনা শরীরে মাখামাখি করে তৃষ্ণা
গলা শুকিয়ে যায় ।
শরীরের মাঝে ছড়ানো  তৃষ্ণা গাছ
বহুদূরে ছুঁতে চায় জীবন  প্রতিক্ষণ
কিন্তু ছোঁয়া যায় ।
নিজের ছায়ার সাথে চলা
মাথার উপর রৌদ্র ।
পায়ের তলায় বিষাক্ত রক্তক্ষরণ
ভীষণ  গরম রক্ত মেশে মাটিতে ।
চোখ থেকে একবিন্দু জল টুপ করে ঝরে পরে
কিন্তু রাক্ষসে  মাটি শুষে নেই একবিন্দু জল ।
ওটাই তো জীবন
একটু জল এখানে ।
ওটাই তো  জীবন
ওটাই  তো তৃষ্ণা জীবনের ।
খালি পায়ে হেঁটে যাওয়া
সময়ের পরে সময়
কতো  ওঠা নামা কতো  বালিয়াড়ি ।
আর পথে যদি রাত্রি নামে
তখন ভীষণ ঠান্ডা ,ভীষণ  শীতল।
চোখ লেগে আসে তৃষ্ণার নেশায়
কিন্তু ঘুমোনো যায় না।
জীবন ছুঁতে চায় মরু পারের  শান্তি
জীবন ছুঁতে চাই এক মুহুর্তের তৃপ্তি।
ওটাই  তো জীবন
ওটাই তো তৃষ্ণা সোনা শরীরে ।
****************************

RISHI026@GMAIL.COM

**************************
####" চিরস্মরণীয় বিদ্যাসাগর " ####
***************************
তোমাকে স্মরণ করতে হয় না আমাদের 
তুমি চির স্মরণীয় । 
হৃদয়ের কোনে রাখা বর্ণপরিচয়
হলো তোমার প্রথম পরিচয় ।
কথামালার কথা বৃষ্টি
বাংলার রেনেসাঁসে তোমার সৃষ্টি ।
তুমি মহান ,তুমি ঈশ্বর
ঈশ্বরচন্দ্র নাম তোমার ।
সতীদাহ লোপাট তোমার চেষ্টা
স্মরণ করে বাংলা দেশটা ।
তোমাকে স্মরণ করতে হয় না আমাদের
তুমি চির স্মরণীয়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম তোমার ।
***************************
Born: September 26, 1820, Midnapore
Died: July 29, 1891, Kolkata

RISHI026@GMAIL.COM

***একটা শব্দ সব শেষ***
- ঋষি
***********************************
কয়েকঘন্টা আগে একটা অঘটন ঘটলো।
একটা স্বপ্নের মৃত্যু হলো ,
সকালে ভাতের সাথে ঘি ।
শুধু একটা শব্দ হলো ,
সবশেষ একটা স্বপ্নের মৃত্যু হলো ।
রাস্তার ওপরে দোকানে দাঁড়িয়ে একটা সিগেরেট,
একটু আনমনে তার স্মৃতি নিয়ে।  
একটা ধাক্কা বাসের,একটা শব্দ, সব শেষ।  
শেষ একটা স্বপ্ন শহর থেকে ,
কিছু স্মৃতি এবার খই হয়ে আকাশে উড়বে,
একটা শব্দ হরি বোল সবাই বলবে ।
মায়ের চোখে জল কার কি এসে যায়,
শুধু একটা স্বপ্নের মৃত্যু হলো ।
একটা শব্দ, সব শেষ।
মোমবাতির শিখা হারিয়ে গেল
কিছুটা অন্ধকার মনে ,আমি ।
আজ কয়েক ঘন্টা আগে ........
একটা স্বপ্নের মৃত্যু হলো।
***********************************

Sunday, July 28, 2013

RISHI026@GMAIL.COM

GOOD EVENING FRIENDS,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
### " বৃষ্টির স্পর্শ " ###
লেখক : ঋষি
******************************
 আজ বৃষ্টির  স্পর্শ  মনে
সকাল থেকে চলছে মুশল আকারে ।
পাশের বাড়ির খাঁচার ময়নাটা
একঘেয়ে বলছে
বৃষ্টি এলো,বৃষ্টি এলো ।
আমি বলি এই শোন
এলো কি রে সে তো চলছে
সকাল থেকে মুশল আকারে।

মনের ডায়রির পাতার স্মৃতিগুলো
রুমঝুম শব্দে ভীষণ ব্যস্ত মস্তিষ্কে।
একটার পরে একটার স্মৃতিপট
আমি আঁকড়ে আছি শীতল বিছানার সাথে ।
মাঝে মাঝে বৃষ্টির জল ছুঁয়ে যাচ্ছে আমায়
জানলার পর্দার আড়ালে তুমুল বৃষ্টি
ঠিক যেন মনের না বলা কথা
সকাল থেকে চলছে মুশল আকারে ।

কিছুটা ভালো লাগা লেগে বৃষ্টির মেটো গন্ধে
কিছুটা বিষন্নতা বৃষ্টির মনে ।
কিছুটা স্বপ্নের ধারা এই ভরা শ্রাবনে
কিছুটা একলা বিকেল চোখের কাজলে ।
আমি জড়িয়ে ধরছি শব্দ রুমঝুম রুমঝুম
আমি যেন মিশে যাচ্ছি বৃষ্টিতে ।
আজ বৃষ্টির স্পর্শ মনে
সকাল থেকে চলছে মুশল আকারে ।
********************************

ভালোবাসি তোমায়

### " ভালোবাসি তোমায় " ###
লেখক : ঋষি
****************************
শেষ বারের মতো বলছি না
হয়তো বলে শেষ করা যাবে না
আমি তোমায় ভালোবাসি ।
ও কি করছো
হাসছো
আরে শোনো না
তোমার ভ্রমর কালো চোখ
আমায় মাতাল করেছে ,
রজনীগন্ধার সুবাস তোমার স্পর্শে ।
তোমার নরম বুকের উপর তিল
তাকে আমি যতোবার দেখি
আমি মুগ্ধ হয়ে চুমু খেতে থাকি.
তোমার মায়াবী ঠোঁটে নোনতা গরম স্বাদ।
ও কি তুমি
লজ্জা পেলে কেন ?
আরে শোনো না
তোমার কপালে যে লাল টিপ
আমার অন্ধকার আকাশে পূর্নিমার চাঁদ ।
তোমার চুলে সমুদ্রের ঢেউ
যখন তুমি বারান্দায় দাঁড়াও
আমি দাঁড়ায় সমুদ্রে ধারে।
আমার আদিম লোভ
আমি চান করবো তোমাতে ,
আমি দেখতে থাকি তোমাকে
যখন তুমি ঘুমিয়ে থাকো স্বপ্নে ।
আমি যেন স্বপ্ন দেখি
তোমায় ভালোবেসে
এই শোনো না
একটু কাছে এসো
ভালোবাসি তোমায় ।
******************************

RISHI026@GMAIL.COM

### " ভালোবাসা কি পাপ " ###
লেখক : ঋষি
***********************************
 পাপের মুখোমুখি আমি
অসম্ভব সুন্দর করুন মুহূর্ত ।
কিছুটা নিঃশব্দ ,স্থির সময়ের স্রোতে
সকলের অলক্ষ্যে করে ফেল্লাম
একটা পাপ ।
সত্যি ভালোবাসা কি পাপ
কই সবাই তো বলে
ভালোবাসা মহান ,ভালোবাসা বিশাল ।
আমি বুঝি না অতো
আমি কাঁদি ,সবার অলক্ষ্যে
লুকিয়ে চোরের মতো ।
আমার সকাল বিকাল পুরোটাই শান্ত
তোমায় ভালোবেসে
এটা তো পাপ ........
আচ্ছা   যিশুখ্রিস্ট-এর এক গলা ভালোবাসা কি হলো
অসময়ে চলে গেলো লোকটা ।
রাধা কৃষ্ণের প্রেমটা জড়িয়ে জন্ডিস
অমরও  বটে।
কিন্তু পাপ ও তো বটে
তবে ভালোবাসা কি পাপ ?
হবে !!
*************************************

Saturday, July 27, 2013

RISHI026@GMAIL.COM

#### " জীবনের অপেক্ষা " ####
লেখক : ঋষি

আমি মৃতসঞ্জীবনী নিয়েও মৃত 
আমার শরীরের যদি টুকরো করো
পাবে শুধু গাদা গাদা স্বপ্ন 
পাবে একটা ভাঙ্গা হৃদয় । 
আমি চাই না হতে অমর
চারিদিকে ছেটানো যে মানুষের মুখোশ 
তাদের মাঝে আমি বেমানান । 
আমার ভাবনারা পা বাড়ায় আকাশে 
ইচ্ছেরা ডানা মেলে নীল ছুঁতে চাই । 
আমি হতে চাই অমর হৃদয়ে 
আমার স্বপ্ন শুধু মানুষ হওয়ার 
মানুষের সাথে মিশে থাকার । 
মাটি মাখা মানুষ আমার ভীষণ প্রিয় 
মাটির গন্ধ আমার বুকে 
আমি মৃত্যুকে ছুঁতে চাই । 
আমি ঘৃনা করি পারফিউমের গন্ধ 
আমি চাই না হতে কৃত্রিম ।  
আমি ঘৃনা করি সাজানো শহর 
এ শহরে সাজানো পণ্যের ভিড়ে 
আমি বেমানান । 
আমি নিজেকে লোকাতে চাই আলোতে 
আমি নকল আলো চাই না 
আমি হৃদয়ের আলো চাই । 
আমি ভালোবাসতে চাই যোগ্য পৃথিবী 
যে পৃথিবীতে সবাই মানুষ হবে । 
যে পৃথিবীতে থাকবে না লোভ 
যেখানে কেউ কাঁদবে না 
শুধু হাসবে । 
সেদিন আমি মৃতসঞ্জীবনী  ছাড়াও 
বলবো আমি জীবিত ।  

RISHI026@GMAIL.COM

GOOD EVENING FRIENDS,,,,,,,,,,,,,,,
### " অশ্রু নদী " ###
লেখক : ঋষি
**********************
 সবুজ রং চিরে যে নদীটা গেছে
ওটার নাম অশ্রু নদী ।
সবুজ রং এর মাঝে লুকিয়ে
কিছু অর্থহীন মুখ
কিছু দগদগে ঘা।
নদীর জলে আজ স্রোত নেই
বুড়িয়ে গেছে সময়ের তাপে ।

নদীর কথা তোমাদের কি বলি
অশ্রু নদীর ভীষণ ঋতুমতি ।
ঋতুর মাঝে লুকিয়ে
কখনো গ্রীষ্মের চিতায় শুকিয়ে কাঠ
কখনো বর্ষায় দুকুল ছাপায় ।
যার স্পর্শে ভেসে যায় মানুষের মন
ভাঙ্গা মন  ঝরে একলা রাতে ।

নদীটার দুপাড়ে যে গাছগুলো
ওগুলো সব স্মৃতির শব।
শবের মাঝে লুকিয়ে
কিছু অর্বাচীন রোমন্থন হৃদয়ের
কিছু সম্পর্কের সুক্ষ্ণ তার ।
যেগুলো বেজে ওঠে একলা সময়ে
অসময়ে ভেজায় বৃষ্টির ছাটে।
***********************

rishi026@gmail.com


RISHI026@GMAIL.COM

### " চল বেড়িয়ে পড়ি " ####
লেখক : ঋষি
*******************************
 চল মন আজ একটু ঘুরে আসি
বহুদিন পা বাড়ায়  নি চার দেওয়ালের বাইরে।
রোজকার প্যাচ প্যাচে ঘাম ,বৃষ্টির জল
প্রতিদিনকার ভাতের ফ্যান ,তরকারী
রোজনামচার বস্তা বস্তা ঘ্যান ঘ্যান
তার বাইরে একটা সবুজ পৃথিবী ।
চল দু পা বাড়িয়ে
সবুজ ঘাসের শিশির একটু মাড়িয়ে আসি ।
আজ না হয় অন্যরকম হোক
কিছু না শুধু আমি ,তুমি আর আমাদের প্রেম ।
কিছু না শুধু হাতে হাত আর তোর স্পর্শ
কিছু না শুধু আমাদের প্রেম মুহুর্তের স্পর্শ ।
স্পর্শ মনের ,
স্পর্শ হৃদয়ের নিঃশব্দ কোনের
স্পর্শ খোলা আকাশে মুক্তি মনের ।
চল মন চটিটা পরে নে বেড়িয়ে পড়ি
হাতে হাত ধরে ।
কোনো স্বপ্ন দেশে নয়
আমাদের ইঁট ,কাঠ ,পাথরে বোঝাই শহরের
কোনো কোনে।
যেখানে একদন্ড নেব খোলা নিশ্বাস ।
যেখানে একদন্ড দেখব তোর হাসি মুখ
যেখানে বৃষ্টিতে ভেজাবো নিজেকে
যেখানে প্রাণ খুলে হাসবো পাশাপাশি ।
আর দেরী নয়
চল মন আজ একটু ঘুরে আসি ।
********************************

Friday, July 26, 2013

RISHI026@GMAIL.COM

 ### " বন্ধ্যা অনুভূতি " ###
লেখক : ঋষি

তোমার চেনা মোড়কের শব্দগুলো 
চিনে বাদামের খোসার মতো পথের ধারে। 
কিছু অন্তরের বন্ধ্যা অনুভূতির  
জীবন্ত জীবাশ্ম তোমার পরশে । 
কিছু সময়ের প্রতিফলিত অস্থিত্ব 
আমাকে বাউল করেছে । 
আমি ঘুড়ির মতো ছুঁতে চাই তোমায় 
আমি পাগলের মতো পেতে চাই । 
আমি ঘরছাড়া এক আদিম প্রেমিক 
যে তোমার হৃদয় ছুঁতে চাই । 
অলক্ষ্যে বয়ে যাওয়া পাগলাটে হাওয়া
জরাজীর্ণ ধ্বংসস্তুপ তোমার কারণে । 
আমি দোষ দেবো কাকে 
নিজেকে না তোমাকে ?
তুমি তো সাগরের মতো বিশাল 
তোমার শরীরে ডুব দিয়ে আমি পণ্য । 
তুমি আকাশের মতো গভীর 
তোমার বক্ষের ঋণে আমি সরীসৃপ । 
আমি সোজা হয়ে দাঁড়াতে পারি নি 
তাই তো তোমায় পেতে পারি নি । 
আমি আকাশের চাঁদে দেখেছি তোমার মুখ 
কিন্তু সেই চাঁদ স্পর্শ করি নি । 
আমি খুব ছোট তোমার কাছে 
আমি ভালোবেসে তোমায় ছুঁতে পারি নি ।  

RISHI026@GMAIL.COM

GOOD EVENING FRIENDS,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
#### "আমি টুম্পা " ####
লেখক : ঋষি
*******************************
 অনাবিল শব্দসম্ভারে
আমার নামটা একটু অত্যাধুনিক
আমি টুম্পা
আমায় ভুলে যাও নি তো ।
আরে সেই মেদনীপুরের টুম্পা
আমায় চিনতে পারছো তো ।
আমার শরীরে এখন শহুরে গন্ধ
আমি সে মানে
আরে আমার ডাক্তার স্বামী
আর চারকামরার নশো বর্গফুট
এইতো আমার শহুরে সংসার ।
সাজানো শহরে ,সাজানো রঙেতে
আমি এখন রঙিন টুম্পা ।
আমার দামী শাড়ি,দামী গাড়ি
দামী শহুরে জীবনযাত্রা
তাই বোধায় চিনতে পারছো না।
কিন্তু বিশ্বাস করো
আমি তোমাদের টুম্পাই আছি ।
একটু খেয়াল করো আমার গলাটা
একিরকম আছে ।
সেই যে আমি গলা সাধতাম সকাল সন্ধ্যা
তোমাদের মনে নেই বোধায় ।
আমি সেই ফ্রক পরা মেয়েটা
যে ঘুরে বেড়াতো এই পথে ঘাটে
যে স্বপ্ন দেখত গায়িকা হবার
আমি সেই  টুম্পা ।
আমার আঠাশটা বসন্ত তোমাদের সাথে
আমার কতো সাজানো স্বপ্ন তোমাদের সাথে ।
আমার কতো কথা বলার আছে তোমাদের
আমি টুম্পা
আমাকে চিনতে চেষ্টা করো ।
*********************************

RISHI026@GMAIL.COM

### " আমার আকাশ " ###
লেখক : ঋষি 
*******************************
অনেকটা ফেলে আসা সময়ের পরে 
আমার ইচ্ছা হলো আকাশ ছোঁয়ার । 
বারান্দার রেলিং জড়িয়ে দেখি
আকাশের মুখভার ।
আমি পা বাড়ালাম
মনটা তুলে দিলাম আকাশের কাছে ।
আকাশ ,আকাশ, আমার আকাশ
আমিও নীল হবো তোর মতো
আমিও বিশাল হব নীলের মতো ।
আমি ভাবছি
আকাশের নীল চিরে বৃষ্টি নেমে এলো
ছুয়ে দিল আমার বারান্দার রেলিং ।
রেলিঙে রাখা পোষা ময়না বলে উঠলো
বৃষ্টি এলো ,বৃষ্টি এলো।
আমি বলি ওটা বৃষ্টি নয়
ওটা আমার স্পর্শ
ওটা আমার ভালোবাসা।
বৃষ্টির ছিটে আমার গায়ে
বৃষ্টির নীল আমার হৃদয়ে
আমিও আকাশ ছুঁতে চাই।
আমিও ভালবাসতে চাই আকাশের মতো
আকাশ ,আকাশ ,আমার আকাশ
আমিও বৃষ্টি হতে চাই ।
*******************************

RISHI026@GMAIL.COM

### " তুই " ###
লেখক : ঋষি
**************************** 
সকালের পথের প্রথম রৌদ্র
পথের গা ঘেষে পরে থাকা নুড়িগুলো
সব আমায় স্পর্শ করে ।
তুই যাস ওই পথ ধরে
তোর নীল শিফনের শাড়ি
তোর কালো গহীন চোখ।
তোর তৃষ্ণার্ত লাল ঠোঁট
তোর বুকে রাখা ইচ্ছাগুলো
তোর শরীরের প্রতি রক্তবিন্দু
সব আমার ।
তোর সব ইচ্ছার মোটফল
আমার হৃদয় ঘরে
তুই যখন হাসিস
তুই যখন কথা বলিস।
তুই যখন স্বপ্ন দেখিস
তুই যখন জড়িয়ে ধরিস
তুই যখন স্পর্শ করিস ।
আমায় ভালোবাসিস
আমার গভীরে আসিস
আমি তখন তিড়িং বিড়িং ফড়িং।
আমি তখন ফাগুনের শীতল হাওয়া
আমি তখন জীবনের জীবন্ত পরশ
আমি তখন তোর হৃদয়ের সুর।
আমি তখন চৈত্রের ভরা রৌদ্র
খালি পথের উপর
পথের গা ঘেষে আমি ঠিক যেন নুড়ি
তোকে স্পর্শ করি ।
*************************

RISHI026@GMAIL.COM

# "আমার স্বপ্ন আমার সকাল" #
লেখক : ঋষি
************************
 আল্পনা নয় ,এক রং নানা রং
ঠিক শিশুর হাতে রঙের তুলি
এলোমেলো এক ধুলি ঝড়
যার সুরুটাই এক অন্ধকার
তারপর শুরু বৃষ্টির সাত কাহন
এলোচুল ভেসে যায় চোখের কাজলে
নিরুত্তর এক অদ্ভুত  বালি

ভালো লাগে কাছে আসে প্রতি রাতে
চোখের উপরে চোখ তুলে ধরে
এক বন্ধ ,অদ্ভূত এক অন্ধকার
আমি নই ,তুমি নই , কে তবে?
সেই কাল
আমার অপেক্ষার সকাল

নীল আলো এই চোখে
কত স্বপ্ন এই বুকে
ধিক ধিক চিতার আগুন
আর এক নিশীত নীরবতা
এক রক্ত আমার মুখে
আগুন নই সব ছাই বুকে
আমার স্বপ্ন আমার সকাল
**************************

Thursday, July 25, 2013

RISHI026@GMAIL.COM


### " ভালোবাসার স্পর্শ " ###
লেখক : ঋষি
****************************************
তোমাকে ছুঁয়ে দেবো ভেবে
আর তো দুরে থাকা যায় না ।
তোমার স্বপ্নগুলো নিজের করে
ভালোবেসে তোমায় জড়িয়ে ধরি ।
তোমার ঠোঁটে ঠোঁট রাখি
চোখের সাথে চোখ গাঁথি ।
হৃদয়ের স্পন্দনে চঞ্চল হৃদয়
তোমায় আরো কাছে টানি।
ভীষণ কাছে
আর কি
তোমায় ভালোবাসি ।

তোমায় ভালোবাসি বলে
সব ফুরিয়ে যায় না ।
ভালোবাসা কোনো স্বপ্ন নয়
আমি আর স্বপ্ন চাই না ।
আমি তোমাকে চাই
তোমার শরীরের গন্ধ মেখে
তোমার হাতের উপর হাত রেখে
তোমাকে কাছে চাই ।
ভীষণ কাছে
আর কি
দুরে থেকে ভালোবাসা যায় না ।

তোমায় ভালোবাসার ইচ্ছা আমার অন্তরে
তোমাকে কাছে টানার ইচ্ছা আমার প্রতি রোমকূপে ।
তোমার কোলে আমার মাথা
মাথার ভিতর তোমার স্পর্শ ।
তোমার হৃদয়ে আমার হৃদয়
তোমার আগুনে আমার শরীর ।
আমি পুড়ি,পুড়ে মরি
তবুও তোমায় জড়িয়ে ধরি ।
 আসলে ভালোবাসা এমন হয়
আর কি
ভালোবেসে দুরে থাকা যায় না ।
****************************************

RISHI026@GMAIL.COM

 #### " পোড়া হৃদয় " ####
লেখক : ঋষি
*************************
 পোড়া হৃদয় আর পোড়ে না
পোড়া সময় দাগ টানে না ,
যতোই যত্নে রাখো হৃদয়
পোড়ানো স্মৃতি ভোলা যায় না ।
কিছু কথা চোখে লেগে আছে
কিছু কথা রাখা পোড়ানো  স্বপ্নে ,
তাদের তুমি যতোই দুরে ঠেলো
জীবন থেকে তাদের তাড়ানো যায় না ।
সেই চোখ হৃদয়ে লেগে আছে
সেই ঠোঁট আজও মনে গেঁথে আছে ,
যতোই নিজেকে সাজিয়ে রাখো না কেন
চোখের কাজলে ক্লান্তি ঢাকা যায় না।
সাজানো শহরে সাজানো স্বপ্নে
ইঁটের  স্থুপে রাখা সেই ভালোবাসা,
ভাঙ্গা হৃদয়ের ভাঙ্গা বাড়িঘর
নতুন স্বপ্নে সাজানো যায় না ।
সেই সন্ধায় চোখের পাতায়
লাগানো স্বপ্নের পোড়া নোনা জল ,,
তাল ভাঙ্গা সুর ,তাল ভাঙ্গা টান
বেতাল লাগে
আর নতুন সুর সাধা যায় না ।
পোড়া হৃদয় আর পোড়ে না
পোড়া সময় দাগ টানে না ,
হারিয়ে যাওয়া ইচ্ছা গুলো
স্পন্দনহীন স্বপ্নগুলো ,
মেকি হাসিতে আবার বোনা যায়
নক্সীকাঁথা আর বোনা যায় না।
***************************

RISHI026@GMAIL.COM

#### " রুপকথা " ####
লেখক : ঋষি
************************
 পঙ্খীরাজে আমি আসবো চড়ে
মা তুমি চিনবে কি করে ?
 আমি যদি রাজা তখন হয়
মা তুমি বলবে কি মোরে ?
তুমি ও কি বলবে বাবার মতো
খোকা তুই ভীষণ বোকা ।
আমি বলবো আমি নইকো বোকা
রাজা কখনোও হয়না এতো বোকা ।
আমি তখন করবো না আর বায়না
আমার ওই কাঠের ঘোড়া চাই ।
আমার তখন নিজের ঘোড়া হবে
ঘোড়ায় চড়ে করবো রাজ্য জয় ।
 যখন আমি রাজকন্যা আনতে যাব
তখন তুমি বলবে আমায় খোকা
যাসনা তুই এখনো ও  ছোট ।
আমি বলবো পিপড়েরাও ছোট
কোথায় তাদের কেউ বলে না ছোট ।
ঘোড়ায় চড়ে আমি যাব চলে
বেঙ্গমা আর বেঙ্গমীর দেশে ।
রাক্ষসের সব ভীষণ কাইমাই
আমি তাদের মারবো যে তীর ছুঁড়ে ।
আমি ও তো রাজকন্যা পাবো
সেপাইরা সব আমায় থাকবে ঘিরে।
রূপকথায় মা যেমন তুই বলিস
তোর কাছে মা আবার আসবো ফিরে ।
**************************

RISHI026@GMAIL.COM

****ভালোবাসার সাতকাহন****
- ঋষি
*****************************
ভালোবাসা মানে হৃদয়ে ভালো থাকা
কাছে টানা অন্য হৃদয়ের সবটুকু ।
ভালোবাসা মানে ভালো বাসা নয়
ভলোবাসা কিছু স্মৃতি সময় অসময়ে  ।
ভালোবাসা মানে বৃষ্টিতে একলা থাকা
এক জলে অন্য জলকে  ধুয়ে মুছে,
হৃদয় গভীরে অন্যভাবে পাশে থাকা...।

ভলোবাসা মানে অন্যবাতাস
যার শুরুতে শরীর নয় কামনা ।
ভালোবাসা মানে হৃদয়ের আনন্দ পার্থনা ...।
ভলোবাসা মানে ঈশ্বরের অনুভূতি
কিংবা রাখা ভাঙ্গা হৃদয়ের সহানভুতি ।

ভলোবাসা হলো নরম  বাতাস
যার ছোঁয়া  লাগে ,ছোঁয়া  যায় না..।
ভালোবাসা মানে আন্তরিক অপেক্ষা
যাতে কষ্ট আছে তবু পাওয়া যায় না ।
ভালোবাসা মানে কিছু স্মৃতি
মনে আটকে থাকা কিছুক্ষণ ।.
ভালোবাসা রাখা  তোমার আমার
হৃদয় গভীরে প্রতিমুহূর্ত প্রতিক্ষণ
*****************************

Wednesday, July 24, 2013

RISHI026@GMAIL.COM

 #### " মৃত কবি " ####
লেখক : ঋষি
******************************
আমার কয়েকশো কবিতায়
মৃত শবের গোপন গন্ধ নিয়ে
চিল,শকুন রোজ আমার স্বপ্নে আসে ।
ছিঁড়ে নেই আমার গোপন সম্বল
দিয়ে যায় চোখে অশ্রু গন্ধ
শবের গন্ধ আমার কবিতা ভালোবাসে।

আমার পৃথিবী হাসে না কখনো
এখানে সদা মৃত্যুর করালো ছায়া ।
আমি হাসি চোখের জলে
আমি বাঁচি মৃত্যুর কোলে।
তোমরা আমায় বলতে পারো  মৃত কবি
মৃত্যু আমায় ভীষণ ভালোবাসে।

কত স্বপ্ন আমার সাথে আছে
 চারপাশে তার ঘন কালো ছায়া ।
কালোর কথা ফুটতে থাকে মনে
কালোর ছায়া আমার হাতের কলমে ।
আমি তাদের ফোটায় নোনতা জলে
ভালোবাসা লোকায় আমি সরমে
সম্পর্কের শব আমি কাটতে থাকি কলমে ।

আমি পুড়তে থাকি তাদের মরণে
আমি বাচতে থাকি মৃত্যুর স্মরণে  ।
ফুটপাথে শুয়ে থাকা রুগ্ন শিশু
অনাদরে ধর্ষিত নারীর লজ্জা
অসময়ে ঝরে যাওয়া ক্লান্ত বিকেল
সব আমার ভীষণ কাছে থাকে ।
আমাকে ক্ষতবিক্ষত করে নোঙরা সমাজ
আমি পুড়ি বিষের কালো চরণে ।

তোমরা আমায় বলতে পারো  মৃত কবি
মৃত্যু আমার বহুদিনের সখী ।
আমি যখন জড়িয়ে ধরি তাকে
মৃত্যু তখন নতুন ওঠা রবি ।
মৃত্যু নামে আমার সাদা পাতায়
মৃত্যু আমার কলম স্পর্শ করে ।
আমি যেন এমন থাকি সদা
তোমরা বোলো মৃত কবি তবে ।
*****************************

RISHI026@GMAIL.COM


### " আমার সমুদ্র " ###
লেখক : ঋষি
**************************
 অভ্যস্থ সমুদ্র বালুচরে আমি
সমুদ্র বলে স্পর্শ কর আমায় ।
সমুদ্রের জলে যে প্রানের বাস
তারা বলে ভোগ কর আমায় ।
সমুদ্রের ঝিনুকের সে কি যন্ত্রণা
একটা মুক্ত জন্ম দেবে বলে ।
মা কাঁকড়ার সে কি কান্না
শুধু নিজে হারিয়ে যাবে বলে।
ওপরে বিশাল আকাশ
ভীষণ মাখামাখি নীলের সাথে
ওরা বলে আমায় ছুয়ে দে ।
ডুবে যাওয়া সূর্য বলে
আবার আমি আসবো কাল
আমায় দেখ এখন ।
কাকে ছেড়ে কাকে দেখি
কাকে আমি স্পর্শ করি
কার রং গায়ে মাখি
কাকে আমি জড়িয়ে ধরি
ওরা তো ভীষণ কাছের আমার
আছে মনের মাঝে আমার ।
ওদের সবার প্রানের পরশ
শরীরে ,রক্তে লেগে আমার ।
আচ্ছা আমি সমুদ্র নিতে পারি না
আমি মিশে যেতে পারি না সমুদ্রের জলে ।
সূর্যের মতো ডুবে যেতে পারি না
আমিও তো সমুদ্রের মতো হতে পারি ।
****************************

RISHI026@GMAIL.COM

**"সময় শুধু বেথ্যার কথা বলে"**
- ঋষি
***************************
নিরন্তর এক সংঘাত নিজের সাথে ।
কখনো বিতৃষ্ণা তৃষ্ণার্ত  হৃদয়
কখনো বা জীবনের সম্পর্কের তারে ।
এক ঝংকার তোলে আলোড়িত হৃদয়ে।,  
কখনো কষ্ট ,কখনো আনন্দ ঝরে ।
কি এক আশ্চর্য সূর্যোদয় জীবনের প্রাতে,
কিছু করা ভুল মাথাকুটে মরে।
সন্ধ্যের জানলার ওপারে আরতি হয় ,
জীবনের শব্দগুলো কানে বেজে চলে ।
ভালো কথা দাগ টানে না ,আনন্দ অন্ধকারে
চুপ করে বসে থাকে হৃদয় ,অশ্রু ঝরে ।
কিছু না বলা কথা ,চিত্কার করতে চাই
কিন্তু ভয় পায় ,অদৃষ্ট হেসে চলে ।
কেউ স্বপ্ন দেখে ,কেউ নীরবে কাঁদে
সময় চলে যায় স্মৃতি কেঁদে মরে।  
কিছু ঠিক ,কিছু ভুল বোঝা যায় না
যার উত্তর শুধু হৃদয় পুড়ে চলে ।
ঘড়ির কাঁটা সরতে থাকে ভবিষ্যতে
আর সময় শুধু বেথ্যার কথা বলে ।
******************************

Monday, July 22, 2013

আমরণ

 #### " আমরণ " ####
লেখক : ঋষি
*********************************
 আমার কবিতায় তুমি থাকবেই
সে আকাশ ,বাতাস ,মাটি
অসময় বা কুসময়
যাই হোক না কেন
তুমি থাকবেই ।
আমার স্বপ্নের ফুটন্ত ইচ্ছাগুলো
যখন কুঁকড়ে যায় সকালের ঘামে
তখন ইচ্ছা করে তোমায় ছিঁড়ে ফেলি
ফেলে দি ডাস্টবিনের অপ্রচলিত শব্দের মতো ।
আবার যখন কোনো প্রেমের কবিতায়
কবিতার প্রেমে আমি নেশাতুর
আমার হৃদয় ছোটে বায়ুর বেগে
তখন মনে হয়
তোমায় জড়িয়ে ধরি ভালোবেসে
আমার স্বপ্নের মতো ।
যখন একলা পথে
পায়ে আমার কাঁটা ফোটে
তখন মনে হয়
তুমি রক্ত হয়ে ঝরো ।
আবার যখন বিকেলে খেলার মাঠে
খোলা হাওয়া স্পর্শ করে
তখন মনে হয়
তুমি হৃদয় স্পর্শ করো।
আসলে জানো
তুমি থাকো আমার সাথে ।
আমি কায়া আর  তুমি আমার ছায়া
প্রতিমুহূর্ত ,দিনে ,রাতে ।
আমি জানি তুমি থাকবে
আমরণ  আমার সাথে ।
*********************************
ছবি সৌজন্যে Saswata Deb

RISHI026@GMAIL.COM

GOOD EVENING FRIENDS,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
### " আবার সবুজ হবো " ###
লেখক : ঋষি
**************************************
 আজ  আবার  চলেছি  আমি
আম  কাঠাল  জামরুলের  ভিড়ে
একটু  সবুজ হবো বলে  ।
মন  খুলে  হাসবো সতেজ  সবুজ  রঙে
এ রঙের  কোনো  পাপ  নেই
এ  রঙের  কোনো  ঈর্ষা  নেই
এতো হৃদয়ের  রং
এতো পবিত্র ।
বহু  কালি  মেখেছি  সারা  শরীরে
আজ  সব  মুছে  যাবে  সবুজ  স্পর্শে
বহু  দিন  মন  ভরে  দেখি  নি  সবুজ
আজ  দেখবো  দুচোখ  মেলে  ।
আমি  যখন  হাঁটবো  সবুজ  ঘাসের  উপর
সকালের  শিশির  আমার  কানে  কানে  বলবে  
সুপ্রভাত  বন্ধু  ।
যখন  সবুজের  ফাঁকে  ডেকে  উঠবে  কোনো  অচেনা  পাখি
আমি  ভাববো .
এতো  সবুজের  ডাক  ।
সবুজ  ঘাসে  ফরিঙের  তিড়িং  বিড়িং
আসলে
আমার হৃদয়ের  স্পর্শ  ।
আজ  আবার  আমি  সবুজ  হবো
যেমন  হতে  চেয়েছি  স্বপ্নে ।
বহু  কালি  মেখেছি  সারা  শরীরে
বহু যুগ ধরে
আজ সব মুছে দেবো।
আজ আমি সবুজে মিশে যাবো
আজ আমি সবুজ হবো।
********************************************

RISHI026@GMAIL.COM

### " যে হাত " ###
লেখক : ঋষি

যে হাত  ধরেছো তুমি ভালোবেসে 
যে পথ অলিগলি বেয়ে গেছে জীবন পথে 
যে কথা তুমি বলেছো আমায় 
কোনো গোপন রাতে 
সেই সব হারানো কথা আমি  জীবনে ধরে আছি 
মনে হয় এই তো আমরা ভীষণ কাছাকাছি ।  
তুমি ভাবো আমি জানি 
আমি দিয়েছি ফাঁকি 
আসল কথা বলি শোন
হৃদয় দিয়েছে ফাঁকি । 
পথে উপর পথ রয়েছে 
মতের সাথে মত
জীবন গেছে সেই মতেতে 
আমাদের আলাদা পথ । 
আমি জানি ভালোবাসা এমন হয় নাকি 
সকাল সন্ধ্যা শুধু তোমার চোখে চোখ রাখি । 
তুমি আমায় নকল ভাবো
নকল আমি নয় 
এমন হলে ভালোবাসা নকল হয় নাকি । 
সূর্য ওঠে স্বপ্ন জাগে 
তুমি আসবে বলে তাই 
তোমার জন্য আজও আমি 
স্বপ্ন বুনে যায় । 
যে হাত  ছিল আমার 
আজও তাকে খুজি তাই ।  

Sunday, July 21, 2013

RISHI026@GMAIL.COM

### " পাগলী মন " ###
লেখক : ঋষি 
****************************** 
তুই জানিস ভালো মন 
কাকে আমি ভালোবাসি
তবু জিজ্ঞাসা করিস তবে বলি শোন।
তুই ভাবিস
ও পাড়ার বিধবা মেয়েটাকে
আমি ভালোবাসি ।
ওড়ে পাগলী
ওটা ভালোবাসা নয় ,ভালোলাগা ।
তুই ভাবিস
অফিসের প্রিয়ার সাথে আমার ভাব
ওটা ভাব না
ওটা আলাপ।

আমি ভালোবাসি
আমার চারপাশের পৃথিবীটাকে
যাদের ঘিরে আমার বিচরণ ।
আমি ভালোবাসি
পৃথিবীর রৌদ্র ছায়ায় থাকা শান্তিকে
যার জন্য
আমার হৃদয়ের আলোড়ন ।
আমি ভালোবাসি কবিতাকে
তাকে ঘিরে
আমার জীবন আর মরণ ।
আর জানিস আমি ভালোবাসি তোকে মন
কেন জানিস
তুই ছাড়া শুন্য এ জীবন।
**********************************

RISHI026@GMAIL.COM

 ### "ভালোবাসি বলবো না" ###
লেখক : ঋষি

আজ আর লুকিয়ে 
তোমায় দেখবো না । 
অলিগলি ঘুরে তোমার বাড়ির চারপাশে 
চক্কর দেব না তোমার জন্য । 
আজ ভালবাসার বন্ধ জানলাটা খুলে গেছে 
তোমায় ভালোবাসি বলবো বলে 
যেখানে ছিল সব ত্রাস আর আশঙ্খা 
ছিল কিছু সাজানো স্বপ্ন । 
যেখানে আমাদের এক চালার ঘর 
ছিল কিছু সাজানো অভিমান । 
সাজানো অলংকারে সাজানো সমাজের 
ছিল না বোঝা প্রতিদান । 
তবু জানতাম 
তুমি সব জানো ,তুমি সব বোঝো । 
কিন্তু জানতাম না  
সব মিথ্যা ,সব ফাঁকি । 
সব সাজানো ,সাজানো তোমার হাসি 
আর তোমায় আমি  ভালোবাসি বলব না । 
খোলা জানলার এপারে আমি 
চোখে চোখ রাখি নিজের সাথে । 
যেখানে তুমি আমায়  দেও ফাঁকি
হাসতে থাকো ভালবাসার কথায়। 
আর আমি হাসতে থাকি 
পোড়া মনের ব্যাথায় । 
উড়ে যায় আমার জমানো স্বপ্নগুলো 
শ্মশানের পড়ে থাকা ছায়ে। 
আমি পড়ে থাকি সময়ের সাথে 
সময়ের ব্যাথার না বলা স্পর্শে 
আর আমি তোমায় ভালোবাসি বলবো না ।  

RISHI026@GMAIL.COM

 #### " তুমি জীবন " ####
লেখক : ঋষি
*************************
চার দেওয়ালে বন্দী জীবন
ছোট হতে হতে কতো ছোট হবে ।
সরল পথের সত্যি জীবন
বদলে গিয়ে আর কতো মিথ্যা হবে ।
পেটের খুদা ,মনের খুদার
খুদার চাহিদায় নিজেই হারিয়ে যাবে ।

ভালোবেসে জীবন জড়িয়ে ধরো
রৌদ্রে একটু মেলে ধরো ।
খোলা হাওয়ায় জীবন ওড়ে
ছোট হৃদয় বড় কারো  
দেখবে জীবন খুশির হবে ।

সোজা পথে অনেক ধাঁধা
ভয় পাবে না
তুমি চল
দেখবে জীবন সরল হবে ।

জীবন থাকলে খিদে হবে
খিদে হলে স্বপ্ন হবে
স্বপ্ন ছাড়া যে শুন্য জীবন রবে ।

জীবন আঁধারে মন ছাড়া যে
জীবন শুন্য হবে ।
**************************

RISHI026@GMAIL.COM

## " দেখে যা অরিত্র " ##
লেখক : ঋষি
**********************************
দেখে যা অরিত্র
আমি কেমন আছি ।
ইট,কাঠ ,পাথরের শহরে
মিথ্যা আর অন্ধকারে মিলে মিশে আছি ।
তুই দেখে যা অরিত্র আমি কেমন আছি
তুই তো পুড়ে গেছিস কবে
তুই তো ছেড়ে গেছিস কবে
তোর রেলে কাটা শরীরটা
আজও আমার চোখে ভাসে।

যদি তোর মৃত শবটা অরিত্র
সতীর মতো টুকরো করে শহরে ছেটাতে পারতাম
তবে বলতাম আমি ভালো আছি।
যদি তোর হারানো ভালোবাসার কথা
চিত্কার করে সবাইকে বলতে পারতাম
তবে বলতাম আমি ভালো আছি।

আমি ভালো নেই অরিত্র
এই মৃত শহরে আজও রৌদ্র ওঠে
আমার হৃদয় পোড়ে সেই  চিতার রৌদ্রে ।
আমি সন্ধ্যার মালতীর গন্ধে
তোর মড়া শরীরের গন্ধ পায় ।
তোর মুখের  হাসিতে
আজও আমার চোখ আগুনে পোড়ে।
তোকে আমি বলতে পারি না স্বপ্নে
আমি ভালো নেই অরিত্র ।
************************************

Saturday, July 20, 2013

RISHI026@GMAIL.COM

#### " প্রেয়সী নীলাঞ্জনা " ####
লেখক : ঋষি 
*******************************
নীলাঞ্জনা আজ প্রেয়সী সেজেছে 
প্রেয়সী হৃদয়ের সবকটা তারে আজ 
প্রেমের ঝংকার ।
তার শরীরের প্রতি রন্ধ্রে
আজ প্রেম বাসরের রেনু লেগে।
প্রজাপতির স্বপ্ন ভর করেছে দুচোখে
পিছনের বত্রিশটা সময়ের হৃদয়ের ঘরে
আজ আবার বসন্ত লেগেছে ।
নীলাঞ্জনার লাল বেনারসী ,লাল সাজ
তার ডায়রির প্রতি পাতার স্বপ্নরা
আজ বাস্তবিত ।
আজ আর শ্রাবনের বৃষ্টি নয়
আজ শুধু কালবৈশাখী
আজ আর কোনো পুড়ে যাওয়া দাগ নয়
তার শরীরে প্রেম লেগে ।
প্রেমের আগুনে ,প্রেমের গন্ধে
নীলাঞ্জনা আজ পরিপূর্ণ ।
আর কিছুক্ষণ
নীলাঞ্জনা আবার হেসে উঠবে
মাতাল সে হাসি ।
তার বুকেতে আবার প্রেম আসবে
উত্তাল সে প্রেম ।
সেই প্রেমে নীলাঞ্জনা ভেসে যাবে
সাত সপ্নের ওপারে ।
যেখানে প্রেমের আগুনে ,আগুনের প্রেমে
নীলাঞ্জন আবার পুড়বে।
একটু ভালো থাকবে বলে
নীলাঞ্জনা আবার বাঁচবে ।
*********************************

RISHI026@GMAIL.COM

#### " পাগল হৃদয় " ####
লেখক : ঋষি


নষ্ট সময় ,নষ্ট শব্দের অভিধানে
সবচেয়ে নষ্ট তুমি শব্দটা । 
এই তুমি তো সেই 
যার মুখ ভাসে সময় অসময়ে । 
যে অবেলায় খাবলা মারে হৃদয়ে 
তুলে নেয় একবস্তা স্বপ্ন । 
আবার নিজেকে জুড়ে দেয় প্রেমিক হৃদয়ে 
দিয়ে যায় এক বস্তা স্মৃতি। 

এই তুমি সেই 
যে একলা সময়ে পা দোলায়
মস্তিষ্কের চাহিদার ভিড়ে । 
মস্তিষ্ক থেকে হৃদয়ে পৌঁছে 
স্বপ্ন দেখায় নানান অছিলায় । 
নিজেকে প্রমান করে অসামান্য 
অশরীরী শরীরের স্পর্শে পাগল হৃদয়ে 
ধরা দিয়েও ধরা দেয় না । 

এই তুমি সেই 
যার অপেক্ষায় হৃদয় দাঁড়ায় 
পথের উপর বন্ধ ঘড়ি হাতে । 
অপেক্ষা করে মিঠি কন্ঠের 
অপেক্ষা করে ভালো থাকার । 
কখনো হৃদয় কাঁদে,কখনো হাসে 
আকাশের চাঁদ হাতে পেলে
আসলে জানো হৃদয় ভালোবাসে।  

RISHI026@GMAIL.COM

## " বহুদিন বৃষ্টিতে ভিজি নি "##
লেখক : ঋষি

আজ বৃষ্টিতে ভিজবো আমি 
বৃষ্টির সুরে ,বৃষ্টির ছন্দে ,
দুহাত দিয়ে বৃষ্টি তোমায় জড়িয়ে ধরবো
বহুদিন ভিজি নি তোমাতে আমি । 

বৃষ্টির জমা জলে 
ভাসাবো আমি সবুজ নৌকা । 
সবুজ নৌকায় মুখোমুখি আমি আর তুমি 
পরে থাকা সময়ের পাতায় 
লিখে দেব তোমার প্রেমের কবিতা।  
বৃষ্টি আজ তোমার  ঠোঁটে   চুমু খাবো
বহুদিন তোমায় স্পর্শ করা  হয় নি । 

বৃষ্টির তোমার ফোঁটাই আমি স্বপ্ন আঁকব 
পৃথিবীর ব্যস্ত জীবনগুলিকে
আমি হাসতে শেখাবো তোমার স্পর্শে । 
ওরা হাসতে ভুলে গেছে 
নোঙরা নিয়মগুলো মুছে দিয়ে 
আজ আমিও হাসবো ওদের সাথে 
বহুদিন হাসা হয় নি । 

সকাল থেকে তুমুল বৃষ্টি 
আজ বৃষ্টি তোমাতে ভিজবো আমি । 
তোমার  প্রেমের পরশ লেগে দুচোখে 
বহুদিন বৃষ্টিতে ভিজি নি আমি ।  

RISHI026@GMAIL.COM

GOOD EVENING FRIENDS,,,,,,,,,,,,,,,,,,,
#### " প্রেম এসেছিল " ####
লেখক : ঋষি
*********************************
 প্রেম সেতো ছুয়েছিল একবার
কোনো বৃষ্টির দিনে সিক্ত বসনে
হাতের সাথে হাত।
হৃদয়ের ভিতরে স্বপ্ন
স্বপ্নের ভিতরে ভবিষ্যত
ভবিষ্যতের কল্পনায় উড়ছিল
আমার আগুনে স্বপ্নের লাল পাখি ।
কখন যে উড়ে চলে গেলো জানি না
প্রেম এসেছিল
কিন্তু বুমেরাং হয়ে ছুয়ে চলে গেলো ।
এক্কা দোক্কার জীবনের
কোনো আলাদিনের আশর্য প্রদীপ
কোনো জিনির কল্পনার প্রাসাদে
আমি,তুমি আর আমাদের প্রেম
জন্ম নিয়েছিল ।
কিন্তু তারপর কোথায় যে ভেসে গেলো
কোথায় কোন দুরপাহারী জোত্স্নায়
ধবল গাভীর মত ঘাস খেলো।
সবার মতো পাওয়ার আনন্দে গা ভাসালো
তারপর চলে গেলো তাড়াহুড়ো করে
যে পথে এসেছিল সেপথে গেলো চলে।
প্রেম সেতো এসেছিল একবার !!!
****************************************

rishi026@gmail.com

#### " শুধু স্মৃতি " ####
লেখক : ঋষি 
******************************** 
আমার মৃত্যুর অর্ধ শতাব্দী পরে 
আমি মুছে যাওয়া স্মৃতি। 
জীর্ণ দেওয়ালে প্রপিতামহের মতো আমি
আমার সর্বাঙ্গ জড়ানো হলুদ ফ্রেমে
পড়ে থাকা শুকনো প্রতিফলিত উপস্থিথি ।
আমার কবিতার হলুদ খাতায়
মুছে যাওয়ার তখন ব্যস্ততা।
ঘুন খাওয়া জীর্ণ পাতায়
প্রেমহীন শুন্যতার হাহাকার ।
ঠিক যেন
নিভে যাওয়া জোনাকির আলো
অন্ধকারে মিশে একাকার ।
আমি হৃদয়ের জং ধরা স্মৃতি
আমি সময়ের হারিয়ে যাওয়া স্মৃতি ।
আমার কথা করবে না মনে কেউ
আমার কবিতার টেবিলে আমার আশট্রের
পড়ে থাকা ছাই
মুছতে যে চাই
মুছে যাওয়াটা যার রীতি ।
আমার বন্ধ দেরাজে ,বইয়ের আলমারিতে
আমার প্রতি স্পর্শের শুন্যতা
শুধু স্মৃতি ।
মুছতে কি চাই
তবুও হারিয়ে যায়
মৃত্যুর পড়ে সব মুছে যায়।
*********************************

Friday, July 19, 2013

RISHI026@GMAIL.COM

#### " ভালোবাসার মৃত্যু " ####
- ঋষি
****************************
তোমার চিতায় আমার সাজানো স্মৃতি 
চিতার আগুনে পোড়ানোই যার রীতি 
আগুনের শিখা ধিক ধিক জ্বলে
ভালোবাসার মৃত্যু হলে
এক দৌড়ে কেওরাতলা পার
আমার স্বপ্ন হৃদয়টা আমার
ভালো বললো আমায় চোখের জল
সাজানো স্বপ্ন কিছু দিনের ঘর
স্মশানে স্তব্ধ আগুনে ছাই
এবার আমার হৃদয়ের শান্তি চাই
আমার হৃদয় আগুনে তুলছে হাই
খুজছে শান্তি খুজছে বৃষ্টি তাই

বৃষ্টি যদি না নামে এ মনে
মেঘগুলোকে দোষী মনে হবে
আগুনে যদি সব না পুড়ে যাই
ভালোবাসার মৃত্যু হবে কবে
ছাই যদি সব বাতাসে থেকে যাই
ভালোবাসাতো মনেই থেকে যাবে
তাইতো বলি বৃষ্টি এবার নাম
হৃদয়টাকে ধুয়িয়ে দিতে হবে
***************************

Thursday, July 18, 2013

RISHI026@GMAIL.COM

####" প্রতিবাদী হৃদয় "####
লেখক : ঋষি
*************************
 আর কিছুতেই চুপ করে থাকবো না
দেওয়ালে ঠেকা পিঠ পুড়ছে আগুনে
আর  সমর্থন  করবো না ।
সর্গের নর্তকীদের শরীরের কাম
লালার মতো লেগে আছে পুরুষের চোখে ।
চোখের আগুনে যদি শরীর পোড়ে
সে তো রোজ পোড়ে
পথে ঘাটে ,গলির মোড়ে
কত শব্দ ,কত শরীর
রোজ খোলে ।
কথার বিষে শরীরের প্রতি অঙ্গে
কামরেনু  লাগে ।
কতো বীর্যের শেষ স্পন্দনে
পরাগের গন্ধে মনুষত্ব পোড়ে।
খোলা আগুনে সমাজের নিয়মে
কামার্ত পশুর হিংস্র শব্দ
ছিঁড়ে ফেলে নারীত্বের অলংকার ।
তারপর শুরু হয় ধর্ষিতের ধর্ষণ
সমাজের স্তরে মুখের তোরে।
শরীর ভাসে শুন্যে বিজ্ঞাপন হয়ে
আর এই বিজ্ঞাপন আজ একটা শব
যার স্লোগান আর নয়
মানুষ আর মনুষত্বের অপমান
শরীরের অপমান
আর নয় কোনো ধর্ষিত সমাজব্যবস্থা ।
*****************************

RISHI026@GMAIL.COM

#### " রৌদ্র আমি " ####
লেখক : ঋষি 
******************************
সকালের রৌদ্র মেখে 
বিস্তীর্ণ জীবন পথের সুখ দুঃখ পেড়িয়ে
আমি গেলাম তোমার কাছে ।
আমার কপালের ঘামের বিন্দু
হৃদয়ে রাখা হারমোনিয়ামে
শুধু এক সুর।
তোমার চোখের স্বপ্ন মেখে
তোমার দরজার সামনে দেখি ট্রাফিক।
সে যে কি ভীষণ যন্ত্রণা হৃদয়ের
তবু সাহস করে পা বাড়ালাম ।
তুমি মহীয়সী ,আমি অজপাড়াগাঁয়ের
তুমি রূপসী আমি শুকনো কাঠ
তুমি সমুদ্র আমি পানা পুকুড়
এখন মুখে ঘষা দুপুর ।
তুমি তো নেই
তুমি তো ব্যস্ত তোমার প্রেমে ।
তুমি সুন্দরী আমি জানি
কিন্তু একবার তো দেখা দিতে আমাকে ।
একবার তো হাসতে তোমার আশ্চর্য হাসি
আমি না হয় তাই বুকে করে
কাটিয়ে দিতাম আমার রৌদ্রস্নাত জীবন
কাটিয়ে দিতাম তোমার স্বপ্ন মেখে ।
*******************************

RISHI026@GMAIL.COM



#####" মন ভালো নেই ?"#####
- ঋষি
********************************
জানলার পাশে টেবিলে তোমার বইখাতাগুলো ,
ছাইদানীর তোমার সিগারেটের শেষ ছাইটুকু ,
আজ তেমন ভাবেই রাখা আছে ।
আমাদের বিয়ের পরের ছবিটা ওখানে নেই ।

আমার তোমার দেখা যে কলেজে
সেখানে আজ বাবুল সোনা পড়ে ।
বড় হয়ে গেছে ,ওর জগতে ব্যস্ত থাকে
জানো, ও তো আর ছোট নেই ।

তোমার জামার গন্ধ ,তোমার কলমটা
আজ আমার ঘরে রাখা...।
রাতে তোমার কোলবালিশ আমি জড়িয়ে শুই
সুধু মায়ের ঘরে তোমার ছবি নেই ।

তোমার বন্ধুরা মাঝে মাঝে আমাদের খোজ নেয়
আমরা কেমন আছি ?আমাকে সান্তনা দেয়...।
মাঝে মাঝে মনে হয় ,এই তো তুমি বিছানায়
আমাকে কাছে ডাকলে ,কিন্তু আমি জানি তুমি নেই ।

আজকাল আর আমি হারমোনিয়ামে গান গায় না
ভালো লাগে না ,চুপকরে বারান্দায় দাড়িয়ে থাকি...।
তোমার মা এসে মাঝে মাঝে পাশে দাড়ায়
প্রশ্ন করে কি রে তোর মন ভালো নেই ?
*************************************

Wednesday, July 17, 2013

RISHI026@GMAIL.COM

#### " তুমি আসলে কি ? " ####
লেখক : ঋষি
*********************************** 
ইশ্বর সৃষ্ট সংসার সম্ভারে 
নারী তুমি কি আশ্চর্য সৃষ্টি । 
তোমার তৃষ্ণায় জগৎ বিলীন
বিদীর্ণ তোমার হৃদয় প্রকোষ্ঠতে
বাস করে মায়া ,ছায়া ,স্বপ্ন শব্দগুলো
যার এক একটার স্পর্শে
ছিটকে পরে আগ্নেয়গিরির লাভা।
যার আগুনে
পুড়ে যায় হৃদয়ের আকাঙ্খা ।
হৃদয় কোনে ওঠে ঝড়
ঝড়ে উড়ে যায় কতো ঘর ।
কতো হৃদয়ের তার কেটে যায়
ওড়ে হৃদয় কাটা ঘুড়ির মতো বিশাল আকাশে ।
তোমার প্রখর তাপে
কতো সপ্নের ধংশ স্তূপ।
কতো হৃদয় কাঁদে
কতো বা হাসে
অথচ তুমি আকাশের মাঝে স্থির থাকো।
শান্ত তোমার দৃষ্টি
মৃদু হাসি ঠিক মৃদুমন্দ বাতাসের মতো শীতল ।
তোমার চাউনিতে সমুদ্রের ঢেউ
যে গড়ে আবার ভাঙ্গে জীবনের দৃষ্টি সঙ্গীত ।
তোমার ছায়ায় গড়ে ওঠে কতো জীবন
কতো স্বপ্নের ঘরের সৃষ্টি শিল্পী তুমি ।
তুমি ছলনাময়ী,তুমি মোহময়ী ,
তুমি ধংশ ,তুমি সৃষ্টি
তুমি স্বপ্ন ,তুমি ত্রস্ত
তুমি জীবন ,তুমি মরণ
তুমি আসলে কি নারী ?
***********************************

প্রেমিকের ডাইরি

তোমাকে নিয়ে লিখতে বসলে ইদানিং  বৃষ্টির রেইনকোট, পুরনো ডাইরি আর গীতবিতানের ভালোবাসা লিখে ফেলি,  লিখে ফেলি একটা আনত চোখ, সমুদ্র মোরা ভারতবর্ষ ...