Wednesday, October 30, 2013

RISHI026@GMAIL.COM


### " অবৈধ প্রেম " ###
লেখক : ঋষি
*************************************
শ্রীলেখা আমি বলিনি কখনো
তুমি সুন্দরী ,অপরুপা
আজও বলতে চাই না।

যখন তোমার খোলা চুলে
জোত্স্না ঝরে।
যখন লুকিয়ে দেখা তোমার অনাবৃত বুকে
হৃদয়ের ডাক।
জানো তখন তোমায় ভালোবাসতে ইচ্ছে হয়
ইচ্ছে হয় তোমায় জড়িয়ে ধরি।
তোমার ওষ্ঠে ঠোঁট ঘষে
আগুন জ্বালায়।
সেই আগুনে পুড়তে পুড়তে
আমি শীতল ছাই।

যখন সাত সাতসমুদ্রের বিছানার মেঘে
তোমার প্রেম জড়িয়ে ধরো।
তুমি জানো ,আমি পুড়ে যায়
বরফের ষ্টাটু হয়ে যায়।
আমার নিদ্রাহীন চোখে কুহকের ডাক
আমি তোমায় খুঁড়তে থাকি ,জ্বলতে থাকি।
বড় হিংস্র আমার চোখ
তারপর হৃদয় জানলায় বৃষ্টির ছাট।
আমি মিশে গিয়ে ভাবি
তুমি তো ভালো আছ।

শ্রীলেখা আমি বলিনি কখনো
তোমাকে বলতেও চাই না
আমি তোমায় ভালোবাসি।
****************************************

RISHI026@GMAIL.COM


### " প্রেম উধাও " ###
লেখক : ঋষি
**********************************
অবশেষে মোমের মত ঝরে পড়লে
এমন তো হওয়ার ছিল না।
আজ ,কাল ,পরশু ,রোজকার জীবিকায়
তুমি ছিলে পরম প্রিয়।

কলেজ ক্যান্টিন ,অফিস ক্যান্টিনে আজ
সব আছে ,আছে তোমার শরীর।
প্রেম উধাও   ...........
উধাও এক ফোঁটা অনুভূতির স্পর্শ
একটুকরো পিছনের ডাক ,
সব কেমন বদলে গেল।

প্রেম কি এত সহজে পাওয়া যায়?
দরকার নেই
শরীরটা আছে ,প্রেমের শীতল শরীর
ব্যস্ত জীবনে প্রেম নয়,
সবাই মাংস বহুল শীতল শরীরটাকে চাই।

কিন্তু আমার শরীরে গলন্ত মোমের স্পর্শ।
চাই না প্রেমের নর কঙ্কাল।
প্রেম তোমায় আজ চেনাই যাই না
চাই না অচেনা প্রেমের আদুরে  গাল।
**************************************

RISHI026@GMAIL.COM


### " লেডিস পারফিউম " ###
লেখক : ঋষি
*****************************************
পারফিউমের গন্ধটা বড় চেনা
নিত্য পথে ঘাটে ,হাজারো মানুষের ভিড়ে।
গন্ধটা মাথায় গিজ গিজ করে
মাথা থেকে কখনো মনে
কখনো বা শরীরে জড়িয়ে ধরে।

লেডিস পারফিউমের স্বাদ টা একই
কিন্তু অভিন্ন মনে আর ভিন্ন নাকে।
এ এক অদ্ভূত রোগ পুরুষের মনে
লেডিস পারফিউম সদা ভালো লাগে।

মৃগনাভীর অনন্ত সুর
অনন্ত স্বাদ লেডিস পারফিউম।
একটু যদি স্বপ্ন রেনু হয়
যেখানে সেখানে প্রেমের জন্ম হয়।

পারফিউমের গন্ধটা বড় চেনা
নিত্য পথে লালায় মাখামাখি।
হৃদয় মাঝে গন্ধ ছুঁয়ে যায়
একটু যদি অন্য পথে হাঁটি
লেডিস পারফিউম গায়ে মেখে যায়।
****************************************

rishi026@gmail.com


### " জ্বলন্ত জীবন " ###
লেখক : ঋষি 
*********************************
কয়েকমুহুর্তের আসা যাওয়া জীবনের 
চোরা বালি। 
মিলিয়ে গিয়ে ,মিশে গিয়ে ,পিষে গিয়ে 
হাসতে থাকা খালি। 
জীবন পাশে পথের উপর 
নিত্য ওঠা বসা। 
শব্দকোষে শব্দ খুঁজি 
অনন্ত ভালোবাসা। 
আকাশ মাঝে মেঘ করেছে 
বৃষ্টি হবে নাকি। 
বৃষ্টি হলে ভিজতে হবে 
অনেক পথ চলা বাকি। 
আবার একটু ওঠা বসা 
জীবন মাঝে খালি। 
মরু পথে পথের পরে 
পথটা চোরা  বালি। 
কয়েক দিনের সাজানো বাগান 
শুকিয়ে রৌদ্র তাপে। 
বাঁচতে হলে ,ভাসতে হবে 
পুড়বে  হাজারো পাপে। 
************************************

rishi026@gmail.com


### " গভীর দর্শন " ###
লেখক : ঋষি
***************************
ভালোবাসা দেব ,ভালোবাসা  দেব
উজাড় করে।

উদ্ভট  অনুভূতির চঞ্চল প্রয়াস
পায়ের তলায় চটকে যাওয়া ঘাস।
রক্তক্ষরণ রোজকার অভ্যাস
সবটাই কাল্পনিক স্বপ্নের বাস ,
ভালোবাসা ইচ্ছার দীর্ঘশ্বাস।

অদৃশ্য নগ্নতার জীবন্ত লোভ
এক অতৃপ্ত আত্মার অনন্ত দর্শন।
ভালোবাসা শতাধিক হৃদয়ের বর্ষণ
একলা নয় ,একলার না
ভালোবাসায় ভালো থাকা যায় না।

না দেব না ভালোবাসা
এভাবে ভালোবাসা যায় না।
**************************

RISHI026@GMAIL.COM


### " গতানুগতিক " ###
লেখক : ঋষি
************************************
জানি এমন হবেই
সকালে সূর্য্য উঠলে
কেউ বলে না কেন উঠলো।
অথচ চলন্ত বাসে অফিস টাইম উঠলে
সকলে বলে কেন উঠলেন দাদা  এত ভিড়।
নষ্ট নীড়ে যদি দোলা লাগে
তবে লোকে বলে আহারে।
অথচ জীবনের চলার পথে কাঁটা ফুটলে
সকলে বলে জীবন এমনি হয়।
জানি এমন হবেই   ...........

কিন্তু অনেককিছু তো না হওয়ার ছিল
মোনালিসার বুকে  সিগারেটের ছাই
আর আগুন আমাদের বুকে।
ভেঙ্গে পরা স্বপ্নের উর্বর পথে
কয়েক লক্ষ কেঁচোর রক্তক্ষরণ।
নিমজ্জিত বিপ্লবের গোড়ায় গলদ
গলদ বেঁচে থাকার দৈনন্দিন নিয়মে।
চলছে চলবে বাঁচার কারণে
বিপ্লব প্রতিদিন সাধারণ রক্তক্ষরণ।
জানি এভাবেই চলবে  ............
*************************************

Sunday, October 27, 2013

এমন তুমি


### " এমন তুমি " ###
লেখক : ঋষি
________________________
চাঁদনি রাতে শহরের পথে
যখন কোনো অজানা পেঁচা ডাকে,
তখন শিশুর মতো আঁকড়ে থাকি তোমায়
বুকের সাথে মিশিয়ে নি তোমায়।
মশারির ওপারে টিকটিক সময়
সকালের বার্তা নিয়ে আসে।
আবার একটা ব্যস্ত দিন
আবার বাইরের ডাক।
কিন্তু বেড়োবার আগে তোমার  মুখ
না দেখতে ভুলিনি কোনদিন।
ভুলিনি তোমাকে একমুহূর্ত
পৃথিবীর সাথে ,পৃথিবীর পথে
প্রতিদিন, দিনে রাতে।
ভুলি নি ,আসলে ভোলা যায় না
প্রেয়সী তোমার মুখ।
আমার মন খারাপের বেলায়
আমার লুকোনো প্রেমের খেলায়।
আমার অস্তিত্বে ,আমার প্রতিমুহুর্তে
তুমি থাকো ছায়ার মতো।
আমায় ভালোবাসো
একমুহূর্ত ভুলি না তোমায়।
________________________

RISHI026@GMAIL.COM


### " তুমি জানো " ###
লেখক : ঋষি
*********************************
যখন আমি পাবো না জড়াতে তোমায়
যখন আমি পাবো না তোমার স্পর্শ।
তখন কি হবে বেঁচে থেকে ?
এই বেঁচে কি লাভ ?

ঠোঁটে ঠোঁট নয় ,
মনের সাথে মন ঘষে
যে অদৃশ্য আগুন।
যে আগুনে পুড়ে যেতে চাই তোমার সিঁথি
সে আগুনে পোড়াও আমায়।
আমার শব ছুঁয়ে দেখো না
আমায় স্মৃতির আড়ালে  রেখো না।
আমায় মুছে দেও
দুরে ছুড়ে ফেলে দেও,
বিন্দু মাত্র দয়ার দরকার নেই।

আমি জানি পারবো না জড়াতে তোমায়
আমার হৃদয় বড় ক্ষুদ্র তুমি জানো।
আমি জানি আর পাবো না ফিরে তোমায়
আমি বেঁচে আছি মৃত শব হয়ে তুমি জানো।
**********************************

RISHI026@GMAIL.COM


### " আমার শহর (১১)"###
লেখক : ঋষি
******************************************
একদিন সঙ্গে করে নিয়ে যাবে আমায়
সেদিন কলকাতার পাতায় পাতায় শুধু জল।
সেদিন বাড়বে পাপ  ,কোনো লজ্জা হাতছানি
শুধু বাড়বে শহরে মৃত শব।
সেদিন জ্বলবে না আলো ফুটপাথে নিস্তব্ধ লাইট পোস্ট
নিস্তব্ধ শহরে নিস্তব্ধ মনুষত্বের মিছিল।
ভালবাসার নাম না করে
আমায় নিয়ে যাবে অনেক দুরে।
যেখানে থাকবে না কোনো আলো
অন্ধকারকে জড়িয়ে ধরে লুকিয়ে থাকবো
আমি বসবো তোমায় ভালো।
সেদিন  শহর আমার বুকে দাঁড়াবে না মাথা নত করে
সেদিন লজ্জার বমি আমার সারা গায়ে।
আমি থাকবো না এ শহরে
চলে যাব তোমার হাত ধরে বহুদূরে
তুমি নিয়ে যাবে তো আমায়।
আমার শহর তুমি
থাকবে না যেদিন আমার।
*******************************************

RISHI026@GMAIL.COM


### " পুরনো আমাকে " ###
লেখক : ঋষি
**********************************
সঙ্গে ছিলাম, মেঘ ছিল
কোঁচকানো সময়ের ভাঁজে মোড়া স্বপ্ন।
এক পশলা বৃষ্টি ছুঁয়ে দিত আমায়
কাবুলিওয়ালার ঠোঙ্গা ,খালি চায়ের ভাঁড়।

শুন্য দৃষ্টি ,শুন্য আর শুন্য
জানো  তোমার জ্বর আসতো।
আমি জানতাম না তখন
এখন জানি সময় আর সময়ের পরে রাখা,
পুরনো ডায়রির হলদেটে পাতা
পাতায় পাতায় তুমি পুরনো খেয়ালে।
বৃষ্টির জলে ভেসে যাওয়া স্বপ্ন
আমি আছি সঙ্গে আজও।

বদলানো বটতলায় আঁকড়ে ধরা তোমায়
তোমার স্বপ্ন তোমার খেয়ালে।
হারানো স্বপ্নের খোঁজে
আঁকড়ে ধরি তোমায় শুন্যতায়।
খুঁড়তে থাকি তোমার বুক
তোমার মাংস ,মেরুদন্ড
তোমার প্রতি  রক্তকনার ওপারে
পুরনো আমাকে, পুরনো আমাকে  .......
***********************************

RISHI026@GMAIL.COM


#### " স্বপ্ন পাখি " ####
লেখক : ঋষি
*****************************
ইচ্ছে ছিল স্বপ্ন পাখি হব।
অলিতে গলিতে ঘুরতে ঘুরতে
ওর বাড়ির ছাদে ,তার বাড়ির নর্দমায়
আর না ,
তোমার হাতে খাবো
তোমার মনের খাঁচায় ঘুমোবো।
তোমার স্বপ্নে ঘর ভাঙ্গে আমি জানি
আমি গড়ব সে ঘর।
পাশে না থাকুক ,কাছে
না হয় আমার স্বপ্ন ডানায় ,
তোমার সাথে ঘুরে বেড়াবো।
তোমার খোলা চুলের সুবাস
রৌদ্রে ভেজা তোমার গালে
না না ,
আর ঠোঁট ছোঁয়াবো না।
তোমার মনের খাঁচায় থেকে
তোমায় ভালোবাসতে শেখাবো।
****************************

RISHI026@GMAIL.COM


### " কেউ বোঝে না " ###
লেখক : ঋষি
************************************
আমার সোনালী ভোরে আজ তোমার পদধ্বনি
কেউ বোঝে না।
ওপাড়ার ময়রা সেদিন বললো তুমি এসেছিলে
আমি জানি তুমি আসবেই
আমার হৃদয় গভীরে।

ভোরের আলোয় সবুজ ছটায় শিশিরের ঘ্রাণ
আমি জানতাম তুমি আসবেই।
আলতো শীতল বাতাস তোমার খবর দিল
চোখ খোলার পর একটা মেটে গন্ধ ,
আমি পেয়েছি বহুবার।

প্রতিদিন সকালে এই পথ ধরে তুমি আসো
ভোরের সাথে।
কেউ জানে না, বোঝেও না
সকালের সোনালী রৌদ্র আমায় ভালোবাসে।
আমি থাকি অপেক্ষায় ,রোজ  .........
 ************************************

Friday, October 25, 2013

RISHI026@GMAIL.COM



### " অশ্বমেধের  ঘোড়া " ###
লেখক : ঋষি
*******************************************
ছিঁড়ে যাওয়া জামার পকেটে
রাখা একগাদা অনুভূতি।
মাথা নেই মুন্ডু নেই
শুধু পথ চলা.
পথের নাই শেষ
শুধু হিসেব করা।
এলোমেলো সব জীর্ণ পান্ডুলিপি
হলদেটে খামে থাকা তোমার  চিঠি।
নক্ষত্রদের শহরে এলোমেলো চোখের তারা
ভেসে ওঠা তোমার মুখ,
জলজ্যান্ত জীবন্ত ছুঁয়ে যায় চোখ।
চোখের পাতা এলোমেলো বৃষ্টি
অবোধ সৃষ্টি,
বুঝে ও না বোঝা রোগ।
টুপ করে ঝরে পরে
ছিঁড়ে যাওয়া জামার পকেটে রাখা তোমার মুখ
সেই হাসি সেই চোখ
অনুভূতির সেই না ভোলার রোগ।
সব সত্যি কিন্তু অশ্বমেধের  ঘোড়া
থামবে কি ?
বিনা রক্তক্ষরণে থামতে জানে না।
********************************************

rishi026@gmail.com


### "  আমি আর আমার মন  " ###
লেখক : ঋষি
***********************************
 বৃষ্টি যদি হয় জোরেই আসুক
লাগবে না কোনো ছাতা, কোনো কিছু।
শুধু এক ঘরে আমি আর মন
বৃষ্টিতে ভিজি।
শুধু সময় আর সময়ের আগুন
বৃষ্টিতে ভিজি।
রাস্তায় থকবে না কেউ
থাকবে না কোনো কলরব।
শুধু আমি আর তুমি
আমার মন।
অঝোরে বৃষ্টি ,ভেজা  মাঠ ঘাট
ভিজে আমি ,ভিজে  মন।
আবছা আলো অন্ধকার প্রেম
আমি আর তুমি মন।
পায়ে থাকবে না চটি
গায়ে থাকবে না জামা।
শুধু একসাথে আমি আর তুমি
আমার মন।
ভিজে যাবে সময় ,মুছে যাবে স্মৃতি
একটু একলা আনন্দে
আবার হাসবে মন।
আর কিছু না
আমি আর আমার মন।
***********************************

rishi026@gmail.com


### " সুবিধাবাদী " ###
লেখক : ঋষি
**************************************
কিছুটা আলগোছে তুলে রাখো আঁচল
আমি জানি সব।
লুকোনো স্তব্ধতায় রসালো উষ্ণতা
না না থার্মোমিটার লাগবে না
লাগবে না কোনো পরিবাহী
আমি তো আছি।
কিন্তু সেখানে পোড়া দাগটা
কি হবে তার ?
ওটা তো ভাগ করা যাবে না।
কি ভেবেছো হ্যা
ওটা কি মেনে নেওয়া যাবে ?
না না কখনই নই
তোমাকে পোড়ানো যাবে
কিন্তু অমন পোড়া দাগ মানা যাবে না।
***************************************

rishi026@gmail.com


## " সহ্য করা যায় " ##
লেখক : ঋষি
**************************
এখানে না ওখানে
এইদিকে শোন ,না ভাগ এখন।
কাহাতক আর সহ্য করা যায়
সময় যদি সময়ে না আসে ,
কাহাতক আর এ ভাবে বাঁচা যায়।
গীর্জার বয়স্ক ঘড়িতে মৃত্যুর ডাক
হা  প্রভু সময় যে এগিয়ে গেল ,
কাহাতক আর পিছনে থাকা যায়।

সেবার বাজারে জ্যান্ত কইয়ের লাফ
উফ্ফ্স এক বেমক্কা চক্কর মাথায়।
বয়স তো হলো
সাত সাগরের জলে আমি
সে একেবারে কাদায় মাখামাখি।
আর কাহাতক চামড়ায় ভাঁজ
কাহাতক চলমান ঘড়ির পেন্ডুলাম ,
কাহাতক সহ্য করা যায়।
***************************

Wednesday, October 23, 2013

RISHI026@GMAIL.COM


### " পিছু দেখা " ###
লেখক : ঋষি
********************************
ফিরতে পারবো না জানি
ফেরা যায় না।
চলে যাওয়া সময়ের কাছে
চাইলেও পাওয়া যায় না।

আদিম পত্রিকার পাতায় পাতায়
লুকিয়ে আছে লজ্জার সাতকাহন।
ঝরে পরা নগ্নতায়
নিজেকে লুকিয়ে রাখা যায় না।

সকালের আনমনা  ভুলগুলো
বেখায়েলা বদলাতে চাই।
জীবনের গভীর ক্ষতগুলো
হাসির শব্দে ভরাতে চাই।

আবার না হয় ঝড়  উঠুক
আবার নতুন ভোর  আসুক।
সবকিছু বদলে গিয়ে
নতুন জীবন ফিরে আসুক।

জানি ফিরতে চাইলেও
ফেরা যায় না।
চলে যাওয়া সময়ের স্মৃতি থাকে
কিন্তু কেন জানি মোছা যায় না।
**********************************

RISHI026@GMAIL.COM


### " লুকোনো পাপ " ###
লেখক : ঋষি
**************************************
বুকের ভিতরের শব্দ শুনতে পাও
কৈশোর পেরিয়ে প্রথম প্রেমে
তোমার পদশব্দ শুনতে পাও।
দেখতে পাও সেই সন্ধায়
লুকিয়ে চুমু খাওয়া আমাকে।
প্রথম পাপ
যেদিন নারী জড়িয়ে ধরেছি তোমাকে।

ভালোবাসি ভালোবাসি খেলতে খেলতে
কখন যে সন্ধ্যা হয়ে গেল।
তুমি বদলালে নারী বারংবার
হরেক রকম স্বপ্ন দিয়ে গেলে।
আজও আমি  স্বপ্নে ভিজি
দ্বিতীয় পাপ
আমি তোমায় ভালোবাসি আজও।

নারী কান পেতে শুনতে পাও
আমার হৃদয় ভাঙ্গার শব্দ।
তুমি দেখতে পাও
আমার পেরিয়ে আসা সময়ের
নারী তোমার বদলানো রূপ।
শেষ পাপ
নারী তোমার সৃষ্টি ছলনাময়ী রূপ।
***************************************

RISHI026@GMAIL.COM


### " ছোঁবে না " ###
লেখক : ঋষি
*******************************
ফুল ছোঁবে না আমায়
আজকাল বদহজম আমার ফুলের গন্ধে।
রাতজাগা চোখে পেঁচার স্বপ্ন
রক্তমাংসের শরীরে এক অনীহা।
শুধু মাংস শুধু মাংস
তাল তাল নিরস রসে নিজিকে ভেজানো।
বৃষ্টি ছোঁবে না আমায়
তোমার স্পর্শ।

প্রেম ছোঁবে না আমায়
আজকাল শুধু প্রেম প্রেম খেলা।
পাথরের বৃষ্টি বুকের ভিতরে
ভাঁজ হয়ে থাকা শরীরের ফাঁকে ফাঁকে
অস্থি মজ্জায় অদৃশ্য চাবুকের দাগ।
চাবুক বৃষ্টি বৃত্তীয় শারীরিক চাহিদা
শরীর ছোঁবে না আমায়
পাথর বৃষ্টি।
*********************************

Monday, October 21, 2013

RISHI026@GMAIL.COM


### " জীবিত বন্দনা " ###
লেখক : ঋষি
*******************************
নিজেকে আলাদা করে চিনতে হবে
শিশিরের বিছানায় শুয়ে
জীবন খুঁজলে স্বপ্ন পাবে
জীবন পাবে না।

জীবনের জিলিপির পথে হাঁটতে হাঁটতে
যদি পথে সন্ধ্যে নামে।
যদি কোনো হিংস্র স্বাপদের রক্তাক্ত দৃষ্টি
তোমার অনুভূতিকে চূর্ণ করে।
যদি তুমি ভয় পাও
জানবে তুমি গন্তব্যে আছো।

জীবনের সময়ের পথে তুমি কলের পুতুল
অজ্ঞাত কুশলীর ইশারায় চলতে চলতে।
মন্দ ,ভালোয় ওঠানামা করতে করতে
যদি তুমি নিজেকে হারাও।
জেনো তুমি জীবিত  আছো
এখনো বহু পথ চলা বাকি।

নিজেকে আলাদা করে চিনতে হলে
জীবনের ঘোলাজলে নিজেকে মেশাতে হবে।
অনুভূতিময় জীবন বাঁচলে
বাঁচা যাবে না।
************************************

RISHI026@GMAIL.COM


### " হার জিত " ###
লেখক : ঋষি
********************************
বারান্দার বাদিকে দেখা যায় সেই মাঠটা
যার এপারে গোল পোস্টে আমি
আর ওপারে তুমি।
ক্ষনিকের স্তম্ভিত জনগনে
চিত্কার দুপক্ষের
হার জিত জরুরি।
না হলে গালে সাবান
না কামানো  দাড়ি।
না হলে শুধু উনুনের দাউ দাউ আগুন
রান্নাঘরে শুন্য হাঁড়ি।
না হলে মেঘলা আকাশে বৃষ্টির প্রতিক্ষা
কাদা ছুঁড়বে কেউ।
না হলে শান্ত ঘরবাড়ি
অনাহারে রাত জাগবে না কেউ।
হার জিত জরুরি
গোল খেতেই হবে হৃদয় গভীরে।
জিতে উঠে কাপ
রক্তাক্ত আহত সৈনিকের ক্ষনিকের আলোড়ন
আসলে জিতবে না কেউ।
বারান্দার বাদিকে দেখা মাঠে
মাঝে মাঝে মানুষের ঢেউ।
************************************

RISHI026@GMAIL.COM


### " পাগলাটে লোকটা " ###
লেখক : ঋষি
*****************************
আমি এমন একজনকে চিনি
যার হৃদয় গভীরে এক নদী আছে।
নদী চলে গেছে এঁকেবেঁকে মস্তিষ্কতে ,
নদীর পারে বাস কত মুখ
যত মুখ ,তত দুঃখ।
যত দুঃখ ,তত স্বপ্ন
যত স্বপ্ন ,তত নেশা
নেশার ঘোরে পাগলাটে লোকটা।

কিন্তু লোকটা হাসতে থাকে
কিন্তু লোকটা কাঁদতে থাকে।
কিন্তু লোকটা বাঁচতে থাকে
পাগল নাকি ?
সাধারণ নাকি ?
জীবন্ত নাকি ?
সব সত্যি ,সব  মিথ্যা।

লোকটার হাসি ,কান্না এক জোকার
হাসতে থাকে আরো গভীরে।
যেখানে মেঘ করে ,বৃষ্টি হয়
লোকটা ভিজতে থাকে আনমনে।
বেখায়ালে হাত বাড়িয়ে দেই
অস্তিত্বের দিকে।
পাগলাটে তাই না
আমি একজন পাগলাটে লোককে চিনি।
********************************

Sunday, October 20, 2013

rishi026@gmail.com


### " অন্য হাসি " ###
লেখক : ঋষি
*******************************
ক্যানভাসে বদলে যাওয়া মুখ
তুলির টানে টানে হাসির শব্দ।
কি চেয়েছি
একটা হাসিমুখ
দুচোখ ভরা কাজলি দৃষ্টিতে
একটা স্বপ্নের আতুর ঘর।
সাতসমুদ্র তের নদীর ওপারে রাখা
অগনতি তারাদের মাঝে
আমি পেয়েছি তোমার মুখ।

আমি চাইনি কোনো প্রয়োজন
চেয়েছি একটা হাসি মুখ।
চাইনি কোনো অলংকৃত শোভা
চেয়েছি একটা মাটির ঘর।
তিলে তিলে গড়তে চয়েছি তোমায়
আগলাতে চেয়েছি দুহাত দিয়ে জাগরণে।
কিন্তু একি ?
আঁকতে গিয়ে দেখি বদলে যাওয়া মুখ
হাসির শব্দে চূর্ণ বিচূর্ণ স্বপ্ন।
*********************************

rishi026@gmail.com


### " আকুলতা " ###
লেখক : ঋষি
********************************************
ওলটপালট একটা দিন
হাতের থেকে ঝরে পরা কপালের দাগ
একটু রক্তাক্ত বোধ হয়।
লালদিঘির পারে ব্যস্ত পথের উপর
তুমুল বৃষ্টি
নিরুপায় পথিক একটু ক্লান্ত বোধ হয়।
ট্রাম লাইনে শুকিয়ে যাওয়া ঘাসের হলুদ রং
শুষে নেই হৃদয়ের শেষ আকুলতা।
তোমার চলে যাওয়া পথের
রক্তাক্ত ছোপ হৃদয় কোনে
একটু বিষন্নতা বোধ হয়।
তুমি চলে গেলে তাই   ........

পথের উপর পরে আছে বৃষ্টির ছাপ
সন্ধ্যার মেটে গন্ধ
একটু ফ্যাকাসে বোধ হয়।
ল্যাম্প পোস্টের লালচে আভা
রক্তের স্বাদ হারানো ভালোবাসার
তুমুল বৃষ্টি ,
ভিজে ছারখার অন্তর আগুনে জ্বালা
একটু একলা বোধ হয়।
চলে যাওয়া পথে তোমার গন্ধ
মুছে যাওয়া আলোয় আমার আশা
তুমি আর পরে থাকা স্পর্শ
তোমার ভালোবাসা বোধ হয়।
*********************************************

rishi026@gmail.com


### " অন্তর স্পৃহা " ###
লেখক : ঋষি
*****************************
ছুঁয়ে দেব বলেই বাড়িয়েছি হাত
স্পর্শের স্পৃহা ,অনন্ত ইচ্ছা।
এক বাগান ফুলের মাঝে
সাজানো আমার স্বপ্ন
এই হাত তোমার হাতে।

কি আছে জীবনের পাতায় পাতায়
কি আছে সময়ের প্রতি রন্ধ্রে।
লুকোনো কিছু সত্যের মুখোমুখি জীবন
সত্যি সেখানে তুমি।
তোমার অস্তিত্বের কিছু চাওয়া পাওয়া
অসচ্ছ দেওয়ালের ওপাশে তুমি
আর আমার বাড়ানো হাত।

ছুঁয়ে দেব ,ছুঁয়ে দেব অন্তর গহিনে
যেখানে রাখা তোমার অনুভূতি।
কাঁচের টুকরো জুড়ে বানানো ঘরে
আমি ছুঁয়ে দেব তোমায়
স্পর্শ করবো তোমার শীতল হৃদয়।
********************************

Friday, October 18, 2013

RISHI026@GMAIL.COM


### " নীলাঞ্জনা অন্যরূপে " ###
লেখক : ঋষি
**********************************
দীর্ঘ দিনের পরে সাজানো বাগানে
আজ ফুলে ভরা।
একসমুদ্র পানাপুকুরে
আজ শ্রাবনের ধারা।
নীলাঞ্জনা এসেছিল হাসতে হাসতে
নীল সিফনের শাড়ি ,
হওয়ায় ওড়ে তার আঁচল
সেই হাসি আর পুরনো ডায়রির
মুছে যাওয়া অতীতের কালি।
কতো কথা
স্বপ্নের মাঝে স্বরলিপি।
ঝরে পরে শ্রাবনে
তোর আজ মুক্তির দিনলিপি।
আমি চেয়েছি তোকে সুখী দেখতে
আমি চেয়েছি তোর দুরে থাকতে
দুরেই তো আছি।
তোর কপালে লাল টিপ
তোর ওষ্ঠের পাশে সেই তিল
একই আছে
শুধু বদলে গেছিস তুই।
এই বদলি তো চেয়েছি
তোকে অন্যরকম ভালোবেসেছি ,
তোর হাসি ,আমি ভালোবাসি।
তুই এলি
আমায় ভাসিয়ে দিলি আরেকবার
আমার স্বপ্নে
আলোকময় অন্য সকাল দিলি তুই।
**************************************

RISHI026@GMAIL.COM


### " আধুনিকতার মলাট " ###
লেখক : ঋষি
*********************************
আজকাল আর ভাবে না কেউ আমায় নিয়ে
পথের উপর খোলা মলাটে সময়ের দাগ।
দাগ লেগে আছে বস্তির অলিতে গলিতে
এঁকে বেঁকে ময়লা গলির গায়ে।
আধুনিকতার বর্বর রক্ত
সিঁড়ি বেয়ে ওপর নীচ
আর পারি না।
বয়স তো হলো শত জীর্ণ চামড়ার ভাঁজে
জমে থাকা স্মৃতিদের খেলার মাঠে
পা বাড়িয়ে সাইকেল পা  
ধুর ওসব স্বপ্ন্বের মতো।
হেলে পরা কালো সূর্যের গায়ে
কারখানার কালি।
কালি জমছে সময়ের
এক বর্বর আধুনিকতার পিছনের কালি।
হারিয়ে যেতে যেতে ফুরিয়ে যাব জানি
কিন্তু এটাও জানি
ফুরিয়ে গিয়ে হারানো যায় না।
আমি আছি অপেক্ষায়
আজকাল আর আমায় নিয়ে কেউ ভাবে না।
************************************

RISHI026@GMAIL.COM


### " পিরামিডের দেশ " ###
লেখক : ঋষি
***********************************
আমার শত সহস্র ইচ্ছ্দের বিষে
নীল হয়ে যাওয়া শরীর।
পড়ে আছে পিরামিডের দেশে
শত সহস্র রহর্ষের নিঃশ্বাস।
লেগে আছে মমির গভীর অন্ধকারে
উঠে আসে ধোঁয়ায় বিষ।
মুছে যাওয়া আশ্বাসে বিষ
বিষ সারা শরীর নীল।
বিষ একমুঠো কষ্ট
এই তুমি   .....
বিষ শরীর ছুঁয়ে দিও না।
দিয়ে যাও আরো কষ্ট
দুচোখে সপ্ন ধুঁয়ে নোনা বালি।
আমাকে সযত্নে দুহাত ভরে
সাজিয়ে রেখো কোনো জাদুঘরে।
ঘরের কোনে কাঁচের বাক্সে
আমাকে দেখবে সবাই।
শুধু দেখবে না প্রেম
প্রেম কবে মরে গেছে।
বহু যুগ হলো পিরামিডের দেশে
রাশ রাশ বালি।
নীলনদের বালিতে বিষে মিশে
আমি আছি বিষ নিঃশ্বাসে।
*************************************

Thursday, October 17, 2013

rishi026@gmail.com


#### " তুই পবিত্র " ####
লেখক : ঋষি
************************************
ফ্যাকাশে অহংকারী রৌদ্রে
গুমরে ওঠে পবিত্রতা
অতি পবিত্র তুই।
সীতার আগুনে পুড়ে গেছে সময়
তবু ও তুই পবিত্র।
আমি জানি
যে জান্তব কদাকার শারীরিক লোভ
তোকে ভোগ করেছে নির্বিচারে।
জন্তুদের লালায় মাখা তোর শরীর
ভরে গেছে কালসিটের দাগে।
আমি জানি
অনিচ্ছাকৃত কেড়ে নেওয়া লজ্জা
তোর নয়।
তোর মাঝে লুকোনো মাতৃরূপ
শুধু শরীর নয়।
আমি জানি
সেকারণে আমি বলি
তুই পবিত্র।
তুই পবিত্র নারী
তোকে প্রনাম করি।
***************************************

RISHI026@GMAIL.COM


### " তোমার মুখ " ###
লেখক : ঋষি
*****************************
আয়নার মুখে লাল টিপ
আমার বড় প্রিয়
বড় প্রিয় মন তোমার মুখ।

এক চিলতে হাসি
রৌদ্র ছায়ার আসা যাওয়া।
পুরো একটা দিন লেগে থাকে
কেটে যায়  মুহুর্ত্তে
পূর্নিমা অমাবস্যা ও মুখে।
চোয়াল বেয়ে নামতে থাকে সময়
আমি মুগ্ধ হয়ে ডুবতে থাকি
মন তোমার মুখের ছটায়।

আমি সাত রঙা আলো দেখি
তোমার চোখের অতলে রাখা
আঙ্গিনায় আমি হাসতে থাকি।
কাজলের কালো রং মেখে
তোমার তীক্ষ্ণ দৃষ্টি
এপার অপার আমার হৃদয়।
আমি বেখেয়ালে আঁকতে থাকি
তোমার মুখ আমার হৃদয়।

আয়নার মুখে লাল টিপ
আমার বড় প্রিয়
বড় প্রিয় তোমার মুখ।
******************************

RISHI026@GMAIL.COM


### " বিনিময়ী জীবন " ###
লেখক : ঋষি
*********************************
পকেট থেকে উঠে আসে
ঝলকে ঝলকে এক গলা রক্ত।
বড় কম দাম আজকাল
সস্তা বড় সস্তা।

কাগজ কলম মোড়া জীবনে
আজ সবচেয়ে সস্তা অনুভূতি।
মায়া ,স্নেহ ,প্রেম
জাদুঘরে সাজানো প্যাপিরাস।
যা মুহুর্তে চূর্ণবিচূর্ণ সময়ের আঘাতে
বড় সস্তা ,বড় সস্তা।

মান অভিমানের ওপারে রাখা তত্ত্ব গুলো
অনেকটা রাসয়নিক বিক্রিয়ায় উত্পন্ন কৃত্রিমতা।
নিমগ্ন কোনো নীল আদিম দ্রাব্যতা
মুহুতের পূর্ণতা অসচ্ছ শুন্যতা।

শুন্য আর শুন্য
অনিদ্রিত কাঙালের স্বপ্নিল আশা।
আসলে শুন্য
বড় সহজে বিক্রিত
পকেট থেকে উঠে আসা একগলা রক্তের
বিনিময়ী জীবন।
****************************************

Thursday, October 10, 2013

RISHI026@GMAIL.COM


### " যাব না " ###
লেখক : ঋষি
*******************************************
সবাই চলে গেল
আমি রয়ে গেলাম অপেক্ষায়।
ঠান্ডার চাদরে নিজেকে আঁকড়ে
আমি অপেক্ষায়।

তোমার  পদ শব্দ ,তোমার রুমঝুম রুমঝুম
নুপুরের ধ্বনি ,
আসবে বলে তাই।
যারা গেল তারা গেল চলে
আমি যাই নি ,যাব না
একপাও নড়বো না তোমায় ছেড়ে।
সামনে তোমার সেই শরীরটা
যেটা আমি স্পর্শ করেছিলাম ভালোবেসে
জ্বলে যাচ্ছে ,জ্বালিয়ে দিল সবাই।

সবাই চলে গেল
আমি যায় নি ,যাব  না
তোমায় ছেড়ে
আমি তোমার অপেক্ষায়।
***********************************************

RISHI026@GMAIL.COM


### "আসছি ফিরে " ###
লেখক : ঋষি
******************************
ফেলে আসা গোধুলি বেলায়
পিছনে বাড়ানো হাত
আমি আসছি ফিরে।
কিছু স্মৃতি কিছু মায়া ছুঁয়ে
সেই পথ ,সেই স্থান
শুধু বদলানো সময়।

থেমে থাকা অর্জুন গাছের শিকড়ে
রাখা শিশুর দোলনা।
পুকুর পারে রাঙা পিসির মুখ
বদলে গেছে
সময় আর সময়ের রূপ।

মায়া জড়ানো পথের উপর
ভাঙ্গাচোরা  জঙ্গলের  স্তুপ।
স্মৃতির পিছন লোকানো
সময়ের পিছুফেরা মুখ।
সব মনে আসছে
অশ্রু মাখানো গোধুলির রূপ।
********************************

RISHI026@GMAIL.COM


### " ৫১ আর বাহান্ন " ###
লেখক : ঋষি
*********************************
মূল্যবান যে আলো
তার খোঁজে
সতীর ৫১ তীর্থের পরে
যদি কোনো তীর্থ থাকে
আমি সেখানে।

আমি তীর্থের কাক
সকাল সকাল কা কা।
সকাল সকাল এক খিদে
দিনে,রাত্রে ,সকাল ,সন্ধ্যা
মাথায় প্রেমের জ্বালা।
ভীষণ জ্বালা এ বুকে
হেসো না ,
এ ভাবে হাসার কিছু হয় নি
আমিও এখানে ,তুমিও
কিছুই বদলে যায় নি।

মূল্যবান ভীষণ মূল্যবান
তোমার আলোর মুখ।
৫১ -র পর বাহান্ন হয়
আমি জানি
তুমি রেখো  না মনে দুঃখ।
*********************************

RISHI026@GMAIL.COM


### " মা জেগে ওঠ " ###
লেখক : ঋষি
***************************************
মা ও মা
জেগে ওঠ মা।
চারিদিকে অন্ধকার
বাড়ানো রক্ত মাখা লোভী হাত।
মা ও মা
জেগে ওঠ মা।

তুই কি শুধু  গল্প
তুই কি শুধু বিশ্বাস ?
কোথায় তোর শশ্মান কালী রূপ
কোথায়  তোর সর্ব দুঃখ হরণ রূপ ?
মা জেগে ওঠ।

মা ও মা
আমি তোর ছায়ায়
তোর দেখানো মায়ায় বেঁচে আছি।
মা ধ্বংস কর পৃথিবীর পাপ
পৃথিবীর জমা পাপে মনুষত্বের আগুন জ্বাল।

মা ও মা
তুই ছাড়া কি গতি ?
তুই ছাড়া কে দেখাবে পৃথিবীকে আলো।
মা প্রলয় তোল ভেঙ্গে দুমড়ে দে পাপ,
দে এক সোনালী আদুরে পৃথিবী।
মা আবার জেগে ওঠ    ..............
******************************************

Wednesday, October 9, 2013

RISHI026@GMAIL.COM


### " তোমাদের নয় " ###
লেখক : ঋষি
****************************
এই খোকা

হাত  বাড়িয়ে কি খুঁজছো ?
ও তোমাদের নয়।

ও দিকে দেখো না
 সাজানো  দোকানে ,সাজানো  স্বপ্ন
ও তোমাদের নয়।

খুব  জোর পেতে পারো
দু একটা আধুলি।
আলোর রোশনায় ,আলোর  পৃথিবী
ও তোমাদের নয়।

ওখানে যেও না ,ওকে ধরো না
তোমার নোংরা হাত।
তোমার পৃথিবী আধ পেটা  ভাত
ছেঁড়া প্যান্টে ,ছেঁড়া  স্বপ্ন
এ আনন্দ তোমাদের নয়।

আহারে ছেলেটার কি অবস্থা
শুনতে হবে তোমায়।
কেউ কেউ দিতে পারে
মা বোন তুলে গালি।
বলতেই পারে
এ পৃথিবী তোমাদের নয়।
*****************************


RISHI026@GMAIL.COM


#### " হারিয়ে যাওয়া " ####
লেখক : ঋষি
*****************************************
আমিত্বের মাঝে একটা ঝিম লেগে আছে
নেশা ঘোরে ঘুরে ঘুরে
পথে পথে জীবনের  স্বাদ লেগে আছে।

হাত বাড়িয়ে জীবন ছোঁয়া
নতুন আসার বীজ রোয়া
নতুন কি ?
দিনলিপির পাতায় পাতায়
আটকে থাকা লুকোনো ব্যাথায়
হেঁটে চলা।

আদলে বদল হৃদয় মাদল
চঞ্চল ওই চোখের কাজল
মন মরা।
অন্তর থেকে অন্তরিত ঢেউ
কাটা ঘুড়ির হৃদয় ধরা
ক্ষতি কি ?

আমিত্বের কোথায় সুর কাটা আছে
জীবন থেকে জীবন সাগরে
গভীরে কোথায় সে যে হারিয়ে গেছে।
*******************************************

Tuesday, October 8, 2013

RISHI026@GMAIL.COM


### " আয় তুই " ###
লেখক : ঋষি
******************************************
আকুল আকাঙ্খার এক বুক আকুতি
তুই আয় না চলে।
আর কতো দূর
দৃষ্টির ওপারে মনের ভিতরে
তুই আয় না চলে।

দুপাড়ে ছড়ানো  অনন্ত দৃষ্টিতে
তোর ভ্রুর মাঝে টিপখানি
তোর দুচোখের মায়ায়,
রাখা ভালোবাসার কায়ায়
রৌদ্র ,বৃষ্টির আনাগোনা
তার সাথে সুখ আসে যায়।

তোর এক পশলা হাসি
আমি ভিজি ,ভিজে চলি হৃদয়ের গভীরে।
কিছু কথা ছড়ানো ক্লান্ত দৃষ্টিতে
কিছু স্বপ্ন ভেজানো অদূরে বৃষ্টিতে।
আমি ভিজি বারবার
বারংবার পুড়ি তোর দূরত্বের সৃষ্টিতে।

বুক ছিঁড়ে যদি সত্যি কোনো স্বপ্নপরী আসে
যদি হেঁটে যায় হৃদয় গভীরে অরণ্যের পথে
সে তুই ,,,, আমার  বৃষ্টি।
ভালোবাসার সৃষ্টি
আয় তুই আয় না চলে।
********************************************

RISHI026@GMAIL.COM


### " অসচ্ছ প্রেম " ###
লেখক : ঋষি
****************************************
চিঠিপত্র বাক্স বন্দী একাকিত্বে
লুকোনো সেই ফর্সা রঙের হাতটা
যেটা আমি ধরেছিলাম আমার হৃদয় দিয়ে
মন তুই আছিস তো সাথে।

একবার হাত বাড়িয়ে দেখ
মুখ তুলে হৃদয় নিয়ে হাতে।
মন তুই স্পর্শ করে দেখ
স্পর্শে ফুটবে গোলাপের স্বপ্ন
প্রতি দিন আর রাতে।

কতো স্বপ্ন এল গেল
বয়সটা যে চলে গেল,
একা একা পথে।
অলিতে গলিতে  শুন্য দৃষ্টি
হৃদয় নিয়ে হাতে।

মন তুই হৃদয় দিয়ে দেখ
জ্বালিয়ে দেব স্বপ্নের এই অসচ্ছ প্রেম।
চিঠি পত্র ,বাক্স বন্দী মৃতদেহ
আমি সব পুড়িয়ে দেব।
****************************************

Monday, October 7, 2013

RISHI026@GMAIL.COM


#### " মন দোলে রে " ####
লেখক : ঋষি
********************************
দুরন্ত হওয়ার আদুরে দোলা
মন দুলছে রে ,মন দুলছে ।

জানলার গ্রিল ছুঁয়ে অন্ধকার কালো
আকাশ ভরা ছুরির ঝিকিমিকি ,
আলো আর আলো
বৃষ্টি আসছে রে , বৃষ্টি আসছে।

আসছে এক সুরের ছোঁয়া শরীর জুড়ে
বিছানার শীতল চাদরে জড়িয়ে ধরা মায়া।
জটলা ধরা পুরনো ঘরে স্মৃতিদের কায়া
সময় হাসছে রে ,সময় হাসছে।

আঁচলে বাঁধা মনের গভীরে
আঁকিবুকি কত মুখ আর দুঃখ।
সব আছে জীবনে
তবু জীবন বাঁচছে রে ,জীবন বাঁচছে।

দুরন্ত বৃষ্টির হৃদয়ের ছোঁয়া
মন ভাসছে রে ,মন ভাসছে।
**********************************

Sunday, October 6, 2013

RISHI@GMAIL.COM

#### " পাচ্ছি না " ####
লেখক : ঋষি
*************************************
চারিদিকে ছেটানো শামুক
এক হাঁটু জলে দাঁড়িয়ে
আমি শঙ্খ খুঁজছি  ....

জয় গোস্বামী ,সুনীল আকাশে
আমি স্বপ্ন খুঁজছি
পাচ্ছি না ,,,,ধুর পাচ্ছি না।

আগুনে আলোকে ছেটানো চেতনায়
আমি শক্তি খুঁজছি
বাঁচার প্রেরনায়   .....

ছন্দ  সুরে  তালে তালে
সুকুমার আর রবির আলোকে
আমি আলো  খুঁজছি  ,, ধুর পাচ্ছি না।

অন্তরের কবিতার অপেক্ষায়
আমি অমর কবিকে খুঁজছি
ধুর কিছুতেই পাচ্ছি না।
*****************************************

RISHI026@GMAIL.COM


#### " নিয়ে যাব " ####
লেখক : ঋষি
*************************************
যদি নিয়ে যেতে বলো জন্ম জন্মান্তরে
নিয়ে যাব তোমায়
কিন্তু ফেরৎ দেব না সময়।

ফেলে আসা বেলা
ফেলে আসা শিউলি ফুলের সুবাস
সব রইবে পরে।
শুধু থাকবো না আমরা কেউ
থাকবে সব অন্য কেউ।
তখনও  তুমি সাজবে কনের মতো
সোনালী রৌদ্রে ভেজা তোমার ঠোঁটে
তোমার চোখে মুখে
একটু  স্পর্শ করবো।
সময় আর বদলানো আমি
বদলানো স্পর্শে জড়িয়ে যাব।

যদি নিয়ে যেত বোলো জন্ম জন্মান্তরে
নিয়ে যাব ঠিক
কিন্তু রেখে যাব না তোমায়।
***************************************

Saturday, October 5, 2013

rishi026@gmail.com


### " সে দিন " ###
লেখক : ঋষি
***************************************
যাযাবর জীবন ছেড়ে
এক পরিশোধিত ,নিয়মমাফিক অন্তরে
কিছু লোভ ঝরে পরে।
উড়ে যাওয়ার এক মুক্ত আকাশে
অসময়ে সিম্ফনির মিহি সুরে
হৃদয় আকাশে ঝড় ওঠে।
উড়ে যায় আদুরে সম্বল
ওড়ে ঘর ,ওড়ে   তার
বাজে সুর।
হৃদয়ের কোনে শুধু আলো
কতো আলো  ছড়ানো সেই জীবনের
কিছু স্নেহ জড়িয়ে ধরে আমায়।
আমি চলে যেতে চাই
পায়ে পায়ে একটু পিছনে
সেই দিনে
যেদিন প্রথম ঝড় উঠেছিল এ জীবনের।
*****************************************

rishi026@gmail.com


### " ও হাসি " ###
লেখক : ঋষি
--------------------------------------
তোমার হাসিতে লুকিয়ে আছে
এক নিস্তব্ধ আগুন।
সামনের রেলিঙে টাঙানো
স্বপ্নিল কাঁটা ফুল।
আগুনে কি ফুল জলবে ?
না ছড়িয়ে  পড়বে হাসির সুবাস
আমার  অন্তর গহ্বরে।

তোমরা জানো  না
ফুল আর আগুন শত্রু ?
তোমরা জানো না
ও হাসি ,,,আমি ভালোবাসি ?
সত্যি ভীষণ ভালোবাসি ,,, ও হাসি।
ও হাসি ,,, এক স্বপ্ন পারের মুখ
লুকিয়ে রাখা দুঃখ সুখ।

ও  হাসিতে গড়িয়ে পড়া
এক সোনালী তৃষ্ণা।
অজন্তার কোনো গুহার গভীরে ,
গভীর কোনো হৃদয় কোনে
লুকিয়ে হাসা সেই মুখ।
কতো সুখ ,,,,কতো দুঃখ
ও হাসি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, .
------------------------------------------

Friday, October 4, 2013

RISHI026@GMAIL.COM


### " স্পর্শ " ###
লেখক : ঋষি
***********************************
অসম্ভব আর সম্ভবের দোলনায়
ছেলেবেলার কুড়িয়ে পাওয়া যৌবনে
এক মুহুর্তের ছায়াছবি।
স্কুলের  টিফিনের চুরি যাওয়া ফিডিং বোতল
সাইকেলের কলিংবেলে হেলান দেওয়া স্পর্শ।
ক্লাস কেটে অনিয়মের নিয়ম
প্রথম প্রেমের স্পর্শ,স্পর্শ  আদুরে অনুভূতি।
পাঁচশো বিঘা জীবনের সিকি ভাগ সত্তা
হারিয়ে যাওয়া দখিনা হওয়ায় স্মৃতি বস্তা বস্তা
সব স্পর্শ করে
বেখেয়ালে নিয়ম আর নিয়মের বাইরে
ছুঁয়ে থাকা যৌবন আর
আগত কোঁচকানো সময়ে
কিছু স্পর্শ জড়িয়ে থাকা ।
*************************************

RISHI026@GMAIL.COM


### " শুধু তুমি " ###
লেখক : ঋষি
*****************************************
শুধুমাত্র তুমি শব্দটা বদলানো গেল না
অভিধান আর হৃদয় জুড়ে তুমি।

সময় আর সময়ের বাইরে
যে ক্লান্ত শহর
যে ঠান্ডা বিছানা
রাত জাগা ঘুম ভাঙ্গা পেঁচার  স্বপ্নের বাইরে
সেই তুমি,
শুধুমাত্র তুমি শব্দটা বদলানো গেল না।

বর্ষার রাতে স্মৃতির সাথে
সে যাই হোক না কোনো
সময় ,কাল ,কারণ মনে থাকে না
মনে থাকে শুধু তুমি
এক আয়না উপচে পরা চোখে
তোমার মুখ
ঠিক কোনো চাতকের ইচ্ছার ডানা
শুধু তুমি
আর এই তুমি শব্দটাকে বদলানো গেল না।
*******************************************

RISHI026@GMAIL.COM


### " অবাস্তব " ###
লেখক : ঋষি
*********************************
কিছুক্ষণের জন্য একটা রুপকথা
সেলোটেপে আটকে দেব নাকি জীবনে।
কিংবা জলজ্যান্ত একটা জীবন
জুড়ে দেব তোর মুঠোফোনের রিংটোনে।
তবে দেখবি আর একা লাগবে না,
দেখবি সাগরের নোনতা স্বাদ
 আর তোর চোখে লাগবে না।

তোর ডেস্কটপে যার মুখ তুই সাজাস
তুই কি আর তাকে ভুলে থাকবি ?
বার বার ইমেলে থাকা উচ্ছিষ্ট সাতকাহন
তুই কি ভাবে ভুলে থাকবি ?
এক কাজ করি আয়
তোর মস্তিষ্কের ফাঁকা বাক্সটায়
নতুন করে জীবন পুরে দি।

দেখবি তুই প্রেম ভুলে বাঁচবি
হ্যা রে পাগল
তুই হাসবি ,নিশ্চয় হাসবি।
**********************************

অবান্তর

একটা নির্জন বিকেলের সাথে আছি   এইমাত্র ঝুপ করে কফির কাপে সন্ধ্যে নামলো শহরে  শহরের রাস্তায় ডেসিবেলের হিসেবে এই সব অবান্তর  অবান্তর শহরের ভিড়...