Sunday, March 30, 2014

RISHI026@GMAIL.COM

আগুন আর আকাশ
......... ঋষি

যে আগুনে কোনো তাপ নেই
যে জানলার বাইরে কোনো আকাশ নেই।
এমন হয় না শোনো এমন হয় না
নিশ্বাস ছাড়া প্রাণ বাঁচে না।
বিশ্বাস ছাড়া জীবন  না
আর আকাশ ছাড়া আর মুক্তি আসে না।
ভাসে না জীবন বৃষ্টির স্পর্শে
প্রেম কখনো শব্দে থাকে না।

আগুনের কথা বলো
তাতেই তো পুড়েছি আমি।
আর আকাশ ,আমার এক আকাশ স্বপ্ন
কবেই তো পুড়ে গেছে জীবনের পথে।
এখন আমি পথে নুড়ি
যাকে মাড়িয়ে যায় প্রেমের শব্দ বারে বারে।
যার প্রতিটা মুহূর্ত কাটে রক্তে রঙে
জীবনের ঘামে আর ঘামের  রক্তে।

জানো আমার জানলার বাইরে আকাশ দেখা যায়
সেটা বড় নীল,গভীর আমার কাছে।
সেই আকাশ থেকে যখন আমি পৃথিবী দেখি
বার বার পরি এই গোলকের প্রেমে।
দিনে রাতে কতো রং ,কত রকম তার শব্দ
কিন্তু জানো মাটিতে নামলেই আমি পা হরকায়।
বারংবার পড়ে  যায় আর বিকট লাগে প্রেমের শব্দ
আমাকে তুমি শেখাতে এসো না আগুন আর আকাশ।


  

RISHI026@GMAIL.COM


ফিরে আয়
..........ঋষি

আজ আর শব্দ আসছে না
কিসব কঠিন গরল শব্দ তোর মুখে।
জানলার বাইরে আকাশ
আর আকাশের মতো স্বপ্নগুলো তোর
আর মানতে পারছি না।
সব ভেঙ্গেচুরে চুরমার
অনেকটা দুর্যোগের আগের মুহূর্ত
অনেকটা বাজ পড়া শুকনো আকাশে।

বৃষ্টি সে কি বৃষ্টি এতদিন ছিল তোর বুকে
ছিল পুড়ে যাওয়ার পোড়া ছাপগুলো।
আজ সব মূল্যহীন তোর কাছে
সে হোক ক্ষতি নেই।
কিন্তু এমন তোকে আমি চিনতে পারছি না
মানতে পারছি না তোর সংহাররূপ।
শান্ত হ ,শান্ত হ ,ফিরে আয় তুই
আবার পুরনো হয়ে স্বপ্ন দেখ তুই।

তোকে আমি অন্য আকাশে পেতে চাই
পেতে চাই তোর খোলা আকাশের স্পর্শ।
দেখতে চাই সদা হাস্যময়
গরল নয় শুধু এক নারী আদর্শ।
আর নয় করিস না এমন
তোকে মানায় না তুই জানিস।
আর পোড়াস না নিজেকে ,,পোড়াস না
ফিরে আয় আবার পুরনো হয়ে ।

RISHI026@GMAIL.COM

বিরহের শব্দসুর
.......... ঋষি

কিন্তু আজ আর দিনটা পাঁচটা দিনের মতো নয়
এক  ঝাঁক  আকাশের তারা ভ্যানিস আলোয়
আজ আর খুঁজে পাচ্ছি না তোমায়।
আমার কবিতার সুরে ,ঘুরে ঘুরে
রৌদ্র মাথায় পথে ঘাটে
পাচ্ছি না খুঁজে তোমায়।
আমার বুকের কাছে বাজতে থাকা বেহালায়
আজ করুন সুর ,,,,,,যার মানে তুমি।

তোমার বুকের মাঝে আর আমি নেই
নেই আমি তোমার কাছে।
অনেক দুরে ,,,,,,,,অনেক দুরে
পা মাপা শহরের কোনো গলিতে ,
কোনো জানলার আড়ালে দেখতে পাচ্ছি
দুটো ক্লান্ত চোখ ,একটা তৃষ্ণার্ত হৃদয়।
খুব দুরে আমি ,,,খুব দুরে
যেখান থেকে পাওয়া যায় না তোমার গন্ধ।

কি একটা যেন আটকে আছে গলার কাছে
কি একটা বিদ্রুপ করছে আমার হৃদয়ে।
বলছে আজ তুমি ভালো নেই
বলছে আজ তোমার হৃদয়টা আটকানো খাঁচায়।
আজ আর আমি দেখতে পাবো তোমাকে
শুনতে পাবো না তোমার ঝংকার।
আজ আমি আজ ,,,,,,,,ভীষণ একা
আজ আর তোমায় ভালোবাসতে পারবো না।

Saturday, March 29, 2014

RISHI026@GMAIL.COM

তোমার প্রেমে
.......ঋষি

আজ সব বাঁধ ভেঙ্গে গেলো
ভেঙ্গে গেলাম আমি টুকরো টুকরো কাঁচের মতো।
প্রতি বিন্দু গরম নিশ্বাসে আর  তোমার বিশ্বাসে
আমি নিজেকে বিলিয়ে দিলাম তোমার কাছে।
ঠিক যেন শুন্য সাদা পাতা
তুমি তা ভরে দিলে তোমার আদরে।
আমাকে তুমি ভিজিয়ে দিলে
ভিজিয়ে দিলে তুমি প্রেমের আগুনে।
আজ পুড়ে গেলাম আমি
পুড়ে গেল আমার আমার লোকানো অভিমান।
তোমার শরীর আর আমার শরীর মিশে
আজ মিলে গেল সমুদ্র আর মাটি একই আকাশে।

আজ আর বলবে না কেউ
আমি শুন্য ,তোমার স্পর্শে আমি পূর্ণ।
আমি পূর্ণ এক নতুন সকাল
সামনে  পরে থাকা বেলা
পরে থাকা  সামনের পথে তোমার স্পর্শে চলা।
কি দিলে তুমি আমায় ?
কি দিলে তুমি গোধুলি বেলায় ?
এক আকাশ আলো,একটুকরো স্বপ্ন।
এক আলোর দিশা ,আর আমার মুক্তি
এক বিশাল আকাশ ,এক সমুদ্র প্রেম।
আজ সব বাঁধ ভেঙ্গে গেলো
মিশে গেলাম আমি তোমার প্রেমে। 

RISHI026@GMAIL.COM

তোমার তৃষ্ণা
............ঋষি
এই মুহুর্তে তোমায় ভিজিয়ে দেব
ভিজিয়ে দেব তোমায় আমার স্পর্শে।
চুমু খাব তোমার ঠোঁটে
তোমার খোলা বুকে পাগলের মত আদর করবো।
আমি ও নিচে নামবো
তোমাকেও ঠিক নামিয়ে আনবো।
নামিয়ে আনবো আমার প্রেমে আমার গভীরে
তোমার গভীরে আমি স্নান করবো
স্নান করব তোমার গরম নিশ্বাসে।

তোমায় আদর করবো ,আরো আদর
যে আদরে পুড়ে যাবে তুমি।
যে আদরে উজাড় হবে প্রেম
উজার হবে তোমার জমে থাকা তৃষ্ণা।
একটা শরীর ,একটু আদর ,আর প্রেম
সবটুকু  দিয়ে নিঙরে নেব তোমার।
তোমায় আমি ভিজিয়ে দেব আজ
আমার জমানো অভিমানে
তোমার হৃদয়ের শেষ তৃষ্ণাটুকু আমি নিয়ে নেব। 

Friday, March 28, 2014

RISHI026@GMAIL.COM

এক ফালি প্রেম
............ ঋষি

এক ফালি চাঁদ তুই আমায় দে
দিতে দে তোর প্রেমের আলোয় চুমুক।
তোর ঠোঁটে ঠোঁট ভিজিয়ে
হতে দে আমায় তোর নেশায় কামুক।

আমি যদি হয় সন্ধ্যে রঙের তারা
তোর অঙ্গে লাগুক আমার হর্ষ।
চল যদি চাস সব পেড়িয়ে তবে
কাটুক সময় হাজার আলোকবর্ষ।

তোর বুকেতে আমার প্রেমের আবির
আজ না হোক কাল তো আমার হবি।
সেই রঙেতে বুকের রক্ত ফ্যাকাসে
আমি হব তবে তোর সপ্নে কবি।

দিন কেটে যায় আবার আঁধার আসে
সময় আমার মুখে তাকিয়ে হাসে।
পূর্নিমা চাঁদ থাকতে চাই না কাছে
দুম করে কেন অমাবস্যা আসে।

আলোর দেশে চিরসবুজ পরিচয়
আমি তো তাকে তোমার নামে জানি।
আমার প্রেমে যদি না সকাল হয়
কখন শুনবে রেডিও আকাশবাণী।

কাল সে আশার আজকে আসুক কাছে
জোত্স্না আমায় জড়িয়ে ধরে হাসে।
কেউ না থাকুক জোত্স্নায় যায় ভেসে
এই পৃথিবী তোমায় ভালোবেসে।

এক ফালি প্রেম চাঁদ তুই আমায় দে
আমি না হয় এই পৃথিবীর মাটি।
তোর পিছনে সূর্য্য আছে বলে
এই মাটিতে আশার জোনাকি বাতি।



RISHI026@GMAIL

এতোটাই তুমি
--- ঋষি

আমি বুঝি না ,আমি বুঝতে পারি না
কি চাও তুমি ,,,,,,,,,,, কি চাও ?
যতো তোমায় কাছে টানতে চাই
যতোই তোমার হৃদয়ে থাকতে চাই
ঠেলে ফেলো আমায়।
ফেলো দেও যেমন ফেলে জঞ্জাল ডাস্টবিনে
এতোটাই মূল্যহীন আমি।
তবু বারবার ছুটে যাই তোমার দিকে
এতোটাই নিলাজ আমি ,,,,,,,,, এতোটাই।

সেদিনটা তো এমন ছিল না
জোত্স্নার স্নান করা সন্ধ্যের চেতনায়
বেজেছিল কাসর, ঘন্টা।
ধুপ ,ধুনো আর প্রেম সব তো সঁপেছিলে আমায়।
তখন তো শুধু তুমি আমার আমি তোমার
আজ কি হলো এমন ?
সময়ের সাথে সময়ের পথে পরে থাকা বাস্তবের
আগুনে সব জ্বলে গেল ,পুড়ে গেল প্রেম
এতোটাই বদলালে তুমি ,,,এতোটাই।

আমি বুঝি না ,হয়তো বুঝতে চাই নি
আমার দৈনন্দিন ঘামের রক্তে পেট ভরে
কিন্তু তোমার মনতো ভরতে চাই না।
পূর্ণ হয় না তোমার ম্যাজিকাল ম্যাগাজিনের সৌন্দর্য্য।
 সবটাই তো এত সস্তা নয় আমার মতো
যাকে তুমি নির্দ্বিধায় ফেলত পারো ডাস্টবিনে।
কিংবা ছিঁড়ে ফেলতে পারো টুকরো টুকরো কাগজের মতো।
তবুও জানো ,তবুও আমার এ বুকে তুমি আছো
এতোটাই তুমি আমার হৃদয়ের ,,,এতোটাই। 

rishi026@gmail.com

তোমাকে খুঁজে পাচ্ছি না
..........ঋষি

যাকে খুজছিলাম তাকে পাচ্ছি না আজ
বোধ হয় তার মন খারাপ ।
মনখারাপ আমার সার্টের বোতামগুলোর
দম বন্ধ হওয়া ঘর্মাক্ত শরীরে
কেন যেন তোমার গন্ধ আজ  পাচ্ছি না।

বিকেলে কফি কাপে তোমার চুমুক
চুমুক আমার ঠোঁটে আর পাচ্ছি না ।
লাগছে না ভালো বিকেলের আলো
তোমায় খুঁজে পাচ্ছি না।
তোমার ভিতরের লাল স্লিভলেসে আজ
স্পর্শ তোমার পাচ্ছি  না।

খুঁজছি আর খুঁজেই চলেছি
তোমার আমি খুঁড়েই চলছি
তবুও হৃদয় পাচ্ছি না।
তোমার লুকোনো আঁচিলগুলোকে
আমি আদর করতে পারছি না।

যাকে খুজছিলাম তাকে পাচ্ছি না আজ
বোধ হয় তার মন খারাপ ।
মনখারাপ আমার বুকের পাঁজরে
রক্তে থাকা লুকোনো আদরে।
কিছুতেই আর তোমায় ছাড়া
ভালো থাকতে পারছি না। 

RISHI026@GMAIL.COM

মা ,মা গো
............ ঋষি

মা ,মা গো

আমি যদি পঙ্খিরাজে চড়ি
যদি আমি দামাল ছেলে হই।
আমি যদি বিদেশ ঘুরে আসি
বৃষ্টির সাথে পাতায় যদি সই।

কি করবে মা

তুমি কি আমার সাথে যাবে
না তুমি রান্নাঘরে রবে।
না কি তুমি কাঁদবে দুরে বসে
বৃষ্টি তোমার চোখের পাতায় রবে।

বলো মা

তোমায় ছাড়া ঘুম আসে না মোটেই
কাকে আমি জড়িয়ে শোবো তবে।
টুটুর খাঁচা খুলে আকাশ পানে
আমি তখন ভাত খাব না তবে।

তুমি বলছো

ঠান্ডা হ রে খোকা
আমি তো এখন তোর কাছেই আছি।
আমি কি আর বাঁচবো সারাজীবন
তোকে শুধু মানুষ করলে বাঁচি।

মা ,মা গো

তুমি একবার তাকাও আমার দিকে
আমি তো মা মানুষ হয়ে গেছি।
রান্নাঘরে তোমার চোখের জল
আমি দেখো মা ঠিক বুঝে গেছি।

কি করবে মা

সবাই তো আর আমার মতো নয়
খোলা চোখে অন্ধ সেজে আছে।
মায়ের কথা কেউ ভাবে না মোটে
সবাই কেমন অন্য হয়ে গেছে।

বলো মা

আমি যখন বাবার মতো হবো
তোমায় আমি সঙ্গে নিয়ে যাব।
এখন আমি তোমার কোলে বসে
রূপকথায় ঘুরতে আমি যাবো।

তুমি বলছো

ঘুমো এখন খোকা
দুপুরবেলায় একটু জিরিয়ে নি।
আমি বলছি তুমি ঘুমোয় মাগো
রাক্ষসদের আমি পাহাড়া দি। 

Wednesday, March 26, 2014

rishi026@gmail.com

ভালোবাসার টুকরোগুলো
......... ঋষি

ভালোবাসার টুকরোগুলি খুঁজে ফিরিস তুই
জীবনের পাতার অর্থগুলো ভুলে গেলি তুই।
তুই তো শ্রাবনের ধারা
তুই এক বিশাল ইচ্ছা আকাশ।
কেমনে বলি মন পাখি আমার হৃদয়ে তুই।

আমি এক পথিক অন্ধকারে
ভিজতে থাকি প্রেমে।
শ্রাবন সে হোক ,বৃষ্টি ধারা
যায় না সময় থেমে।
চলতে থাকে চলার পথে
পথের কোনে আলো।
সেই আলোতে মনের পাখি
বাঁচতে লাগে ভালো।

আমার প্রেমের অর্থগুলোর জটিলতর ভাষা
সেই ভাষাতে বলতে গেলে মিথ্যা ভালোবাসা।
জ্যান্ত ডাঙায় আমি তুমি
মনের কোনে আশা
জীবন চলে আশা নিয়ে সঙ্গে ভালোবাসার।

rishi026@gmail.com

বাঁচো আমার প্রেম হয়ে
- ঋষি

তুমি থাকবেই
আমি যখন বেঁচে আছি।
তখন তুমিও থাকবে আমার সঙ্গে
আমার চেতনায়,আমার প্রেমে ,আমার নিশ্বাসে
আমার সাথে প্রতি মুহুর্তে ,দিনে রাতে।

তোমার চোখে কাজলে আমার প্রেম ছুঁয়ে থাকে
তোমার ঠোঁটের হাসিতে আমার হৃদয় রাখা থাকে।
তুমি হাসো ,
আমি ভাসতে থাকি তোমার হৃদয় কোনের সুপ্ত স্বপ্নে।
তোমার প্রতি নিশ্বাসে লেগে আছে একটা হালকা উষ্ণতা
তার স্রোতে আমি ভেসে যায় আমার অস্তিত্বের ওপারে।
যেখানে তুমি সদ্য ফোঁটা কুড়ি
আর আমি এক জ্বলন্ত দাবানল
যার স্পর্শে পুড়তে থাকো তুমি।

পুড়তে থাকো প্রেমে, প্রেমের  আগুনে
আর আমি কি সেই প্রেম ছেড়ে দিতে পারি।
পারি না গো,,,, পারি না  তোমায় ছেড়ে বাঁচতে
আমি যে এক শুন্য পাত্র যার সবটাই শুন্য
সেই শুন্যে তুমি বাঁচো আমার প্রেম হয়ে। 

rishi026@gmail.com

সহবাস
,,,,,,,,,, ঋষি

আমার কবিতার চোখে আজ ঘুম নেই
ঘুম নেই আমার হৃদয়ের স্তব্ধতার।
যার জন্য আমি বাউলে প্রেমিক
যে প্রেমের সন্ধানে আমি পাগলপারা
তার খোঁজে আজ তুলকালাম হৃদয়ের।

হৃদয়ের বাসি ঘুম মাখানো চোখে
এক তৃষ্ণা।
কবির কন্ঠে লেগে আছে বিষের স্পর্শ
স্পর্শ একমুহুর্তের চোখের দেখার নগ্নতার
শিরশিরে শরীরের লেগে  থাকা নগ্ন বুকের মগ্নতা।

আসলে প্রেম এমনি হয়
পাথর খুঁড়ে রাত্রির সহবাস আর কবিতা।
এক নিশ্বাসে আওড়ানো ওই লাইনগুলো
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা
আমার স্বপ্নের নারীর কবিতা।

এই কবিতা আজ আসলো না
 খামচে ধরলো না লোমশ বুকের মাঝের প্রেমটুকু।
দিল না আমায় তার নগ্ন উরুর স্পর্শ
হলো না আমার পাগলামির শেষ শান্তি
তাইতো  আজ আর আমার চোখে ঘুম নেই।

rishi026@gmail.com

নীল আকাশে প্রেম
.......... ঋষি

আমি বুঝি না ,কি চাস তুই
তোর বাঁধ ভাঙ্গা শ্রাবনের উত্তাল প্রেমে।
কিসের অভাব ?
কিসের অভাব তোর দৈনন্দিন চাহিদায় ?

আজ রৌদ্র উঠেছিল এক গলা হাঁটু জলে
ভেসে যাওয়া পথ ,ঘাট আর হৃদয়ের ঘর।
এক গলা জলে দাঁড়িয়ে
আমি তো বেশ জপতে পারি তোর নাম  .
আমি তো চোখ বন্ধ করে
চিনে নিতে পারি তোর ঠিকানা।
কিন্তু চিনতে পারি না তোর মনের ঠিকানা।

কি চাস তুই ?
বেশ তো আছিস দুধে ,ভাতে।
বেশ তো আছিস সময়ের গলা জড়িয়ে
কিন্তু তবু বলিস ভালো নেই।
কই আমি তো পারলাম না বলতে তোর মতো
সবকিছু থেকে, সবকিছু ভুলে, দুরে যেতে।
ঝুলে থাকতে আকাশ থেকে পরা খেজুরের মতো।

আমি বুঝি না ,কেন এমন করিস ?
পাগলের মত খুঁজতে থাকিস নিজেকে অন্যের মাঝে।
তার চেয়ে তুই আকাশের মাঝে দেখ শান্ত ভাবে
দেখবি প্রেম কখনো শেষ হয় না নীল আকাশে । 

যুগের হাওয়া

যুগের হাওয়া  -
-ঋষি

নিষ্ঠুর দাঁড়িপাল্লার ডানদিকে আমরা চেপে
ফুটপাথে জিভ দিয়ে চাটা স্বভাব।
গন্ধ শুকে অন্ধ কানাই নাচে
পেটে ভাত নেই আলোর বড় অভাব।

রক্তের গন্ধে শারীরিক এক কলা
আর কলার চেপে আমাদের পথ চলা।
পথে ওঠানামা উরুর মাঝে বালিশ
আরামকেদারায় আমাদের করা মালিশ।

লাথি দিয়ে বলা শুন্যে কাচকলা
পেটে লাথি মেরে অ আ ক খ ডাকে।
সিংহ,বাঘ মুখে মেরে ফেলা
মানুষ বলে গালি দেবে তুমি কাকে।

অন্ধ বাজারে কবির ছবি লাগে
বিজ্ঞাপনে মগজে গোবর  হাসে।
স্লোগান আছে যুগে যুগে তা চলে
আমরা সবাই আছি মানুষের পাশে।

রেলিঙে দাঁড়ানো শরীরের ভাঁজ গুলো
মোবাইল ,ল্যাবেতে চটচটে সব ছোঁয়া।
মাউসে দাঁড়ানো  শরীরের লোমগুলি
ক্লান্ত শরীর শরীর জানতে পাওয়া।

যুগের হাওয়ায় শৈশব পেগে নাচে
অন্ধকারে বমির গন্ধ গা সওয়া।
ঈশ্বর যদি যুগের হাওয়ায় থাকে
ম্যাজিক তবে ভালো থাকতে চাওয়া।

দাঁড়িপাল্লার ডানদিকে চেপে বসো
বাঁদিকে রাখো তোমার নিরালা পাপ।
এবার তুমি নিজেই হাসতে থাকো
যুগের হওয়ায় বাড়ানো রক্ত চাপ।

Friday, March 21, 2014

rishi026@gmail.com

এগিয়ে আয়
............. ঋষি

আর তো সইতে পারি না
সহ্য করতে পারি না তোর অপ্রিয় সত্যগুলো।
তোর গোধুলির প্রেম যদি আলো দেয়
তোর চেতনার পাপ যদি নাড়া দেয়
তবে কি করবো এই সুর্য নিয়ে।

লাথি মারি তোর পিছনের সত্যকে
সত্যি ধিক্কার দি তোকে ,তুইও ভাবিস।
যার গায়ে লেগে আছে অতীতের দাগ
যার শিরায় শিরায় পোড়ে অন্ধকার আগুনে
সে কি করে ভোলে নিজের ইচ্ছাকে ।

যে  কাঁচ ভাঙ্গে তা জোড়া যায় না
থুথু দিয়ে সম্পর্ক্য বোনা যায় না।
যা ভাঙ্গে ,তা ভেঙ্গেই যায়
ম্যাজিক না বুঝলি ,ইয়ার্কি না
ইচ্ছা করলে পিছনে ফেরা যায় না।

শুনছিস না কানে গোঁজা স্বপ্নের তালা
বুঝতে পারছিস না তোর শিরায় লেগে মাথা নিচু করা।
লাথি মার ,ভুলে যা সব
সামনের দিকে দেখ ,দেখ এক নতুন সূর্য
নতুন এক আলো আছে অপেক্ষায়।

আর পিছনে নয় ,আর অন্ধকারে নয়
এগিয়ে আয় ,হাত বাড়া আলোর দিকে।
পুড়বে না রে পুড়বে না আর নষ্ট হবে না
বিশ্বাস রাখ নিজের উপর
দেখ বদলে যাবে অন্ধকার সূর্যের আলোয়। 

rishi026@gmail.com

অবেলার তুমি
................. ঋষি

সেই দিনটা আমার অবেলার আগুন জ্বলেছিল
আমার মুঠিবদ্ধ  হাত তোমার স্তব্ধতা ভেঙে ফেলতে ফেলতে
কখন যেন মিশে গেল তুমি শব্দের সাথে।
তুমি কি বুঝেছিলে সেই সময়
তখন তুমি কি ছিলে আমায় আঁকড়ে আটুলির মতো।

না গো না তুমি ছিলে না
তুমি চিনতে পারো নি আমায় ভিড়ের মাঝে।
আমার এক আকাশ আশ্রয়ের গভীরতা তুমি বোঝো নি
তুমি বোঝো নি আমার পবিত্র আহ্বান
আমি প্রশ্রয় ছিলাম তখন তোমার আবদারে।

সেই দিনটার কথা আজও আমি ভুলি নি
জানি তুমি মনে রাখো নি অন্ধকার ভেবে।
এমন অনেকি তুমি ঝেড়ে ফেলেছ অতিরিক্ত ভেবে
কিন্তু আমি তো তোমায় ভুলে যেতে পারি নি
ভুলতে পারি অবেলার কথা নিতান্ত অবহেলায়।

আমার অবেলার বেথ্যা আজ বাজে করুন সুরে
যখন বৃষ্টির দিনে ভেঙ্গে যায় পাখি নীড়।
তখন আমি স্পষ্ট দেখতে পায় তোমার মুখ
ঝাপসা হয়ে যায় চোখের নোনা জলে
সেই অবেলায় দেখা আমার প্রেমেররূপ।

rishi026@gmail.com

একরাশ শুন্য স্তব্ধতা
........ ঋষি

আমার শব্দগুলো লুকোনো শেষ অঙ্কে
রোজকার জীবন নামতার শুরু থেকে শেষ
সবটাই শুন্য।

আজকাল ,আর পরশুর মাঝের তফাৎটা
অনেকটা শুন্য অঙ্কের দড়ি খেলা
যার দুদিকেই শুন্য।

আমি যদি নাইতে থাকি নোনা জলে
যদি আমি ভিজতে থাকি বৃষ্টির জলে
তফাৎ কই সবটাই শুন্য যেখানে।

রাজকীয় কিছু চাহিদার স্বপ্নের বুকে
রোজকার পান্তাভাত আর মুড়ি জীবনে
নিজেকে বড় শুন্য লাগে।

চাওয়া পাওয়ার জাবেদা খাতায়
আর  যত সংখ্যা আছে তার মাঝে
শুন্যটায় চোখে পরে।

সম্পর্কের মাঝের দেওয়ালে কাঁচের চির
আর সময়ের হিসেবে জীবন স্থির
নিজেকে আমার শুন্য মনে হয়।

শুন্য ,শুন্য ,শুন্য আর তারপরে শুন্য
এই চারধারে শুন্যের মাঝে আমি নিস্তব্ধ
এক শুন্য সবার মাঝে।

আর আমার শব্দবহুল জীবনটা একটা শুন্য
যেখানে একরাশ নিস্তব্ধ মৃত আশা
আর শুন্য আমার বেঁচে থাকা। 

Thursday, March 20, 2014

RISHI026@GMAIL.COM

যে যাই বলুক
........ ঋষি

সবাই তো ছবি আঁকতে চাই
নিজের মত স্বপ্নের রঙে রাঙিয়ে।
সবাই তো ভালোবাসতে চাই
নিজের মতো হৃদয় দিয়ে ভাসিয়ে।

আমিও ছবি আঁকি মনে
মৃগ নয়না , জল হংসী তুমি।
তুমি  তো তালতাল কাদা
নিজের মত গড়তে যে চাই আমি।

আমার হাতে স্পর্শ ছুঁয়ে যাবে
তোমার চোখে হৃদয় থেকে যাবে।
আমিও ঠিক পাগল বাউল হব
তোমার হৃদয়ে ছবি থেকে যাবে।

তুমি যখন বাঁচবে একলা ঘরে
আমি তখন তোমার আকাশ হব।
তুমি  যখন দেখবে আকাশটাকে
আমি তখন পূর্ণ হয়ে যাবো।

জীবন দিয়ে জীবন যায় না আঁকা
জীবন চলে নদীর আঁকে বাঁকে।
আমি যদি পূর্ণ হয়ে যায়
তখন তোমায় মন্দ বলবে লোকে।

তাইতো বলি ছবি একো না তুমি
তুমি শুধূ হও আমার হাতে আঁকা।
আমায় সবাই মন্দ বলুক লোকে
তবুও তোমায় ভালোবাসতে থাকা । 

RISHI026@GMAIL.COM

আমার প্রিয়তমা ,আমার প্রেম
............ ঋষি

এ আলোর রেশ  ধরে বেঁচে থাকা
হাসতে থাকা তোমার সাথে।
চিরকালীন প্রিয়তমা
তোমার সুরে ভাসতে থাকা।

বহুদূরে বহুদূরে ভেসে ওঠা মুখ
তুমি কবিতা হয়ে এলে প্রাণে।
তুমি সখী হয়ে এলে জীবনে
তুমি যে লুকোনো গোপন সুখ।

যে পাখির খোলা আকাশের লোভ
যে পাখির স্বপ্ন দেখার চোখ।
তার ভয় কি সাজানো শরীর ভার
উড়ে যাও পাখি ভোলো প্রাচীন ক্ষোভ।

আজ নয় কাল সকাল আসে
প্রিয়তমা আমার হাসতে থাকে।
ফুটে ওঠে সেই লুকোনো প্রেম
জীবন যখন ভালোবাসতে থাকে।

আমি সেই স্বপ্নের রেশ ধরে আছি
মিছে বলা না তোমায় ভালোবাসি।
হাতে হাত যদি ছুঁয়ে থাকে হৃদয়ে
প্রিয়তমা আমি তোমার সাথে বাঁচি।

আজ যদি চাঁদ নাই বা ওঠে মনে
হৃদয় ঘরে নাই বা তুমি আসো।
তুমি আছো তাই সপ্নের বেঁচে থাকা
আমি জানি তুমি আমায় ভালোবাসো।

আমার কবিতা তোমায় ছুঁয়ে থাকে
আমার এই প্রেম স্বপ্ন জুড়ে বাঁচে।
মিথ্যা এ প্রেম বোলো না জানি তুমি
সাথে থাকো তুমি ,আছো যেমন সাথে।

RISHI026@GMAIL.COM

তৃষ্ণার্ত
....... ঋষি

আমি যে সেই হাত ধরতে চাই
যার স্পর্শে শিহরণ হৃদয়ে।
আমি যে তার কাছে যেতে চাই
যার স্পর্শ আনন্দ হৃদয়ের।
আমি তাকেই হৃদয় দিতে চাই
যার স্পর্শে সদা বসন্ত হৃদয়ে।

হাসছো যে
এ কেমন তর আসা
আসা যাওয়া আর এই ভালোবাসা।
কি  হলো বললে না
কি এমন আছে ওই  চোখে।
কি এমন প্রার্থনা ওই চোখে
শুধু মুক্তি ,শুধু আশা ,
এই জীবন আর ভালোবাসা।

আমায় কি পাগল করবে নাকি
নতুন করে প্রেম জাগাও এই প্রাণে।
আমাকে তুমি জড়িয়ে ধরবে নাকি
নতুন করে তৃষ্ণা জাগাও মনে।
আমাকে তুমি আদর করবে নাকি
ভালোবাসি আমি বলবো তোমার কানে 

RISHI026@GMAIL.COM

মনের পাখি
.......... ঋষি

মনের পাখি হৃদয় জুড়ে নীল আকাশে
আর আকাশের ক্যানভাসে একটা মুখ।
একটা মুখ সময়ের সাথে
একটা মুখ হৃদয়ের কাছের
খুব কাছে জড়িয়ে  থাকার সুখ।

সুখ বলে জীবন আমায় ছুঁয়ে দেখ
জীবন বলে সময় একটু থেমে থাক।
আর সময় সে যে হাসে
আর বলে
আমার মুক্তি আলোয় আলোয় ওই আকাশে ,
আমার মুক্তি ধুলোয় ধুলোয় ঘাসে ঘাসে ,,,, ওই আকাশে।

আকাশের পাখি বন্ধ খাঁচায় আয়
দুধ দেব ভাত দেব ,অন্ধকারে আয়।
পাখি বলে আমি যাব ওই আকাশে
ওই হৃদয় আকাশে যেখানে সময় নেই ,
যেখানে অন্ধকার নেই ,শুধু শান্তি।

মনের পাখি হৃদয় জুড়ে বড্ড ডাকাডাকি
দরকারী সব হিসেব পাতায়
জীবন বলে সব যে ফাঁকি।
আর বলে
আমার মুক্তি আলোয় আলোয় ওই আকাশে
আমার মুক্তি ধুলোয় ধুলোয় ঘাসে ঘাসে ,,,, ওই আকাশে 

RISHI026@GMAIL.COM

কি করে বলো
.................. ঋষি

সত্যি করে বলো
তুমি পান করো নি আমায়।
বলতে পারবে কখনো
কখনো ছুঁয়ে দেখো নি আমায়।
হাসছো কেন ,কিসের হাসি তোমার মুখে
আমার থেকে সরে যাওয়ার।
না যে আয়নায় তুমি মুখ দেখো
সেই আয়নার টুকরো টুকরো ভেঙে ফেলার।

যে ভাঙ্গার ছিল ,তাতো ভেঙে গেছে কবে
যেদিন তুমি আমায় স্পর্শ করলে নেশার ঘোরে
তোমার মুখে ছিল অন্য নাম।
শুধু এই শরীর একমাত্র সাক্ষী সে দিনের
তুমি দুমড়ে মুচড়ে আমার স্পর্শ নিলে
আর ভুলে গেলে আমার নাম।
ভুলে গেলে স্পর্শিল প্রেম
শুধু দিয়ে গেলে একমুহুর্তের চেতনা।

তুমি আমার নও,এই প্রেম আমার নয়
আর তুমি বলছো আমি তোমায় স্পর্শ করি নি।
আমার হৃদয় ঘরে আজ যদি দেখো
দেখবে কিছু স্মৃতি রাখা আছে।
আর স্মৃতির আড়ালে মৃত স্বপ্ন
আর সেই স্বপ্ন যাকে ঘিরে ,
সেই তুমি কি করে বলো
আমি তো তোমায় ভালোবাসিনি। 

Monday, March 17, 2014

RISHI026@GMAIL.COM

সাবাস মানুষ আর মনুষত্ব
.............. ঋষি

বিপ্লব সে তো এসেছিল একদিন
গতিময় আলো যেন আগুনের গোলা।
ছিন্নভিন্ন কাটা শরীরে ,হাত ,পা
টুকরো টুকরো আগুনে ঝলকে ওঠা বিদ্যুত।
চিরে ফেলেছিল মানুষ আর মনুষত্ব
উদ্দেশ্য একটা
বাঁচতে চাওয়া মাথা উঁচু করে।

আজও গর্জে ওঠে দিল্লী গেটে বন্দুকের নলে
ঝলসে যাওয়া বারুদ ছুটে যায় আকাশের দিকে।
আর মানুষ বাঁচতে থাকে রক্ষিতের শরীর
হাসতে থাকে নিলজ্জ জীবনের অমানবিক প্রেমে।
এটাও মানুষ আর মনুষত্ব
উদ্দেশ্য একটাই
বেঁচে থাকা উটের মত উত্তপ্ত মরুভূমিতে।

রোজকার কাব্যে বিপ্লব সার্থপর অন্ধকার মিছিলে
মুখথুবড়ে পরে নগ্ন সমাজের নগ্ন যোনিতে।
জন্ম নেয় অন্ধকার আরো অন্ধকার
অন্ধকার বাড়তে থাকে সাজানো সমাজের নালিতে।
এ এক অদ্ভুত বেঁচে থাকা
উদ্দেশ্য একটাই
বাঁচা আর বেঁচে থাকা মুখবোজা চোরা বালিতে।

হাসো সভ্যতা হাসো, হাসো মেরুদন্ড হাসো
হাসতে থাকো সময়ে লেখা ইতিহাসের পাতা।
উঠে আসো রোজকার মীরজাফর নিজস্ব জীবনে
নিজস্ব পরাধীনতার লজ্জা।
সাবাস মানুষ আর মনুষত্ব মৃত আলোড়ন
উদ্দেশ্য একটাই
মৃত বিপ্লবের লজ্জা মাথায় বয়ে চলা।       

rishi026@gmail.com

শুধু তোকে আরো আমায় ভালোবাসতে দে
............. ঋষি

তাইতো আমি ফিরে যায় বারংবার তোর কাছে।
তোর স্বপ্নের ঘর ,তোর সাজানো সংসার
সব তোর থাকুক
শুধু আমার হারিয়ে যাওয়া প্রেমটুকু আমাকে দে।

আমার কাছে তোর অস্তিত্ব
রক্ত মাংসের শরীর আর রং সব তোর থাকুক।
শুধু তোর স্বপ্নের রঙে আমায় রাঙিয়ে দে
তোর চোখে থাকা স্বপ্নে আমি বাঁচতে চাই
তুই শুধু তোর কষ্ট গুলো আমায় দে।

তোর মুখের হাসি আমার প্রেমের সূত্রপাত
তোর চোখের কিনারায় আমার আকাশ রাখা আছে।
সেই আকাশে আমার মুক্তি,আমার কবিতা লেখা আছে
সেই কবিতায় তোর সাথে আমায় বাঁচতে দে
আমাকে তোর আরো গভীরে আসতে দে .

বাঁচতে দে ,আমাকে বাঁচতে দে  তোর প্রেমে
তোর রূপের আগুনে আমার অস্তিত্ব জ্বলে।
জ্বলতে দে ,ক্ষতি নেই পুড়তে দে আমায়
আর কিছু না
শুধু তোকে আরো আমায় ভালোবাসতে দে।

rishi026@gmail.com

কি রে উত্তর দে
.......... ঋষি

কি রে উত্তর দে ,উত্তর দে
কি হয়েছে ,এমন কেন বদলালি তুই ,
কি হয়েছে ,এমন কেন নিরুত্তর তুই।

তুই তো এমন ছিলিস না
ছিল না তোর মুখে এমন হাসি।
বদলানো তোর চোখের ভাষা
বল এখন আমি কোথায় বাঁচি।

তুই বুঝিস না ,কিছুতেই বোঝানো যায় না
তোর চোখে রাখা ক্ষোভ।
আর আমার তোকে জড়িয়ে ধরার লোভ
বল কি করি আমি ?

তোকে ভুলতে চাই ,ভোলানো যায় না
এমন আমার খিদে তোর বুকে।
তোর প্রেম ,তোর কথা, আমার কবিতা
ধুস যাক না সব লেটা চুকে।

কে রে উত্তর দে ,উত্তর দে
কি হয়েছে তোর ,কোথায় আছে তোর ব্যাথা,
পারিস না রাখতে আমার শুন্য বুকে তোর মাথা। 

Saturday, March 15, 2014

RISHI026@GMAIL.COM

আনন্দের রঙ
.......... ঋষি

চারদিকে শুধু লাল ,নীল ,সবুজ
কত রং ,
কোনটা প্রেমের ,কোনটা স্বপ্নের ,কোনটা যাতনার
কোনটা বা জীবিত ,কোনোটা অন্ধকারের।
রং গুলো সব প্রিয় আমার
ভীষণ প্রিয় সব ক্ষনিকের স্পর্শগুলো ,
ভীষণ প্রিয় কারণ ক্ষতি নেই যে।

কিন্তু আমিও ভয় পাই জানেন
মানুষের মুখের আড়ালে মুখোশের রঙে।
কখন যে নেমে আসে উদ্ধত ছুরি এই বুকে
বোঝা যায় না ,বোঝা যায় না
মুখোশের রঙের আড়ালে লুকোনো মুখগুলো।
সাধারণ চোখে যখন সাধারণ ব্যস্ততা
দৈন্দন্দিন কাজের ফাঁকে লুকোনো গঞ্জনা
আমার ভয় করে।

কিন্তু আজকের দিনটা তো রঙিন
ভীষণ রঙিন সব  হাসিমুখগুলো।
চলুন আমরাও আজ রঙিন হয় রঙের সাথে
আমরাও সব মুছতে থাকি মুখোশের রংগুলো।
ও রঙে আনন্দ নেই শুধু সর্বনাশ
চলুন আমরাও মেতে উঠি আনন্দের সাথে রঙিন হয়ে। 

RISHI026@GMAIL.COM

চিরকালের সৌন্দর্য্য
.......... ঋষি

সৌন্দর্য্যের বাঁধ যখন ভেঙ্গে যায়
অন্ধকার যখন পা বাড়ায়
তখন কেমন লাগে নিজেকে তাকিয়ে দেখো।
তুমি বোঝো নি ,বোঝার মত সময় নেই তোমার
আর সময় সে তো কারো নয়।
সে তো থামতে জানে না ,তোমার মত
তুমি তো থেমে যাওয়া সময়ের পদচিন্হ পৃথিবীর গায়ে।

আজ কেটে যাওয়া সময়ের গায়ে লেগে আছে ক্ষত
ক্ষতগুলো কতো টা  তোমার।
জন্ম ,মৃত্যু  সব আছে তোমার
কিন্তু প্রেম
সে তো তোমার নয় ,কখনই নয়।
কারণ প্রেমের জন্য যে হৃদয় দরকার
আর হৃদয় সে তো সময়ের নয়।

সৌন্দর্য্যের বাঁধ যখন ভেঙ্গে যায়
তখন সময়েরও চোখ খুলে যায়।
তুমি যে পরে থাকা ব্যথা ,তুমি যে অন্ধকার সময়
তোমার হারানো সুর সব মৃত শোক গাঁথা।
আকাশের দিকে তাকিয়ে দেখো
আর তাকিয়ে দেখো নিজের দিকে
কে চিরকালের সৌন্দর্য্য তোমার কাছে। 

RISHI026@GMAIL.COM



বলা হলো না জানো
........... ঋষি

গত আঠারো বছরে কম করে আঠারশো বার 
তোমায় বলার চেষ্টা করেছি ভালোবাসি।
আমি বাঁধা আছি তোমার আকাশে 
এক একলা ঘুড়ি ,আর লুকোচুরি।
বলা হলো না জানো............ 

এক যাতনার কাব্যে আমি সেই 
রূপকথার রাজকন্যা যার সৌন্দর্য্য মুগ্ধ পৃথিবীর আলো। 
যার চোখে স্বপ্ন ছিল বেঁচে থাকার ভালোবেসে 
কিন্তু বলা হলো না তোমায়। 
কেটে গেল আঠারো বছর
গত আঠারো বছরে কম করে আঠারশো বার 
তোমায় বলার চেষ্টা করেছি ভালোবাসি। 

ভালোবাসি ভালোবাসি আঠার এই মাখামাখি 
কিছুই হলো না জানো। 
বদলে গেলো রুপকথা সেই কঠিন আঘাতে 
যেদিন আমি বদলে গেলাম সময়ের সাথে। 
বলা হলো না জানো ..................

সাধারণ এক গল্প

সাধারণ এক গল্প
.........  ঋষি

নামটা শুধু জানি
কিন্তু জানি না হৃদয়ের ঘরগুলো
আর জানি না  মেয়েটার সেই পুরনো দিনগুলো।

কিন্তু ভদ্র মহিলাকে চিনি
চিনি তার ঠিকানা ,তার শরীর
কিন্তু জানি তার প্রেমের খবর আর জীবনের সুরগুলো।

এমন অনেক আছে , নিত্য পথেঘাটে
না চিনতে ,না জানতে জীবন ছড়িয়ে আছে
জানতে যে চাই আয়না তোমার জীবনের সংঘাতে।

আমার কবিতা ,আমার সুরে তোমরা ছড়িয়ে আছো
সাধারণ এক গল্প লিখি ,তোমরা ভিজতে থাকো
আর কিছু না আয়না ভেবে আমায় জড়িয়ে রাখো।

আমি কোনো বড় ম্যাজিক তো নয়
সাধারণ এক কবি ,হৃদয় ছুঁতে ,হৃদয় লিখে
আঁকি মনের মত  ছবি।

এক খেলাঘর ভাঙলে পরে আকাশ ভরা মেঘ
ছবির ঘরে ম্যাজিক রাখা সাধারণ উদ্বেগ
আর আমি এক ঝাঁঝাঁলো নেশার পেগ।

আমার কাছে স্বপ্ন আছে ,স্বপ্ন জুড়ে বাঁচা
জানতে যে চাও বাঁচার মানে মিথ্যা ভালোবাসা
আর জীবন সে তো আসলে একলা বাঁচতে থাকা।

আর কিছু না শুধুই জীবন চাদরে জড়িয়ে রাখা।

Friday, March 14, 2014

RISHI026@GMAIL.COM

তোমার প্রেমের বর্ষণ
.......... ঋষি
তোমার প্রেমের বৃষ্টিতে আজ
ভিজে মাঠঘাট ,পথে কাদা ,হৃদয়ে কাদা
কাদা লাগে প্রাণে ,শরীরের ঘ্রাণে।

তোমার উড়ে যাওয়া শাড়ির আঁচলের ঢেউ
আমার বুকে ,তোমার নরম বুকে
আগুনে স্পর্শ ,স্পর্শ অন্য কেউ।

আরেকটু নামি ,আরো নিচে ,আরো নিচে
ঘাম আর তোমার নাম জড়িয়ে
আমি পরে আছি অনেক পিছে।

আরো দুরে বহু দুরে তোমার বলাকা
সাত রঙা সুর রামধনু চোখ
আমার চোখ ,তোমার খোঁজে।

আমি হেঁটে চলি ,কাদা মাখা পা
তোমার পায়ে গোলাপ কাঁটা
আমার হোক ,তোমার সুখে।

তোমার ঠোঁটে আল্পনা রং
লাল থেকে আরো ফ্যাকাসে হোক
মেহেন্দি রং , রক্তের লোভ।

তোমার প্রেমের বৃষ্টিতে আজ
ভিজে ছারখার ,পোড়া বারবার
গড়িয়ে পরুক তোর প্রেমের লোভ। 

RISHI026@GMAIL.COM

অর্থহীন গতি
....... ঋষি
এমন একটা দিন ও কি আসবে না
যেদিন সপ্তর্ষিমন্ডলের তীর এসে লাগবে সময়ের গায়ে।
নষ্ট সময় ,নষ্ট সম্পর্ক্য ,নষ্ট সভ্যতা ,নষ্ট হৃদয়
সব করতে থাকবে ভেদ বমি জীবনের ঘায়ে।

উঠছি ,বসছি ,পড়ছি নামছি
নামতে নামতে কতটা নামলাম জানা নেই।
জানা নেই সভ্যতার অদৃশ্য থামগুলোর নাম
সত্য ,জ্ঞান,শক্তি , গতি ,,,,,,, চার থাম ,
কিন্তু গতি বেঁচে শেষ কোথায় জানা নেই।

চাকার থেকে পাখি ,পাখি থেকে E.T
আগুনের থেকে মাটি ,মাটির থেকে হৃদয়।
দুরত্ব আর দূরত্ব ,বাড়ছে আর বেড়েই যাচ্ছে
বেড়েই যাচ্ছে অন্ধকারের লোভ।

লোভ শরীর ,লোভ স্বার্থ ,লোভ আরো ,লোভ অর্থ
অর্থহীন সব অর্থহীন শুধু দৌড় আর  ইঁদুর দৌড়
শেষ নেই সীমা নেই।
আকাশের গায়ে কালি আর আমাদের চোখে ঠুলি
এগিয়ে আসা মৃত্যু আর মৃত্যুর দালালি। 

RISHI026@GMAIL.COM

তোমার মনখারাপ মানে
................ ঋষি

মন ছুঁয়ে থাকা রাত্রের ঢেউতে
আজ কেমন আনমনা ভাব।
তুমি জানো ,
তোমার চলনে ,বলোনে
জোনাকিরা পথ দেখায়।
পথ দেখায় তোমায় রোজকার পান্ডুলিপি
আর আমি তো চিতিয়ে থাকি মাটিতে।
বোবা ঘাস তুমি মাড়িয়ে যাও আনমনে
আমি তো দেখতে থাকি তোমায়
তোমার প্রতিটি পদক্ষেপ আমার বুকে।

তোমার আজ মনখারাপ
তোমার শাড়ির আঁচলে বাঁধা মেঘলা দিন।
তোমার শুকনো চোখের কোলে বাদলে রং
বেড়ে যাওয়া লোভ আমার দিন প্রতিদিন।
তোমার মনখারাপ মানে আমার রক্তক্ষরণ হৃদয়ের
তোমার মনখারাপ হলে বৃষ্টি দিন খুশির স্মরণে .
সব ছুঁয়ে থাকে তোমার মুখের হাসিতে
এক একটা দিন তোমায় ভালোবাসাবাসিতে।
কেটে যায় ঠিক যেন স্বপ্নের ধারা
আজ ঘুম নেই চোখে ,আনমনা পাড়া।

RISHI026@GMAIL.COM

আমার ঘোড়া
.......... ঋষি

ঘড়ির কাঁটায় বারোটা
মত্ত ঘোড়ার রাত জাগা  চোখ।
দু এক ফোঁটা পড়লে পড়ে
বাঁচার জ্বালায় বৈপ্লবিক রোগ ।

রক্ত ছোটে তপ্ত আগুন
আগুনে সব ঘোড়া শিরায়।
আসল ঘোড়া দাবিয়ে দিলে
শুন্য সবাই ,শুন্য পীড়ায়।  .

আমিও কাঁদি ক্লান্ত চোখে
আসলে চোখ তোমায় খোঁজে।
তোমার পথে  ,তোমার আগে
ফুটপাথেতে আমার ঘোড়া।

সূর্যের সেই সাত রঙা দৌড়
অষ্টপ্রহর ,সকাল ,দুপুর।
গোলক জুড়ে উড়ছে যে ছাই
দেদার আগুন , মজাই সবাই।

এসি ঘরে আগুন পোড়ে
আগুনটা তো মাটির তলার।
মাটির আগুন ফুরিয়ে গেলে
পুড়বে তখন রক্ত শিরার।

আরাম,আরাম আরো আরাম
আরাম তুমি ,আমার তুমি।
আরাম যদি এমনি থাকে
ছুটবে কেন আমার ঘোড়া।

রাত বারোটার শব্দ বাজে
চাদর জুড়ে ছিঁড়ে যাওয়া চাঁদ।
আমার ঘোড়া ছুটতে থাকে
সামলে হৃদয় সামনে যে খাদ। 

Thursday, March 13, 2014

RISHI026@GMAIL.COM

আলো ,আরো আলো চাই
............. ঋষি

অন্ধকারকে চাপড়াতে চাপড়াতে
দরজার বাইরে করে দি।
তবু কেন আলো বন্দী করে ওই অন্ধকার
গোলাপ পাতায় কাঁটা লাগে।
কেটে যায় ছুরির ফালায় ফালায় রক্ত
যা পালা অন্ধকার
আমি যে আলোর ভক্ত।
মন হাওয়ায় ,হাওয়ায় ঘরে ফেরার গান।

দরজা খুলি, জানলা খুলি
আলো চাই ,আলো , আলোর ফেরিওয়ালা আমি।
আদুরে রৌদ্রে আমার চোখ পোড়ে
পোড়ে অন্ধকার আলোতে।
তবু আলো চাই আলো ,আরো আলো
অন্ধকারের শেষ দাগে লক্ষণের গন্ডী।
আমি পাপ মুক্ত হতে চাই
গন্ডীর এপারে আমি।

আলো ,আলো ,আরো আলো চাই  ............

Wednesday, March 12, 2014

RISHI026@MAIL.COM

অপেক্ষার পান্ডুলিপি
........ ঋষি

অপেক্ষায় অপেক্ষায় দিন কেটে যায়
তুমি  আসবে বলে হৃদয়ে ফুল ফুটে যায়।

তুমি নেই তাই সুরের অর্চনা মন দুরে দুরে
জীবন নিভে যায় কোনো অপেক্ষার সুদূরে।

তোমার জন্য গলির মোড়ে ট্রাফিকের কোলাহল
অপেক্ষার পরিচিত আলো হৃদয়ের হলাহল।

তুমি নেই তাই দরজা খোলা আলো অন্ধকারে
তোমার পদশব্দ আমার হৃদয়ে আদুরে।

তোমার শব্দ তোমার সুরে ভরানো কবিতার খাতা
তোমার ছবি বিষ হয়ে যায় ,বিষ এই প্রেমগাঁথা। ..
 
তুমি নেই তাই হৃদয়ে লাগানো আকাশের পলিথিন
তোমাকে ছাড়া বাঁচতে চাওয়া ,অবস্থা সঙ্গিন।

তোমার জন্য গর্জে ওঠে স্মৃতির ঘরে মেঘ
বৃষ্টির জলে আমার হৃদয় ভিজে যে এক শেষ।

তুমি নেই তাই একলা হৃদয় ঘুমহীন এই রাত
তোমার আসার আশা নিরাশার রাতদিন সংঘাত।

অপেক্ষায় অপেক্ষায় দিন চলে যায়
তোমার আসার পথে বারবার কেন চোখ চলে যায় ?

Sunday, March 9, 2014

RISHI026@GMAIL.COM

তবে কি ,তুমি আমার হবে
............ ঋষি

ঘড়ির কাঁটা ঘুরিয়ে উল্টো পথে
হারিয়ে যায় যদি তোমার ঠোঁটে।
মেঘলা দিনে বৃষ্টি হয়ে যদি আসি
তবে কি ,তুমি আমার হবে।

রাত জাগা চোখ কামুক শরীর
বৃষ্টিতে ভিজে ঝলসানো চোখ।
আমি ও যদি ভিজতে থাকি
তবে কি ,তুমি আমার হবে।

আমার কবিতা আমার সুরে
আমার হৃদয় তোমায় খুঁড়ে।
যদি বাঁচতে থাকে
তবে কি ,তুমি আমার হবে।

সকালের হাসি পৃথিবী জুড়ে
পথে অবরোধ ,ভাঙচুর লোক।
যদি করতে থাকে
তবে কি ,তুমি আমার হবে।

দিনের পথে যদি থাকে রোদ
আমি যদি হয় খুব নিরবোধ।
যদি শুধূ তোমাকে চাই
তবে কি ,তুমি আমার হবে।

কফি কাপে যদি প্রেম জমে যায়
অন্ধকারে শরীর আসে যায়।
যদি আমি স্বাদ তোমার ঠোঁটে
তবে কি ,তুমি আমার হবে।

দৈনন্দিন হাঁটি তোমার পথে
স্বপ্ন দেখি তোমায় পেতে।
যদি আমি হয় স্বপ্ন চোখের
তবে কি ,তুমি আমার হবে।

রাত বারোটায় যদি আকাশ দেখি
বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকি।
যদি আমি ভাবি রাতের পরি
তবে কি ,তুমি আমার হবে।

সব প্রলোভন ভুলিয়ে আমি
সব মায়াযোগ ছাড়িয়ে আমি।
যদি আমি হয় বাউলে হৃদয়
তবে কি ,তুমি আমার হবে।

ঘড়ির কাঁটা ঘুরিয়ে উল্টো পথে
ফিরে আসি যদি তোমার হতে।
যদি আমি হয় তোমার প্রেমিক
তবে কি ,তুমি আমার হবে।

RISHI026@GMAIL.COM

আমি বাজ
........ ঋষি

তোমার প্রজাপতির ডানায় আজ আকাশের রং
আর আমার আকাশ থেকে নেমে আসা ছো মারা বাজের শরীরে পোশাকি ঢং।
আমি পুরুষ ,আমার পৌরুষে অন্ধকার ছলনা
এক যাতনা তুমি জানো ,,তবুও জড়াও ওই আকাশ রঙের শাড়ি।

তবুও জ্বালাও দিনে রাতে শরীরী ঢঙে
নামতে থাকি জানো নেমেই চলি।
নদী ,পাহাড় ,পথ ,পর্বত পেরিয়ে এক অচিন দেশ
এক রুপকথা ,বেঙ্গমা ,বেঙ্গমী আর তুমি ,
এক রাজকন্যা সপ্নের দেশে।

আমার সাতরাজার ধন মানিক আমার ঐশ্বর্য্য
আমার পৌরুষের অলংকার তুমি
তোমার প্রজাপতির ডানায় লেগে থাকা ইচ্ছাগুলো
কোনো ঘুমপরীর দেশের আমার বাসনা ,
আমার শব্দহীন চোখের চাহুনির তোমায় জড়াবার লোভ।

আর তোমার প্রজাপতির ডানায় আজ আকাশের হাতছানি
উপরে আরো উপরে তুমি উঠতে থাকো পরাগের লোভে।
আর আমি নামতে থাকি ছো মেরে তোমাকে কেড়ে নেবার জন্য তোমার থেকে
শুধু নিজের জন্য তোমার গভীরে আমি বাজ।

RISHI026@GMAIL.COM

প্রেমের খাঁচা
............. ঋষি

আমি কখনো তোকে বন্দী করি নি
শুধু বাঁধতে চেয়েছি খোলা আকাশে।
বর্ণমালার বর্ণদের মতো রাখতে চেয়েছি
একসাথে নিজের করে হৃদয় আকাশে।

কিছু কথা কখনো যায় না ভোলা
কিছু শব্দ কখনো যায় না ছাড়া।
প্রেম শব্দের অর্থ করতে বসি
বড্ড কঠিন মানে বুঝতে পারা।

শৃঙ্খল কখনো নিয়ম নয়
প্রেম কখনো বড় অনিয়ম নয়।
প্রেমের দড়ি শক্ত করে বাঁধি
জড়িয়ে ধরে আঁকড়ে তোকে বাঁচি।

যে যার মত বলতে পারে লোকে
পাগল বলে গালি দেবে তোকে।
রাগ করি না আমার কাছে থাকিস
হৃদয়খানি আঁকড়ে ধরে রাখিস।

আমি কখনো বন্দী করি নি তোকে
বন্দী তুই প্রেমের হৃদয় ঘরে।
উড়তে হলে ভাঙতে হবে খাঁচা
আমায় ছেড়ে বাঁচতে হবে একা। 

RISHI026@GMAIL.COM

হৃদয়ের আকরিয়াম
............. ঋষি

তারারা যখন নেমে আসে পৃথিবীতে
তখন আকাশ বোধ হয়  কাঁদে আমার মতো।
কেন জানিস ?

সবাই তো তারাদের ছুঁয়ে দেবে
কেউ নিয়ে যাবে নিজের করে ঘরে।
কেউ বিক্রি করতে বসবে খোলা হাটে
আর আমি তা চাই না জানিস।
কেউ তোকে ছুঁয়ে দিক  আমি ছাড়া
কেউ তোকে জেনে নিক আমি ছাড়া।
আমার কবিতার শব্দরা বোবা হয়ে যাবে
যদি তোকে কেউ জড়িয়ে ধরে আমি ছাড়া।

আকরিয়ামের স্বছ জলে বড় সুন্দর লাগে তোকে
তুই ঘুরিস ফিরিস আর দেখতে থাকিস আমাকে।
আমি স্বপ্নের ঘরে তোকে বাঁধতে থাকি
পেরেক ঠুকতে থাকি আমার বুকে ,,আমার তুই।
আমার তুই  ,,,,,,, তোকে দুরে সরানো যায় না
দেখা যায় না অন্যের বুকে।

কিন্তু কি জানিস
শব্দরা সব ভীষণ যান্ত্রিক তোর মতো।
যখন তখন জোঠ বাঁধে অবাধ্য তুই
থাকতে চাস না আমার হয়ে
ভেঙ্গে ফেলতে চাস আমার হৃদয়ের আকরিয়াম।

RISHI026@GMAIL.COM

তুই ভালো আছিস
............ ঋষি

ভালো থাকার আদুরে গন্ধটা
আমার গা ছুঁয়ে যায়।
ভালো লাগে ভাবলে তুই ভালো আছিস
ভালো লাগে ভাবলে তোর ঠোঁটের কোনে হাসি ,
বদলানো পৃথিবীর আলোকে এ অহংকার।

তোর শাড়ির আঁচলে বাঁধা প্রেম
তোর শান্ত পদচরণে মিষ্টি শব্দ।
সব ছুঁয়ে যায় আমায় জানিস
অনেকটা ডিসকভারিতে দেখা মৃত্যুর চোখ ,
যা যেখানেই যাই পিছু ছারে না।

পিছু ছারে না ফুটপাথে পাঁচ মিনিট
পিছু ছারে না শান্ত হৃদয়ের স্পর্শ।
লালচে ল্যাম্প পোস্টের আলোয় তোর চোখ
তোর শরীরের ভাঁজে জমা যন্ত্রণা ,
সব আমায় ছুঁয়ে যায় অনিয়মের জীবনের পাতায়।

তাই তো বারবার আমি ফিরে যায় তোর কাছে
তোর বুকের ভিতরে খুঁড়তে থাকি তোকে।
খুঁজে তুলে আনি তোর সব কষ্টগুলো
তোর না বলা সুরের অদ্ভুত ছন্দে ,
আমি শুনতে চাই তুই ভালো আছিস।

Saturday, March 8, 2014

RISHI026@GMAIL.COM

মুঠোফোনের ডায়ালটোন
............. ঋষি

তোমার মুঠোফোনের ডায়ালটোন পিয়া বসন্তী রে
তোমায় মানায় না।
ওতো হৃদয়ের ডাক
ওতো এক প্রেমের আকুতি
বরং তুমি দিতে পারো লাভ আজকালের গান।

অহংকার আর অলংকার
দুটোয় তোমায় মানায় জানো।
সন্ধ্যার সাঁঝবাতির সাথে তোমার অদ্ভুত মিল
ক্ষনিকের গন্ধ হৃদয় ছোঁয়া আরতি
তারপর সব ছন্নছাড়া বাঁধন হারা।

কস্তুরী মৃগনাভীর সুরভিত রাতগুলো
কেমন যেন তেতো হয়ে যায়।
যখন আকাশের চাঁদ হামাগুড়ি দেই দেওয়ালের গায়ে
কিংবা  তারাগুলো যখন টিপটিপ করে চোখের পাতায় ,
তখন আমি শুয়ে থাকি বোবা আকাশের পায়ে ।

এই যে বেজে উঠলো তোমার রিংটোন
অপর ছুঁয়ে থাকা তোমার স্পর্শে এক মাদক নেশা।
বড় জ্বালা দেই ,বড় কষ্ট
তবুও জানো তবুও আমি বার বার শুনি
তোমার মুঠোফোনের ওই  ডায়ালটোন পিয়া বসন্তী রে। 

Friday, March 7, 2014

RISHI026@GMAIL.COM

এ আর নতুন কি
.......... ঋষি

সবার একটা গল্প থাকে
রুপকথা ,রাজকন্যা ,সবুজ খোলা মাঠ।
আর পা ঘষে এগিয়ে যাওয়া, মাথায় বৃষ্টির ছাট
এ আর নতুন কি।
দৈনন্দিন বিপ্লব আর ঐশ্বরিক আশা
চোখে স্বপ্ন প্রিয়তমার চোখটা ভাসা ভাসা।

পথের জলে মাথার কাপড়
আগুন রঙের ঢেউ।
বিড়াল বাঘের মাসি হলে ,আমরা কেন ফেউ
এ আর নতুন কি।
ঘরের মুরগি বাইরে এলে মাংস লাগে চোখে
হাত পা ছুঁড়ে কাঁদলে পরে ,ছোট ভাবে লোকে।

রামধনু রং অদলবদল
মিথ্যা সপ্ন আশা।
পা হরকে নামতে থাকা ,জীবন ভালোবাসা
এ আর নতুন কি।
নিজের কথা বললে যদি বেহায়া হয়ে যায়
পাশের ঘরে শত্রু হলে বন্ধু কোথা পাই।

সবার একটা গল্প থাকে
গল্পের গরু গাছে ওঠে।
আর সত্যি আড়ালে ,মিথ্যা ঠোঁটে
এ আর নতুন কি।
গড়িয়ে যাওয়া জীবন চাকায় সিগারেটের ছাই
সবজান্তা পন্ডিত সব মৃত্যু কে আটকায়। 

RISHI026@GMAIL.COM

মন খারাপের কারণ
...... ঋষি

মন খারাপের দেশে আমার আসল পরিচয়
তোমার চোখে লেগে থাকা ফাক্যাসে রঙের ছাই।

সকাল সন্ধ্যে বিকেল দুপুর
গোলাপী রঙের লোভ।
তোমার ঠোঁটে চুমতে যে চাই
আমার হৃদয় ভরা ক্ষোভ।

রাতদুপুরে পুকুরপাড়ে পিপড়েদের বিপ্লব
মফস্বলে আগুনে পোড়ে শরীর লোভী লোভ।

আমার প্রেমে হৃদয় পোড়ে ,
শরীর যে বদনাম।
আগুন জ্বলে তোমায় ছুলে
বল এর  কি নাম।

অচিনপুরে বৃষ্টি এলে ,তোমার চোখে জল
আমার হৃদয় দেওয়াল জুড়ে ঝরনার কলকল।

ভাসতে থাকি ,পচতে থাকি
হৃদয় ভাঙ্গা জেল।
আমার ছোট প্রেমের কাছে
একশো হৃদয় ফেল।

মন খারাপের দেশে আমার হৃদয় করে বাস
তোমার ঘরে শান্তি আর আমার সর্বনাশ। 

rishi026@gmail.com

জোকারের হাসি কান্না
................ ঋষি

জোকার গো জোকার
সব চলন্ত ,পড়ন্ত ,মৃতপ্রায় জীবন্ত।

কেউ হাসছে ,কেউ কাঁদছে ,কেউ নাচছে
চলছে যে এক ভারচুয়াল রিয়ালিটি।
যেন চলন্ত এক ট্রামের বগি
হেলছে দুলছে আর চলছে।
আসছে আর যাচ্ছে ,যাচ্ছে আর আসছে
আর সময় চলে যাচ্ছে
এক নিয়মমাফিক বেয়ারা আবদার।

কি অদ্ভুত এক ম্রিয়মান মুখ
উপরে প্রলেপ সস্তা রঙের।
আসলে সব অস্তিত্ব গুলো চুপ
চুপ সব দিনের আলোয় রাত
জীবনে বাসি পান্তা ভাত।
পান্তা ভাতে কুকুরের পেটে ঘি
আসলে সব জোকারগুলো বিশ্রী।

জোকার গো জোকার
সব সব চলন্ত ,পড়ন্ত ,মৃতপ্রায় জীবন্ত

Thursday, March 6, 2014

RISHI026@GMAIL.COM

একটা অভাব থেকেই যায়
.............. ঋষি

একটা অভাব থেকেই যায়
সকাল সন্ধ্যা ,,,,, ভালো মন্দে
এই তোমায় হৃদয় ভালোবেসেই যায়।

যেদিন বৃষ্টির বেলায় মেঘ ও মুখে
কিংবা যখন হৃদয় আটকানো ঝাপসা চোখে
তখন তোমাকে কাছে  হৃদয় টানতে চাই।

দুরে দুরে বহুদূরে বালি কনায় জমানো আশ্বাস
সব ঝুর ঝুরে বালি ঝরে পরে
তবু তোমায় হৃদয় ভালোবেসেই যায়।

যেদিন সন্ধ্যাই খোঁপায় লাগানো অজগর
আমার বুকে বিষাক্ত সেই বিষ
সেদিনও জানো আমি হাত বাড়াই।

তোমাকে ছুঁতে চাই ,হৃদয়ের ঘরে চোখ
চোখের ওপারে রাখা একটা হৃদয়
কেন যেন তোমায় ভালোবেসেই যায়।

আজকের কথা কালকে খাটি
আমার হাতে প্রেমের বাঁশি
ভালোবাসা যে নরম মাটি ।

একটা অভাব থেকেই যায়
দিনে রাতে ,,,,,, দুধে ভাতে
এই তোমায় হৃদয় ভালোবেসেই যায়। 

RISHI026@GMAIL.COM

দৈনন্দিন এভাবেই
.............. ঋষি

এভাবেই শুরু করে যায়
গড়ের মাঠ থেকে ধর্মতলার রৌদ্রে হাসি
আর ভিড় ঠাসাঠাসি।

মেট্রোর কোনা মারা সকাল
কি অদ্ভুত দিনকাল ,
আর অন্ধকারে দাঁড়ানো বিকেল।

আমি বলছি ,হ্যা বলছি
সব আমরা প্রথাগত শিক্ষার মুখোশধারী ,
শিক্ষা নয় ,সব মাল কামাবার ভিক্ষা।

রাস্তায় দাঁড়িয়ে চায়ের ভাঁড়ে চুমুক
চোখ সেই হেঁটে যাওয়া সুন্দরী বুকে ,
ইচ্ছা একটু দাঁড়াক একটু থামুক।

প্রথাগত ইমেইল ,চ্যাটিং
কোলের শিশুর খেলতে চাওয়ার ব্রিফিং ,
আর নিজের সাথে মানুষ হওয়ার চিটিং।

আমরা সব সদ্যজাত শিশু
মায়ের গর্ভে থাকা এ কালের যীশু,
শুধু মানুষের মতো করতে পারি হিসু।

ঢেউ আসছে প্রতিবাদের মিছিল
বারন্দায় দাঁড়ানো বিরক্তির এক পাঁচিল ,
পাঁচিলের ওপারে মানুষ নামে ফসিল।

এভাবে শেষ করে  যায়
বাসের ফ্রেমে ,ট্রাফিক জ্যামে ,নকল আর বাসি,
মিথ্যা নাটক আমরা করতে ভালোবাসি।

Wednesday, March 5, 2014

rishi026@gmail.com

বহুদিন মৃত
............ ঋষি

একে অন্যের ভিতর ঢুকিনি বহুদিন
সে পথ ধরে হাঁটা হয় না জানিস।
আমি বহ্নিশিখার চঞ্চল ঢেউ
ভালোবেসে আমি পুড়ি নি বহুদিন।

একে অপরকে দেখি নি বহুদিন
মুগ্ধ হয় নি গভীর প্রেমে।
আমি তো ছড়ানো গোলাপ পাতা
ভালোবাসা কেউ মাখে নি বহুদিন।

আমি এক লেখা শেষের কবিতা
আমাকে কেউ পড়ে নি বহুদিন।
আমি এক সেই নক্সী কাঁথা
ভালোবেসে কেউ বোনে নি বহুদিন।

পৃথিবীর আলো আমি মাখিনি বহুদিন
আমি মুগ্ধ এক একলা গোধুলি।
সরে যাওয়া সেই সূর্য প্রেমে
মন খুলে আমি হাসি নি বহুদিন।

একে অন্যের ভিতর ঢুকিনি বহুদিন
পুড়ি নি আমরা আমাদের আগুনে।
আমার পোড়ানো সাজানো স্বপ্ন
নতুন স্বপ্ন আমি বুনি নি বহুদিন। 

RISHI026@GMAIL.COM

তোমার তৃষ্ণা
.................... ঋষি

বারংবার তোমায় স্পর্শ করি
তবু যেন আশ মেটে না।
দু হাত বাড়িয়ে জড়িয়ে ধরি
তবু কেন তৃষ্ণা মেটে না।

বার বার তোমার ঠোঁটে চুমুক দিয়ে
তুলে ানী উষ্ণ পারদে জ্বর।
তোমার গভীর চোখের কাজলে
আমি শরীরের লুকোনো আতর।

আমি মুগ্ধ ,দেখতে থাকি তোমায়
আকাশের চাঁদ আর মনের বাঁধ।
আমি মুগ্ধ এক প্রেমের কবিতা
কি অপরূপ তোমার লুকোনো সাজ।

একটানে খুলে ফেলি তোমার সাজানো অলংকার
ভেঙ্গে দিয়ে সব বাধা ঢুকে যায় বুকে।
আরো গভীরে ,আরো গভীরে
এক চিলতে হাসি আমি তোমার মুখে।

ভাসতে থাকি তোমার গতিতে ,তোমার প্রেমে
আমি হাসতে থাকি পাগলের মতো।
কি সুন্দর তুমি আর তোমার তৃষ্ণা
মিটতে চাই না কিছুতেই এ জীবনে। 

RISHI026@GMAIL.COM

 রৌদ্রের কবিতা
.............. ঋষি

সহজ সরল রৌদ্রের কবিতা
শুকিয়ে আছে বুকে দুর্গন্ধের সাতকাহন।
কি করবো ,কবিতার যে শহর নেই
কবিতার মাথায় ছাদ নেই।
সে তো বন্দী নয় ইরাক ,ইরান, ভারতবর্ষের গন্ডী রেখায়
কি করবো কবিতার যে খিদে পেটে।
গায়ে কাপড় নেই নগ্ন শুকিয়ে যাওয়া বুকে
দুধ শুকিয়ে গেছে জন্ম কবিতার।

কবিতার জন্মাবার কথা কি বলবো বলুন
ভীষণ প্রসব যন্ত্রণা।
মাথা ধরে আসে ,হৃদয় ধোঁয়া ওঠে
চোখে সর্ষে ফুল আর বৈকুন্ঠের গোকুল।
ঈশ্বর শব্দের বারংবার প্রয়োগে
কেমন যেন, কেমন যেন আবছা দৃষ্টি।
কেমন যেন তৃষ্ণা ভাব
জল শুকিয়ে যায় বুকে এক একটা কবিতার।

কি করব বলুন কবিতা তো আমার নয়
সে যে ভীষণ ব্যস্ত এক চলমান ছবি।
সে যে দৃষ্টির বাইরে থাকা জমানো রতন
তার তো আর মৃত্যু নেই।
তাই ভয়ও নেই হারিয়ে যাওয়ার
সে আছে ,সে থাকবে চিরদিন সবার হৃদয়ে।
কিন্তু কি করবো বলুন এমন নারীর প্রেমিক আমি
যার জন্ম তো আছে কিন্তু সে যে পরিচয়হীন। 

RISHI026@GMAIL.COM

আর কি আছে ?
............. ঋষি

আমাদের কে আছে
আকাশভরা সূর্য ,তারা
আর গরুর লেজে মশা মারা
বাঁচার ইচ্ছা নজর কারা

আর কি

আদিম যুগের শুরু থেকে সৃষ্টি আর স্রষ্টা
আগুন থেকে চাকা ,চাকা থেকে আঁকাবাঁকা
পথ আর পরে থাকা পথ
কিছুটা পিছনে আর কিছুটা সামনে

আর কি

আল্টামিরা থেকে ভ্যানগগ
শুধু এগিয়ে যাওয়া জীবন্ত চোখের তারায়
রৌদ্র লাগে বিপ্লব ,জীবন্ত অথচ মৃত
শুকনো অথচ রসালো এ জীবন

আর কি

কিছুটা প্রাসঙ্গিক কফিকাপে চুমুক
রাস্তার ভাঁড়ে মাটির গন্ধ
সব বন্ধ এসি থেকে গাড়ি ,ঘর
আর দৌড়টা একটা দ্বন্দ

আর কি

আমাদের কে আছে
আমি আর আমি , আমার তোমার
বাকি সব ভো কাট্টা
বে আদুরে বামাল

.একটা কবিতা আমি তুমি

আমার কবিতা পেলেই আমি তুমি হয়ে যাই তোমার মতো আটপৌরে শারী পড়ি, হাতে কলম কোমড়ে আঁচলটা গুঁজে তোমার মতো উনুনে আঁচ দি  হাঁড়িতে পরিমাণ মত শব্দ, জল,...