Monday, September 30, 2013

RISHI026@GMAIL.COM


### " এক প্রেম " ###
লেখক : ঋষি
**********************************
বারংবার খোলা জানলায়
যাকে দেখি  .....  সে তুমি।
এক অনির্দিষ্ট সমাপ্তির ছায়াছবি
যার প্রেম
মুক্ত আকাশে ,মুক্ত বাতাসে।
মুক্ত প্রেম
হাসে  ...  খেলে  ..... ভাঙ্গে  ..... গড়ে।
এক বৃত্ত
চলছে চলবে যুগে যুগে।
এই প্রেম
এক শৃঙ্গ কোনো গন্ডারের
চামড়ার আড়ালে
আজন্মের প্রেম ঘুরে মরে শিকারীর চোখে
আগুন ঝরে।
এক তৃষ্ণা প্রেম
এক ফোঁটা চোখের জলের ধারায়
গুমরোতে থাকে বন্ধ ঘরে।
মুক্ত প্রেম  ...... মুক্তির সন্ধানে।
*************************************

RISHI026@GMAIL.COM


#### "  যাওয়া যায় না " ####
লেখক : ঋষি
*********************************************
চলে যেতে যেতে
মনে পরে গেল বাড়ির বারান্দায় বাড়ানো হাত।
এক স্বপ্নের রঙে সাজানো উনুনে
সাজানো মনের রং
যাব বললেই তো যাওয়া যায় না।
বাক্সবন্দী অনুভূতির মায়ায়
আটকে আছে প্রেয়সীর মুখ।
এক ছায়া  ......

চলে যাব
তবু জানো  যাব বললেই তো যাওয়া যায় না।
এক ফসলা ফসলের দু ফসলা মাটি
তপ্ত তিমিরে রাখা সঙ্গ দোষ।
শ্মশানের গন্ধ মাখা গায়ে
ফুলের পাঁপড়ির মায়া।
যাব কি করে ?
যাব বললেই তো যাওয়া যায় না  . ..........
**********************************************

RISHI026@GMAIL.COM


### " যদি এমন হয় " ###
লেখক : ঋষি
**************************************
হিংস্র থাবায় লেগে আছে নেলপালিস
গায়ের সিফন শাড়ি এক সাপের খোলস
ফোস ফোস সারাক্ষণ।
আনত চোখের ভীরু দৃষ্টি
ভারী মিষ্টি সাজানো বাড়িঘর।
সাজানো ম্যাগাজিনের পাতায়
উত্তপ্ত ঠোঁটে লেগে থাকে বিষ।
ইস
যদি এমন হয়
কোথায়  পাই এক পাত্র বিষ।
কানে কাছে ফিসফিস
এক সময়ের কাব্য।
লেগে থাকা রক্তে দুষিত প্রেম যদি মরে
সাপের কামড়ে।
যদি এমন হয়
বদলে গিয়ে আগুনে রঙে ঘি
লাল রক্তে বাড়ানো শব্দের ভিড়।
এক থাবা ,হিংস্র থাবা
ইস
যদি এমন হয়।
*******************************************

RISHI026@GMAIL.COM


### " মৃত্যুর ওপারে " ###
লেখক : ঋষি
**********************************
অদূরে এক দুপুরবেলায়
অচেনা এক ছুটির হাত ধরে
আমি চলে গেছি মৃত্যুর ওপারে।

ঝরে পড়া তুষার সমুদ্রের ঢেউ
অন্তরে রাখা সীসার ঘরে
অবিরাম যে তপ্ত বৃষ্টি।
সব আমার সৃষ্টি
আমি ধ্বংস ,নষ্ট সময়
পেঁচিয়ে থাকা খোঁপায় কিছুক্ষণ।
আটকে যাওয়া চোখে
এক ছোবল।
সব শেষ
আমি মৃত্যুর ওপারে অন্য দেশ।

অদূরে দুপুরের নরম রৌদ্রে মাখামাখি
নাক ঘসাঘসি এক অপেক্ষায়
আমি চলে গেছি মৃত্যুর ওপারে।
*************************************

RISHI@ GAMAIL.COM


### " বিরক্তি " ###
লেখক : ঋষি
****************************************
আমার আগুন করা জোত্স্নায়
হা হয়ে থাকা বন্য তিমির নীল গহ্বরে
আজ পুষ্পবৃষ্টি হোক।
ঝরে পরুক
যদিতং হৃদয়ং  আর যাচ্ছে তাই।

নোলক পরা টিয়া
আমায় ধরা দিয়া
আজ উড়ে যাক খাঁচা খুলে।
আর সমুদ্রের মায়াবী আলোকে
জন্ম নিক শত সহস্র পদ্ম নোনতা জলে।

আমার স্বপ্নের আগুনে পিরামিডের দৌড়
কোনো মমির স্বপ্নে ভাসে আমার প্রেম।
আজ তার হৃদয়গহ্বরে প্রেম জাগুক
জাগুক গুচ্ছ গুচ্ছ বিষাক্ত সাপের বিষ
আমার অন্তরে হোক প্রেমের রক্তবমি।

কলঙ্ক নয় এক সর্বভুক চুক্তির
আগুনে পুরে যাক ঘিরে ধরা দূরত্বের মুক্তি।
খাঁচার ভিতর অচিন পাখির স্বপ্নে
আজ ভেসে ওঠে তাজমহলের স্পর্শ
আজ ধ্বংস হোক স্বপ্ন  ....  প্রেম  .. মুক্তি ।
*******************************************

Sunday, September 29, 2013

RISHI026@GMAIL.COM


কি জানি কি হয়ে গেল
লেখক : ঋষি
**************************
কি  জানি হয়ে গেল না
সন্ধ্যার ধূপে আজ শ্মশানের ছাই।
খসখসে খড়ি ওঠা সম্পর্কে
কিসের প্রলেপ দেব ?
যে  দৃষ্টিতে দেখি না কেন
ভাঙ্গে হৈহুল্লোর ভাঙ্গে আনন্দ।
যেখানেই  যাই না কেন
রন্ধ্রে লেগে থাকে পোড়া গন্ধ।

 তোমায় সোনার নোলক দেব
একগাছি রক্ত ভেজা চুড়ি
তুমি খুশি ?
নতুন শাড়ির আঁচলে রাখা
কিছু অসময়ের সুড়সুড়ি।

ধুর ভাঙ্গা যায়
জোড়া যায় না হাতের চুড়ি।
সময় চলে আসে যায় রূপমতী তুই
গলে যায় বিসর্জনের জলে
বারেবারে।
ভাঙ্গে ঘর ,ভাঙ্গে স্বপ্নের ঘুম
সকাল আসে ,চলে যায়
বৃষ্টি নাম রুমঝুম।
কি জানি কি হয়ে গেল  ...........
***************************

RISHI026@GMAIL.COM


* আর কিছু নয়  *
লেখক : ঋষি
........................................................
অমৃত লোভী এক দৃষ্টি আকাঙ্খা
চাই চাই চাই  ...........
প্রেম   ....... মোহ  ...... কাম
কি চাই ?
কোনদিকে  দেখি ?
অসহ্য এক জ্বালা চোখে
আগুন ধিক ধিক এ বুক।
টুকরো টুকরো কাঁচ ভিজে লাল
হৃদয়ের দেওয়ালে এক মুখ
আর এক সুখ।
তুমি   ..তুমি  .. তুমি  ..........


আর  কিছু নয়
টুকরো টুকরো করে দেখো সময়।
টুকরো অনুভতির ছোঁয়ার
চেয়ে দেখা তোমার মুখ
সময়ের প্রান্তে রাখা কি ?
প্রেম  ....... মোহ  ...... কাম
নিশ্চিন্ত এক ইচ্ছাকৃত লোভ
বাঁচা যায় লোভ ছাড়া
ধুর শুধু
তুমি   ..তুমি  .. তুমি
আর কিছু নয়   ...................
*******************************************

rishi026@gmail.com


#### " নীলাঞ্জনার বিষন্নতা " ####
লেখক : ঋষি
***************************************
একচিলতে আগুনে পুড়ে যেতে পারে স্নেহের লঙ্কা
তবে কেন তুই পুড়বি না প্রেমের আগুনে।
নীলাঞ্জনা তোর আকাশ রঙের শাড়িটা
আজ আকাশ ঢাকা স্বপ্নের আগুনে।
তোর ডায়রির পাতা কই
শুকিয়ে গেছে কালি।
শ্রাবনের ধারার মতো তোর রূপের জোত্স্নায়
আজও পুড়ছে কেউ প্রেম যমুনায়
ভেসে যাচ্ছে তোর ইচ্ছের নৌকা।
বেশ না নীলাঞ্জনা
কিন্তু আমি জানি নীলাঞ্জনা
তুই পুড়ছিস সবার বেশি।
আমি জানি তুই আজও একলা মেঘলা দিনে
তোর ফেলে আসা সময় তোকে কুঁকড়ে দেয়  .
কিন্তু চোখের  জল তোকে মানায় না নীলাঞ্জনা
তুই বদলেছিস বাইরে।
কিন্তু ভিতরে
কিন্তু ভিতরে তোর পুড়ে যাওয়া সময়ের কালসিটে।
ফিকে হয়ে গেছে সময়ের তাপে
আজ ও সেখানে রয়ে গেছিস তুই।
বদলে গেছে সময়ের আদলে তোর রূপ
আমি জানি নীলাঞ্জনা
আজ ও বদলাস নি তুই।
****************************************

Saturday, September 28, 2013

RISHI026@GMAIL.COM


### " ফুরোয় না " ###
লেখক : ঋষি
*********************************************
অহংকার  আর অলংকৃত সময়
বেশ না।
সাজানো গোছানো অথচ দুর্গন্ধময় অস্তিত্ব
কি বলবো ?

চলে যাবে তবু রেখে যাবে
পুড়ে যাবে অথচ রয়ে যাবে
ফুরোয় না কিছুতেই ফুরোয় না।

গোলকের আবর্তনে দিন আসে
অন্ধকার মুছে,
তবু কেন আঁধার মুছেও মোছে না।
প্রশ্নের অন্তরে রাখা জীবনের গাঁথায়
সেলাই করা অস্তিত্বের
প্রেম ফুরোয় না।

অহংকার আর অবমাননা একটা মুখ
অন্য মুখে রাখা গন্ধে
আর যা হোক প্রেম আসে না।

ওটাও  তো জরুরী
তবে কথায় রাখবো প্রেম ?
দুহাত জমিতে না আগুনের শিখায়
কিন্তু এ মন জুড়োয় না।
**********************************************

RISHI026@GMAIL.COM


### " তবু " ###
লেখক : ঋষি
********************************
বয়স গেল ,সময় গেল
তবু
ছোঁয়া গেল না।

তুমি এলে চলে গেলে
বলা হলো না।
অন্ধকারে পাটভাঙ্গা উরুর উপর
রাখা লুকোচুরি জোত্স্না
তুমি ছুঁয়ে দিলে
তবু স্পর্শ পেলাম  না।

শরীরের ভিতরে জমানো সিন্দুকে
তাল তাল প্রেম।
এলো গেল কতো
কিছু নিন্দুকের অন্ধকার।
কিছু তোমার গর্ভ গৃহ
প্রেম দেওয়া হলো না।

বয়স হলো ,সময় হলো
তবু
আমার যাওয়া হলো না।
*********************************

RISHI026@GMAIL.COM


### " প্রেমের ছোঁয়াই " ###
লেখক : ঋষি
******************************
আমার প্রেমের শেষ নেই
প্রেম যেন ঝরে শরতের বাতাসে
কখনো কাশফুল ,কখনো নারীরূপী হয়ে।
অন্ধকারে ঘরের দেওয়ালে
ছায়ার চলচিত্র হৃদয় কোনে
সেখানেও বাড়ানো হাতে হাত তোমার।
নিস্তব্ধ আমিত্বের মাঝে বাঁধা কবিতায়
সাদা পাতায় আঁচড়
ঝরতে থাকে প্রেম রক্ত বৃষ্টি হয়ে।

আমার প্রেমের কোনো শুরু নেই
যেখানেই প্রকৃতি সেখানেই প্রেম।
সন্ধ্যার করুনায় ১০ তলার ছাদের ধারে
আমার প্রেম থাকে অপেক্ষায়।
আমি আসি ,ধরা দেয়
আমি ওপর থেকে নেমে আসি
হাওয়ায় ,হাওয়ায়,হাওয়ায়  ...........
আমার প্রেম সঙ্গে থাকে প্রেমের
ছোঁয়াই,ছোঁয়াই,ছোঁয়াই  .............
********************************

Friday, September 27, 2013

RISHI026@GMAIL.COM


### " আমার তুমি " ###
লেখক : ঋষি
*****************************************************
তুমি আসবে বলে
অনেকদিনের পর আজ সকাল হলো।
এতোদিনের লুকিয়ে থাকা পথভ্রষ্ট শিখাগুলো
আজ জ্বলে উঠলো দপ করে।
অনেকদিনের  একলা থাকার চাহিদার গায়ে
সোনালী রৌদ্রের আলিঙ্গন
সোনালী স্বপ্নের ঢেউ আজ হৃদয়ের গায়ে।

তুমি আসবে বলে
হৃদয় উপর লেগে  থাকা শত জীর্ণ জটগুলো।
ঝরে পরা মাটিতে মেশা শুকনো পাতার স্তব্ধতা ভেঙ্গে
আজ এক নতুন সকাল দেখলাম।
দেখলাম এক নতুন সূর্য
এক বৃষ্টি ভেজা নোনতা সময়ের পর
আজ এক সবুজ বার্তা পেলাম।

তুমি আসবে বলে
আমার জীর্ণ কবিতার খাতায় প্রানের ছোঁয়া।
আমার নেশার চোখে এক স্বপ্নিল তুমি
আমার  চাহিদার অহংকারের অলংকারে
আজ বহু আকাঙ্খিত পদধ্বনি।
তুমি আসবে ,আমায় ভালোবাসবে
চিরকালের আমার তুমি।

********************************************************

RISHI026@GMAIL.COM



### " আহ্বান " ###
লেখক : ঋষি
******************************************
মাড়িয়ে যাওয়া দিনের হলুদ ঘাসে
জানলার ঠোঁটের পর্দায়
এক আলোর আহ্বান।
আহ্বান এক নতুন শরতের
টুকরো টুকরো মেঘপুঞ্জ।
একটা দিনের শেষে
এক পুঁড়ে যাওয়া সময়ের পরে।
এই বিশাল জীবন আকাশে
রাত্রি নামে।
নক্ষত্রখচিত আকাশে স্মৃতিরা উঁকি মারে
চাঁদের আড়ালে।
বিশাল আকাশ ,বিশাল জীবনে
আবার আলো আসে।
প্রতি অন্ধকারের পরে
একটা সতেজ দিন আসে।
যেমন আসে নদী সমুদ্রর বুকে
যেমন এগোয় জীবন মরণের দিকে।
তেমনি জীবন এগোয়
এক আনন্দের মানচিত্রের দিকে।
এ এক আহ্বান
আহ্বান খুশি মুখরিত জীবনের দিকে।
********************************************

Thursday, September 26, 2013

RISHI026@GMAIL.COM


#### " আমার শহর(৯) "####
লেখক : ঋষি
**************************************
ইচ্ছাদের বারুদে এখন রক্তের গন্ধ
ধ্বংস চাইছে আগুনে সময়।
এগিয়ে গিয়ে দুহাত বাড়িয়ে চেয়ে নেওয়া অহংকার
সাজানো শরীরে শোষনের স্তব্ধতা।
শহরের অলিগলি ঘুরে শাসনের পদধ্বনিতে
ক্ষুব্ধ খেটে খাওয়া সাধারণ মগজে
কালকের বেঁচে থাকার খিদে।
আর কিছু নয়
শুধু বাঁচবার স্বপ্নে নেশার চোখ আমার শহরে।
রাতের ফুটপাথে জড়ানো স্নেহে ক্লান্ত শহর
বাড়িয়ে দেওয়া নগ্ন নারীতে মাথা ঠুকছে।
আমার শহর
তলিয়ে যাচ্ছে গভীর থেকে গভীর লোভে।
হাসতে ভুলে ট্রামে, বাসের হৃদয়ে ঝুলে আছে
স্বপ্নের শহর।
বন্দুকের খালি কার্তুজের বারুদ নয়
নয় কোনো সস্তা পেজ- ৩ র পাতায়
সাজানো আমার শহর
আমার শহর আছে
হৃদয় গভীরে বাঁচার আকাঙ্খায়।
*****************************************

RISHI026@GMAIL.COM




### " চিরাচরিত " ###
লেখক : ঋষি 
*************************************
প্রেমের কি অর্থ করবে 
মস্তিষ্কের কুপমন্ডুক ডায়রির পাতায় 
আঁকিবুকি টেনে যায় 
তবু পাতা ভরে না। 
ছুঁয়ে থাকে প্রতি শ্বাসে 
তবুও ছোঁয়া যায় না। 

জড়িয়ে ধরা মায়ায় 
এক তৃষ্ণা। 
আয়নার চোখে চোখ রাখা 
প্রেমের ছবি। 
প্রেম এমনি হয় 
কোনো ঠিকানাহীন অন্তর গহ্বরে 
নিজের মতো হেঁটে চলে। 
পথের কাঁটায় রক্তাক্ত কষ্টে 
হাসতে থাকে। 
বাঁচতে থাকে চিরাচরিত বাধা নিয়ে। 
তবু প্রেম থামে না 
চলতে থাকে হৃদয় পথে পথ বানিয়ে।

স্পর্শ চাই , শরীর নয় 
বিশাস চাই ,সার্থ নয়। 
এ আজব নেশা 
আসলে প্রেম এমনি হয়। 
এ এক আজব তৃষ্ণা 
কিছুতেই এই মন ভরে না। 
****************************************

RISHI026@GMAIL.COM


### " একবার প্রেমে " ###
লেখক : ঋষি
****************************
একবার শুধু একবার
তুমি হাসতে।
আমি ছিঁড়ে দিতাম সকালের মেঘ
মশারির স্বপ্ন ভাসিয়ে দিতাম প্রেমে।
একগুচ্ছ গোলাপের হাসি মাখা ঠোঁটে
একটা চুমু খেতাম ভালোবেসে।

একবার শুধু একবার
তুমি দেখতে।
যেমন দেখে জীবন আশার দিকে
আমি খুলে নিতাম চাঁদকে আকাশ থেকে।
সূর্যের আলো তোমায় ভাসিয়ে
নিজেকে রাখতাম তোমার আড়ালে।

একবার শুধু একবার।
তুমি রাঙাতে
তোমার ভালোবাসার সাত রঙে।
দেখতে আমি রামধনু রথে তোমাকে চাপিয়ে
চলে যেতান সাতজন্মের ওপারে
আবার ভালোবাসবো বলে।
***********************************

RISHI026@GMAIL.COM


### " আশা আনন্দ " ###
লেখক : ঋষি
**********************************
আনন্দ আসছে
সাথে নিয়ে তার খোলা দিনের সুর।
হাসবে নাকি জীবন ?
ট্রেনের দুলুনির মতো জ্বর জীবনের।
একঝাঁক পায়রার মুছে যাওয়ার মতো স্মৃতি
শারদীয়ার পাতায় জীবনের হাসি,
বিবর্ণ সময় বিন্দু বিন্দু ঘাম ঠিক উত্তপ্ত সীসা।

এ ওর হাত ধরে
হাতে হাত  সম্পর্কের তারটা
আবার বাজবে এক আনন্দের সকালে।
আমি থাকবো
তুমিও থকবে জীবন ঝলমলে উত্সবে
আনন্দ আসবে বলে।

রেডিওর নির্দিষ্ট সকালে মহালয়ার সুর
জীবনের আনন্দে শরতের কাশফুল।
উত্সবমুখোর নতুন সকাল
আশায় আছো  জীবন ?
আনন্দ ভালোবাসবে বলে
তারপর প্রত্যাখ্যান জীবন,
উত্সবের আলোয় কুঁকড়ে যাওয়া অন্ধকারে।
************************************

Wednesday, September 25, 2013

RISHI026@GMAIL.COM


## " সুরভিত  প্রেম " ##
লেখক : ঋষি
******************************
বৃষ্টির মাঝে শুয়ে  আছে  স্বপ্ন
স্বপ্নের বুকে মাথা রেখে প্রেম।
স্বপ্নের নরম বুক থেকে গড়িয়ে
শক্ত মাটির উপর দাঁড়ায়।
ঘোর ভাঙ্গে ,ঘুম ভাঙ্গে
নেশা প্রেম
হাসতে  হাসতে পাগল বোধ হয়।


স্বপ্নের  পোড়া বাসরে
লেগে থাকে স্পর্শ স্মৃতি।
প্রেম যেন ঝরতে থাকে দুসপ্ন  অন্ধকারে
উনুনের উপর শুকিয়ে আছে  জ্বালা।
জ্বালার উপর জ্বালা
পোড়া গন্ধ ,পোড়া নয়
সুরভিত  প্রেম ,তোমার  বুক বোধ হয়।
*******************************

RISHI026@GMAIL.COM


### " বাঁচার ইচ্ছা  " ###
লেখক : ঋষি
***************************************
অন্ধকারে রাত জাগা চোখে
জানলার এপারে জোত্স্নার নগ্ন নৃত্য।
জানি আমার ভয় করে
দাঁড়াতে জোত্স্নার আলোয়।

সারি দেওয়া ইচ্ছেগুলো  শুকিয়ে কাঠ
স্বপ্নের সবানজলে ধুঁয়ে।, নিংড়ে জোত্স্নার আলোর মেলা ।
পরিস্কার সাদা পাতায়  কয়েক ফোঁটা মৃত্যু
অন্ধকারে আমার চোখ জ্বলছে।

জানি আমারও ইচ্ছা করে
খোলা আকাশের নিচে দাঁড়াতে।
হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাঁদের মুখ
আমার বাঁচতে ইচ্ছে করে।

নয় নয় করে কেটে যাওয়া   দিনলিপিতে
মেখে আছে সুয়োপোকার লালা।
একটা আকাশ চাই
চাই একমুঠো নিঃশ্বাস বেঁচে থাকার।

জানি সব পাওয়া যায় না
ধুকপুক অলিন্দের খাঁচায় শব্দময় অস্তিত্ব।
বেঁচে থাকে
তবু জানো  বাঁচা যায় না।
***************************************

Monday, September 23, 2013

RISHI026@GAMIL.COM


### " জীবনের বিজ্ঞপ্তি " ###
লেখক : ঋষি
*********************************************
উল্টে যাওয়া রহর্ষ গুলো আমরা সবাই জানি
কিছুই আর চাপা নেই লজ্জার আড়ালে।
সবটাই ফুটপাথে বিজ্ঞাপনের মতো
বড় বেশি উন্মোচিত আলোর অন্ধকারে।
ছয় থেকে ছাপ্পান্ন
ঘরের কোনে মুখের অন্ন।
প্রেম বা শরীর অনন্য কোনো পিপিলিকা
আজকাল কুটকুট করে সবার মাথার ভেতর।
সবাই চাই আরো বেশি বিজ্ঞাপন
জীবন থেকে অনুভূতি।
জন্মদিন কি মৃত্যুদিন
ক্রিকেট থেকে আলোকবর্ষ।
শিক্ষা ,ধর্ম ,জাতি সব এক বিজ্ঞাপন
কোথায় শান্তির জীবনযাপন।
আরো চাই ,আরো চাই ,আরো চাই
কোথায়  শেষ,কোন অন্ধকারে সে দেশ।
কেউ হৃদয় ছুঁতে চাই না
নিজেকে সাধারণ রাখতে চাই না।
শুধু পাবলিসিটি আরো বেশি পাবলিকলি
কিছু না শুধু যুগের প্রলোভন
অন্তর্হিত হৃদয়ের রক্তক্ষরণ।
সব বিক্রি সস্তা বাজারে জন্ম ,মৃত্যু, প্রেম
বিজ্ঞাপন সব সস্তা বাজারে।
**********************************************

RISHI026@GMAIL.COM


### " আমার প্রেম " ###
লেখক : ঋষি
***************************************
হৃদয়ের বিছানায় শুয়ে আছে সেই নারী
যাকে আমি স্পর্শ করতে চাই দিনেরাতে।
তার আলতা পরা পায়ের ছোপ
যখন সাদা পাতায় পড়ে
তখন এক আলোড়ন পৃথিবীর পথে।
কক্ষ পথে ঘুরতে থাকি আমি
তার চারপাশে
সকাল আসে,রাত্রি আসে।
অন্ধকারে আমি হাতড়াতে থাকি
ছুঁতে চাই তার মুখ।
তার প্রেমে
তার স্পর্শ পাগল আমি
আমি ভুলে যায় পৃথিবীর রূপ।
এ যেন কোনো মায়া
হৃদয় কোনে রাখা তার ছায়া।
আমি প্রেমে মুগ্ধ প্রাচীন প্রেমী
আমি কল্পতরু এক বিশ্বাস।
কবিতা নামে সেই নারী
আমার প্রেম ,আমার নিঃশ্বাস।
***************************************

RISHI026@GMAIL.COM


#### " শুকনো প্রেম " ####
লেখক : ঋষি
*************************************
হৃদয়ের কাচে লেগে থাকা বৃষ্টির জল
গড়িয়ে গড়িয়ে নামছে।
আর কতো ,,,,কতোক্ষণ
এই বৃষ্টি ?
এই বৃষ্টি চুঁয়ে নামবে হৃদয়ের কার্নিসে
একটু  শুকনো প্রেম চাই।

ভিজে চুপচুপে প্রেমে এক আনন্দ
কিন্তু এ তো প্রকৃতির রীতি।
কিন্তু এ হৃদয়ের গভীরতা
গভীর থেকে গভীরে বৃষ্টির জল।
আর কতো বিষাক্ত প্রেম
একটু শুকনো প্রেম চাই।

একটু ঘামতে চাই প্রেমের গন্ধে
এমন তো হয়না কখনো ,,,,,,
শুধু বৃষ্টি আর বৃষ্টি।
হৃদয় তো পচে যাবে বৃষ্টির জলে
এমন চাই না আর হৃদয়
এবার একটু শুকনো প্রেম চাই।
*************************************

RISHI026@GMAIL.COM


### " সাজানো বাগান " ###
লেখক : ঋষি
*********************************
অর্বাচীন এক সময়ের উপেক্ষায়
লেগে থাকে জীবন জটলায়
আমি নষ্ট এক কালি।
নীরবতা ভেদ করে অনন্ত গগনে
দু-হাত বাড়িয়ে এঁকে চলি ছবি।
কোনো নক্ষত্রের মুখে কালি ঘষে
অন্ধকার রেখে দি খালি।

পোস্টারে লেগে থাকা লোভনীয় মুখগুলো
বিদেশী আলোয় সুলভ সুরভিগুলো ,
সব আমি মাখি
তবু আমি জানি তুমি চোখের বালি।

ভেসে যায় শতরূপে এক মুখ
দেখি এই জীবনের নানা রূপ।
পোড়া খাতায় রাখা সিন্দুকে গোপন নথি
আমায় হাসাবে  কি  ?
আমি যে অন্ধকার দেখি খালি।
জীবন আর জীবনের পথে রাখা
একফুল আর বহু মালি।
*********************************

Sunday, September 22, 2013

RISHI026@GMAIL.COM



## " এগিয়ে দেখো " ##
লেখক : ঋষি
*******************************
একটু বদলে গিয়ে এগিয়ে দেখো
বাড়িয়ে দেও তোমার হাত।
তোমার হাতের মশারির ওপারে
যে পতঙ্গরা আছে
তারা সুধা পান করে
চাই না প্রেমের দুষিত রক্ত।
একবার মুখ ফুটে বলে দেখো
না বলা সেই অমর বাণী।
দেখো তারা মরবে ,মরবে তোমার প্রেমে
পুড়বে তোমার সাথে দিনে রাতে।
সাত পাঁক মাটিতে না হয় সাত বারি হোক
শুধু তোমার হবে।
একটু পথ এগিয়ে দেখো
দেখো রাখা গোলাপ পাতা হৃদয়।
তুমি তার উপরে হেঁটে যেও না
রেখো তোমার হৃদয়।
*********************************

RISHI026@GMAIL.COM


### " নিস্তব্ধ শরীর " ###
লেখক : ঋষি
*********************************
ঠোঁটের সাথে ঠোঁট ঘষি ,বুকের  সাথে বুক
মনে হয় মিশে যায় তোমায়
স্বপ্নে দেখি তোমার মুখ।

এ  কি প্রেম, না  শরীর
এ কি শুভ ,না অন্ধকার
কে তুমি দাঁড়াও এসে ,স্বপ্নের ওপারে মেঘ।
বুঝি না ,বুঝি না
কি তুমি
প্রেম না শরীর ?

ক্ষনিকের মস্তিষ্ক নিউরনে আগুন
আমি চলে যায় তোমার গভীর থেকে গভীরে।
পুড়ে যায় ,পুড়ে যায় গভীরে
প্রেম খিদা স্বপ্ন বৃষ্টি।
মিলেমিশে একাকার
শরীরের রূপ।

শরীর শুধু শরীরে  দগদগে স্মৃতির বুক
আমি পুড়ি মিশে যায় তোমায়
আমার হৃদয়ে তুমি চুপ।
************************************

RISHI026@GMAIL.COM


### " আমৃত্যু কোলাহল " ####
লেখক : ঋষি
*********************************
মস্তিষ্ক নিউরনের শিরায় শিরায় আগুন
আগুনে  পুড়ে মড়ার  ইচ্ছা।  
পিপিলিকার পাখা যে ঝরে গেছে
থরে থরে সাজানো মাংসের আড়ালে
আজ পোড়া গন্ধ।
পোড়া গন্ধ পুড়ে  যাওয়া স্মৃতিদের আয়নায়
মুখ লুকিয়ে রাখার ইচ্ছা।
ইচ্ছাদের আহুতি দেই ঝলসানো স্বপ্ন
স্বপ্নের আলো বৃষ্টি হয়ে নামে চোখে
মুছে যায় বেঁচে থাকার গভীর ইচ্ছা।

আচ্ছা এমনি হয় জীবনের অন্তিম বদল
এমনি হয়  ঝরে যাওয়ার পাতার অস্তিত্ব।
মিশে যায় মাটির গভীর থেকে গভীরে
প্রতি নলকূপে উঠে আসে বিষ।
বিষে আকাঙ্খিত মৃত্যু আসে না
আসে কিছু স্মৃতি সারি দিয়ে।
আসে কিছু পুরনো কথা
আসে তাদের মুখ।
আসলে মৃত্যু স্মৃতির সাজে না
চাই না স্মৃতির মৃত্যু হোক।

RISHI026@GMAIL.COM


## " প্রেমের অপেক্ষায় " ##
লেখক : ঋষি
**************************************
কিনারা দিয়ে হাঁটতে হাঁটতে
কখন যে জলে পরে গেলাম।
ভীষণ শীতল জল
গায়ের লোমকূপে জমে থাকা জলের কণা
কিছু অনির্দিষ্ট সময়ের প্রকোপ।
এক অনির্দিষ্ট হাতছানি এক অসুখের
ঠান্ডা গরম লাগিয়ে মুখে কফের গন্ধ
আমার চিরকালীন।
আমার জীবনের মরা প্রেমের সুবাস
প্রেম মরেছে ,প্রেম ভিজেছে
তারপর ভিজিয়েছে চোখের পাতায় হৃদয়।
এ এক অসুখ খিদের
এ অসুখ হৃদয়ের স্পর্শের
কালসিটে ক্ষত ,রক্তাক্ত অপেক্ষায়।
একগলা জলে দাঁড়িয়ে
প্রেম আর আমি পাশাপাশি
কোনো নির্দিষ্ট প্রেমের অপেক্ষায়।
***************************************

Saturday, September 21, 2013

rishi026@gmail.com


### " জীবন পাত্র " ###
লেখক : ঋষি
***********************************
জীবন পাত্র উল্টে পাল্টে যতো দেখি
তাজ্জব হয়ে যায়
বাসনের শব্দ আর থামে না।
পাত্রে আঁচলা করে যতো জল ভরি
পাত্র ভরে না।
আমি অবাক কি বিশাল পাত্র
আসে পাশে রাখা হাঁড়িকুরি কতো কিছু
কিন্তু ফাঁকা আওয়াজ হতেই থাকে।
কি অদ্ভুত
এককটা পাত্রের এক একটা শব্দ।
কোনোটা গম্ভীর ,কোনটা মিহি
কোনো সুর নেই ,কোনো তাল নেই
শুধু আওয়াজ হতেই থাকে।
আরো অদ্ভূত সব গঠনগুলো
কোনটাই সহজ সরল নয়।
কোনটাই মনের মতো নয়
তবু জীবন পাত্র একসাথে থাকে।
মিলেমিশে ঝগড়া করে আওয়াজ করে
তবু সাথে থাকার লোভ ছাড়ে না।
*************************************

rishi026@gmail.com


### " চলে যাওয়া স্মৃতি " ###
লেখক : ঋষি
********************************
মুখ থুবরে পরা বারান্দায়  দুপুরের রৌদ্র
কোনো কথা বলে নি সেদিন।
জানলার গরাদে চামড়া ওঠা জং গুলো
শুধু কিছু স্মৃতি ধরে রাখা।
শক্তিহীন বুড়ো হয়ে যাওয়া রৌদ্রে
স্মৃতিদের  চোখ রেখে হাসা  .
আমার হৃদয়ে কান পেতে শোনা
সেই জীবিত শব্দেরা মানে খোঁজা।
আসলে স্মৃতিরা এমনি হয়
চোখে লেগে থাকা হৃদয়ের মানেরা
এমনি বদলে গিয়ে ধরা দেয় স্তব্ধ দিনে।

প্রতিদিন  সূর্য ওঠে রৌদ্র হাসে নিয়ম মতো
প্রতিদিন জীবন হাসে ,কাঁদে সময় মতো,
কিন্তু কিছু স্মৃতি লেগে থাকে চিরকালের।
আমার রেকর্ড প্লেয়ার ,বইয়ের আলমারি
সব কিছু স্মৃতি ধরে আছে।
আমার ডায়রির ভাঁজে শুকনো গোলাব
মৃত প্রেমের রেশ ধরে রাখে।
সব ভোলা যায় কিন্তু যায় না ভোলা
সেই বিকেলের মুখথুবড়ে পরা
জানলার গরাদে আমার মুখ
আর আমার আকুতি তুমি যেও না চলে।
**********************************

Friday, September 20, 2013

RISHI026@GMAIL.COM


#### " জীবন বেশ্যা " ####
লেখক : ঋষি
***********************************
কোনো এক বেশ্যার সাদা বুকে
লেগে থাকা আদরের কালসিটে র দাগগুলো
এককটা জীবনের ফুলের শৃঙ্খলিত রূপ।
বহু চর্চিত জীবনের অবয়বে
জীবন আজ বেশ্যার মতো রাস্তায় দাঁড়িয়ে।
তার ক্রেতা হলো বহুরুপী কাগজের টুকরো
আর বিক্রেতা হলো জীবন নিজে।

বেশ্যার নীল নাভিতে লেগে থাকা
কার্বনের চিটচিটে ছোপগুলো
আসলে পদচিন্হ ফেলে আসা সময়ের।
আর তার যোনিতে বর্জিত পাপগুলো
আসলে লেগে থাকা সমাজের কালি
যা লেগে  জীবনের চোখে মুখে।

যে রাস্তার ফুটপাথে বেশ্যা  দাঁড়ায়
তা হলো জীবনের কর্কশ পথ।
আর যে ঘরে সঙ্গমের সুর তোলা থাকে
তা হলো জীবনের ছন্দপতন।
বহু ব্যবহ্রত বেশ্যার শরীরে
পিষে যায় জীবন বারে বারে।

তবু বেশ্যা হাসতে থাকে
তার নকল হাসি
যেমন  জীবন হাসে।
এক খিদে  যার কারণ
বেশ্যা আর জীবন বাঁচে।
কান্না লেগে থাকে জীবনের প্রতি পদে
ফুটতে থাকে বেশ্যার শরীরে পাপ ,
তবু জীবন চলে বেশ্যার পথে।  
*********************************

RISHI026@GMAIL.COM


#### " অরিত্র আমার বন্ধু (১০) " ####
লেখক : ঋষি
*************************************************************
অরিত্র জানি না কিসের টান
আজ ও কাশফুল দেখলে তুই আসিস মনে।
সে বার বেনে পাড়ার পুজোয় ধুনোচি নাচ  মনে আছে
মনে আছে ওপাড়ার বেনে দিদির বাঁধানো শরীর চানের ঘাটে।
প্রথম আমরা দেখেছিলাম কোনো নারী শরীর
শরীরে মুগ্ধ তোর  কথাগুলো আমার মনে আছে।

আমি তুই কতো কথা
পাশাপাশি সারা রাত জুড়ে নাটকের পালা।
ভোরবেলা ঘুমিয়ে পরে ছিলিস তুই
কাকভোরে ঘুমভাঙ্গা চোখে তোর হাসি।
জানিস অরিত্র আজ ও স্বপ্নে আসে
তোর রেলে কাটা রক্তাক্ত শরীরটা,
তখনও  ছিল সেই হাসি।

তোর চিতার গন্ধ এই শরতের রৌদ্রে হাহাকার করে
মিশে যাই কাশফুলে মায়ের আগমনী মুখে।
তোর মুখ
আমি  এখনো খুঁজি পান্ডেলে পান্ডেলে।
তোর বুকের না পাওয়ার কষ্টগুলো আজ কাঁদে
অরিত্র তুই ভীষণ বোকা।
তোর  দৃপ্ত চোখের আগুনে যে প্রেম মরে আছে
কেন তুই চলে গেলি তার কারণে ?
আমি তো ছিলাম
ছিল পৃথিবীর আলো
তবে কেন গেলি তুই আমাদের ছেড়ে?
************************************************************

RISHI026@GMAIL.COM


### " দুরত্ব " ###
লেখক : ঋষি
****************************************
আয় তোকে আজ স্বপ্নে চান করায়
তোকে নাড়িয়ে দি ভিতরে বাইরে।
রঙচটা ঘড়ির পেন্ডুলামে
আজ তোকে বাঁধবো না।
আজ তোকে রাঙাবো আমি
নতুন রঙে।

জীবন থেকে জীবনের বাইরে
কিছু আঁকি বুকি কিছু রঙিন কাগজ।
পত্রিকার পাতায় পাতায় নেলপালিশের
রঙিন ছকে তোকে বাঁধবো না।
বাঁধবো আমার বুকের মাঝে
এক নতুন আলোয়।

এক্কা দোক্কা অনেক হলো
হলো অনেক সাপ লুডো খেলা।
তোকে জড়িয়ে নেমেছি অনেক
আর নিচে নামবো না।
আর আমি তোর স্বপ্ন দেখে
দুরে থাকতে পারবো না।
***************************************


RISHI026@GMAIL.COM


### " ভবঘুরে পাখি " ###
লেখক : ঋষি
__________________________
রঙচটা এক সন্ধ্যের ল্যাম্প পোস্টে
বসে আছে সেই ভবঘুরে পাখিটা।
যার দিনটা কেটে যায় মানুষ দেখে
কিন্তু রাত কাটে না।
যার দিনটা কেটে যায় খুঁটে খেতে
কিন্তু রাতে ঘুম আসে না।
নিদ্রাহীন চোখে অন্ধকারে অন্ধ পাখি
ভয় পায় ,বড় একলা সে।
এই বুঝি জীবন গিলে নেই
বাঁচার তৃষ্ণা কমে না।

একলা পাখি আশ্রয় খোঁজে
খোঁজে একটা স্বপ্নের কুঁড়ে।
অলিতে গলিতে ঘুরে ঘুরে
আর ভালো লাগে না।
আর কতো একলা শহরে
একা একা ঘুমের ঘোরে ,
স্বপ্ন খুঁড়ে , খুঁড়ে
শান্তি আসে না।
ল্যাম্প পোস্টের  আলোয় আর
কিছু দেখা যায় না।
________________________

Thursday, September 19, 2013

RISHI026@GMAIL.COM


#### " তোমার জীবন " ####
লেখক : ঋষি
********************************************
জীবনের চাওয়া পাওয়াকে পিছনে রেখে
তুমি হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে পারো খিটখিটে হৃদয়টাকে।
যদি তুমি চাও পেতে পারো নিজের পৃথিবী
যেখানে তুমি গড়তে পারো তোমার স্বপ্ন সর্গ।
শুধু মায়া ছাড়তে হবে
শুধু বেহায়ার মতো হাত না বাড়িয়ে
নিজেকে স্পর্শ করতে হবে।
নিজেকে ভালোবাসতে হবে সবার বেশি
দেখবে ভলো থাকবে,
দেখবে হাসতে থাকবে।
চারপাশে ছড়ানো ধুলোরাশি
গা ঝাড়া দিয়ে দেখো।
চারপাশে লোকানো সম্পর্ক্য তার
একবার ছিঁড়ে ফেলে দেখো।
একবার জীবনকে সবার বাঁধন ছাড়িয়ে
ভালোবেসে দেখো।
দেখবে থাকবে না আর ব্যাথা
থাকবে না আর কোনো অসস্তি ফেলে আসা দিনের।
তোমার জীবন শুধু তোমার হবে
তুমিও হাসবে তোমার মতো।
********************************************

RISHI026@GMAIL.COM


#### " তোমায় ছোঁয়া " ####
লেখক : ঋষি
**************************************************
যে কোনো দুরত্ব থেকে
আমি তোমায় ভালোবাসতে পারি।
সারারাত তোমাকে জড়িয়ে থাকি
বালিশের ফাঁকে রাখা হৃদয় দুরত্ব
আমায় আটকাতে পারে না।
ঘুম জড়ানো সকালের রৌদ্রে
চোখ খুলে আমি তোমাকে দেখি না
কিন্তু তোমাকে চোখে নিয়ে
আমার ঘুম ভেঙ্গে  যায়।

পথের উপর পরে থাকা ধুলোয়
আমি তোমায় দেখি।
অথচ হৃদয় আকুল কোনো সুন্দরীর শরীরে
আমি তোমাকে পাই না।
অফিসের ঢিল ছোড়া  দুরত্বে
চায়ের কাপে তোমার ঠোঁটের স্পর্শ।
অথচ নেশার গ্লাসে
আমার লাল চোখে তুমি হাসো না।
আমার স্বপ্নে নীল শরীরে
তুমি আসো ,আমায়  ভালোবাসো ,
অথচ কোনো পত্রিকার প্রথম পাতায়
যারা হাসতে থাকে সে তুমি নও।

যে কোনো দুরত্ব থেকে
তোমায় ভালোবাসি আমি।
কিন্তু ভালোবাসবো বলে ইচ্ছে করলে
তোমায় পাওয়া  যায় না।
দিনের শেষে যে আশ্রয়ে
এ হৃদয় তোমায় পায়।
যেখানে সেখানে মনের বাসনায়
তোমায় ছোঁয়া যায় না।
***************************************************

RISHI026@GMAIL.COM


### "কি সুন্দরী তুমি " ###
লেখক : ঋষি
***********************************************
হাওয়ার আদরে তোমার চুল উড়ছে
এই তো কাছে দাঁড়িয়ে তুমি।
আকাশের চাঁদের পানে চেয়ে দেখি
নক্ষত্ররা গোল মিটিঙে বসেছে
সবাই শুধু তোমার কথা বলছে।
আমি অবাক হয়ে ভাবছি
কি সুন্দুরী তুমি
জোত্স্নার নীল আলো আমার চোখে
তোমার প্রেমে মুগ্ধ আমি।

তোমার শেওলা রঙের শাড়ির আঁচলে
জোত্স্নার  জারিজুরি ,কাটাকুটি
তুমি হাসছো ,হাসছো আমার চোখে।
আকাশের চাঁদে আজ পূর্ণতা
সেই আলো জড়িয়ে তোমার মুখে।
নেমে যাচ্ছে তোমার থুতনি বেয়ে তোমার শরীরে
অসাধারণ এক কবিতার মতো
আমি ছুয়ে যাচ্ছি তোমায়
ভেসে যাচ্ছি জোত্স্নার আলোয় তোমার বুকে।
**************************************************

Wednesday, September 18, 2013

rishi026@gmail.com


### " জীবন তরঙ্গ " ####
লেখক : ঋষি
***************************************


কি হাসছে জীবন ?
নরম আদুরে জীবনটাকে
যদি ময়লা রুমালে বেঁধে রাখো
দেখবে ঘামের গন্ধে হাঁসফাঁস করছে।



কি কাঁদছে জীবন ?
পথের ধুলোয় মিশে থাকা কার্বনে
অলিন্দের জানলাগুলো ঝাঁজরা
জানলার পর্দায় লাগানো কালির ছাপ।



ভীষণ সুন্দর জীবন ?
জমে থাকা হৃদয় পাঁচিলে
আটকে আছে স্মৃতিদের বিষাক্ত নীল ছোবল
ছটফট  করছে কোলাহল জীবনের।



কেমন আছ জীবন ?
কিছু  অদৃশ্য সময়ের চাপ
কিছু সৃষ্ট সময়ে তাপে
দিনরাত পুড়ছে  জীবন।



এই তো জীবন ?
ভালো আছি ,বেঁচে আছি
হাসি সাজিয়ে সবার মাঝে
সাজানো নিয়মে ভালো আছি।
***********************************************




rishi026@gmail.com


### " বাস্তব " ###
লেখক : ঋষি
**************************************************
নীল জোত্স্নার ওপারে বসে
একগাদা মাথা ভর্তি জটিল সমীকরণের
একটাই মানে সন্তুষ্টি
ওটাই হওয়া যায় না।

আকাশ থেকে নেমে আসা আলোর সুরঙ্গে
হৃদয় হাঁটতে থেকে।
হাঁটতে হাঁটতে বাস্তবের মাটি থেকে স্বপ্নিল গহ্বরে
অন্ধকারের থকে দুরে
কিছু স্বপ্নদের ঘিরে হৃদয় নাচতে  থাকে।
ভালো লাগে
কিন্তু বাস্তবে ভালো থাকা হয় না।

নীল জোত্স্নায় মাখামাখি পৃথিবীটা
স্বপ্নের মতো মনে হয়।
কিন্তু বাস্তবের আলোতে সব একমুহুর্তে
বদলে যায় ,আটকানো যায় না।
*****************************************************

rishi026@gmail.com


### " তোমায় দেখলে " ###
লেখক : ঋষি
************************************
যে লম্পট রৌদ্র তোমায় স্পর্শ করে
তাকে বলি সাবধান।
যে অনিদ্রিত চোখে আমার তোমার স্বপ্ন আসে
তাদের বলি বড় দেরী  করে এলে।
কি জানি এমনি হয়
তোমায় দেখলে পরে।
বুকের পাঁজর খুড়তে থাকে এক ইচ্ছা
ইচ্ছাগুলো ঢুকতে থাকে গভীরে।
আরো গভীর হৃদয়ে বেজে ওঠে টেলিফোন
টেলিফোনের ওপারে তুমি ,তোমার শীতল স্পর্শ।
কাঁপতে থাকি হৃদয়ে
আর উত্তর দেওয়া হয় না।
খোলা জানলার ভিতরে আমি ঘামতে থাকি
তোমায় দেখলে পরে
এমনি হয়  ....
তোমাকে বোঝানো যায় না।
***************************************

Monday, September 16, 2013

RISHI026@GMAIL.COM


#### " নতুন পৃথিবী " ####
লেখক : ঋষি
*****************************************************
যিশুর রক্তে রাঙা পৃথিবীর ইতিহাস
আমি চাই না কোনো জাতি ধর্ম।
আমি চায়না কোনো কুসংস্কারের লজ্জা
আমি লজ্জিত ,আমি  মানুষ
আমি চাই সত্যিকারের পবিত্র মানুষ।

পৃথিবীর কোনায় কোনায় যে রক্তবীজের চারা
যাদের মনে থাকে না মনুষত্বের মানে ,
তারাও মানুষ
আমি তাদের বিনাশ চাই।
বিনাশ চাই মানুষের ছদ্মবেশে বাস করা ঘুনপোকার
যাদের শরীরে বয়ে চলে মানুষের রক্ত,
সেই প্রতি রক্তকনার হিসেব চাই আমার।

চাই একটা নতুন পৃথিবী
চাই না কোনো নগ্ন শরীরের কান্না।
চাই না ভালোবাসার নামে প্রলোভন
চাই একমুঠো  ভাত  প্রতিটা প্রানের।
চাই না ছোটো বড় ভেদাভেদে বেড়ে ওঠা শিশু
আমি মানুষ হতে চাই,
মানুষের নামে লজ্জিত হতে নই।

এমন পৃথিবী চাই না যেখানে বিক্রী অনুভূতি
নিজের অস্তিত্বের লোভে অস্তিত্বের খুন করে,
আমি মহৎ হতে চাই না।
চাই না আমার অর্থ ,হিংসা ,লোভ
চাই না আবার কোনো যিশুর মৃত্যু হোক।
*********************************************************

RISHI026@GMAIL.COM


##### "  কতোক্ষণ  " #####
লেখক : ঋষি
****************************************************
বিছানার কোচকানো চাদরে একটা দাগ লেগে আছে
বুকের হাড়ের নিচে একটা শব্দ
এই জীবন
কিছুক্ষণ আর কতোক্ষণ।

একলা সকালের সোনালী মেখে পথের ধুলোয়
আরমোড়া ভাঙ্গে কিছু স্মৃতি
হাই তোলে বাঁচি যতোক্ষণ।

দুপুরের রৌদ্রে ঘেমে যাওয়া আস্তরণে কতো কালি
ঘামের গন্ধ ,কুঁকড়ে থাকা ভদ্রতা।
বুকপকেটে  রাখা কাগজের ইচ্ছার
আশা করে বাঁচার ,ভালোথাকা ততোক্ষণ।

নুয়ে পরা মাথার ভিতরে কিছু অদৃশ্য সাদা পাতায়
হিসেবের জারিজুরি একটা কলুর বলদ
বাঁধা অন্তরে বেঁচে থাকা এতক্ষণ।

অহংকারে ঘরের কোনে দাগ টানে শৃঙ্খলিত জীবনের
কিছু জোর করা ভালো থাকা।
এই জীবন
কতোক্ষণ আর কিছুক্ষণ।
********************************************************

RISHI026@GMAIL.COM


#### " নায়কের মতো " ####
লেখক : ঋষি
************************************************
তোমার চারদিকে রাখা গল্পগুলোর
মাঝে আমি থাকি।
বারবার পর্দার নায়কের মতো
বাড়িয়ে দি হাত।
তোমায় স্পর্শ করি
তোমার শরীরে আমার হাত।
ঠিক যেন টিকটিকি
বেয়ে চলি টিকটিক ,টিকটিক ,
এক কৃত্রিম অভিনীত প্রেমে।

কোনো এক অন্ধকার জড়ানো কবিতার কলামে
ঝরে পরা ব্যর্থ প্রেমিকের স্বপ্ন।
বৃষ্টির মতো ভিজিয়ে দেই কবিতা
স্বপ্নের মতো সাজিয়ে রাখা আশার।
তাসের দেশের ইস্কাবনের বিবি
তুমি হাসতে থাকো।
আমি নায়ক তোমার গল্পে
অন্ধকারে মিশে থেকে হাত বাড়িয়ে ,
তোমাকে খুঁজতে থাকি কৃত্রিম অহংকারে।
************************************************

RISHI026@GMAIL.COM


### " কতোটুকু "###
লেখক : ঋষি
****************************************
কতোটা  কৃতজ্ঞ আমি তোমার কাছে
যেমন পাখি আকাশের কাছে।
যেমন মুক্তি  জীবনের কাছে
তেমনি আমি তোমার কাছে।

সোহাগের পরাগে যে আলিঙ্গন
আভা মুক্ত অন্ধকারে সোহাগ।
পায়ে হেঁটে চলে যাওয়া অন্তরঘরে
কারো পদশব্দ কড়া নাড়ে।

কতোটা ভালোবাসা লেগে সেখানে
যেখানে রৌদ্রহীন দিনের শুরু।
যেখানে আশাহত অন্ধকার শুধু
সেখানে ভালবাসা কতো টুকু।

কৃত্রিম দেনা পাওনার বাইরে
যতোটুকু সময় রাখা আছে।
তার কতো টুকু আমার
আর মুক্তি ভালবাসার।
*****************************************

RISHI026@GMAIL.COM


Friday, September 13, 2013

RISHI026@GMAIL.COM

#### " এই মেয়ে " ####
লেখক : ঋষি
******************************************
প্রতারণা কিসের ?
হৃদয় না শরীরের বিষের।

এই মেয়েটা
পদ্ম পাতায় জল ,করে টলমল
শুধু পাতাটাই দেখিস ,পাঁকটাকেও দেখ।

না হয় হলো পাপী সমাজে চোখ
না হয় হলো বদল আয়নার মুখ ।
কি যায় এসে ?
এই মেয়ে
বল না তোর কিসের এতো দুঃখ ?

একবার বাইরে এসে দেখ
দেখ কতো আলো।
আলো যদি পৃথিবীতে থাকে
অন্ধকার হবেই তবে কালো।
এই মেয়ে একবার চোখ তুলে দেখ
দেখবি হাসছে জীবন বাসছে তোকে ভালো।
*********************************************

RISHI026@GMAIL.COM

##### " ক্যাকটাস " #####
লেখক : ঋষি
************************************
স্বপ্নের ঘোরে কথা বলতে বলতে
কখন যে বারন্দার রেলিং ধরে দাঁড়াই ।
ঝোলানো ক্যাকটাসে এক আলাপন
কিছু রুক্ষ অনুভূতির হৃদয় আতুর,
সেই আতুরে জন্ম প্রেমের
জোত্স্নার হাত ধরে চুমু খাই।
জড়িয়ে ধরি মিশে যাওয়া বুক
এক মেঘাছন্ন আকাশ জোত্স্নার গায়ে।

আমি চলেছি আর চলেছি
কয়েকটা কথা তোমায় বলেছি।
শুধু খালি পায়ে ,খালি  প্রেম পাই
আর ক্ষত বিক্ষত এ হৃদয়।
স্বপ্নের ঘোরে থাকতে থাকতে
আমি ক্যাকটাসের জীবন পেয়েছি।
************************************

RISHI026@GMAIL.COM

#### " সময়ের গতি " ####
লেখক : ঋষি
**********************************************
আমার ছন্দময় পায়ে একটা বাঁধা লেগে আছে
ট্রাম লাইনের উপরে রৌদ্রের জারিজুরি।
ছড়ানো শব্দময় শহরে এক ব্যস্ততা
ছড়ানো ছেটানো জড়িয়ে যাওয়া রাস্তায়
আমার অহংকৃত পা ত্রস্ত গতিময়।
ঠিক যেন গড়িয়ে আসা ট্রাম
ঠিক যেন বয়েসের ভারে সময়ের গতি।
একটু পিছিয়ে পরলাম কি ?

আরেকটু সময়ের পরে ট্রাম থেকে ট্রেনে
গতি আর গতিময় সময়।
থমকে যাওয়া অন্ধকার বিকেলে
উড়তে থাকা স্মৃতির আঙ্গিনায়,
কিছুক্ষণ পাশাপাশি আমি আর তুমি
সময় আর সময়ের গতি।
আমার ছন্দময় পায়ে লেগে থাকা শিকড়ের
গভীর জারিজুরি।
*************************************************

Thursday, September 12, 2013

RISHI026@GMAIL.COM


"অন্য পথের পাঁচালি"**
- ঋষি
ফেলে আসা কাশফুল , 
অপুর কল্পনার রেললাইন ,
আজ আর কারো স্বপ্নে আসেনা।
বড় ব্যস্ত এই বানপ্রস্থ ।

দূর্গার স্বপ্নের তেঁতুলতেল ,
একটু পাওয়া, কত হাসি ,
আজ আর এতটুকুতে মন ভরে না।
জলন্ত সময়ে ইন্দ্রপ্রস্থের স্পর্শ।

ইন্দির ঠাকুরুনের অপেক্ষা ,
হরির দিন তো গেল সন্ধ্যা হলো ,
আর সুর কোনো মোনে তোলে না ,
আরো বেকার বাঁচার ইচ্ছা মনে ।

সর্বজয়ার সংসারে আজও টানাটানি
খুব কষ্টের দিন আনি দিন খায় সংসার ।
সেখানে শান্তি থাকে সুখ না
এখন আর কোথায় এমন পাওয়া যায় ?

হরহর আত্মারা আজ সর্গে
আজ আর সৎপথে কজন থাকে ?
এখনকার হরিহর বেঁচে থাকে না
এমন জীবন কজনের হয় ?

সব লেখা সংসারে অন্তরিত সাগরে ,
টানাটানি মধবিত্ত্য হৃদয়ে গভীর কোনে ।
বিভূতিভূষণ আজ এমন লেখে না
এখনকি আর পথের পাঁচালি পথে থাকে ?

RISHI026@GMAIL.COM

### " নগ্ন তোমায় " ###
লেখক : ঋষি
**********************************
আজ আর ভালো লাগছে না
তোমায় নগ্ন করে পেতে।
কি রাখা আছে সেখানে  .......

তোমার নরম বুকে মাথা রাখি
ওটা বালিশ নাকি ?
ওটা একটা আশ্রয় তাই।
তুমি কি ভাবো তোমাকে জড়িয়ে  ধরি
ঠোঁটে ঠোঁট রাখি।
ওটা প্রেম নাকি
তার থেকে বেশি তোমার স্পর্শ,
নগ্নতার থেকে বহু দামী প্রেম।

তুমি এসো বসো আমার পাশে
একটু কথা বলো
ওসব চাই না আজ।
আজ শুধু তোমায় দেখি
আর কিছু নয়
আজ আর পেতে চাই না নগ্ন তোমায়।
***********************************

RISHI026@GMAIL.COM

#### " ভয় করে " ####
লেখক : ঋষি
****************************************************
আবার ঝড়  উঠবে
আবার পুড়বে  হৃদয় জীবন গহ্বরে।
আবার ভিসুভিয়াসে আগুনে ছিটকে আসবে ফুলকি
ঝিম ধরা বিকেলের মুছে যাবে অস্তিত্ব।
ঝড়ের সাথে উড়ে যাবে সাজানো জীবন
ভেঙ্গে পরবে স্বপ্নের ঘরবাড়ি।
ভেঙ্গে পুড়বে স্বপ্নগুলো
অন্ধকার হবে জীবনের কোনে হাসি।
অন্ধকার কোনে অনিদ্রিত চোখ
এক দমচাপা হাহাকার গোমড়াবে।

ভয় করে ,আজকাল বড় ভয় করে
হৃদয়ের স্পর্শ   .................
এ যেন হৃদয়ের ছেঁকা।
আর কতো পোড়া দাগ হৃদয়ে
আর কতো মৃত্যু জীবনের হাসির
ভালো থাকার স্পর্শ চাই
আর চাই না এই ভালোবাসাবাসি।

আর চাই না থাকতে হৃদয়ের স্পর্শের  ....................
***********************************************************

RISHI026@GMAIL.COM

### " অন্তর খুদা " ###
লেখক : ঋষি
----------------------------------------------------------
৭৬ আর খিদে লেগে আছে
আমি ছোটো হতে পারি না।
গ্রাম থেকে শহর ,শহর থেকে রাজ্য
রাজ্য থেকে দেশ ,দেশ থেকে বিশ্ব।
এই বিশ্বের খিদে আমার শরীরে
আমি ছোটো হতে পারি না।
আমি মরে যেতে পারি অন্ধকার জোত্স্নায়
আমার শরীরে লাগতেই পারে জোনাকির আলো।
তবে আমি থাকতে পারি না দু হাত মাটিতে
আমি পুড়তে চাই না অনন্তকাল।

আমি  মিশে যেতে পারি না সময়ের সাথে
আমি অমর  ভাবনা মানুষের মনে
আমায় বাঁধবে কে ,,,,,,,,,,

হয়তো আমি হারিয়ে যেতে পারি
কিন্তু ফিরবো ঠিক ,,
আমায় আটকাবে কে   ................

আমি ছোটো হতে পারি না।
___________________________________

.একটা কবিতা আমি তুমি

আমার কবিতা পেলেই আমি তুমি হয়ে যাই তোমার মতো আটপৌরে শাড়ি পরি, হাতে কলম কোমড়ে আঁচলটা গুঁজে তোমার মতো উনুনে আঁচ দি  হাঁড়িতে পরিমাণ মত শব্দ, জল...