Friday, February 28, 2014

RISHI026@GMAIL.COM

জীর্ণ অর্থ
........... ঋষি

জীর্ণ পাতাগুলো মূল্যহীন প্রেমে
কিছু অহংকার ঝরে শীতের দিনে।
কিংবা ,কিংবা
যখন বৃষ্টি পরে নোনতা বৃষ্টির জল
চোখে টলমল ,বড় মায়াময়ী।
বড় সুন্দর দুচোখের তৃষ্ণা
বড় সুন্দর মায়ার জীবন।
প্রেম ,প্রেম ,প্রেম
ঝরে পরে প্রেমে তৃষ্ণা।

প্রেম শব্দের মায়ায় হৃদয়ের ঢেউ
প্রেম শব্দের ছায়ায় অন্ধকারে কেউ।
যারা আসে যায় ,তারা জানে
প্রেম এই নুড়ি শব্দের মানে।
যে পায় ,যে পায় না
সিম্ফনির সুর সবার প্রাণে।
এ এক অলীক গাঁথা স্বপ্ন স্পর্শ
এ এক হৃদয়ে ফোঁটা করুন ব্যথা
এ হলো হৃদয়ের শঙ্খ চিলের দর্প। 

Thursday, February 27, 2014

rishi026@gmail.com

প্রেম অলংকার
............... ঋষি

বল্লেই হলো চলে আয়
রাখবি কোথায়
আমার ঘর দোর সব শ্মশানের ছাই।

আমার হৃদয় প্রাচীন বাতিঘর
যে সমুদ্রে পথ তো দেখায়।
কিন্তু নিজের পথ চেনে না
জানে না ভালো থাকার মানে।

আমি এক বিশাল সমুদ্র
আর আমার দূরত্ব তুই মাপতে চাস।
আমি এক আলোর পাখি
আমায়  তুই বন্দী রাখতে চাস।

কোথায় রাখবি কোনখানে ,কোন খাঁচায়
আমি যে অগ্ন্যুপাতের অহংকার।
তুই যদি পুড়তে চাস পুড়তে পারিস
আমি যে তোর স্বপ্নের অলংকার।

বললেই হলো কাছে আয়
প্রেম কখনো কোথাও যায় না
আর শুধু কাছে থেকেও তা হয় না।

RISHI026@GMAIL.COM

আমার আর তোর কথা
............ ঋষি

তোকে জড়িয়ে ধরা মানে
পুড়ে যাওয়া
তোর বুকে যে কত আগুন।

তোর চোখে তাকালে মনে হয়
চলে যায় রূপকথার দেশে
তোর চোখে যে সদাই ফাগুন।

তোর শরীরে রাখা ,কিছু চুপকথা
আমি ছুঁয়ে দি ,মিশে যায় তাতে
তোর স্পর্শ আমার কাছে আদুরে ব্যথা।

তোর বুকের সাথে বুক রেখে বলি
মিশিয়ে নে ,টেনে নে আমায়
তোর আগুন আর তোর ফাগুন।

এতো গেল তোর কথা।

এবার বলি আমার কথা।

চাঁদ ,সূর্য্য প্রেম সব ছায়া
আসলে একটা মায়া
আর পরে থাকা কায়া।

প্রেমের আগুনে আমি প্রমাদ গুনি
জ্বলি ,পুড়ি, আমি মরি
অভ্যাস আমার।

আমার প্রেমে পুড়তে চাস
আমার বুকে থাকতে চাস
কিছু নেই সব শুন্য ছাই।

তবুও জানিস আমি পুড়তে চাই
হাড়াতে চাই তোর প্রেমে
বড় নিলাজ আমি।

Wednesday, February 26, 2014

RISHI026@GMAIL.COM

আর ভালোবাসো
.............. ঋষি
.
ধন্যবাদ হে ভালোবাসা
তোমার বিশাল সমুদ্র শরীরের
দূরত্ব মাপাটা বোধ হয় আমার হলো না।
আমি তো জানি প্রেম হৃদয়চিত
কিন্তু সস্তার বাজারে এই হৃদয়।
ভিষণ সস্তা
তাইতো তোমার হৃদয় কেনা হলো না।

তোমায় ভালোবাসি
চিরকালীন একরাশ আশা নিয়ে জড়িয়ে ধরি।
আর ততবার জালিয়ানওয়ালাবাগের মতো
ছুটে আসে অসংখ্য নির্মম বুলেট।
শুধু শরীর ,রক্তাক্ত হৃদয় লুটিয়ে পরে
জানি না কেন ,
এ জীবনে তোমার হৃদয় ছোঁয়া হলো না  .

ধন্যবাদ হে ভালোবাসা
পাতার পর পাতায় এই জীবন খাতায়।
কয়েক বিন্দু অশ্রু গড়িয়ে নামে
গড়িয়ে আসে কিছু ভালোবাসার স্বপ্ন সুখ।
কিছু পলকহীন নিস্তব্ধ সময়ের মুখোমুখি হৃদয়
ভিক্ষা চাই একটুকরো ভালো থাকার অনুভূতি ,
আর ভালোবাসো ,ভালো থেকো,ধন্যবাদ তোমায়। 

RISHI026@GMAIL.COM

মৃত বিপ্লব
............. ঋষি

কাগজগুলো দুমড়ে মুচড়ে আটকে থাকে
গলার কাছে শব্দ সারি বিপ্লব।
নিস্তব্ধ ,অহংকারী মেঘ যখন শব্দের আকাশে
গর্জে ওঠে কামান মেঘের ডাকে।
এক সুর এক তারা
কে ক্ষুধার্ত ,মানুষ কারা।
আমি বলি কার্তুজ খালি ,আকাশ খালি
মানুষ দাঁড়া।
পায়ের তলায় সর্ষে ভূত
মানুষ কোথায়, মানুষ কোথায়
কোথায় তারা।
শুধু পরে আছে দিস্তে দিস্তে শব্দ
আর শব্দের অহংকার।
আর শোনা যায় কান্নার শব্দ
ক্ষুধার্ত  তারা।
আকাশে মেঘে ঢাকা তারা
আর লোভি হাতছানি শব্দ আর শব্দ
সাধরণ সব জব্দ।
শব্দগুলো কারা
আমরা ,আমরা ,আমরা।
মুখ বোজা কেঁচো সব
দোমড়ানো মোচড়ানো  কাগজ মৃত বিপ্লব। 

RISHI026@GMAIL.COM

নদী থেকে সমুদ্রে
............. ঋষি

অহংকারের অলংকার তোমার নারী
আমার একমুঠো প্রেম তুমি।
বহুবার বহুবার তোমার প্রেমে
আমি মুগ্ধ।

শান্ত ,শীতল নদীর ঢেউ তুমি
কখনও উত্তাল তুমি সমুদ্রের পাড়ে।
কয়েক মুহুর্ত্য ঢেউ ,আছড়ে পরে বুকে
ঢেউ ,ঢেউ ,ঢেউ।
তোমার শরীর ,তোমার গন্ধ ,শুধু তোমার স্পর্শ
আমার হৃদয়ের গভীরে ঢেউ।
পার ভাঙ্গে টুকরো টুকরো স্মৃতি আছড়ে পরে
গভীর থেকে গভীরে তোমার হৃদয়।
টুকরো একটা মুখ নোনা চোখে
নোনা সমুদ্রে রক্তের ঢেউ।

আমি মুগ্ধ
বহুবার বহুবার তোমার প্রেমে।
কেন জান তোমার শীতল নোনা স্পর্শ
নদী থেকে সমুদ্রে। 

Sunday, February 23, 2014

rishi026@gmail.com

আমি আর আমি
............ ঋষি

আমি আর আমি
সত্যি আমরা মুগ্ধ আমাদের প্রেমে ।
যেদিন জ্যোৎস্না আসে ,যেদিন আসে না
তবু তো রাত্রি আসে ।
তেমনি বদলায় আর বদলানো জীবনে
সেই আমিকেই সবাই বড় ভালোবাসে ।

কিছুটা পথ চলে যাওয়ার পরে
কি তুমি পাবে ,নিজেকে ।
কষ্টে কাঁদবে ,জীবনে হাসবে
কার জন্য নিজের ।
তাইতো বলছি আমি আর আমি
সত্যি আমরা মুগ্ধ আমাদের প্রেমে  ।

যদি যেতে হয় চলে যাবে তুমি
যদি পেয়ে থাকো নিজেকে তুমি ।
তবে কি হবে
কে পাবে আর কে যাবে ।
সেই তোমার তুমি আর তুমি
সেই ফিরে আসো তুমি আমিতেই ।

এই তুমি শব্দটাকে
সবাই নিজের মতো ভালোবাসে ।
আসলে আমার আমিকে
ছাড়া যায় না ,ভোলাও না  ।
তাইতো বলা আমি আর আমি
সত্যি আমরা মুগ্ধ আমাদের প্রেমে ।

RISHI026@GMAIL.COM

ভালোবাসার ডাক
............ ঋষি

যদি তোকে উন্মুক্ত করি
তবে ভাবিস আমায় চাদর।
মন খারাপের ঘরে আর কেউ না থাকুক
পাবিই তুই আদর ।

যদি তোকে জড়িয়ে ধরি
মায়ায় রাখি বেঁধে ।
জানিস তোর ছন্দে ,তোর সঙ্গে
এই জীবন দেব বেঁধে ।

হাজার কথা ,কত কথার
সুরের মায়ায় বাঁচি ।
তোর চোখেতে জ্বালিয়ে দেবো
হাজার স্বপ্নের বাতি ।

তোর ঠোঁটের এই আতরটুকু
স্বপ্ন মায়ায় বেঁধে ।
বাঁচবো আমি তোর প্রেমেতে
তোর খোঁপায় জীবন গেঁথে ।

আমার শুরু ,আমার এ শেষ
তোর জীবনে দেবো বুনে ।
কাছে এলে বুঝবি তুই
তোর জীবনের কি মানে ।

RISHI026@GMAIL.COM

অর্থহীন ম্যাজিক শব্দ
............... ঋষি

কিছু কথা ,কিছু শব্দ যেগুলো আছে
অথচ অর্থগুলো পরিষ্কার নয় সবার কাছে ।

ধরুন না প্রেম শব্দটাকে
কিভাবে বোঝাবেন এই শব্দটা ।
কাছে  থেকে, না থেকে প্রেমে পরা যায়
ভালবাসি বলে ,না বলে
প্রেম করা যায় ,অদ্ভুত না ।

আসলে প্রেম শব্দটা একটা স্পর্শ মাত্র
যার অস্তিত্ব আছে অথচ একটা ম্যাজিক ।

আবার ধরুন কষ্ট শব্দটাকে
কিভাবে অর্থ করবেন এর ।
ইচছা বা অনিচছাই কষ্ট থাকে
কখন কে কিভাবে ভোগে তাতে
যার হয় সে জানে ,অদ্ভুত না ।

আসলে কষ্ট শব্দটা  হৃদয়চিত একটা স্পর্শ
যার অস্তিত্ব আছে অথচ আর একটা ম্যাজিক ।

এমন তো বহু শব্দ আছে
যার স্পর্শ আছে অথচ অর্থ নেই ।
যার সৃষ্টি আছে ,আমৃত্যু ধ্বংস নেই
অভিধানে দেখো হাজার মানে
অথচ যাদের কোনও মানে নেই ।

rishi026@gmail.com

সিঁড়ির ওঠা, নামা ,পরা
.............. ঋষি

সিঁড়ি বেয়ে যত উঠতে থাকি
ততোই আমি নামতে থাকি নিজের কাছে।
আসলে মাটির যোনি ছেঁড়া আর্তনাদ
আমি ভুলতে পারি না
ভুলতে পারি না পিছনের মায়া ,মমতা আর প্রেম।

মাটির দুর্বা ঘাসে লেগে থাকা ঘামের গন্ধ
সময়ের আড়ালে লুকিয়ে থাকা মনুষ্যত্ব।
সব কেমন পিছু টানে আমায়
মিশিয়ে নিতে চাই সময়ের পাতায়।
আর তখনি মস্তিষ্কের শুয়ে থাকা লোভগুলো
গুনতে থাকে সিঁড়ি
এক এককে এক ,এক দুগুনে দুই ,অসীম অসংখ্য।
লোভের আকাশে মৃত্যুর হাতছানি
মৃত্যুর সিঁড়ি বেয়ে আমি এগোতে থাকি
অনিচ্ছা আর বাধ্যতার সাথে।

সিঁড়ি বেয়ে উঠতে থাকি আরো উপরে
যেখান থেকে দেখা যায় না মাটি।
পাওয়া যায় না  ভিজে মাটির গন্ধ
সব কৃত্রিমতার সাথে নিজেকে মশিয়ে
আমি তখন মৃত্যুপুরির দরজায়। 

Saturday, February 22, 2014

RISHI026@GMAIL.COM

আমার শহর (১৯)
..................... ঋষি

তোমার আমার লাল রক্তের ছোপগুলো
ধড়া পরে ধর্মতলার মোড়ে ।
এখানে সেখানে ছড়িয়ে থাকা ক্লান্ত মুখের সারি
ভীষণ ক্লান্ত আমার শহর ।

হাঁটতে থাকা ভিড়ের মাঝে
ছড়িয়ে আছে নিঃশব্দ  এক কালো ম্যাজিক ।
এক কালো ছায়া শরীরে আকাশের মাঝে
ভীষণ নোংরা আমার শহর ।

বাঁচছি খিদের তাগিদে ,ইঁদুর দৌড়ে
হাসছি সাজানো ছলে প্লাস্টিক স্মাইলে ।
হাই  হাইপ্রফাইল সমাজের মোড়কে
ভীষণ নকল আমার শহর ।

সন্ধ্যা নামে কাণ্ণা জড়িয়ে পথে ঘাটে
আকাশে সাজানো খিদের চাঁদ ।
ফুটপাথে রাখা জন আলোড়ন
ভীষণ খিদেয় আমার শহর ।

ঘুমিয়ে আছে মোমবাতি শব
ছড়িয়ে ছিটিয়ে নগ্ন যে সব  ।
মিথ্যা আমি মিথ্যা তুমি
ভীষণ মিথ্যুক আমার শহর ।

লজ্জা নয় ,কাণ্ণা পায়
হাসি নয় ,ভয় পাই ।
বাঁচছি আজ ,কাল যে কোথাও
যদি হারায় আমার শহর ।

RISHI026@GMAIL.COM

ভাঙা মুখ
.................. ঋষি

কয়েকটা টুকরো জুড়ে হৃদয়ের কাঁচা ছবি
একটা মুখ ভেসে ভেসে ওঠে ।
জ্বালা ধড়া ভাঙা বুকে
ঝড় ঝঞ্ঝা পেড়িয়ে তোমার মুখ
কেমন জানি বদলানো রূপ ।

সেই মেয়েটা কাঁচা শরীরে ঢেউ তূলে
বাস স্ট্যান্ডে  বাসের ভিড় ।
সেই মেয়েটা ভালো লাগার গন্ধ ছুঁড়ে
পথেঘাটে ,হৃদয় মোড়ে ।
কখন যে চলে আসে ঘরে
তোমার মুখ আর স্পর্শ তোমার ।

ঘরকন্না ,সুখের বন্যা ,কত আশা
গা ঘষাঘষি এই ভালোবাসা ।
সব নকল ,সব বৃথা
ভেঙে যায় ,ভেঙে পরে ঘর ।
আর টুকরো টুকরো ছবি জুড়ে
এক স্মৃতির কোলাহল ।

কয়েকটা টুকরো জুড়ে হৃদয়ের কাঁচা ছবি
আঁকাবাঁকা মোড়কে রাঙানো তোমার মুখ ।
কেন জানি চেনা যায় না
তবুও  জানতে চাই তোমায় নতুন করে
তোমার শুরু থেকে শেষ আমার নিজের করে ।

Friday, February 21, 2014

RISHI026@GMAIL.COM

আমার কবিতা ,আমার প্রেম
............... ঋষি

ভুলে যাওয়া আর মরে যাওয়া
কোথায় যেন এক জানিস ।
আমাকে ভুলে যাবি আমি জানতাম
কিন্তু PLEASE মেরে ফেলিস না ,
তুই আমার কবিতা ,আমার প্রেম ।

রোজ তো আমার কবিতার পাতায়
তোর মুখ আঁকি আমি ।
শুধু বদলায় সময় আর পরিস্থিতি
রোজ তো তোর স্বপ্ন দেখি কত ভাবে ,
শুধু বদলায় তোর রূপ আর আমার স্মৃতি ।

তবু আমি মুগ্ধ জানিস
তুই আমার কবিতা ,আমার প্রেমিকা ।
আমার অন্তর তৃষ্ণা এক মায়াময়ী
আমার অন্তর দহনের এক প্রতিচছবি ,
আমার প্রেমিকা ,আমার কবিতা ।

কতদিন আমি কাটিয়েছি ফুটপাথে তোর সাথে
কত রাত্রি আমার শরীরে রক্তে তুই ।
আমার জ্বালা ধরা চিতার খবর রাখে না কেউ
আমি জানি তুই ও না ,
জানিস আমি মরবো তোর প্রেমে ,জানবে না কেউ ।

তোর বদলানো হৃদয়ের কোথাও রাখিস আমায়
তোর স্বপ্নের শহরে বন্দী আমি ।
আমাকে ভোলাতে পারবি না তুই
তোর ছন্দের তালে বেঁচে আমি ,
জানিস তুই আমার কবিতা ,আমার প্রেম ।

Thursday, February 20, 2014

RISHI026@GMAIL.COM

আমার অস্তিত্ব
..................... ঋষি

আমার সর্ব সুখ গড়িয়ে পরে নিঃস্বার্থের গায়ে
সেদিন চৈত্রের আকাশে গলা শুকিয়ে ।
মাটি খুঁড়ে তূলে আনি আমার শবটা
লজ্জাহীন মেরুদণ্ডী লাশটা
অর্থহীন মনুষ্য পদ চিহ্ন যার ।

লড়াই আমি দেখি নি
দেখি নি কাটা হাত পা ছড়ানো বিশাল উদ্যান।..
পাইনি বারুদের গন্ধে রক্তের নোনা স্বাদ
তবু জানো আমার কঙ্কালে লেগে আছে অভুক্ত রক্ত ।
আমার শরীর বেয়ে নামতে থাকে দগদগে ক্ষত
ক্ষত শুকিয়ে যাওয়া পুরনো দিনের ।
ক্ষত হারিয়ে যাওয়া স্ত্রীমায়ের কান্নার
আমার দম বন্ধ হয়ে যায়
আমার রক্ত শুকিয়ে যায় মৃত ফ্যাকাসে শরীর ।

আমার সর্ব গ্রহের অন্তিম পর্যায় প্লাবন
ক্রুশের রক্তে উড়তে থাকা ডানা হাত বাড়ায় ।
হাত বাড়ায় মাটির নীচে শুয়ে থাকা আমার অস্তিত্ব
গলা শুকিয়ে যায় শরীরের রক্তে আগুন
পুড়ে যায় ,জ্বলে যায় আমার অস্তিত্ব ।

RISHI026@GMAIL.COM

সভ্যতায় আদম আমি
.................. ঋষি

নিজেকে মাঝে মাঝে আদম মনে হয়
ফিরে যেতে ইচছা হয় গভীর আরণ্যের মাঝে ।
আর কত সুপারসনিক সভ্যতা
যার গতিতে লুটিয়ে পরে সভ্যতার মানে ।

খালি পায়ে হাঁটতে  ইচছা করে দূর্বা ঘাসে
থাকতে ইচছা করে অন্ধকার গুহায় ইভের সাথে ।
যেখানে থাকবে অস্তিত্ব আর প্রেম
থাকবে না সভ্যতার বদলান রিমেক ।
শুধু চোখ বোজা শান্তি, শান্তি আর শান্তি
আর ঝকঝকে পৃথিবীতে ইভের হাত  ।

বিশ্বাস করুন আর খাবো না বিষ ফল
ইভের হাত ধরে সৃষ্টি করবো না সভ্যতা ।
যে সভ্যতার গোড়ায় রাখা অন্ধকার
যে সভ্যতার ভবিষ্যতে রাখা ধ্বংস
সৃষ্টি করবো না এমন অন্ধকার সভ্যতা ।

দরকার নেই বিলাসবহুল মনরঞ্জন
দরকার নেই ইঁদুর দৌড়ের সাতকাহন ।
বাঁচার জন্য সুস্থ পৃথিবী দরকার
অলঙ্কার নয় মনুষ্যত্বের অহংকার দরকার ।
দরকার নেই ভণ্ড শিক্ষার আলো
শুধু দরকার একমুঠো শান্তির আকাশ ।

নিজেকে তাই আদম করে আয়নায় দেখি
আমি সভ্য সভ্যতার মোড়কে ।
আয়নার পিছনে চোখ চলে যায়,কাণ্ণা আসে
 আমি যে ভীষণ নগ্ন সভ্য আলোকে ।

Wednesday, February 19, 2014

rishi026@gmail.com

আমার স্বপ্ন তোমার আকাশ
.................. ঋষি

কিভাবে ধড়া দেবে আমায়
মনের বিশল্যকরণীর খবর তুমি রাখো না ।
শুধু ছুটে ফেরো জ্যান্ত ঘুঘুর ডাঙায়
আমার মনের দিশা তুমি বোঝো না ।
শুধু খুঁড়তে থাকো অকারনে জীবাশ্ম
কি পাও তুমি সেখানে ।

আমাকে মৃত দেখতে ভালো লাগে তোমার
আমাকে পোড়াতে তোমার ভালো লাগে ।
রোজ তো শ্মশান আঁধারে
আমি বাঁচি তোমার স্বপ্নে ।
রোজ সাতসমুদ্র ঘুরে তুলে আনি ক্ষুদ্র উপার্জনের ঝুলি
অনায়াসে ঢেলে দি তোমার আঁচলে ।
তুমি যদি চাও তোমার আহ্বানে আমি মরে যেতে পারি
শুধু এমন করে মেরো না আমায় ।

কিভাবে ধড়া দেবে আমায়
আমি চাইনি মনি মুক্ত তোমার কাছে ।
চাইনি কোণও মেঘে ঢাকা তারা
শুধু রেখো তোমার মনটা আমার করে ।
শুধু রেখো তোমার খোলা আকাশ আমার নামে
তুমি জানো ভালো আমি বাঁচতে চাই তোমার আকাশে ।

RISHI026@GMAIL.COM

স্পর্শ কাতরতা
............... ঋষি

নাভির ভিতরে পদ্ম রাখার লোভটা
আমার চিরকালীন ।
ছোটো বেলায় প্রথমবার যখন তোমায় চুমু খেলাম
তখনও বুঝি নি তোমায় ঠিকঠাক ।
শুধু তোমার স্পর্শে জ্বর এসেছিলো
আবোলতাবোল ভাব পরের কয়েকদিন ।
আর তোমায় বুঝতে কেটেছে আরও বেশ কিছুদিন
তবু বুঝি নি জ্বরের মানে  ।

আর আজকাল তো জ্বর যখনতখন
বিছানার আঠায় চোখ লেগে আসে ।
চোখ লেগে আসে তোমার উষ্ণ স্পর্শে
আমি তো ভুগতে থাকি জ্বরে ।
তবু তোমায় জড়িয়ে থাকি
কারণ জ্বর তো চিরকালীন নয় ।
রোজ ছাড়ে রোজ ধরে
অনেকটা ভাল্লুকের মতো ।

নাভির ভিতরে পদ্ম রাখার লোভটা
আমার চিরকালীন ।
আগের স্বভাব রোজকার অভাব
আরকিছু  নয় ।
শুধু জ্বরটা একি আছে
আসে যায় নিয়মমাফিক তোমার স্পর্শে ।
কারণ স্পর্শটা একি থাকে না
বদলায় হিসেবমাফিক ।

rishi026@gmail.com

মেঘের দেশে
............... ঋষি

আকাশের নীল রঙের ক্যানভাসে আজ মেঘলা ছোপ
বৃষ্টি আসছে দুকূল ভাসিয়ে।
কাদা কাদা পথের উপর পায়ের ছোপ
কিছু আসার ,কিছুটা চলে যাবার ।
সবাই তো আর হৃদয়ের নয়
সবাই তো আর সে নয় ।
কিন্তু কখন যে হৃদয় প্রকোষ্ঠে একটা ঘর বানিয়ে ফেলে
তারপর চলে যায় মেঘলা দিনে একলা করে
মেঘের দেশে ।

আর তখন বৃষ্টি আসে
দুকূল ছাপিয়ে হৃদয়ের ঘরে কত স্মৃতি ।
মিছে আঁকিবুকি,মিছে জমা নোনা জল
হৃদয়ের পথে কাদা পায়ের ছোপ ।
কিছু আসার ,কিছুটা চলে যাবার
চোখের কাজলে নোনা জলের ছোপ ।
কিছুটা বৃষ্টি মেঘের সাথে মিশিয়ে
এইমাত্র সে  চলে গেলো
মেঘের দেশে ।

Monday, February 17, 2014

RISHI026@GMAIL.COM

মুহূর্তদের আবর্তনে
............ ঋষি

মুহূর্তদের আটকে রাখতে হয়
জানি ,তবে পারি না ।
খোলা পথের উপর ছন্নছাড়া রৌদ্র
আগলে রাখবে
ধুর সরে সরে যায়
কি ধরবে আর কাকে আগলাবে ।

শ্মশান কাব্যের পাতায় পাতায় বিষ
মুহূর্তদের আনাগোনায় উৎপন্ন মৃত শব ।
কত বুনবে কত আগলাবে
শতাব্দীর আগুনে আহূতি দি
অশ্বমেধের ঘোড়া কেন আটকাবে,কিভাবে ।

এপারে জয় ওপারে পরাজয়
মাঝখানে ভীত জীবন খাবি খায় ।
কাকে বলবে ,অন্তরে অনাহূত আবর্তন
সত্যি ,মিথ্যা দুর্বিপাকে
এ জন্মের পাপ পরজন্মের গায়ে ।

মুহূর্তদের ভীড়ে আটকানো নাভিশ্বাস
কিছুটা বিশ্বাস ,কিছুটা আশ্বাস ।
অবস্থান দুপক্ষের বন্ধুত্বপূর্ণ
কাকে রাখবে ,কাকে সরাবে ।
জীবনের পথে দাঁড়ানো তুমি আমি
হাসির আড়ালে শুধু কাঁদতে থাকবে ।

RISHI026@GMAIL.COM

চেনা ভায়োলিনের সুর
............... ঋষি

বিগড়ে গেলো জানেন
সেদিন বিকেলে এক কাপ চায়ে মিষ্টি ।
আর সাথের পাঁচ তারা ভায়োলেণে
কি অদ্ভুত সুর
এক চেনা জ্বালা ভেজানো দুকূল ।

এক সিম্ফনি হৃদয় গভীরে বিষ
সব বদলে গেল ,সুরের তালে তালে ।
বাদকের মুখে হাসি
হাততালি , আর আমার বুকে বিষাক্ত বিষ
ঊপছে পড়লো ।

বড্ড ভালো বাজায় মেয়েটা ভায়োলিন
আমি হাসলাম, গড়িয়ে পড়লাম , আবার কাঁদলাম
বড্ড চেনা ছিল মেয়েটার মুখ
আমার চেনা সুখ
চেনা সুর , ভায়োলিন আর মেয়েটা  ।

ক্লেদাক্ত এক বিকেল বেলায় বদল হলও জানেন
সেই ভায়োলিনের সুর আমার বুকে
ভালো বাজছে ভায়োলিন মেয়েটার হাতের যাদু
এক ছন্দ ,এক সুর ঢেউ তোলে
আমার মনের অচেনা সমুদ্র ।

RISHI026@GMAIL.COM

এক সমুদ্র প্রেম
.................. ঋষি

জন্ম ছিল বৃষ্টির আকাশে
মুক্তির এক বিশাল সমুদ্র ।
আকাশে বাতাসে ছড়ানো নোনা স্বপ্ন
আরক্ত চোখে এক নোনা সমুদ্র ।

তোমাকে বলি নি আমি ভালোবাসও
কিন্তু আমি তোমায় ভালবাসতেই পারি ।
কখনো বলি নি তুমি কাছে এসো
কিন্তু আমি তো নোনা জল মাখতেই পারি ।

কলঙ্ক যদি থাকে ,সে আমার হোক
তোমার থাকুক শুধু বিশালতা ।
অন্ধকার যদি হয় রক্তে মলিন
তোমার থাকুক গম্ভীর নীরবটা ।

ভাবছি তোমায় বুকে ধরে রাখি
উথালপাথাল তোমার ঢেউয়ের আঘাত ।
গড়িয়ে পড়ুক বালিচড়ে প্রেম
আর সঙ্গে থাকুক স্পর্শে বিশালতা ।

মৃত্যু ছিলও পরে নীল জলে
ঊঠছে ,জাগছে ,পড়ছে ভাঙছে  ।
গড়ছে এক আকুল আলাপন
আমার এক সমুদ্র প্রেম   ।

RISHI026@GMAIL.COM

এক সমুদ্র
............... ঋষি

কতকটা আদুরে হাওয়ার সাথে
নীল সমুদ্রের ঢেউ মিলে  ...... যে ঝিলমিলে রৌদ্র ।
তাতে তোমাকে রাঙিয়ে
এক সমুদ্র ।

বালুচর , , , আর একঘর প্রেমের বিলাপে
ঊল্টোণো মাঝি নৌকোর  ......... জালে জড়িয়ে ।
আমার একলা আকাশ তুমি
এক সমুদ্র ।

তুমি তো দিয়ে গেছো কত
নিয়েছোঁ  কতটুকু  ............... নোনতা কালি মাখা ।
আমার হৃদয়ের চোখের জল
এক সমুদ্র ।

প্রেম নয় , , , সে তো পরিচয়
পরিচিত চোখের কাজলে ........ মেঘলা নয়নে ।
এক ফোঁটা ঝরে পরা বৃষ্টি
এক সমুদ্র ।

কিছু কথা গম্ভীর আস্তরণে
উথালপাথাল হৃদয়ের স্বয়ংবরে ....... কি আছে রাখা ।
বিশাল নীলের মাঝে
এক সমুদ্র ।

কোথা দিয়ে শুরু করি
শেষ জানি না  ............ উড়ে যাওয়া ঘরছাড়া পাখী ।
উড়ে চলা প্রেম গায়ে মাখামাখি
এক সমুদ্র।

Saturday, February 8, 2014

RISHI026@GMAIL.COM

আমি তো মরে গেছি কবে
........................ঋষি

জীবনের উপর প্রচুর ধুলো জমেছে
আমি তো মরে গেছি কবে ।
শুধু মৃত্যুর লেখা রয়েছে পরে
দিস্তা দিস্তা সাদা পাতায় ।
অন্ধকারে ধুলো ভেজা পথের উপরে

রঙ মাখা লাল তুলির টান
শুধু মৃত্যুর ছবি আঁকা ।
এক একটা ছবি ,নানারূপে
আমার মৃত্যু লেখা বহুবার ।

আমার সমাধির উপর সার বাঁধা স্বপ্নের ঘর
নতুন গজিয়ে ওঠা কোনও বালুচর ।
প্লাস্টিক সমাজের মুখে লাগা আঠা
আমার হৃদয়ে পোড়ে সেই সব কথা
শব্দের পাহাড়ে আমার মৃত্যু লেখা ।

জানি আমার মৃত্যুতে কাঁদবে না কেউ ।
আমার স্বপ্নে গড়া ছবিগুলো সব
পুড়বে শ্মশানের শবে
 ভাববে না কেউ ।

জীবন সমুদ্রে আমি এক মুঠো আশা
মৃত্যুর সাথে জমা এই ভালোবাসা ।
আমি তো মরে গেছি কবে
দিস্তা দিস্তা সাদা পাতায় লেখা
জীবনের সাথে মিশে পথের উপরে ।

rishi026@gmail.com

পুড়ে ছারখার
............. ঋষি

শেষ বারের মত বিকেলে ঘ্রাণে
কেমন এক মাটির গন্ধ পেলাম
পোড়া মাটি  হে ,,,,, পুড়ে ছারখার।

নদীর ধারে যেদিন তোমায় প্রথম কুড়িয়ে পেলাম
সেদিন আমার লাল রঙের লোভগুলো বলেছিল
কানে কানে , খুব গোপনে
আমি তোমায় ভালোবাসি ,,,, আবার ভালোবাসা বাসি।

না হে আমি লোভি নয়
ও আমার ভিতরকার বাঁচার স্বভাব।
লাল টুপি পরা এক সাহেব হেঁটে ছিল চৌরাস্তা ধরে
আমি নদীর ধারে আমার অভাব।

সাহেব পেল কুড়িয়ে একটা শরীর রাস্তার ধারে
আর আমি পেলাম তোমায়।
হে হে সে যে তুমি নয়
আমার বাসনা ,কামনা আর একমুঠো বৃষ্টি।

চোখের নোনা জলে এখানে দুকুল ভাসে
আর নদীর জল শুকিয়ে
সে কি অনাসৃষ্টি
তবু ভীষন মিষ্টি নোনা জলে।

শেষ বারের সূর্যে আঁকা তোমার মুখ
আমি না হয় গেলাম চলে
কিন্তু ওই মুখ ,,,,,,, পুড়ে ছারখার। 

rishi026@gmail.com

প্রেমের স্পর্শে
............... ঋষি

যারা  প্রেমে পড়েছেন ,তাদের বলা
তোমাদের নীল রঙের স্বপ্নের থলির ইচ্ছাগুলোর
 জন্ম মৃত্যু না চাইলে এমন করবেন না।
যদি অন্তরের সম্পদের মানহানি না চান
তবে প্রেম স্পর্শ করবেন না।

শোনা কথা তবু বলি
প্রেমের রূপে মুগ্ধ হবেন স্বাবাভিক,
কিন্তু দয়া করে হৃদয়ে গ্রহণ করবেন না।
সেদিন অমুক দেশের কোনো নাগরিক একি ভুলে
মৃত্যু দন্ড নিলেন।
সবাই দেখলো ,বুঝলো ,ভাবলো
আর ভুলে গেল।

এমন হয় কারণ প্রেম স্বপ্নময়
এমন হয়ে থাকে কারণ প্রেম ছলনাময়।
ভাবছেন বোধহয় আমি পাগল
হা হা সত্যি তো আমি পাগল
কারণ প্রেম করলে পাগল হওয়া স্বাবাভিক। 

Friday, February 7, 2014

rishi026@gmail.com

নতুন কিছু না
................. ঋষি

হাফ শার্ট লিটল ম্যাগের প্রথম পাতা
প্রেম সে তো মধুর ,কভু কাছে কভু শুধু
আজব তান্ডব।

অ আ ক খ ছেড়ে খোকা দল বানিয়েছে
ফেসবুক না ,উজবুক না।
অনিদ্রায় পেট গরম হয়েছে
মাথার ভিতর হিংস্র হাতছানি সময়ের
অদ্ভুত পাবলিক।

মায়ের কাছে মাসির গল্প
কোনো নতুন কিছু না।
এবার খসবে ,খসে পড়বে জড়ানো অঙ্গপ্রতঙ্গে ক্ষুদ্র ভূমিকা
কয়েকটা আলিঙ্গনের পরেই মিছিল।
মিছিলের সামনে খোকা
জবাব চাই ,জবাব দেও
বাপরে কি অদ্ভুত না।

খালি হবে না কোনো কার্তুজের বারুদ
বৃষ্টি হবে না অসময়ের মিছিলে।
বড্ড ফালতু যে এ দল
বাঁচ আর বাঁচতে দেও ,পুরনো প্রবাদ
মারো আর বেঁচে থাকো।

হাফ শার্ট লিটল ম্যাগের শেষ পাতা
খোকা গেছে মাছ ধরতে গাঁজা আর মদে ডুবে
খুব সাধারণ যে। 

rishi026@gmail.com

জীবন্ত কৌতুক
................. ঋষি

জীবন্ত যাতনার একটা গল্প আছে
যখন ঢুকে যায় গরম লোহা অনেক ভিতরে।
কিংবা গায়ে ঝরে পড়তে থাকে লালচে সীসে
তখন পুড়ে যায় অতি প্রিয় জীবন  .

নীল আভায় রাঙানো প্রাগৈতিহাসিক সমুদ্রে
যদি মেশে জ্বলন্ত লাভা
মেশে কতটুকু ,পোড়ে জীবন তার থেকে বেশি।
জীবাশ্মের গায়ে লেগে থাকা ডিএনএ জানান দেয়
আজকের বিশেষ খবর
একটা জীবন ফুরিয়ে যায় বা বেঁচে যায়
কিন্তু আসল কথা কার কি এসে যায়।

যা পুড়ছে তাকে পুড়তে দেও
যে মরছে তাকে মরতে দেও।
জীবন বাঁচবে না , না বাঁচুক
প্রতিবাদী মিছিলের সামনে দাঁড়িয়ে।
বোবা সভ্যতা জ্বলে মরুক
মাথা ঠুকুক আমাদের রক্তে আবার থুথু।
শান্তি দেও ,শান্তি দেও ,শান্তি দেও ...........

জীবন্ত যাতনার মাঝের কথাটুকু বলা হলো
শেষ হলো না অভিশপ্ত জ্বলন্ত পুড়তে থাকা।
নটে গাছ মুড়তে মুড়তে পুড়ে গেলো
হলো না এ জীবনে বেঁচে থাকা। 

rishi026@gmail.com

হায় প্রেম
........... ঋষি

প্রেম,প্রেম ,প্রেম
আঠালো প্রেম ,রক্তাক্ত প্রেম ,ক্লেদাক্ত প্রেম ,স্মৃতির প্রেম।

কি আছে বলুন তো ?
ফুটপাথে অগ্নিশিখা মনুষত্বের বলি।
সকালের সূর্যে সৌর্য্য ঝরে
ঘামের সাথে কামের কি কাজ
কি করি বলুন তো ?

প্রেম,প্রেম ,প্রেম
এই প্রেম শব্দের মানে খোঁজে ডারউইনের বাদর।
এই প্রেম শব্দ খুবলে খায় সভ্য মানুষ
শরীর আর মিডিয়ার সাথে কেমন আঠা ভাব।
কিছুটা প্রেম বোধহয় উপছে পরে চোলিকে নিচে
কিছুটা উপছে পরে অভুক্ত চাঁদের গায়ে,
আঁকিবুকি টানে লোভ।

বোধহয় অভিধানে একটা মানে
শরীরের গভীরে অন্ধকার পায়ে।

প্রেম,প্রেম ,প্রেম
কফিকাপে উপচে পরে কিংবা ভাঙ্গা গঙ্গার পারে
হেলান দেওয়া শরীরে উপচে পরে।

সময়ের কথা লেখা হয় নোংরামির গায়ে
হায় প্রেম ফুরিয়ে যায় ,, পা হরকায়।
হামাগুড়ি দিয়ে লজ্জায় মুখ লোকায়
কি জানি সবার কথায় কথায় প্রেম প্রেম পায়। 

rishi026@gmail.com


মিথ্যাবাদী বিষন্নতা
.............. ঋষি

আজকাল ভালোই মিথ্যা বলিস তুই
নিজের সাথে মিথ্যা
মানায় নারে একদম মানায় না।
আসলে কি জানিস তুই ঠিক বলিস না
বলে নতুন সময়ের মোড়গুলো ,
বলে  নতুন কাছে আসা মুখগুলো
বদলানো সময় আর হৃদয়ের সাথে।

এক মুহূর্তের জারিজুরি
সব কেমন বদলানো আয়নার মানে।
কিছু প্রেম ঝরে আবেলায়
কিছু আটকে থাকে সময়ের গায়ে।
এ যেন এক নক্সী কাঁথা বোনা
বোনা স্বপ্নের সুর নীল আকাশের গায়ে ,
এক বিশাল সমুদ্র।

আসলে বদলাস নি তুই
বদলেছে এক সমুদ্র দুরত্ব
আর আমার খুব কাছের তুই।
বদলানো সময়ের আলোয় বদলানো
বেশ সাজানো সৌন্দর্য্যে রাঙানো তুই।
বেশ লাগে আজকাল অদেখা মানে
আজকাল ভালোই মিথ্যা বলিস তুই। 

rishi026@gmail.com

পুড়িয়ে ফেল ,পুড়িয়ে ফেল
............ ঋষি

ইচ্ছা ছিল তোকে গুড়িয়ে ফেলি
তোকে ভেঙ্গে ফেলি টুকরো টুকরো  কাঁচে তোর বুক
টুকরো ,টুকরো ,টুকরো।

তোর সব সৌন্দর্য্য শুষে নিক হৃদয়ের নোনা জল
পুড়িয়ে ফেলি তোর মুখ।
ইচ্ছে মতো দুমড়ে মুচড়ে তোকে ছুঁড়ে ফেলে দি
শুন্য এই বুকের খাঁচায়
ধরে রাখি শান্তি আর থাকুক সুখ।

তুই যখন পোড়াস আমায় হৃদয়ের লুতে
তুই যখন শান্ত ভাবে খোদাই করিস আমার বুক
সেখানে রক্ত ঝরে ,সেখানে জ্বালা ধরে।
ধরে অনেক কিছু ঝলসানো ফ্লাশব্যাকে পিছনের পাতায়
ভীষন সুন্দর , ভীষন সুন্দর তোর মুখ।

তুই আছিস এক জ্বলন্ত উনুনের মত
একটা ভ্যাবসা বোবা মুখ আমার।
জ্বলছে ,পুড়ছে হৃদয় রোজ দিনে রাতে
পুড়ছিস তুই সকাল সন্ধ্যা আমার সাথে
এক না বলা মেঘের মতো অসময়ে।

ইচ্ছেগুলো উস্কানি দেই
অনিচ্ছার সাথে বোঝাপরা
পুড়িয়ে ফেল ,পুড়িয়ে ফেল, পুড়িয়ে ফেল।  

RISHI026@GMAIL.COM

ভদ্রলোককে আমি চিনি
.............................. ঋষি

ভদ্রলোককে প্রথম যখন চিনি
তখন আমি হাফ প্যান্ট ।
বাবার কোলে চেপে এসেছিলাম কোনও গুণীর গান শুনতে
গানটা ছিল "তুমি কেমন করে গান কর হে গুণী "।
পিছনে মস্ত পোষ্টারে সেই দাঁড়িওয়ালা ভদ্রলোক
 মা বোল্লেণ ইনি রবিঠাকুর ।
আমি প্রণাম করলাম
কারণ আমি শিখেছিলাম ঠাকুরকে প্রণাম করতে হয় ।

তারপর স্কুল ,কলেজ ,অফিস পেড়িয়ে
ওনাতে মুগ্ধ হয়েছি বহুবার ।
কারণ , অকারণে গেয়েছি ভাঙা গলায় ওনার গান ভালোবেসে
আজ বুঝি ওনাকে হৃদয়ে রাখতে হয় ।
রোজকার আসা যাওয়া মান অভিমান পেড়িয়ে
ভদ্রলোক যে কখন আমাদের আটপৌরে হয়ে আছেন ।
যারা চেনেন আর যারা চেনেন না
সকলের কাছে উনি ঠাকুর ্‌্‌্‌, রবি ঠাকুর ।

সমস্ত বাঙালীর আনন্দ বিষাদে উনি আছেন
আর থাকবেন যত দিন আমরা আছি ।
সমস্ত অন্ধকারে উনি আলোর মত জ্বলন্ত এক দীপ্তি
আসলে ভদ্রলোক বোধ হয় ম্যাজিক জানতেন ।
উনি জানতেন কি করে সবাইকে প্রেমে ফেলতে হয়
উনি নিজের মত সব অনুভূতি ভাঙতেন গড়তেন ।
বিশ্বাস করতেন বিশ্ব প্রেমে
তাইতো রবি ঠাকুর আজও তোমায় পড়তে ইচ্ছা হয় ।

Thursday, February 6, 2014

rishi026@gmail.com

কি অদ্ভুত না
............. ঋষি

কাগজের উপর লেখা আর হৃদয়ের উপর
কয়েকটা শুয়োপোকা হেঁটে চলা হৃদয়ের।
কুট কুট ছারপোকার কামড় মাথার ভিতর
কিছুক্ষণের স্তব্ধতা আর স্মৃতিচারনা
কি অদ্ভুত না।

আসলে স্মৃতিগুলো চুলকানি সব
কিংবা হৃদয়ের উপর দগদগে ক্ষত।
কিছুতেই শুকোতেই চাই না
মানতেই চাই না , ওই না গুলো সব।
বোঝে না কেন জানি না
সব তো ইচ্ছে করলে পাওয়া যায় না
পাওয়া যায় না নিজেকে হারানোর মানে।

কাগজ কুচিয়ে ,কুচিয়ে লিখতে থাকা
টুকরো টুকরো স্মৃতির আঙ্গিনায় সময়।
আর সময়ের পথে হাঁটতে থাকা
এক অলিক যাত্রীর কল্পনা।
আসলে আমরা সবাই বোধ হয়
কষ্টকে ভালোবাসি
তাই রক্তাক্ত কষ্ট ভোলা যায় না।

আর এই ছারপোকার যাতনায় তিড়িং বিড়িং
মন উড়ে চলে যেন জল ফড়িং।
সব বুঝি তবু কিছুই বুঝি না
আর এই বোঝার জন্য ছারপোকার কামড়
কি অদ্ভুত না। 

rishi026@gmail.com

আছে অপেক্ষায়
........................... ঋষি

ধুলো আর ধুলো চারিদিকে
সকালের নরম কুয়াশাও আজকাল কেমন আবছায়া।
এই মাত্র চলে গেল সাতটা চুয়ান্ন লোকাল
শুধু দিন বদলায় রোজ তো যায় চলে এ সময়।
কিন্তু সে তো দাঁড়িয়েই থাকে একি রকম রোজ
সে তো দাঁড়িয়ে আছে শেষ পাঁচ বছর।
স্টেসনের সিঁড়ির  পাশে এ সময়
রোজ তো সে থাকে অপেক্ষায়।

আজ পাঁচ বছর হলো কেউ অপেক্ষায়
সে নারী হোক বা পুরুষ।
কি এসে যায় ,সে অপেক্ষায়
কেউ গেছে চলে ,একলা ফেলে।
আছে অপেক্ষায়।

আসলে অপেক্ষা সবসময় আশায় থাকে
আসলে সময় তখন থেমে থাকে।
যেমন থেমে আছে সাতটা চুয়ান্ন লোকাল
একই পথে ,একই সময়।
শুধু দিন বদলায় , বদলায় ঋতু
পাঁচ বছর কবে যেন মৃত্যু ছুঁতে চাই।
তবু অপেক্ষা সে তো থেকেই যায়
তার কোনো মায়া নেই ,সে দৈনন্দিন ছুঁয়ে যায়। 

rishi026@gmail.com

চির যৌবনা প্রেম
........... ঋষি

চির যৌবনা তুই তাই না
তাই তো তোর কর্কশ রূপেও প্রেম থাকে।
কোনো এক ম্যাগাজিনের পাতা থেকে উঠে
যেদিন তুই হেঁটে ছিলিস আদমের হাত ধরে।
সেদিন তোর নগ্ন শরীরে বিষাক্ত বিষ ফল
আজও ফোঁকে তরুণ যুবক প্রেমের হাত ধরে।

সেদিন স্বপ্নপুরে বাঁশি বাজে নি
বেজেছিল কৃষ্ণের হাত ধরে কোনো রাধার হৃদয়ে।
প্রেম এসেছিল একবার
তোর সাথে হৃদয়ের ধার ধরে আমার ঘরে।
আলো আর আলো, কত আলো
প্রেমের হাত ধরে।

তারপর আজ কেটে গেছে বেশ কিছু সময়
কিছু ক্লেদাক্ত স্মৃতিমাখা তুই।
কেমন এক পাঁকের গন্ধ আসে
নাকে বাজে বড় ,তবু কেন জানি,
মন বলে পদ্ম তো পাঁকেই ফোটে
তাই তো আজও  চির যৌবনা তুই। 

Sunday, February 2, 2014

RISHI026@GMAIL.COM

পাখীর স্বপ্ন চোখে
..................... ঋষি

আমি টূম্পা সেই সাধারণ মেয়েটা
যারা আমাকে চেনেন না ,
তাদের জন্য বলা আমি সেই মেয়ে
যার স্বপ্ন ছিল চোখে পাখী হওয়ার ।
ঊড়ে বেড়ানোর গাছে গাছে ,
হৃদয়ের পাতাগুলো ছিল সবুজ
আর মনের জানলায় ছিল সাজানো স্বপ্ন ।

আমি সেই মেয়েটা যাকে বাবা বলতেন
তুই একদিন গায়িকা হবি দেখিস ।
মা বলতেন আদিখ্যেতা ,বয়স বাড়ছে হূশ নেই মেয়েটার।
আমি সেই আদুরে মেয়েটা যার বয়স বাড়ে
অন্য মেয়ের মতও বিয়ে হয় কারোর সাথে ।.
আজ আমি শহরে
আপনারা জানেন  আমি আজ আপনাদের শহরে।

একটু মোটা হয়েছি
দু- একটা চুলো বোধ হয় পাকা ।
এই তো সেদিন গান গায়লাম পাড়ার স্টেজে
হাততালি পেলাম বেশ ।
সবাই বোল্লো বেশ গায় ভদ্রমহিলা
আমি কিন্তু খুশী নয় ,কারণ একটা আছে  ।
আপনারা জানেন বোধ হয়
আমি টূম্পা সেই সাধারণ মেয়েটা যার পাখী হওয়া হোলো না ।

RISHI026@GMAIL.COM

প্রতিবাদী মুখটা
........................ ঋষি

মুখটা ঢেকে রেখে কি লাভ
ওরা হাসছে আর হাসবে ।
চোখের পাতা মলিন করে কি  লাভ
ওরা বদলাবে না
একি রকম থাকবে ।

সে দিন তো ছিল পাঁচজন
সত্যি করে বলও ।
তোমাকে রোজ ভোগ করে কতজনে
তুমি যখন হেঁটে যাও পথে
কটা নোংরা চোখ তোমায় লূঠ করে ।

তুমি হাসও ,হাসতে থাকো বলে সবাই
কিন্তু তোমায় হাসাতে চাই কজনে ।
ও যে ছুতো ,তোমায় ছুঁয়ে দেখার
তোমায় পাওয়ার ,তোমায় স্পর্শ করার
সত্যি তোমায় ভালোবাসে কজনে ।

বদলাবে না গো ,কিছুতেই না
তুমি ভোগ্য তাদের চোখে ভোগ্য থাকবে ।
তবে কষ্ট পেয়ে ,ভয় পেয়ে কি লাভ
বাঁচতে তো হবে
আর কতদিন মুখ বূজে থাকবে ।

সমাজ হাসবে ,আদালত ঘোরাবে
পরিবার কাঁদবে আর তোমাকে ভোগাবে ।
তাই এবার তো ঘুরে দাঁড়াতে হবে
প্রমাণ করতে হবে তোমাদের
মুখটা ঢেকে রেখে কি লাভ ।

RISHI026@GMAIL.COM

সময় কাঁদছে
.....................ঋষি

বিবর্ণ গোধূলির আলোয়
এক মায়ার সিঁড়ি নেমে আসে আকাশ থেকে ।
সময় বলছে ভালো নেই সে
মানুষ কাঁদছে আর কাঁদছে ।

রঙ চটা আকাশের গায়ে নীল প্লাসটার
তার এখানে ওখানে বেড়িয়ে আসা সাদা রঙ
যেন মৃত্যুর কফিন ।
সময় কাঁদছে ,শুনতে পাও তোমরা
সময় কাঁদছে শ্মশানের গায়ে চোখ জ্বালা ভাব,
চোখের জল পড়ছে ।

ঝরে পড়ছে যেন না চাওয়া বৃষ্টি
ফসল পচবে ,পচবে মানুষ আর মানুষের মন ।
ধুর সে তো কবেই পচে গেছে
আর কি পচবে নতুন করে ।

শুধু এখন ভালো নেই সময়
শুধু কাটছে,কেটে চলেছে আলোর থেকে অন্ধকারে ।
দেখো রাত্রি আসছে
সবাই ঘুমিয়ে পড়েছে, নিস্তব্ধ, শান্ত মৃত শরীর
এবার পুড়বে একটু পরে
শুধু সময় কাঁদছে ।

RISHI026@GMAIL.COM

আমি মূর্তি গড়ি
........................... ঋষি

বলোতো শেষ কবে গড়েছিলাম
আমি তোমায় ।
রোজ তো তিরী করি কত
কিন্তু তোমায় কবে তিরী করেছিলাম মনে পরে ,
আমারও পরে না জানো ।

রোজ তো মাটির প্রলেপের উপর প্রলেপ
তাল তাল মাটি আর কাঠামো
আমি মূর্তি গড়ি ।
আমি মূর্তি গড়ি ,গড়ি শরীর
কিন্তু হৃদয় রাখতে পারি না তাতে,
 নিজের মতো ।

জ্যান্ত লাগো জানো
 কিন্তু কেন  যে তোমায় গড়তে পারি না ।
নিজের মতো করে শরীর গড়ি
গড়ি মাটির  বুক ,পেট ,নাভি ।
কিন্তু প্রাণ থাকে না ,থাকে না হৃদয়
শুধু তাল তাল মাটি আর কাদা ।

শুধু আমার সৃষ্টি আরেকটা মূর্তি
শুধু তুমি নও অন্য কিছু
ভালো লাগে না জানো
তোমায় আমি গড়তে পারি না কিছুতেই
নিজের হৃদয়ের মতো ।

RISHI026@GMAIL.COM

আলো আঁধারি
.................. ঋষি

এতদিনে ঠিক বুঝি নি তোমাকে
কি চাও ,কাকে চাও ?
আমায় ভালোবাসো তুমি আমি জানি
তুমিই বোলেছো বহুবার,
তবু কেন জানি বিশ্বাস হয় না ।

অনেকটা আলো অন্ধকারে থাকা ছায়ামূর্তি তুমি
আর এই ছায়ার মায়ায় আমার যতো রাগ ।
তাই তো মাঝে মাঝেই তোমায় উন্মুক্ত করি
উন্মুক্ত করি সব আভরণ থেকে ।
তারপর যা খুশী তাই করি
তবু জান মন ভরে না
মন ভরে না তোমায় এমন করে পেয়েও ।

কি জানি মাঝে মাঝে মনে হয়
তুমি বিশ্বাস হন্তা ,তোমাকে হত্যা করি ।
কিন্তু যখনি তোমায় আঘাত করতে যাই
এই মন পস্তায়,
মনে হয় তোমার মত কাঊকে দেখিনি কখনও ।

RISHI026@GMAIL.COM

মেয়ে মানুষের বেঁচে থাকা
..................... ঋষি

আমি তো রোজ বিক্রি হতে আসি বাবু
মেয়ে মানুষের আবার জীবন।
দিনকাল যা পড়েছে
তাতে পেট চলে না ,
পেট চলে না শুধু ভদ্র তালিকায় থেকে ।
আর আমি তো মেয়ে মানুষ
আমাদের আবার কিসের তালিকা ।
কোন তালিকায় রাখবেন
জন্মের পর তিরী করা বিয়ের জন্য
অনেকটা বিক্রির খাসি ।
তারপর বরের কাছে
বাড়িতে আসা নতুন  দাসী ।
তারপর ছেলের কাছে
থাক বাবু মন খারাপ হয় ।

মেয়ে মানুষের আবার জীবন
তবে একটা কথা বাবু
এটা বুঝি।
যতদিন বিশ্বাস ততদিন নিঃশ্বাস
মানে যতদিন এ শরীর
ততদিন বাজারে দাম আছে ।
আর বাজার সে তো আপনাদের বাবু
আর আমাদের কি ? কৈ মাছের জান বাবু ।
যতোই পেষেন না কেন
মরণ নেই ।
আর এখন তো যমেরও অরুচি
আমি তো রোজ বিক্রি হতে আসি বাবু
আমার আবার কথা
জানেন বাবু মেয়ে মানুষের বেঁচে থাকা ।

RISHI026@GMAIL.COM

বদলানো তুমি
..................... ঋষি

সেই দৃশ্যটা আমি ভুলতে পারি নি
পারি নি ভুলতে তোমার মুখটা ।
তোমার বদলে যাওয়া আলোয় প্রকৃতির রূপ
যে এমন বদল হয়
তা জানতাম না আগে ।

হয়তো জানতেও পারতাম না
যদি না সেদিন তোমায়  দেখতাম ।

তুমি যে এতোটা নীচে নামতে পারো
তুমি যে আমি ছাড়া কাঊকে জড়িয়ে ধরতে পারো ,
কারোর স্বপ্নের সাথে হেলায় খেলতে পারো
জানতাম না ।

আজ জানি , তুমি নেই আর আমার সাথে
হয়তো কোথাও কাঊকে এমনি ভালবাসছও ।
এমনি ছলনায় জড়িয়ে ধরছও বুকে
এ আর নতুন কি তোমার কাছে  ।

কিন্তু আমার কাছে
তুমি আজও আমার প্রেম ।
শুধু ওই মুহূর্তের মুখটা আমি আজও ভুলি নি
আর ভূলে গেছি শুধু প্রেমের মানে।

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...