Saturday, September 30, 2023

ভালোবাসার মানুষ


কথা দিয়েছিলে কোন এক বৃষ্টিদিনে তুমি কেটে দেবে আমার গলার নলি 
তারপর গোপন কষ্টের জলে ধুয়ে নেবে তোমার হাত।
কথা দিয়েছিলে কোন এক বৃষ্টি ভেজা রাতে
আমার মৃতদেহ তুমি তুলে দেবে এই শহরের হাতে, 
তারপর দেখবে
আমার আপন শহর টেনে হিঁচড়ে নিয়ে যাবে আমার মৃতশরীরটা 
পুঁতে দেবে ভিজে মাটিতে। 
তারপর সেই মাটিতে নতুন গাছগুলো আবার সবুজ হবে, তাজা হবে 
নিজের প্রহসনে,
সেদিনও বৃষ্টি হবে, আমি থাকবো না
কেউ মনে রাখবে না
শুধু তারিখের হিসাবে দিন কেটে যাবে। 
.
কথা দিয়েছিলে আমার মৃত্যুর পরে কোন এক বৃষ্টি দিনে 
তুমি এসে দাঁড়াবে তোমার নতুন প্রেমিকের হাত ধরে ভিজে গাছেদের মাঝে, 
চারিদিকে কানাঘুষোতে শোনা যাবে 
এই শহরের পুরনো গল্পটা
প্রেম ফুরোয় না 
তবে ফুরিয়ে যায় ভালোবাসার মানুষ। 
.
ভালোবাসার মানুষ
ঋষি 


Thursday, September 28, 2023

নির্বাসন

যারা সময়কে না বুঝে পা বাড়িয়েছি অন্ধকারে
তাদের আর ঘরে ফেরা হবে না, 
জীবনের জল আর এই করতল 
যারা বিন্দু বিন্দু করে জুড়তে চেয়েছি 
তারা জানে না যে, তারা জানে না তাদের পাগুলো সব গাছ হয়ে গেছে। 
.
আটত্রিশটা দাঁত মেজে যারা বাঁশ, ত্রিপলের দরদাম করে
তারা ব্যাবসায়ী, 
তাদের কাছে উৎসবের খোঁজ করতে যাওয়াটা মুর্খামি। 
সমস্ত দরদামের পরেও যারা একলা থেকে যায় 
তারাই বোধহয় বোকা
এই যে যারা বিশ্বাসকে নি:শ্বাস ভেবে স্বাতী নক্ষত্রের জলে দুরবীনে চোখ রাখে 
তারা জানে না যে, তারা জানে না তাদের চোখের পিছনে ঈশ্বরের চোখ।
চোখ তো কথা বলে, এ শহরের চোখে স্বপ্নরা সব অশ্রুকন্যা
তবে বিতারিত নির্বাসনে,
কবিতার পাতারা অনাহারে নিলজ্জিত বহুদিন। 
.
নির্বাসন 
.. ঋষি 

Wednesday, September 20, 2023

ডোরাকাটা দাগ

প্রতিদিন যুদ্ধ চলে নিয়মিত
প্রতিদিন এই শহরের আকাশে বোমারু বিমান হানা দেয় 
কিছুই বদলায় না কিছু শব্দতরঙ্গে, 
প্রতিদিন নিয়ম করে তোমার অভিমানগুলো একটা বিশ্বযুদ্ধ দাবী করে
অথচ সাধারন আমি আরও ভীতু হয়ে যাই
সাদা মৈত্রীর পতাকা লাল রক্তে ভাসতে থাকে। 
.
প্রতিদিন নিয়ম করে সকাল হয় 
আমি আয়নার দিকে তাকিয়ে ছুঁতে চাই তোমার ক্লান্ত বিষন্নতা
তোমার জুলফির সাদা চুলে হাত বুলিয়ে দেখি নিজেকে।
অফিসের টেবিলে মাঝে মাঝেই ডেস্কটপ ওয়ালপেপার  থেকে উঠে আসে বাঘিনী
আমার মনের ভিতর জঙ্গল খোঁজে,
উঠে বসে আমার বুকের উপর
তারপর পিছন ফিরে জঙ্গলে ফিরে যায়
গভীর ডোরাকাটা দাগগুলো
আমি বলি 
আর না প্লিজ, আর না। 
.
ডোরাকাটা দাগ
,,,,,,,, ঋষি

Tuesday, September 19, 2023

না লেখা কবিতা

না লেখা কবিতা
..ঋষি

হঠাৎ এক সন্ধ্যেবেলা তুমি আমাকে ছেড়ে চলে গেলে
কাকপক্ষী কেউ টের পেল না, 
শুধু সন্ধ্যের অফিস ফেরত শহর, রাতের অন্ধকার পেঁচার ডাক
কি করে যেন বুঝলো সবকিছু, 
চোখে আমার আর  ঘুম থাকলো না, মনে কেমন এক অশান্তি
বেড়িয়ে পড়লাম তোমাকে শহর খুঁজবো বলে। 
.
কিন্তু অদ্ভুত 
শহরের বাসের কন্ট্রাকটাররা চিৎকার করে ডাকছিল তোমার নাম ধরে
মেট্রো স্টেশনের ঠিকানার বোর্ডে তোমার নাম ফুটে উঠছিল
শহরের ফুটপাত ধরে তোমার মতো কেউ হাঁটছিল 
কিন্তু আমার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না
 চটি পায়ে অজস্র অবিশ্বাস নিজের আঁচলে  জড়িয়ে তুমি চলে গেলে 
তুমি কি করে থাকতে পারো এই অচেনা শহরে।
.
এই সব ভাবতে ভাবতে আমি বাড়ি ফিরে আসি
দেখি সারা মেঝে জুড়ে কাঁচের টুকরোর মতো ছড়িয়ে আছো তুমি 
কি বিপদজনক ! 
জানলার পর্দা সরিয়ে দেখি ব্রেইল অক্ষরের মতো এক ফালি চাঁদ,
বইয়ের আলমারির দিকে তাকিয়ে দেখি
কত বই তো কেনা হলো, পড়া হলো কতটুকু
আয়নায় নিজের মুখ চিনতে পারি না
সব কেমন অসম্পুর্ন 
কিছুই করা হলো না
শুধু আমার না লেখা কবিতায় তুমি রয়ে গেলে 
কিন্তু আমি,,,,,,,,,,৷ 



সময় গেলে সাধন হবে না

এ পর্যন্ত সব ঠিক ছিল 
তারপর হঠাৎ এক ফনা তোলা সাপ হেমলক খুঁজছিল, 
হঠাৎ  আমার রাক্ষসদের সঙ্গম দৃশ্য চোখে ভেসে উঠলো
ভেসে উঠলো থালা ছোঁড়াছুড়ি দুপুর আর অন্যমাত্রায় 
আমার না ঘুমোনো রাতে সুলতানি মমতাজের অভিশাপ।. 
.
মন্তাজ কাকে বলে জানো ? 
একটা ফরাসী শব্দে কতগুলো ছবি জড়াজড়ি করে চুমু খায়, 
যে যাপনে কোন কান্না নেই, কোন পরিতাপ নেই
কোন অভিযোগ নেই,
তাকে ভালোবাসা বলে না
বলে শরীর,বলে যৌনতা, 
আর সত্যি ভালো করে ভেবে দেখো 
যৌনতায় কোন মুখ হতে পারে না। 
.
অথচ কোন একদিন তুমি স্বপ্নে দেখা সেই মাটির বাড়িটা জীবনের দূরবীনে দেখেছিলে,
অজস্র রং দিয়ে সারা হাতে কালি মুখে তুমি ঘুমিয়ে পড়েছিলে সেই মাটির স্বপ্নে,
এই সব ভাবলে আমার ইচ্ছে করে তোমার মুখে গুঁজে দি সন্ধ্যের ধর্মতলা, কলেজ স্ট্রীটের দেজের বই, চৌরাস্তার ভেপার ল্যাম্পের সেই উজ্বল ক্লান্তি আর  আবৃতিশিল্পী ব্রততীর মুচকি হাসি। 
এসম আমি দেখতে পাই কবিতার প্রুফ চেক করা সেই গম্ভীর মুখ 
আর শান্তিনিকেতনে শোনা সেই লালন ফকিরের গান 
.
" সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না
তুমি কেন জানলে না
সময় গেলে সাধন হবে না !! "
.
সময় গেলে সাধন হবে না
..ঋষি 


Sunday, September 17, 2023

ভালোবাসা মাই ফুট

ভালোবাসা মাই ফুট
.. ঋষি 

হঠাৎ কখনো যদি গিয়ে দাঁড়াই তোমার স্নানের ঘরে
তোমার মনের ঘরে 
কি পরিচয় দেবে আমার? 
অসহ্য এক উন্মাদ ভাবনাকে কি বলবে তুমি ভিজে আয়নায়? 
নাকি মৃতদেহ বলে সরিয়ে রাখবে সময়ের বাইরে। 
.
একদিন এক স্পর্শের কোজাগরী চাঁদ তোমার জানলায়
মুখ থুবড়ে পড়বে তোমার বুকে 
কি বলবে তাকে? 
কি উত্তর দেবে যখন একটা গোটা মহাদেশ চিৎকার করে তোমার কন্ঠ শুনতে চাইবে
কি বলবে? 
একটা অপাংতেয় মৃতদেহ তোমায় ছুঁয়েছিল কোনদিন। 
.
তুমি জানবে না কিছু তা নয় 
শুধু আমার ২০৫ টা হাড়ের উপর লেখা থাকবে 
এক অসমাপ্ত আকাশ,
এক অনিবার্য আগুনে কথপোকথন 
আর দুটো নিথর চোখ, 
সে দিন থু থু ছিটিয়ে আমার মুখে  বলতে পারবে তো
ভালোবাসা মাই ফুট। 

.

আনন্দ

আনন্দ 
.. ঋষি
তিনি হতে পারেন কোন সুপুরুষ, সুনায়িকা 
সুপরিকল্পিত ভাবে জিতে যেতে পারেন অজস্র মানুষের রাজত্ব, 
প্রতিটা খুন করার পর তিনি 
মাইকের সামনে চিৎকার করতে পারেন
বাংলা ও বাঙালী, 
তিনি গেয়ে উঠতেই পারেন ভুল রবীন্দ্রনাথ
তার সব হক আছে। 
.
আমি তার হাতে তুলে দিলাম তোমাকে 
জানি পুড়ে গেছে তোমার ঘর 
হরিজনকে ভালোবেসে ছেলেটার জিভ কাটা পড়ে আছে পাশের জলাভুমিতে,
সত্যি বলতে নেই 
সত্যি বলার অপরাধে খগেন মাস্টার সেদিন
রেঞ্জ টু বুলেটের শিকার। 
.
তিনি বড্ড ভালোমানুষ
চাকরী নেই, আছে হাতে গোঁজা টাকা, 
শিক্ষা নেই আছে বোম বাঁধার নোট,
দশম শ্রেনীর মেয়েটা দেখানো হচ্ছে কালো বাদুর
সেখানো হচ্ছে সাইকেল চালানো। 
তোমাকে তুলে দিলাম ধর্ষক আর ডাকাতের হাতে
অন্ধকার সময়ের হাতে
শস্যবতী হও, হও উর্বর
আমরা বাঙলা,আমরা বাঙালী, আমরা ভারতবর্ষ 
আমরাই পারি 
তোমাকে বারংবার ধর্ষনের আনন্দে পোলাও ভোগ খেতে।


এক রাক্ষসীর কথা

এক রাক্ষসীর কথা
..ঋষি 
.
আমার কবিতা ছেড়ে চলে গেছো তুমি
আজ শব্দের ফন্ট চেঞ্জ করতে করতে ভাবি 
আর কেন কবিতা? 
লেখালিখি বন্ধ করা জরুরী
না হলে অনুভুতির কাগজের নৌকাখানির ভরা ডুবি হবে দুরন্ত অভিমানে
আমাকে না বেঁচে মরতে হবে। 
.
দুবেলা ভাত গিলছি পাথর মেশানো
সারাদিন ভিক্ষা করছি খোলা তলোয়ারের উপর,
দিন শেষে আমি স্নান করছি অপরাধী কবিতায়,
তারপর মধ্যরাতে মুহুর্তের কংকাল জড়িয়ে
অনবরত নিজের পান্ডুলিপিতে লিখছি
পুরনো সেই দিনের কথা। 
.
তুমি ইদানীং সংবাদপত্র পড়ো না,ওয়াটসাপ,গুগল,ফেসবুক কোথাও থাকো না
কারোর সাথে কথা বলো না
তুমি কি করে জানবে আমাদের মুহুর্তদের,
আমার চারপাশে হাজারো মাছ আকোরিয়ামের,অজস্র বিস্ফোরন আর মিথ্যা দেশাত্মবোধক ন্যাকড়া 
সমস্ত অলীক কথামালা,দক্ষিনেশ্বর কুষ্ঠআক্রান্ত ভিখিরি, বোবা শালগ্রাম শিলা, দ্রপোদীর শাড়ী লুঠ করা রাজনিতী
আর আমি কোথাও নেই,  একা। 
এখন কেউ আমাকে কবি ভেবে ভালোবাসার কথা বলতে এলে 
আমি বলি সাবধান
এই এতদিন লেখা আমার কবিতার পান্ডুলিপি আর কিছুই নয়
এক রাক্ষসীর ফেলে যাওয়া মুহুর্ত,মুহুর্তদের হাড়গোড়।  

Thursday, September 14, 2023

কিন্তু পাই নি



চিল্কা হ্রদের থেকে পাখিরা এসে আমাকে বললো
তোমায় দেখেছে 
তোমার সারা শরীরে তখন  কালসিটে, হাত, পা সব  ঠান্ডা, 
মিশরের আবনাউব ওয়াটসাপে আমাকে ম্যাসাজ করলো
নীল নদের জলে তোমার কষ্টদের ছায়া পড়েছে
তাই নাকি জলের রঙ কালো। 
.
ফিলিপ আমাকে ফোন করে জানালো 
আইফেল টাওয়ারের উপর থেকে গতকাল তোমার মতো কেউ লাফ মেরেছে
তার সারা শরীরে স্মৃতি,
উত্তরাখন্ডের পাহাড়ী ডাকবাংলোর দারোয়ান হোচিং চিঠি লিখে জানিয়েছে
ওই ডাকবাংলোর দেড় কিলমিটার দূরে 
কুয়াসার আচ্ছাদনে ঢাকা দোলনায় তুমি নাকি দুলছিলে
তার কিছুদুরে ধুলোয় লুটোপিটি খাচ্ছিল তোমার পাহাড়ি অন্তর্বাস। 
.
উত্তর চব্বিশ পরগনা, দক্ষিন চব্বিশ পরগনার সমস্ত মর্গ আর থানায় খোঁজ করে তোমায় খুঁজেছি 
কিন্তু পাই নি 
দেশময় সমস্ত সোনাগাছির ঘরগুলো আমি তোমায় খুঁজেছি 
কিন্তু পাই নি
বাবুঘাট, শ্যামবাজার, ময়দান,ভিক্টোরিয়া, রবীন্দ্রসদন 
তোমার প্রতিটা বন্ধুর বাড়ি, নন্দনে প্রতিটা সাহিত্য মস্তিষ্কে 
আমি তোমায় খুঁজেছি
কিন্তু পাই নি
জীবনানন্দের বৈঠকখানায়, বনলতা সেনের ডাইরিতে
 ভালোবাসা আমি তোমায় খুঁজেছি 
....................কিন্তু পাই নি।
.
কিন্তু পাই নি
.. ঋষি



Wednesday, September 13, 2023

পালক

তুমি পাখি, তোমার শুধু একটা পালক গেছে
আর আমি সেই পালক 
আমার আর পাখি নেই, কিছু নেই সবটাই গেছে। 
.
দুইপাশে নি:সঙ্গতা, মাঝখানে পথটুকু ভালোবাসা
ঈশ্বরের শিশ্নকেন্দ্রিক ষড়যন্ত্রের অভিযুক্ত মানুষ 
তবুও শুধু ভালোবাসে বলে যুগে যুগে  সৃষ্টি করেছে    
সুর,সঙ্গীত,কাব্য,মোহমুগ্ধতার তাজমহল।
খাদ্য, বস্ত্র, বাসস্থানের বাইরে একটা আকাশ আছে
সেটা মানুষ চিনেছে ভালোবাসে বলে। 
.
কেন এ সব বলছি ? 
জীবন যখন  দুই নি:সঙ্গতার মাঝখানে ডুব সাঁতার দেয় 
গভীর অনুভুতি থেকে তুলে আনে মাছ, 
তখন সারা শহরের কোলাহল
মানুষের কানের পর্দায় সবটাই আনন্দ মনে হয়।
আকাশ ভালো লাগে, বাতাস ভালো লাগে 
ভালো লাগে উত্তম কুমার, ভালো লাগে গেগগ্রী পেক 
তখন হারতে ভালো লাগেব,জিততে ভালো লাগে
ভালো লাগে একঘেয়ে বৃষ্টি, ভালো লাগে এক কম্বল শীত
কিন্তু একা থাকতে ভালো লাগে না।
.
আমি অর্ফিয়াসের মতো মোহন বাঁশি বাজাতে পারি  না জানি
তাই আমি অর্ফিয়াস হয়ে ইউরিদাইসকে ফিরেও , ফিরিয়ে আনতে পারবো না
কিন্তু
কিন্তু যদি কোন ম্যাজিক সকালে হঠাৎ ঘুম ভেঙে  তোমার শরীরে দেখি নতুন পালক
বিশ্বাস  করো আমি ঘাবড়াবো না 
শুধু মরে যাবো 
আর জানো সেদিন ভালোবাসা নি:সঙ্গতায় বেঁচে উঠবে। 
.
পালক
.. ঋষি





Tuesday, September 12, 2023

আগামীবার্তা


তোমাকে এ লেখা নয়
সত্যি? তুমি জানো তো? 
প্রিয় নারী তোমার শব্দের প্রতি লোভ আমার চিরকাল 
আমার আস্পর্ধা অঝোরে বৃষ্টির রেণুর মতো চিরকাল
আমি ভিজিয়ে নামতে চাই তোমার প্রতি মুহুর্তের অন্তরবার্তায়। 
.
প্রিয় নারী তুমি যেখানে
সুখে ও স্বচ্ছন্দে আছো—ভাবনা, তারই কাছে,
মন দিয়ে শোনো 
এই পুরুষের স্নেহ ছিলো না কক্ষনো আগুনের প্রতি 
ওর ভালো লাগে নারী তোমার গভীর স্পর্শ
যে পুরো রজনী ওই বিস্মিত ভাবনাকে জড়িয়ে স্বপ্ন দেখে। 
.
অভিমানী তাকে আর সহ্য হয় না
প্রতিটা আলোর পরে অন্ধকার আসে জানি
জানি অপরাধী শুধু অপরাধ শব্দের দত্তক নয়
একটা নিভৃত শিক্ষা, 
আজ যাকে নষ্ট ভেবে তুমি নিজের গভীরে পোড়াও 
প্রিয় নারী ভেবে দেখো 
আজও সে বেঁচে, 
কাল বলে সত্যি কিছু যদি থাকে 
তবে আজকের ছল জেনো কাল প্রমানিত হবে 
তোমার মুক্তিতে
আর আমার চলে যাওয়ায়। 
.
আগামীবার্তা
.. ঋষি 

টোপ

একদিন আমাকে এক মহিলা টোপ শব্দের মানে জিজ্ঞাসা করেছিল
আমি সেদিন বুঝেছিলাম পুরুষেরা সব শিকারী 
আর নারীরা সব সোনার হরিণ,
জানি আমি নিতান্ত পুরুষের মত তোমার দিকে তাকিয়েছিলাম 
কিন্তু ভুলে গেছিলাম 
জঙ্গলেরও একটা এক্সপায়ারী থাকে। 
.
একদিন কেউ আমার হাত দেখে বলেছিল 
আমার হাতে কোন লাইফলাইন নেই
আমি বুঝেছিলাম এই গরীব ভারতবর্ষের প্রত্যেকের শরীরে ব্যাধের চোখ। 
আমার কেন?  আমাদের লাইফলাইন দুটো সমান্তরাল দাগ 
যার এক পাশে জন্ম, অন্য পাশে মৃত্যু
বেশি ভালোবাসাবাসি হলে
নির্ঘাত মৃত্যু।
..
এতদিন ঠিক সময় করে তোমাকে ফোন করেছিলাম 
জানি আমি ঘুমিয়ে ছিলাম এতদিন,
তারপর জঙ্গল কেটে মানুষ শহর গড়লো, চওড়া হলো রাস্তাঘাট,
টাকার বদলে পেটিএম, গুগল পে
বাঁচার বদলে নাইট পার্টি, অনলাইন হাই, ফাই
অনুভুতিগুলো সব ইমোজি হয়ে গেলো।
আমার ঘুম ভাঙলো হঠাৎ
ফোন করলাম নিজের ভীষন চেনা একজনকে দিনবদলের কথা জানতে,
বুঝিনি কোনদিন সে ছিল এক মহিলা
বুঝিনি জঙ্গলটাকে আগুনে পুড়িয়েছে সভ্যতা আর মানুষ 
ভীষন অচেনা লাগলো তার গলার শব্দ
তাকে আমি বলতে পারি নি টোপ শব্দের মানে। 
.
টোপ 
... ঋষি 




Wednesday, September 6, 2023

ভিন্ন আকাশ

মাঝে মাঝে একটা অনিয়মতা কাজ করে 
নিয়মের বাইরে 
ভিন্ন আকাশে উড়তে থাকা পাখিরা সব বাড়ি ফিরে আসে 
কিন্তু প্রশ্ন প্রসব " ভিন্ন আকাশ "?
তোমার জঠরে আমার সন্তানের সেই মুখখানি তুমি একলা দেখো 
নাকি আমি সেই  বিপন্ন পিতা ,
আমার মতো ,তোমার মতো ,কার মতো ছিল সে  ?
জানি না 
খান খান হয়ে ভিতরে একটা কাঁচ ভেঙে যায় 
আনমনা বেকসুর নিস্তদ্ধ গ্রানাইট
আমরা দূরে সরে যাই। 
.
একপাশে একটা খবর হাওয়ায় ঘোরে ফেরে 
একদা এক রাত্রে তুমুল ঝড় ,বৃষ্টি সেদিন 
আমি গিয়ে দাঁড়িয়েছিলাম তোমার প্রাসাদের সুউচ্চ বেলজিয়াম ঝাড়বাতির নিচে  
স্বপ্ন দেখেছিলেন সেটাকে আকাশ ভেবে, সেটা ভেঙে পড়লো ঝন্ ঝন্ করে 
মেঝে ভরা কাঁচ, রক্ত ঝরা বিষণ্ণ রাতে তোমার সারা শরীরে রক্ত ,
আমি ভাবি আহা কারো চশমার কাঁচ যদি সর্বস্ব উদোম হয়ে ভেঙে যায়  
ভাঙা কাঁচে সময়  সব সামাজিক রুল টুল ......
রুরাল না রুলার কোনটা সত্যি ?
এক লক্ষ হীরক কণিকা সজ্জিত আমাদের বেঁচে থাকা 
নাকি বুকের ভিতর সমাপ্তি অবধি রাখা শাসন 
কোনটা সত্যি ?
.
কার বুকে মাথা রেখে বলি বলোতো 
আমাদের অতীত ,ভবিষ্যৎ সবটাই গ্রানাইটে আমি খোদাই করেছি ,
এক অভিশপ্ত পুরুষ ও প্রেমিক আজও বাড়ি ফেরে
তবুও তার আকাশ খোঁজে  যদি সেই মুখটা  ........
.
ভিন্ন আকাশ 
.. ঋষি

Monday, September 4, 2023

সৌরজগৎ


সৌরজগৎ
.. ঋষি

আমার এই সৌরজগত
গত কয়েক দশক তোমার ভাবনায় এলোমেলো হয়ে গেছে
থেমে গেছে , গোত্তা খেয়ে যখন তখন স্পেসিওলজিক্যাল ভাবনায় একাকার,
দিন রাত্রি এখন বিশালাকার হৃদয়ের শেষটুকু নিংড়ে নিয়ে  
দখিনা ভাবনারা এলোমেলো করে ঘরের  বিছানায়  সুতির চাদর
জানলার পর্দা আর উন্মাদ প্রেম স্মৃতি হয়ে উড়তে থাকে।
কে তুমি? কেন এমন তুমি? কি ছিলো তোমার ভেতরে?
যে অযুতনিযুত ভাবনা জুড়ে নিজস্ব ভঙ্গিমায় তুমি নিজস্বতায়
জানো আমি তোমার জ্যামিতি মেপে নিতে পারি চোখ বেঁধে,
ঘুমিয়ে কিংবা জেগে , আলোতে আঁধারে, কান্নায় আনন্দধারায়।
.
অদ্ভুত এক সামুদ্রিক দ্বীপ ,বুকের চাদর
ঈশ্বর এক কিংবা অধিক বাসনায় বীজ বপন করে তোমার উষ্ণতায়
সময় নিতান্ত সামুদ্রিক
নোনা ভাবনায়
রাজত্ব হারায় পরিযায়ী প্রাণ ,বালির সাধ তার
বালিঘর ভেঙে পরে,
আমি চাইনা কিছুই আর , চাইনা সুখ, চাইনা আশীর্বাদ
শুধু তোমার অবলীলায় সূর্য হতে চাই।
যদি দেখো কোনো একদিন সকাল হলো না
তবে ভেবো মহাজগতে ভীষণ গোলযোগ
আর বোধহয় সময়ের ট্রেডমার্ক দুঃখগুলো তোমাকে ছোঁবে না সেদিন
শুধু পৃথিবী নামক জীবনে সূর্য কেলেঙ্কারি হবে। 

Sunday, September 3, 2023

সম্ভব না

কোনো কোনো নারী ঘামের মতো গড়িয়ে নামে বলে 
তাদের ফ্রোজেন নিঃশ্বাসে বন্ধ করে রেখে দি 
কেউ কেউ আবার চোখের জলে দীর্ঘশ্বাসে থাকে 
তাদের স্বপ্নের ঘরে বন্ধ রাখি ,
পয়েন্ট টু বি নোটেড এরা কেউ বন্দী নয়, বন্ধ
কেউ কেউ আবার অন্ধকারের থেকে গভীর বলে, তাদের রক্তে
ঢেলে দিই অরোরা বোরিয়ালিস। 

" আমার " এই বোধ থেকে উঠে আসা ডুবুরি নারী 
সময়ের  কান ঘেষে উর্বর নীল সমুদ্র 
আরেকটা জন্ম চাই তোমার সাথে থাকার জন্য  
যদি সেখানে পাওয়া যায়  জলজ উপত্যকায় সবুজ শেওলা।
বিশ্বাস-অবিশ্বাসের গভীর সংঘর্ষে 
কাঠের গুঁড়ো,কার্বন নিশ্বাস 
ফুসফুসে জমতে থাকা পুরোনো কিছু স্মৃতি ,
প্রিয় নারী  কবিতা লেখে আমার কলমে 
রূপকথা হয়ে ওঠে শ্রুতিমধুর তানপুরার সুর, ভাবি একদিন
সুখী কবির মতো বেঁচে নেবো 
স্বপ্নিল একান্ত বাঁচা ,
নাক সিঁটকে সরিয়ে রাখবো  শব্দের মৃত হরিণদের
আমাদের মৃত লাশ, জঙ্গলে পতঙ্গের সাথে পৌষ্টিক সহবাস
কিন্তু সম্ভব না 
দুঃখ ,তুমি আর মৃত শহর ছাড়া 
কোনো কবিতায় সময় লেখা। 
.
সম্ভব না 
.. ঋষি

Friday, September 1, 2023

ভালো থাকাটা একটা আর্ট

কলমের নিবে ইদানীং একটা বোধ কাজ করে বোধ কাজ করে নিজের গভীর কুয়োতে, 
কোন একদিন আমি ঈশ্বর ছিলাম
কুয়োর গভীর টলমলে জলে ধুঁয়ে মুছে পরিষ্কার রাখতাম  চলন্তিকাকে, 
কোন একদিন হৃদয়ের মুহুর্তে ফুল ফুটতো 
মনে হতো সকাল হবে আবার,
তোমার দিকে তাকিয়ে মনে হতো 
এইতো আমি বেঁচে । 
.
 তারপর, তারপর আমার গল্পটি ফুরোলো
 নটে গাছটি মুড়োলো,
 প্রবচন কোনদিনই আমি ঠিকঠাক লিখতে পারিনি 
কাব্যিকতা আমার কাছে একলা  শহরের ব্যস্ততা
অথচ এই বিশাল বড় শহরে আমি অবাঞ্চিত এক উপকথা। 
.
বড় অচেনা মনে হয় ইদানীং নিজেকে
অচেনা মনে হয় দরজার উপরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে
 অচেনা মনে হয় আয়নার উপরে দেখা মুখটাকে,
 ইদানীং হঠাৎ যখন তখন আমার কান্না পায় কান্না পায় বেঁচে থাকায়
হঠাৎ প্রতি মুহূর্তে নিজেকে মেরে ফেলায় 
প্রতি মুহুর্তে ইদানীং  ভাবতে ইচ্ছে হয় প্রতিটি মানুষই ভীষণ একা। 
অজস্র পতন শেষে নিজের দিনলিপিতে ইদানীং শেষটুকু লিখতে চাই 
ভালো থাকাটা সত্যিই একটা আর্ট। 

অনবদ্য কবিতা

আমরা কেউই অনবদ্য কবিতা নই আমরা সাধারণ যারা তারা শুধু বেঁচে আছি বেঁচে থাকবো বলে, আমাদের কবিতারা আকাশে উড়তে পারে না শুধু ডানা ঝাপটায়, হঠাৎ  অব...