Saturday, August 31, 2013

RISHI026@GMAIL.COM

#### " সেই পাগলী " ####
লেখক : ঋষি
******************************************
ফুটপাথে শুয়ে আছে সেই পাগলী
যাকে দেখেছে আমি ,তুমি আরো অনেকে।

সেই পাগলী যার মুখে
এক শিশুর হাসি আর আজন্মের খিদে  .

সেই পাগলী যার ফোলা  পেটে
লেখা কোনো নাম না জানা বীর্যের বীরত্ব ।

সেই পাগলী যার কালি মাখা শরীরে
অযত্নের যৌবনের ফুল ফুঁটে।

সেই পাগলী যার পলকহীন দু চোখে
 এখন মাছিদের ভিড়।

সেই পাগলী যার সারা শরীরে
এক  তৃষ্ণার্ত শীতলতা।

সেই পাগলী  যার  উন্মুক্ত শুকনো  বুকে
লজ্জাহীন  দুটুকরো  সমাজ।

সেই পাগলী যার  খালি পায়ে লেগে
আছে  গতিহীন মৃত্যুর কালো স্পর্শ ।

সেই পাগলী যার কথা আমি বলছি
যাকে দেখেছে আমি ,তুমি আরো অনেকে।
********************************************

RISHI026@GMAIL.COM

##### " আমার মন " #####
লেখক : ঋষি
*********************************************
মন তোর বুকে মাথা রেখে
আমি কাটাতে পারি কয়েক জন্ম।
শুধু তোর হাসির গড়িয়ে পরা অনুকণায়
আমি তৈরী করতে পারি অন্য পৃথিবী।
যেখানে একমুঠো আনন্দ বৃষ্টি
যেখানে তুই আর আমি।
যেখানে স্বপ্ন আর স্বপ্ন
আর কিছু নয়
প্রেম। ..............

প্রেম শব্দের হাত ধরে তুই আর আমি
কাটাতে পারি কয়েক আলোকবর্ষ।
আমার না বলা কথা
আমার জমে থাকা ব্যাথা
যেগুলো লুকোনো কোনো গভীর আঁধারে।
সেই আঁধারের বুক চিরে
চলে যেতে পারি
তোর  হাত ধরে  আলোর দেশে।
অন্য কোথাও। ............

মন তুই একবার আমার হাত ধর
যে হাতের আঁচলে বিশ্বাস বাঁধা।
মন তুই একবার আমায় বল
তোকে ভালোবাসি।
আমি আসমুদ্র হিমালয় থেকে আনবো শান্তি
আমি আকাশের বুক থেকে আনবো তৃষ্ণা।
প্রেমের তৃষ্ণা
যে তৃষ্ণায় বিশ্বাস ঝরে
মন তুই একবার আমার সাথে চল। ...........
**********************************************

RISHI026@GMAIL.COM

####### " আজন্মের খিদে " #######
লেখক : ঋষি
****************************************
পারি না করতে আমি প্রেমের কাব্য  .............
ছেঁড়া কাঁথায় শুয়ে ,চিতার আগুনে পুড়ে
আকাশের তারা গুনে
খালি পেটে আমি থাকতে পারি না।
যখন  শরীরে শীতল হাওয়া লাগে
তখন আমার খিদে পায় ।
যখন সকালের শিশিরে রৌদ্র লাগে
তখন আমার খিদে পায় ।
 যখন বটের কোটরে আগুনে দৃষ্টি
কোনো এক  তক্ষকের হিংস্র স্পর্শ।
তখন আমার পেট পোড়ে
আমার খিদে পায় ।
জীবনের প্রতি রক্ত কণায় যে শক্তি
সেই শক্তির প্রতি ইউনিটে এক আতঙ্ক
বেঁচে থাকার খিদে।
এ খিদে সার্থপরতার
এ হলো আজন্ম রক্তের খিদে।
এ খিদে মেটানো যাবে না
এ খিদে যুগের হাওয়ার।
*****************************************

RISHI026@GMAIL.COM

##### " আমি  রাজনীতি " #####
লেখক : ঋষি
*****************************************
যে রক্তের শিরায় শিরায় বিষ
যার দর্শনে  পোড়ে বিংশ শতাব্দীর পাপ।
সেই পাপের কড়াই নিজেকে নাড়িয়ে
মিষ্টির যে রসাল ভাষা
সে আমি
লাল ,নীল ,সবুজে মিলে আমি রাজনীতি।
কিছুতেই রং বদলাবো না
কয়েক লক্ষ মস্তিষ্কের জীবন্ত চিতায়
যে অসংখ্য সাধারণের স্ফুলিঙ্গ
সে আমি
একই আছি ,একই থাকবো
 রাজনীতি।
নর্দমার জলে পানীয়ের তৃপ্ত আহ্বান
মিড দে মিলে কাঙালের রাখা দারোয়ান
মায়ের বুকেতে শাসকের শোষণ
পথের উপর বিরোধীর পেষণ
সে আমি রাজনীতি।
যার আসল রং অর্থের
যার আসল প্রকাশ শেয়ার বাজারে
যার আসল ফল মুদ্রাস্ফীতি
যার প্রচেষ্টায় দুর্নীতি
সে আমি
নাম রাজনীতি।
********************************************

RISHI026@GMAIL.COM

#### " আমার আয়না "####
লেখক : ঋষি
****************************************
খোলা দরজার পিছনে লোকানো আয়না
আয়নায় দেখি নিজের মুখ
কিন্তু তোমারটা দেখতে পাই না।
তুমি হেঁটে চলে যাও দরজা দিয়ে
আয়নায় লাগানো তোমার স্মৃতি।
তোমার টিপ
বেশ এতটুকু
কিন্তু তোমায় দেখা যায় না।
আমি দেখি নিজের মুখ
বেশ না
একটা নির্লিপ্ত হাসি লেগে মুখে
একটা সরল দৃষ্টি ও চোখে।
কিন্তু আমার প্রতিবিম্ব আয়নায় লেগে
কিন্তু জীবনের অতৃপ্তি আমার চোখে।
খোলা দরজার পিছনে লোকানো আয়না
তোমায় দেখতে পায় না।
আমি আছি ছিলাম যেমন
শুধু আয়না মনের হয় না।
******************************************

RISHI026@GMAIL.COM

##### " ঠিকানাহীন এই বাড়ি " #####
লেখক /- ঋষি
****************************************************
ঘুলঘুলিতে পায়রার বাসা
ভেঙ্গে পরা কার্নিসে বসে আছে কিছু স্মৃতি
ছিপ ফেলে মাছ ধরে সেই স্মৃতিগুলো।
বাড়ির মালিকের ঠিক নেই
ঠিক নেই বাড়ির বর্তমান ঠিকানা।
দু- একটা সাপ নেউল পাওয়া যেতে পারে
পাওয়া যেতে পারে কিছু বনের বিচুটির।
আর একটা নেমপ্লেট
যেটা বাড়ির অতীতের ঠিকানা।
ঠিকানা, নাম, সাল সব আছে
তবে বোঝা যায় না।
বদলে যাওয়া সময়ের ভারে নুয়ে পরা দেওয়াল
অশ্হ্থ ,বটের শিরা উপশিরা দাঁত বের করে হাসে।
হাসতে থাকে সময়ের করাল ছায়া
কারো প্রেম ,কারো রক্ত ,কারো মায়া।
আজ খেলা করে সাজানো দালানে  
কারো স্মৃতি ,কারো ছায়া।
ছিপ ফেলে মাছ ধরে সেই স্মৃতিগুলো
আর কিছুদিন আর থাকবে না এই বাড়ি
নিয়তির কপট পরিহাস
ঠিকানাহীন এই বাড়ি।
*****************************************************

Friday, August 30, 2013

RISHI026@GMAIL.COM

#### "  বাঁধন  " ####
লেখক : ঋষি
*********************************************
অতি সাধারণ কথা অসাধারণ ভাষা
কোথায় রাখবো ধরে....
জীবন যে ছন্দে বাঁধা আছে
তাকে কিভাবে ভাঙবো ...........
বলা তো যায় না
আমি এক যাযাবর।,
হওয়াও সহজ নয় বিন্দাস বাউলে
সব শৃঙ্খল ছেড়ে যাওয়া যায় না।
যেই না তল্পিতল্পা নিয়ে দু-পা বাড়ায়
পরক্ষণে দশপা পিছনে টানি।
অনেকটা খোলা রণক্ষেত্রে ভীষ্মের মৃত্যু মতো
যেটা হওয়ার সেটা হবেই
একথা আবার আমি মানতে পারি না।
কিন্তু বাউলে মন
ঘর ছেড়ে উড়ে পালাতে পারি না  .
কি করি ,
সাধারণ আমি
কিছুতেই মায়ার বাঁধন  কাটতে পারি না।
*********************************************

RISHI026@GMAIL.COM

#### " দুঃখ পাবে " ####
লেখক : ঋষি
***************************************
ক্লেদাক্ত জীবনের পিছনের সময়ে
পিছু ফিরে দেখো না ,,,,,,দুঃখ পাবে।
জীবনের অলিগলি বেয়ে
মস্তিষ্ক নিউরনের লাগামছাড়া উন্মাদনায়
যদি আঘাত লাগে
দেখবে দুঃখ গুলো গড়িয়ে পড়বে
লাল রক্ত বিন্দুর মতো।
হয়তো বহু সুখ ছড়াছড়ি,গলাগলি
তবু জানো দুঃখগুলো আসে যাবে।

সুখ ,দুঃখ ভারী ভাব
পাশাপাশি হাসাহাসি এই জীবন পর্বে।
কিন্তু যখনি তুমি পিছনে দেখবে
তখন দুঃখ আসবে গলা জড়িয়ে।
অনেকটা ফাঁসির ফাঁসের মতো
দমবন্ধ কালো চোখ।
কি অদ্ভুত না
ক্লেদাক্ত জীবনের পিছনের সময়ে
পিছু ফিরে দেখো না ,,,,,,শুধু দুঃখ পাবে।
*****************************************

RISHI026@GMAIL.COM

###### " আকাশ ছোঁয়া "######
লেখক : ঋষি
***********************************
একপায়ে লাফিয়ে আকাশ ধরতে গেলাম
পারলাম না।
দুপায়ে ও আকাশ ছোঁয়া গেল না
সিঁড়ি বেয়ে ছাদে গেলাম।
আকাশের দিকে তাকালাম
না বড্ড ছোটো লাগলো,
কিছুতেই সেই নীল আকাশটা ছুঁতে পারলাম না।

যদি মেঘের মাদুরে ভাসা যেত
যদি মাধ্যাকর্ষণ ছেড়ে থাকা যেত
তবে কি আকাশ কে ছোঁয়া  যেত ?
যদি বৃষ্টি বেয়ে আকাশে চড়া যেত
যদি ওপর থেকে নিচের দিকে পরা যেত
তবে কি আকাশ স্পর্শ করা যেত ?
আমার প্রতি লোমকূপে আকাশ ছোঁয়ার স্বপ্ন
বারোয়ারী মনুষত্বের পাগলাটে প্রলাপ।
মিথ্যা হলেও ,,,,মন মানে না
বারে বারে খালি আকাশ ছুঁতে চায়।
**************************************

Thursday, August 29, 2013

RISHI026@GMAIL.COM

##### "ওরা ও জীবন " #####
লেখক : ঋষি
***********************************************
পথের উপর পরে থাকা নুড়ি পাথর
 যাদের মূল্য নেই সমাজ অভিধানে
ওরা ও জীবন।

বাত্সরিক বর্ধিত জনসমীক্ষার ফলাফল
অনুত্সাহিত সময়ের বর্ধিত ভার
 ওরা ও জীবন।

ঝলমলে পুজোয় বাড়ানো হাতে ভিক্ষা প্রার্থনা
অন্ধকারে একমুঠো সাজানো হাসি
ওরা ও জীবন।

স্কুলের গেটে ,বাসের রুটে ফেরিওয়ালার গলায়
যদি কিছু স্বপ্ন বিক্রি হয়
ওরা ও জীবন।

অনাহারে বিক্রি হওয়া শিশু মূল্যের
বদলে  পেটের চিত্কার
ওরা ও জীবন।

শৈশব বিক্রির সস্তা কাগজে সাজানো সমাজ
একটুকরো চাওয়া পাওয়া
ওরা ও জীবন।

ফুটপাথে অনাহারে দধীচির হাড়ে গোনা সংখ্যায়
অসংখ্য মৃত্যুর ফাঁকা নকশায় হাসে
ওরা ও জীবন।
***************************************************

RISHI026@GMAIL.COM

####### " মূল্যহীন " #######
লেখক : ঋষি
***********************************************
আজ রক্তের স্বাদ সময়ের মিষ্টি লাগে।
আমি পিশাচ , আমি লোভী
আমার  রক্তিম থাবা
আর নখের গভীর উপস্হিতি জীবনের গায়ে।
দুপা চলার ফাঁকে
জামার বোতামের অস্থির পদাঘাতে
বৃষ্টি রুপী বিলম্বিত মহামারী অশ্রুকনায়
ঝরে বিষ ,ঝরে কষ্ট।
প্রতি মোড়ে ,ঘুরে ঘুরে
ঘর ভাঙ্গে ,
মূল্য চাই মূল্য।
বাঁচার মূল্য,,,, এ জীবনের মূল্য
দুকণা ভাতের মূল্য ,,,জন্মের মূল্য ,,,মৃত্যুর মূল্য।
পেট্রলের আগুনে লাগে জীবনে
পুড়ে যায় রাস্তার দুরত্ব জীবনে।
কমতে থাকে
এক পাও এগোয় না ,একপাও পিছোয় না।
দাঁড়িয়ে যায়
সময়ের সময়ের লোভ রক্তের মূল্যে।
*************************************************

Wednesday, August 28, 2013

RISHI026@GMAIL.COM

##### " অপারক প্রেমী " #####
লেখক : ঋষি
***********************************************
তুমি যদি চাও
আমি পোড়াতে পারি নিজেকে জীবন্ত পেট্রলে
কিন্তু পারি না তোমাকে পোড়াতে।
তুমি চাইলেই
আমি হেঁটে যেতে পারি পেরেকের উপরে
কিন্তু তোমাকে মাড়িয়ে যেতে পারি না।
এ ভক্তি ,না মায়া
না প্রেম ,না তোমার ছায়া
আমি পারবো তোমাকে ভোলাতে।

গভীর রাতে যখন চারিদিকে ঝিঁঝির ডাক
তখন আমি একলা ভেজাতে পারি বালিশ।
কিন্তু তোমায় নিদ্রাহীন চোখে
ছুঁতে পারি না হৃদয়ে।
স্বপ্নে আমি দেখতে পারি তোমায়
কিন্তু শুকনো উত্তপ্ত বালিতে তুমি মরিচীকা ,
তোমাকে আমি ভেজাতে পারি জোত্স্নার আনন্দে
কিন্তু নিজেকে আনন্দে রাখতে পারি না তুমি ছাড়া।
**************************************************

RISHI026@GMAIL.COM

#### " আদিম গুহা " ####
লেখক : ঋষি
******************************************
হেঁটে হেঁটে ঠিক পৌঁছে যাবো
এই আদিম গুহার বাইরে।
এক অপেক্ষায় ,এক প্রচেষ্টায়
আমি হাতড়ে বেড়াই
একটা মুক্তি।
হাতের তালুতে বন্দী অসংখ্য ছকে
অসংখ্য বাঁধা বিপত্তির মাঝে
কতো যুক্তি কত তর্ক।
আজও ওড়ে  প্রাচীন কফি হাউসের দেওয়ালে ,
আজ ও কতো শক্তি ,সুনীলের স্বপ্ন মরে।
কাঁদতে থাকে প্রেম নোঙরা ফুটপাথে
পরে থাকা বাসি  ভাত খায়
আকাশের দিকে হাত বাড়ায়।
অসংখ্য মৃত্যুর করুন সাক্ষী স্বপ্নের চাঁদ
স্বপ্ন দেখায় ,
কখনো হাসায় ,কখনো কাঁদায়,
জোত্স্না ঝড়ে আদিম গুহার বাইরে।
ঝরে পরে প্রেম ,ঝরে লজ্জা
ঝরে  মিছিলের লোক সজ্জা
আর আমি হামাগুড়ি দিয়ে এগুতে  থাকি।
আলোর খোঁজে এই আদিম গুহার মাঝে
একলা আমি আর এই গুহা
প্রাচীন থেকে একি পথ ধরে।
********************************************

RISHI026@GMAIL.COM

#### " অমৃতবাণী " ####
লেখক : ঋষি
********************************************
সবাই তো ভালোবাসতে  চাই
গলা জড়িয়ে ,ঠোঁটে ঠোঁট রেখে ,
পাশপাশি থেকে।
কজন দূর থেকে ভালোবাসতে পারে
যেমন বাসে  সমুদ্র সূর্যকে ,
যেমন বাসে ঈশ্বর মানুষকে  .
কজন পারে ভালোবাসার কফিনটাকে বয়তে
কজন পারে ক্ষতবিক্ষত হয়ে হাসতে ,
যেমন পেরেছিলেন যীশু কাঁটার মুকুটে।

সবাই তো হাসতে চাই
প্রানখুলে এক শিশুর হাসি ,
ঠোঁটের কোণে লেগে থাকা রক্তের স্বাদ
কজন গিলে নিতে পারে।
যেমন গেলে রাহু চন্দ্রকে
যেমন গেলে ভালোবাসা জীবনকে ,
কজন পারে প্রানখুলে হাসতে দুঃখের মাঝে।
কজন পারে জীবনকে ভালোবাসতে
যেমন বেসেছিলেন মাদার টেরিসা বিশ্ব মাঝে।
***********************************************

RISHI026@GMAIL.COM

##### " ফিরে পাওয়া " #####
লেখক : ঋষি
********************************************
তুমি দিতে পারো আমায় এক আঁচলা জল
কিন্তু তা কাজে দেবে না।
এ বুকে দাবানল  ,শিরায় শিরায় আগুন
ভিসুভিয়াসের তৃষ্ণা লেগে এ বুকে
নেভানো যাবে না।

যে জীবিত কালি লেগে আমার বুকে
যার মুহুর্মুহু আঘাতে আমি শতচূর্ণ  .
যার অভিশপ্ত স্পর্শে বিদীর্ণ এ আঁধার
তাকে ছড়ানো  যাবে ,
কিন্তু ভোলানো যাবে না।

তুমি দিতে পারো আমায় একটা ছায়া
কিন্তু তা শান্তি দেবে না।
বোবা হৃদয়ের অসম্ভব স্বপ্নের বাসরঘরে
লখিন্দরে মৃত্যু হবে ,
আটকানো যাবে না।

যে অনিশ্চিত জীবনের পারে আমার বাস
যে বিনামেঘের বৃষ্টির স্পর্শ লেগে চোখে।
চোখের  আগুনে অশ্রু বাষ্প কনা
গড়িয়ে যাবে ,
কিন্তু তাকে ছোঁয়া যাবে না।

তুমি দিতে পারো আমায় শীতল স্পর্শ
নিতে পারো না আমার লোকানো কষ্ট।
তুমি চেষ্টা করতে পারো আমায় ফিরে পাবার
কিন্তু আমি হারিয়ে যাবো তোমায় ছেড়ে ,
আমাকে আর পাওয়া যাবে না।
************************************************

RISHI026@GMAIL.COM

##### " একটা বাসা " #####
লেখক : ঋষি
_______________________
বুকের কার্নিসে রাখা একটা বাসা
পাখির বাসা।
দুটো পাখি পাশাপাশি এক স্বপ্ন
রাখা পরম যত্ন।
হৃদয় আকাশে একসাথে উড়ি
উড়ে যায় জীবন থেকে জন্মান্তরে।
অনন্ত প্রেমের মাঝে
এক আশা ,একটা বাসা।
একসাথে পাশাপাশি দুই পাখি
হৃদয় আকাশে উড়ি।

ঝড় আসে
হৃদয় আকাশে কালো মেঘ।
বৃষ্টি আসবে ,বাসা ভাঙবে
এক ভয় ,মাঝে  মাঝে হয়।
ডানা ঝাপটায় পাখি
ইচ্ছা আরো প্রেম ,আরো প্রেম।
এক দীর্ঘশ্বাস,এক  বিশ্বাস
এই প্রেম অমর যেন হয়।
_________________________

Monday, August 26, 2013

RISHI026@GMAIL.COM

##### "
                    লজ্জাহীন
 " #####
ঋষি
_________________________________
ছেঁড়া পাঞ্জাবীর পকেটে রাখা নেশাগুলো
আমার বেকার রৌদ্রে বাতাসে মেশে।
কর্মহীন সকালের আলো অন্ধকার হয়ে যায়
ছড়ানো অলংকারের অন্তিম প্রচেষ্টা
বেকার জীবনের সাদা পাতার আঁচর
সব মূল্যহীন লাগে।
হাত বাড়ানো বাস ভাড়া তোমার ঘাড়ে
কান্টিনের বিল তাও তোমার
তোমার মানিব্যাগ থেকে নেওয়া নেশার টাকা
আর কাহাতক ভালো লাগে।
কে বলেছে লাগে না
তোমায় তো লাগে।
বৃষ্টির বিকেলে গোপন গহীনের তোমার ঠোঁট
সকালের এক কাপ চায়ে তোমার দৃষ্টি,
বাজারে ব্যাগে অতিরিক্ত এক প্যাকেট সিগারেট।
তোমার অনুপস্থিতিতে
আর ক্যান্টিনের কোনে জড়ানো অন্য তুমি
বেশ ভালো লাগে।
ভালো লাগে বলেতো একলা জীবনের
এই বেকারত্ব ভালো লাগে।
_______________________________

RISHI026@GMAIL.COM

#### " আর তুমি " ####
ঋষি
**************************************************
হাফ স্কার্টে বেশ সুন্দরী লাগে তোমায়
আসলে সুন্দর লাগে তোমার সুগঠিত শরীরটা।
তোমার পায়ে গোড়ালি থেকে যতো ওপরে যায়
হারিয়ে গিয়ে মগ্ন হয় উচুঁতে।
সারা শরীরজুড়ে সিরসিরানি
রক্ত গরম হয় ,দবদব করে মাথার রগগুলো।
আমি নামতে  থাকি
আমি নামতে থাকি  নিচের থেকে আরো নিচে।
কল্পনায় তোমার স্তনের উপর কাতুকুতু লাগে
আমি নামতে থাকি নিচে।
আটাত্তর থেকে আমি
সবাই নামী নিচে।
তোমার নগ্নতায় চান করে যখন উঠি
তখন আমি নিচ।
আর তুমি  ......................
***************************************************

Sunday, August 25, 2013

rishi026@gmail.com

######## " স্বীকারোক্তি "########
লেখক : ঋষি
*********************************************************
শেষ টুকু যদি কাজল মাখানো হয়
নীলাঞ্জনা ও চোখে আমি ভালোবাসা দেখি নি।
দেখেছি একটা শান্তির আশ্রয়
তোর শরীরে আমি প্রেম খুঁজি নি কখনো।
খুঁজেছি একটা মায়ার আঁচল
তুই না শ্রাবনের ধারার মত ঝরিস।
কোনো ঋতু বাদ যায় না
তুই তোর কবিতার ডায়রিতে স্বপ্ন খুঁজিস।
আমি বার বার যেতে চেয়েছি তোর স্বপ্নিল ডায়রির পাতায়
ছুঁতে চেয়েছি তোর  স্বপ্নগুলো।
কিন্তু বারবার আটকে গেছে চোখ
তোর ওষ্ঠের পাশের কালো তিলটায়।
বারবার আমি হোঁচট খেয়েছি
তোর পাঁচ ফুট চার ইঞ্চির শরীরটায়।
নীলাঞ্জনা তোর শরীরে আমি প্রেম খুঁজি নি কখনো
খুঁজেছি তোর ফেলে আসা একুশের সময়টাকে।
যখন তোর ফুলের হৃদয় ভেঙ্গে গেছিল
যখন তোর তুবড়ে যাওয়া চোখেমুখে কালসিটের দাগ।
আমি সেখানে মলম দিতে চেয়েছি
কখনো ভালোবেসে আঘাত দিতে চাই নি।
নীলাঞ্জনা আর যাই হোক
আমি কখনো তোকে ভালবাসতে চাই নি।
***********************************************************

rishi026@gmail.com

#### " একলা আকাশ " ####
লেখক : ঋষি
****************************************
আমি তো পা বাড়িয়ে আছি
আকাশের পথে।
নীল মেঘের দেশে ,আবছা  রৌদ্রে
রাত্রি শেষে বেরঙা স্বপ্নের আতরে
একপশলা বৃষ্টি হয়ে গেল
আর আমি তো বৃষ্টির জলে ভিজেই আছি।
বৃষ্টির  জলে ভাষাহীন শব্দেরা
গড়িয়ে নামতে থাকে একলা সন্ধায়।
আমি জানলার কাছে দাঁড়িয়ে
বহুদিন আছি অপেক্ষায়।
যখন ও পথ ধরে একটা শক্ত শরীর হাঁটে
কিছু এসে যায় না।
কিন্তু যখনি একটা হৃদয় হেঁটে চলে যায়
তখনি সময় আসে একলা থাকার।
তখনি হৃদয় পা বাড়ায় নীল আকাশের পথে
একলা বৃষ্টিতে ভিজতে চায়।
একলা দেশে একলা থাকার নেশায়
একাকিত্বকে জড়িয়ে ধরতে চায়।
আর আমি তো পা বাড়িয়ে আছি
আকাশ পথে একলা চলে যাবার  .......
********************************************

RISHI026@GMAIL.COM

#### " অন্য পৃথিবী " ####
লেখক : ঋষি
***********************************************
হোক না একটু অন্যরকম
উল্টো গোলকের উল্টে যাওয়া সময়।
সূর্যের আলো এ গোলকের উপর নয়
পরুক গোলকের গহীন হৃদয়ে।
যেখানে অন্ধকার স্যাতস্যাতে ঘরে
বাস করে মানুষের পাপবোধ গুলো।
সেখানে একটু দিনের আলো  আসুক
একটু হাসুক জীবন সত্যি আলোয়।
কোনো উন্মুক্ত যৌবনা নারীর বুকে
প্রেম ফুটুক, শরীরী নয় হৃদয়ের।
হৃদয়ের প্রকোষ্ঠে বাসা বাঁধুক
বেঁচে থাকার আকুতি।
শিরায় শিরায় লাল রক্তে শান্তি নামুক
হিংসার ডাস্টবিনগুলো পুড়ে যাক শান্তির আগুনে।
শরীরে সেলাই করা রিপুগুলো
মুখ লোকাক গোলকের বাইরে।
ভেসে  যাক মানুষের সম্পর্কে  বাঁধানো সত্যি অনুভূতি
হৃদয়ে ঘরে আর হৃদয়ের বাইরে।
ঝড়ের শব্দে সব অন্যায় উড়ে যাক
শুকনো পাতার মতো।
মস্তিষ্কের শাখায় নতুন ফুল ফুটুক
নিষ্পাপ আলোরণে জীবন হাসুক।
আরো আলো আসুক
আরো আলো  .........................
*****************************************************

RISHI026@GMAIL.COM

##### " শান্তির খোঁজে " #####
লেখক : ঋষি
***********************************************
জানি না এ পথ কোথায়  গেছে
মানচিত্রের টুকরো টুকরো শিরা বেয়ে।
পাহাড় না কোনো মালভূমির হৃদয়ে
না কোনো মরুভূমি না সাগরের অন্তরে।
আমি জানি  শুধু
খালি পায়ে চলে যেতে হবে কোথাও
কোনো অচিন দেশে।
যেখানে তারাদের ভিড়
যেখানে আলো অন্ধকার মেশানো পথে
জোত্স্নার মতো শান্তি ঝরে।
যেখানে শব্দহীন জীবন
কোনো শীতল অচিন দেশে।

চশমার ভাঁজ করা কাঁচের ফাঁকে
পৃথিবীর রঙ্গরস আর সাজানো আলাপন।
দৈনন্দিন ওলটপালট জীবন অর্থহীন পুতুলখেলা
বিদ্রুপ আর হারানোর সাতকাহন।
সব রইবে পরে
আমি জানি  শুধু
আমায় চলে যেতে হবে কোনো রেললাইন ধরে।
শান্তির খোঁজে কোনো অজানা দেশে
যেখানে নেই কোনো শৃঙ্খলের ভারাক্রান্ত জীবন।
নেই কোনো পাপের স্পর্শ
শুধু শান্তির তুষার ছুঁয়ে যাবে
আমার হৃদয়  ....... আমার বিতৃষ্ণ অন্তরে।
************************************************

RISHI026@GMAIL.COM

##### " অভ্যাস " #####
লেখক : ঋষি.
**************************************************
অভ্যেস ছিল একটা
তোমার মুখ দেখে ঘুম থেকে ওঠার।
কিন্তু আজ নেই
কারণ আর কোনো তাড়া নেই তার।
শুন্য খাঁচার পাখিটার আর ঘরে ফেরার তাড়া নেই
আমার ও নেই তাই।
ব্রেকফাস্টের টেবিলে শুকনো ফুলদানি
শুকনো ফুলের গর্বিত সুবাস
আমার আর তেতো লাগে না।
আয়নায় ঝোলানো আমার মুখ
আলমারিতে রাখা সাজানো কাপড়ের ভাঁজে
কিছু লোকানো তর্ক বিতর্ক
আর আমায় অসময়ে তাড়া করে না।
তোমার চোখে আমি আর অভ্যেস দেখি না
ভালো থাকার।
তাইতো আর অভ্যেসটা নেই
তোমার মুখ দেখে ঘুম থেকে ওঠার।
*************************************************

Saturday, August 24, 2013

rishi026@gmail.com

#### " অলিখিত প্রেমিক " ####
লেখক : ঋষি
*********************************************
পার্কের পাশের রাস্তাটা এখনো আছে
এখনো হাঁটে সেখানে প্রেম হাতেহাত ধরে।
শুধু নেই
দোমড়ানো মোচড়ানো সেই বিকেলবেলা
হারিয়ে যাওয়া তুমি।
তোমার ওড়নায় ভাসতে থাকে প্রেম
তোমার বুকেতে থাকা আতরের গন্ধ মাখা প্রেম
তোমার লোভী প্রেমের কথাগুলো
রক্তবমি করে পথের উপরে।
আজ ও দুচারটে প্রেম ছড়ানো বিকেলের পথে
শুধু নেই ,, তুমি।

শুন্য প্রেম বুকে আমি আছি পথের ধারে
সময় আর সময়ের পথ ধরে ভাঙ্গা বেহালার সুর
বড় বিশ্রী লাগে এ কানে।
আমি পরে আছি চর্বিত চর্বনের শেষের আশায়
আমি আছি তোমার প্রেমের পুরোনা নেশায়।
শুধু বদলে গেছি আমি
এক অলিখিত প্রেমের স্পর্শে।
একটু পাগলাটে আমি
তোমার ভালবাসার স্পর্শে।
ঘোর লাগা নেশালো চোখে এই পথ আর আমি
প্রেম তোমার স্পর্শে।
*************************************************

RISHI026@GMAIL.COM

#### " অস্থির সময় " ####
লেখক : ঋষি
***********************************************
চেনা মুখগুলো আজকাল অচেনা লাগে
সে কোনো বাস স্টান্ডে দাঁড়ায় অপেক্ষায় ,
কিংবা কোনো অস্থির সময়ের দরজায়।

প্রতিবাদী মিছিলের শেষ সারিতে দাঁড়িয়ে
আজকাল প্রায় লাফালাফি করি ,
বারংবার স্পন্দিত হৃদপিন্ডের শব্দগুলো
উড়ে ফড়িং ধরতে যায়
ঠিক ছোটবেলার সেই রঙিন দিনের খাতায়।

চেনা সময় অচেনা লাগে
অস্থির সাজানো লাবন্যের আগুনে
নিজেকে পুড়িয়ে নিজের শ্রাদ্ধ করি।

শেষ মোমবাতির রেশটুকুতে  অন্ধকার মোছে না
মোছে না ছাড়ানো ছেটানো  চেতনায় ,
একটা শক্ত স্তম্ভ দরকার
দরকার কোনো দম্ভহীন ,রংহীন আলো
ঠিক ছোটবেলার স্বপ্নের রাজপুত্রের মতো।

চেনা আমাকে আজকাল ভারি অচেনা লাগে
সে আমি যতোই সেজে থাকি না কেন
কিংবা সাজানো অস্তিত্বের দরজায়।
***************************************************




RISHI026@GMAIL.COM

#### " ম্যাজিক স্পর্শ " ####
লেখক : ঋষি
**************************************
মাটির উপরে বিছানো সূর্যের আলোয়
মাখা মাখি করে তপ্ত বিছানায় প্রেম।
যে প্রেমের জন্ম নেই ,নেই মৃত্যু
ম্যাজিক হয়ে নেমে আসে হৃদয়ে
আবার অদৃশ্য হয় ম্যাজিক যেন।
প্রেমের জন্ম নেই ,নেই মৃত্যু  .......

থেকে যায় শেষ সূর্যের ছায়াটুকু
থেকে যায় চলে যাওয়ার স্মৃতিটুকু।
কিন্তু প্রেম বেঁচে থাকে মনে
প্রেম বেঁচে থাকে কষ্টের ছায়াতে।
কারণ ......সূর্যের  মতো স্থির সে
প্রেমের নেই জন্ম নেই মৃত্যু  ............

প্রেম হাসায় ,প্রেম কাঁদায়
কিন্তু বেঁচে থাকে  ..... হৃদয় মাঝে
এ এক অদ্ভুত ম্যাজিক।
প্রেম আলোআঁধারির এক ম্যাজিক স্পর্শ
যে ছুঁয়ে থাকে সকলকে
কিন্তু প্রেমের নেই জন্ম নেই মৃত্যু  ............
***************************************

Friday, August 23, 2013

RISHI026@GMAIL.COM

#### " কাগজের স্পর্শ " ####
লেখক : ঋষি
****************************************
তোমার সেই চিঠিটা
যেটা লুকোনো ছিল হৃদয় সিন্দুকে।
যার পাতায় পাতায় ছিল তোমার স্পর্শ
সেগুলি আজ মেঘলাবেলায়
আমায় আবার ছুঁয়ে দিল।
তোমার গন্ধ ,তোমার উত্তপ্ত ঠোঁট
একটা কাগজের চিঠি
আবার আমায় ভুলিয়ে দিল।

স্মৃতির পুরনো পথে
এক্কা ,দোক্কা খেলে যে বাঁধনগুলো
তার প্রতি স্পর্শ লোকানো ও চিঠিতে।
তার প্রতি স্তবকে সাজানো প্রেম
অনেকটা শুকনো ফুলের পাঁপড়ি
যেগুলি আজ অর্থবহুল আমার কাছে।
আমার লোকানো চিঠি
তোমার উপস্থিতি আমার কাছে।

মেঘের ওপারে তোমার মুখ
ভাসে আমার আবছা চোখে।
টুপ করে ঝরে এক ফোঁটা অশ্রু
 চিঠির উপরে।
আমি আনমনে জড়িয়ে থাকি তোমায়
একটা কাগজ ,তোমার স্পর্শ।
আমি আনমনে ভালবাসতে থাকি
তোমার প্রেমে সেই চিঠি।
***************************************

RISHI026@GMAIL.COM

##### " অন্য কেউ " #####
লেখক : ঋষি
***************************************************
আমাকে চিনতে হলে
চলে যেতে হবে প্রাগৈতিহাসিক যুগে।
অথবা অন্তরের মাটি খুঁড়ে
চিনতে হবে ডাইনসরীয় জীবাশ্মগুলো।
কিংবা চলে যেতে পারিস আদম ইভের সময়ে
নগ্ন করে দেখতে পারিস নিজেকে
দেখবি আমায় চিনেছিস।

আমাকে চিনতে হলে
জানতে হবে মৃত অনুপরমাণু রহর্ষ।
ঘাটতে হবে হাজারো শবের হৃদয়                    
কোনো অন্তরিত বেদনায়।
নিজের অস্তিত্ব আগুনে পুড়িয়ে
খুঁজতে হবে বিষাক্ত বিষ গুলো মানুষের শরীরে
দেখবি আমায় চিনেছিস।

হাজার বছর পর গোলকের শেষ অক্ষরেখায়
যখন ছুঁয়ে যাবে উত্তপ্ত অন্ধকার।
সেই অন্ধকারে আমায় খুঁজিস
দেখবি পেয়ে যাবি ঠিক
একটা মৃত হৃদয়।
একটা অতৃপ্তির হৃদয়
একটুকরো আমার অস্তিত্ব।
**************************************************

RISHI026@GMAIL.COM

###### " চাই না " ######
লেখক : ঋষি
**********************************************
সকালের প্রেম ধুলোয় মেশে হৃদয় অন্ধকারে
অশরীর আত্মা জেগে ওঠে চিত্কার করে বলে
চাই না ,চাই না ,চাই না প্রেম,
নুনে গলা মধু ঝরে।

অতৃপ্তির ঝংকারে অলংকৃত তৃপ্তি
নগ্ন হয়ে চোখে চোখ রাখে।
কিছু কথা ঝরে পরে অনেক  দুরে
হারানো সুর মনে পরে ঘুরে  ঘুরে।
ঝলকে ঝলকে উঠে আসে স্মৃতি
চাই না ,চাই না ,চাই না স্মৃতি।

একটু একলা থাকতে চাই
একটু কাঁদতে চাই হৃদয় ঘরে।
বারবার হাহাকার করে ইচ্ছাগুলো
বারবার ছুঁতে চাই পুরনো সময়।
চেয়েও কখনও ভোলানো যায় না
চাই না ,চাই না ,চাই না তোমাকে।

একটু ভালো থাকতে চাই আগের মতো
আবার হাসতে চাই তোমার প্রেমে
আর কিছু চাই না
আর চাই না স্মৃতি তোমাকে ।
********************************************


Thursday, August 22, 2013

RISHI026@GMAIL.COM

#### " লজ্জা " ####
লেখক : ঋষি
**************************************
সেই মেয়েটা যার শৈশবে
চন্দ্রবিন্দু দিয়ে দিলে।
সেই মেয়েটা যার কৈশোরে
রক্ত মাখিয়ে দিলে।
সেই মেয়েটা যাকে
পুড়িয়ে মেরে দিলে।
সে সোম লতা হোক কিংবা হেম লতা
সে আমার দেশ হোক বা তোমার।
কিন্তু লজ্জা তো লজ্জাই থাকে
সে মানুষ হোক বা মনুষত্বের।

সেই কালিগুলো
যেগুলো ছড়ানো ফুটপাথে।
সেই খিদেগুলো
যেগুলো লেগে হাতের চেটোয়।
সেই কষ্টগুলো
যেগুলো লেগে চোখে মুখে।
সে ভিতরের হোক বা বাইরের
সে আমার ঘরের হোক  বা বাইরের  .
কিন্তু লজ্জা তো লজ্জাই থাকে
সে সমাজ হোক বা রাষ্ট্র।

সেই কুসংস্কার যেটা একটা
ভ্রুণ হত্যা করলো।
সেই অশিক্ষা যেটা একটা
শিশুর বলি দিলো।
সেই রাজনীতি যেটা সবার
মুখের ভাত কেড়ে নিলো।
সে এখানে হোক বা ওখানে
সে আমার হোক বা তোমার।
কিন্তু লজ্জা তো লজ্জাই থাকে
সে সময় হোক বা সময়ের বাইরে।
**************************************

rishi026@gmail.com

#### " পাশাপাশি " ####
লেখক : ঋষি
******************************************
কিছু দিনের পরে
যখন মাটির তলায় তুমি আর আমি।
সেই দুহাত জমি
পাশাপাশি ,
আম ,কাঁঠাল ,হিজলির ভিড়ে
এক ঘন ছায়া।
সেই শীতল স্পর্শে
পাশাপাশি
আমি আর তুমি।

কিছুদিনের  পরে
যখন কোনো সকাল বেলা তুমি আর আমি।
শুন্য দুয়ার ,শুন্য স্মৃতি
পাশাপাশি,
সেই স্মৃতির দেওয়ালে রাখা
এই মাটির  স্মৃতিতে  রাখা।
এই আজকের মতো একিরকম
পাশাপাশি
আমি আর তুমি।

শুধু এতোটুকু
আর কিছু নয়
প্রতিক্ষণে পাশাপাশি
আমি আর তুমি।
*******************************************

RISHI026@GMAIL.COM

#### " সিগারেটের ছাই " ####
লেখক : ঋষি
***************************************
লাল নীল ফিকে আলো
নেমে আসে আকাশ থেকে,
পকেটে সিগেরেটের ছাই জমে বুকে
অসংখ্য কোলাজ করা মুখ পোড়ে
সিগারেটের মুখে
লাল থেকে সাজানো লাবন্য
লাল থেকে রক্ত বিন্দুর
প্রতিকণা পৌঁছায় হৃদয়ের বিষাক্ত ঘরে
পচা গন্ধ, নোনা গন্ধ ভিড় করে 
অশ্রু রূপে
অসংখ্য কথার বাঁধনে
অসংখ্য অশ্রাব্য হৃদয় কথা
হাহাকার করে এক্সরে রুমে
বুকের ভিতরে বোবা জমা কান্না
জমা কালি ,জমা অন্ধকার ,
চিত্কার করে পুড়তে থাকে
একলা বুকে
এক হাহাকার বোবা হৃদয়
নেশা করে
আরো ছাই  ওড়ে
আরো ধোঁয়া ,আরো চোখে জল
টুপ করে ঝরে
আরো হৃদয় পোড়ে
পুড়তে থাকে
লাল হয়ে
চিতার খাটে ,পোড়া মুখে
সিগারেটের ছাই  উড়তে থাকে 
কষ্ট পোড়ে  .........হৃদয়  সুখে

********************************************

Wednesday, August 21, 2013

RISHI026@GMAIL.COM

#### "স্বপ্নিল তুমি " ####
লেখক : ঋষি
******************************************
তোমার  কপালে একটা চুমু এঁকে দেবো
তুমি চুপটি করে বোসো।
আকাশের জোত্স্নায় তোমায় চান করাবো
নিজের হাতে সাজিয়ে দেবো।
 তুমি এমনি স্বপ্নে থেকো  ..............

আমি শীতল দিনের হিমেল পাখি
তোমায় স্পর্শ করবো
শিরশির ছুঁয়ে যাবে শুন্যতায়।
আনন্দের আকাশে আমি বৃষ্টি হবো
অশ্রু হয়ে যাবো
তোমার হৃদ্যতায়।

আমি বৃষ্টি মাঝে তোমায় ভাবি
আমি সবার মাঝে তোমায় খুঁজি।
অন্তরের চোরা বালি তুমি
শুধু তৃষ্ণা আর তৃষ্ণা ,
সবার মাঝে  পুড়ি আমি   ....................

আমার গোপন রাতের বিরহ তুমি
আমার অতৃপ্তির সাতকাহন।
ভালোবেসে তোমায় জড়িয়ে ধরি
আমার জীবন ,আমার মরণ।
যেমনি হও না বাস্তবে তুমি
তোমারি ভাবনায় আমার বিচরণ।
*********************************************

Monday, August 19, 2013

RISHI026@GMAIL.COM

#### " বিষ পোড়া " ####
লেখক : ঋষি
*************************************
সময় পুড়ছে দেখো বিশ্ব উনুনে
পুড়ছে সাথে জল আর কাদা।
আর পুড়ছে জীবন
সাথে হৃদয় গাদা গাদা।

সকালবেলায় শুন্য হাঁড়ি
শুন্য জীবন ,মহামারী।
পরে থাকা ছাই
আদুরে ভারী।
তাকে কি আর ভুলে থাকা যায়
আজ আছি।
তবু সময় বলে
চল চলে যাই।

পুড়ছে মানুষ দেখো  বিশ্ব উনুনে
সব নগ্ন ,সব কামার্ত ,সব লোভী।
ছড়ানো সব ভন্ড অনুভূতি
আর পুড়ছে হৃদয়ে রাখা ছবি।

সন্ধ্যার আরতিতে পেটের চিত্কার
জীবন আরতিতে মৃত্যুর চিত্কার।
পুড়ছে আর পুড়ছে
ছড়ানো পোড়ার গন্ধ,
নেই মন ,নেই ছন্দ
নেই জীবন ,লন্ডভন্ড।
আজ আছি বিশ্ব উনুনে
কাল পোড়া ছাই
জীবন শুধু পুড়তে  থাকে হায়।
*************************************

RISHI026@GMAIL.COM

### " বৃষ্টি হবে " ###
লেখক : ঋষি
****************************************
দু চারটে  তির্যক দৃষ্টি
কি এসে যায়।
যে বৃষ্টি নেমেছে
তাকে ঠেকানো  গেছে না যাবে।
আম ,কাঁঠাল আর শিশিরের ভিড়ে
লেগে থাকা ঠুনকো নিয়মগুলো
কখনো বদলানো গেছে,না যাবে কখনো।
বৃষ্টি নেমেছে নামুক
রাস্তায় পরে আছে হাজারো শামুক।
কি করা যাবে
এ বৃষ্টি কি আর ছাতায় ঠেকানো যাবে।
একলব্যের কাঁটা বুড়ো আঙ্গুলে
কি আর স্বপ্ন সত্যি হবে।
সময়ের পারে রাখা অনির্দিষ্ট পারাপারে
হাজারো  লিপি গাঁথা।
বৃষ্টির প্রতি বিন্দুতে তার স্পর্শ
কি করা যাবে ,
হাত ঘষে যদি অশ্রু মোছা  যায়
তবে কি বৃষ্টি বেলায় স্বপ্ন সত্যি হবে।
কি আসে যায়
যেমন চলছে চলুক
এমনি বৃষ্টি হবে।
******************************************

RISHI026@GMAIL.COM

### " মন আমার " ####
লেখক : ঋষি
********************************************
চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে
বারবার আমি তোমার দিকে পা বাড়াই।
যতই না অন্যদিকে যেতে চাই
তবু বারবার তোমার কাছেই যাই।
রাস্তায় সাজানো রঙিন জীবন
রঙিন আলো স্তম্ভ।
শুকনো মাটি ,দুধে ভাতে আমি
তোমার দিকে চলে যাই ।

মাঝে মাঝে পথের ধারে
তোমাকেই পেয়ে যাই।
আমার ঘর, তোমার ঘর
মাঝখানের সমুদ্র পেরিয়ে ,
তোমার চোখে নৌকা বায়।
তবু সময়ের পালে হৃদয় নৌকা
দিনের শেষে
তোমার দিকে চলে যায়।

নৌকা চলে জীবন জলে
জীবনে চলে নৌকা  চলে।
যতই ডুব সাঁতার লাগাই
তবু সেই দিনের শেষে
তোমার  কাছে চলে যাই ।
মন আমার তোমায় শুধু চায়
তাইতো এ জীবন পথে
তোমার দিকে চলে যায়।
********************************************

RISHI026@GMAIL.COM

#### " দাগী জীবন " ####
লেখক : ঋষি
*********************************
খেয়ে পরে বেঁচে থাকার নেশায়
অনন্ত এক দাগ লেগে আছে।
গভীর থেকে গভীরে যাও
কিছু গোপন স্বাদ লেগে আছে।
হাসি ,কান্নার মিলিত জীবনে
সময়ের বাঁধ  বেঁধে আছে।
বাঁধ  ভেঙ্গে দেও
খেয়ে পরে বেঁচে থাকার নেশায় ,
অনন্ত এক দাগ লেগে আছে।

ফুটপাথে জীবন্ত ঘুঘু
ঘরের দেওয়ালে নিভন্ত আলো ,
একফোঁটা ছাই
জীবন খাতায়
নুন লঙ্কার জং ধরে আছে।

আবার শতাব্দীর আলোয়
জোত্স্না ভরা রাতে ,
আমার দু চোখে স্বপ্ন
হৃদয় প্রেয়সীর সুর ছুঁয়ে আছে।
হাসি কান্নার মিলিত সংসারে
কিছু গোপনতা আছে।
গোপনতা ভেঙ্গে দেও
একি শতাব্দীর আলোয়
কিছু অন্ধকার স্বাদ রাখা আছে।
**************************************

Sunday, August 18, 2013

RISHI026@GMAIL.COM

### " চিরন্তন  " ###
লেখক :ঋষি.
****************************
প্রেম সে তো মধুর আবেগে
এসেছিল একদিন।
জীবন পথে মন রথে
একবার চাই না ,
ভালো থাকা যায় না।
আরো চাই ,আরো চাই
শেষ কভু হয় না।

প্রেম সে তো ছুঁয়ে ছিল কতবার
শরীর থেকে হৃদয়ে
লেগে থাকা পোড়া দাগ।
আরো পোড়ে
পোড়ে সময় একলা সময়।
আরো পোড়ে
আমার অন্তরে।

প্রেম সে তো অলিক মায়া
তাকে ছেড়ে যাওয়া যায় না।
জীবন পথে প্রতি মোড়ে
প্রেম সে তো হাওয়ায় ঘোরে।
এই এলো ,এই গেলো
না প্রেম নয়
সে তো শুধু খেলা হলো।

প্রেম সে তো চির নতুন
কখনো তো পুরনো হয় না।
বদলায়  শুধু
গভীর থেকে আরো গভীরে ,
ঢুকে যায় পেরেক
হৃদয় গভীরে
তবু প্রেম ভুলে থাকা যায় না।
******************************

RISHI026@GMAIL.COM

#### " কালো ছায়া " ####
লেখক : ঋষি
*******************************
প্রাণ ছিল তাই মায়া
এ চোখে নেই কোনো হায়া।

শতাব্দীর প্রভাতী ফেরির ফাঁকে
জমে একাধিক কালি,
এ জীবনে তার গভীর ছায়া।

সাজানো হৃদয়ে ,সারি বাঁধা মেঘ
প্রাণ ভরা শ্বাসে  বিষ
শুধু ছায়া ,নেই প্রাণ ,নেই কায়া।

সকালের মোরগের ডাক
আনমনা একফালি শান্ত রৌদ্র ,
এক পা ,দু পা করে আমার দোরে
আমি শান্ত শরীর ঘুমের ঘোরে।

ইঁদুর দৌড়ের ফাঁকে গর্ত খুঁজি
আরো কালি মাখি
মাঝে মাঝে খুঁড়ে ফেলি তাকে।

রক্ত ঝরে, বদ রক্ত  
হিংসা ঝরে স্বপ্ন সর্গ
আমি বাঁচি।

প্রাণ ছিল তাই মায়া
এ চোখে সাজানো কালো ছায়া।
**********************************

Saturday, August 17, 2013

RISHI026@GMAIL.COM

#### " আগমনী " ####
লেখক : ঋষি
*********************************************
আবার আসবে তুমি
আরেকবার একগুচ্ছ কাশ ফুলের সাথে।
অলিগলিতে তোমার উপস্হিতি
একবছর পর
তুমি মা আসবে  আবার ঘরে।

প্যান্ডেলে প্যান্ডেলে  তোমার স্থাপনা
আলোয় রোশনায়
তোমার আরাধনা
তুমি দুষ্টদমনী , মায়াময়ী মা।
কিন্তু

কি বদল হলো এই এক বছরে  ?
কতটা শান্তি এলো এই এক বছরে ?
রাজনীতি রং বদলালো
বদলালো পদ্ধতি হত্যা লীলার।
বদলালো না নারী ভ্রুণ হত্যা
বাঁচানো  গেলো  কি নারীদের লজ্জা।
কি তুলে দিলাম নবজন্মের হাতে
মূল্য ও  জনসংখ্যা বৃদ্হির নতুন তালিকা।
কদর্য লোভের ও কদর্য মনুষত্বের নতুন নমুনা
আর কিছু না।

আবার একবছর পরে
 আসবে তুমি ঘরে।
কি নতুন নিয়ে আসবে মা ?
আমরা আছি অপেক্ষায়
সুদিন কবে আসবে মা ?
**************************************************

RISHI026@GMAIL.COM

#### " জলের তলায় " ####
লেখক : ঋষি
**************************************
ভয়ংকর একটা স্বপ্ন দেখলাম
স্নিগ্ধ অন্ধকারে জলের তলায়।
জড়িয়ে আছি সম্পর্কের তারে
আমি ভর হীন।
আমি শব্দহীন
একটা শব
যার সব মেশানো জলের দ্রাব্যতায়।
নোনা জল ঘোলা হলো
শব্দ সব হারিয়ে গেলো।
মাছেদের ঠুকরোনো লাগছে না
পাথরের ধাক্কা লাগছে না।
কাদামাটি মাখামাখি
নগ্ন শবে শুধু মায়া জড়িয়ে
নীল জলে জীবন হারিয়ে।
আমি ভাসছি স্রোতের তোরে
ভেসে যাচ্ছি বহুসময় ধরে।
এমন হয়
জলের তলায় থাকা যায়
আমি আর আমার অমিত্য ভুলে।
আমি একটা স্বপ্ন দেখলাম
রুটিনমাফিক হিসেবের ভুলে।
****************************************

RISHI026@GMAIL.COM

#### " সেই নারীকে " ####
লেখক : ঋষি 
***********************************
বহু  চর্চিত ,বহু বর্ণিত নারীটিকে 
আমি নগ্ন করে দেখি। 
তার ঠোঁটের তপ্ত বিছানায় 
দুহাত পেতে আমি স্বপ্ন খুঁজি। 
তার অলংকৃত বুকে 
আমি ছবি আঁকি। 
আমি ভাবনার ডানায় ভর করে 
আমি পৌঁছে যায় তার নাভিতে। 
সেখান থেকে তার হৃদয়ের অন্তরে  
হৃদয় পদ্মের রক্তিম শোভা 
হৃদয়ে ভরে তুলি। 
পায় অমৃত সুধা 
এ জীবনে 
পায় জীবনের পথ। 
আমি অসময়ে সেই নারীকে খুঁজি 
আমার চোখে সেই নারীর রূপ
নেমে আসে শুকনো অশ্রু হয়ে। 
আমার বুকে নাড়াচারা দেয় 
এক আনন্দ 
আমি নাচতে থাকি
সেই নারীর পরশে। 
সেই নারীর প্রেমে আমার নেশা 
সেই নারীর রূপে আমি নারী খুঁজি। 
নারী ছলনাময়ী ,মায়াময়ী ,মরু তীর্থ 
আমি তীর্থের কাকের মতো 
কবিতা নামক নারীকে খুঁজি। 
************************************** 

RISHI026@GMAIL.COM

##### " জোকার " #####
লেখক :ঋষি
************************************************
পায়জামার দড়ির বাঁধনটা খুলে গেল
বিবর্ণ ভাঙ্গাচোরা আয়নার সামনে দাঁড়িয়ে
জোকার হাসে।
হাসির শব্দে নগ্নতা প্রকট
কোনো গরুর গাড়ির চাকার শব্দবহুল বাতাসে।
মিশে যায়  হাসি
ক্যাচ কুচ  ,ক্যাচ কুচ।
জোকার না দেখার অভিনয় করে
চোখে জল
আহা কি কষ্ট
আসলে জোকার হাসতে থাকে।
নিজেকে ভালো দেখার বিনিময়ে
নিজেকে ভালো রাখার বিনিময়ে
জোকার হাসতে থাকে।
নিজের নগ্নতা না দেখার বিনময়ে
আসলে ওটা হাসি নয় কান্না
জোকার কাঁদতে থাকে।
হাসির ঝলকে কান্নার হাহাকার
জোকার কাঁদে।
জোকার হাসে ,কান্নার বিনিময়ে
নগ্ন নগ্নতা ঢাকার বিনিময়ে।
*****************************************************

RISHI026@GMAIL.COM

#### " প্রেমের ঢেউ " ####
লেখক : ঋষি
****************************************
যে সোনালী বালুতটে তুমি ছুঁয়ে ছিলে
যে দিন প্রথম তোমায় দেখি ,
সেই মুহুর্তে
আমি তোমার প্রেমে পাগল  হয়ে গেছি।

নোনা জলে চান করতে করতে
কখন যে বেলা হয়ে গেলো।
কখন যে ভেঙ্গে গেলো আমার একাকিত্ব
কখন যে তুমি ঢেউয়ের আঘাতে
কাছে চলে এলে আমি বুঝি নি।
আমি ভাসি ক্ষুদ্র তরী  যেন ও বুকে  .....

বুঝি নি আমি তোমার গভীরতা
তোমার দিকে তাকিয়ে ভাবি
কি বিশাল তুমি।
কিন্তু তোমারও তো শেষ আছে
কোথাও তুমি ও মেশো কারো বুকে।
সেটা আমার কেন নয়  ................

আমার বুকে তোমার স্পর্শ
তোমার রৌদ্রমাখা চকচকে দৃষ্টিতে
যে প্রেম আমায় স্পর্শ করে
জানো না  ........ তার জন্য পাগল আমি।
******************************************


Friday, August 16, 2013

RISHI026@GMAIL.COM

##### " লজ্জা " #####
লেখক : ঋষি
****************************************
কৌমার্যের বিকলাঙ্গ বলিরেখা
আরক্ষণ না লেহন।
শরীরের ঝরে পরা লজ্জা
বৃষ্টির এক ঝাঁক পায়রা
উড়ে যায় নীল  আকাশে।
নেমে আসে লজ্জা আকাশ থেকে
সে কি লজ্জা না শর শয্যা।
রক্ত বন্যায় প্লাবিত কৃষ্ণাঙ্গ যুবতীর বুকে
নেমে আসে হালের ধারালো ফলা।
চিরে যায় বুক
গভীর থেকে আরো গভীরে
বর্ষিত হয় জৈবিক আকাঙ্খা
একি ইচ্ছা না অনিচ্ছা।
মিলে যায় শুক্রানু গহীন অরণ্যে
আশঙ্কা  অজন্মা  একটা জন্ম
একটা নাম না জানা অস্তিত্বের।
একজন কলঙ্কিনীর কৌমার্য হারানো
আত্মার চিত্কার হাহা কার করে
একি অলংকার না লজ্জা।
কি বলি
এটা লজ্জা ,এটা লজ্জা ,এটা লজ্জা  .............
**********************************************

RISHI026@GMAIL.COM

#### " মন আমার " ####
লেখক : ঋষি
********************************************
পুস্পিত প্রেমের সৌজন্যে
মন আমার নোনা জলে ডুব দিয়ে
আকাশ ধরতে চাই।

পা বাড়িয়ে অসংখ্য ভদ্রতা সামাজিকতায়
আল্পনার রঙিন আবরণে মন আমার
ডুবে মরতে চাই।

অন্তরের ভাব দীঘির কালো জল
চোখ ছল ছল ,মন আমার
হৃদয় ছুঁতে চাই।

কৃষ্ণ প্রমের  রঙ্গে মেতে
বাঁশির সুরে দুহাত তুলে মন আমার
তোমায় পেতে চাই।

কল্পনা নয় বাউলে হৃদয়
একতারার স্বপ্ন পথে, মন  আমার
স্বপ্ন  ধরতে চাই।

ঘোড়ার খুঁড়ে শব্দ লেগে
পায়ে পায়ে জীবন পথে মন আমার
মৃত্যু ছুঁতে চাই।

দিন চলে যায় সূর্য পথে
চাঁদের আলোয় গভীর পথে মন আমার
ভালোবাসতে চাই।
**********************************************

RISHI026@GMAIL.COM

###### "  অস্তিত্ব " ######
লেখক : ঋষি
*************************************************
কিচিরমিচির আর কিচিরমিচির
এক বুক সময়ে দাঁড়িয়ে।
জয় গোস্বামী আউরাতে আউরাতে
কখন যে বাবুঘাট থেকে বেলেঘাটা ,
কখনো বাগবাজার থেকে পোস্ট অফিস পাড়া
ছড়ানো ছেটানো আমার অস্তিত্ব।
অনেকটা প্রফেসার শঙ্কুর
সেই যন্ত্রটা
ভ্যানিস অস্তিত্ব।

মোমবাতির গড়িয়ে পরা মোমের বিন্দু
কয়েকটা রক্তবিন্দু।
কোনো বাজারে নারীর স্থন বৃন্তের চুম্বন
ভালবাসা।
কিছু নকল মুখোসের পিছনের লোমশ হাত
হাত বাড়িয়ে ,টিপে ধরে
গলা থেকে নাড়ি টনটন ,
লক্ষ্য ভ্রষ্ট আদিম পথের নিখুত আলিঙ্গন
আমার অস্তিত্ব।

ভিজে পাঞ্জাবীর ঘামের গন্ধে
ছেঁড়া চটির ফোস্কার রচনা।
পকেটে রাখা কয়েক মুঠো স্বপ্ন
স্খলিত সময়ের শান্তি কামনা।
খসে যাওয়া লজ্জার
অনাবৃত আকাঙ্খার দর্পচূর্ণ।
ঠিক যেন
ভেজা কাকের মতো গর্বিত
নড়বড়ে অস্তিত্ব।
***************************************************

RISHI026@GMAIL.COM


#### " বেঁচে থাকা " ####
লেখক : ঋষি
*******************************************
ব্যস্ত দিনলিপি ,অগাধ আকর্ষণ
বেঁচে থাকা।
খালি পায়ে পথ চলা
জুতোর ভিতর দমচাপা হাহাকার।
ফুটপাথে নোঙরা হাড় দেখানো লাবন্য
সাজানো পঞ্চম তলায় লোভার্ত চিত্কার।

এই বেঁচে থাকা
জামার তলায় মাংসের আস্তরণ
তার তলায় জমানো আর্তনাদ।
একটা হৃদয়
পূর্ণ অথবা শুন্য
সবটাই মাখামাখি জীবনে।

এই বেঁচে থাকা।
বাস ,ট্রামে শুকনো ঘামার্ত মুখ,
শুকনো মাতৃত্বের শুকনো বুক।
একটু খিদে
এক থালা স্বপ্নের ঐশ্বর্য
সব মলিন।

এই বেঁচে থাকা
সাজানো সময়ে সাজানো অনুভূতি
বিক্রি কোনো নির্দিষ্ট দিনে,
কয়েকটা খুচরো আধুলির
নড়াচড়া শুন্য ভাঁড়ে।
অসংখ্য ধন্যবাদ
এই বেঁচে থাকা।
********************************************

RISHI026@GMAIL.COM

### " সৌর জগৎ " ###
লেখক : ঋষি
********************************************
ছাই চাপা রৌদ্রে
আমার বিষন্নতা ঘুমের ঘোরে ঘামতে থাকে
সূর্যের একাকিত্বে আমি মিশে যাই
আমি পুড়তে  থাকি হাসতে হাসতে
অনাবিল আনন্দে ভাসে এ গোলক
আমি কাঁদতে থাকি বৃষ্টি রূপে
সবুজের স্পর্শে ক্লোরফিলীয় তত্ত্ব
আমি একা থাকি সবুজের স্পর্শে
এক একটা রশ্মি আমায় ফুঁড়ে চলে যায়
এক একটা দিন মেঘলা করে
কিছু স্হাপিত সৌজন্য
কিছু লুকোনো পাপ
সবকিছু পিছনের রেখে
আমি একা থাকি নীলের মাঝে
অনন্ত আকাশে
ছড়ানো গ্রহপুঞ্জের মাঝে
টুকরো টুকরো মুখ ভাসে
টুকরো টুকরো চোখের শুকনো অশ্রু
আমি পান করি
অন্ধকার চাঁদের আড়ালে
মুহুর্তদের কলরবে সকাল আসে
আমি একা থাকি বিশাল আকাশে
পুড়তে  থাকি  অনন্ত সময় সাথে

************************************************  

RISHI026@GMAIL.COM

### " তৃষ্ণা " ###
লেখক : ঋষি 
******************************************
দুরে পরে থাকা শরীরের গন্ধ 
আমায় ডাকে আয় আয়। 
মস্তিষ্কের অনাবৃত চক্ষু খুলে যায় 
একটা নগ্ন ছায়া স্পর্শ করে।
লোভ হয়
তখন বড় লোভ হয়
লোভ ডাকে আয় আয়।
একটার পর একটা লজ্জা খসে পরে
একটার পর একটা নষ্ট সময় স্মরন করে।
শরীরের তাপ শরীরের ভিতরে
ঠোঁটে ঠোঁট
লেপ্টে থাকা একটা শরীর।
লেপ্টে থাকা চ্যাট চ্যাটে অনুভূতি
মস্তিষ্কের অন্তরিত অবরুদ্ধ চেতনা।
শুধু ডাকে শরীর
আয় আয় আর কতো
এবার চলে আয় ভিতরে।
মন ছাড় শুধু শরীর
শরীর শরীরের ভিতরে।
******************************************

Thursday, August 15, 2013

RISHI026@GMAIL.COM

### " প্রেমাতুর গন্ধ " ###
লেখক : ঋষি
*************************************************
সেদিনের সেই শিউলিগুলো
সেদিনের সেই সন্ধ্যা
সবটাই কেমন আটকে আছে বুকে।
অনেকটা একটা ঘুনপোকা
তার অসীম ধৈর্য্য ,
তার অকৃত্রিম আকাঙ্খায়
কুরে কুরে খায়।
আমি আছি, তুমি আছ
শুধু  বদলে  গেছে প্রেমের মানে ,
শুধু  বদলে গেছে মনের ইচ্ছাগুলো।
যদি আমি
গোলকটাকে উল্টো ঘোরাতে পারতাম
যদি আমি
সেই  শিউলিগুলো আবার ফিরে পেতাম
তবে আঁকড়ে রাখতাম তাকে।
তার গন্ধ যদি ধরে রাখা যেতো
তবে আমি প্রেমের দেবতা হতাম।
তোমাদের ছিটিয়ে দিতাম প্রেমের গন্ধ
গোলকটাকে ভরিয়ে দিতাম প্রেমে।
সেদিনের সেই শিউলিগুলো যদি ফিরে পেতাম
তবে বদলে যেত আজকের মানে।
**************************************************

মধ্যবর্তী

একটা বিস্ফোরণ দরকার ছিল  দরকার ছিল একটা সীমা ছাড়ানো চিৎকারের  তোমার বুকের কাপড় সরে গেছে ,আমি রয়ে গেছি মধ্যবর্তী  তোমার নাভির থেকে দাগগুলো যদ...