Friday, January 31, 2014

RISHI026@GMAIL.COM

আমি সেই ছেলে
............... ঋষি

সেই ছেলেটা যাকে তুমি চাও নি কোনদিন
বাসের জানলায়, ট্রামের রাস্তায় যে দাঁড়িয়েছে
শুধু তোমায় ভেবে ।
তোমায় একবার দেখবে বলে
রৌদ্রে পূড়েছে ঘণ্টার পর ঘণ্টা ।
শুধু তোমার জন্য তোমার স্বপ্নে বাঁচতে চেয়েছে
তাকে তুমি চাও নি কোনদিন ।

আসলে সেদিনের শীতের স্পর্শ তোমায় জড়ায় নি
জড়ায়  নি তোমায় পৃথিবীর আলোর আসল মানে ।
তুমি বোঝো নি প্রেম কেমন হয়
তাকে মাখে না জড়িয়ে রাখে ।
একগোছা রজনীগন্ধার গন্ধে তখন মাতোয়ারা তুমি
বোধ হয় তুমি তখন ষোলো
আর আমি উনিশ ।

বৃষ্টির দিনে ছাতা নেই সাথে
আমি সেই ছেলে সেদিন ভিজতে দেই নি তোমায় ।
কিন্তু তুমি বোঝো নি তার মানে
আসলে তুমি ভিজতে চেয়েছিলে মায়াবী স্বপ্নে ।
তুমি ভিজলে আর আমাকেও ভেজালে
কিন্তু  আজ তবে কেন এলে বুঝতে
নতুন করে প্রেমের মানে  ।

RISHI026@GMAIL.COM

কাকে খোঁজে মন
............ ঋষি

বাসে ট্রামে দিনে রাতে
কাকে খুঁজি ।
সকালের ঘুম ভাঙা আদুরে স্পর্শে
কাকে খুঁজি ।
কাকে খুঁজি আমি বিকেলের ময়দানে
আবছা অন্ধকারে ।

একবার বলও  তুমি জানো না
শুধু একবার তুমি আমার চোখের স্বপ্নে চান করো ।
কথা দিলাম তোমায় দেখবো না নগ্ন আমি
তোমাকে জড়াবো না আমি লতার মত ।

শুধু দেখবে তোমাকে আমার চোখে
তাপরও বলতে পারবে তুমি জানো না ?
কার সম্বলে এ জীবন বাঁচে
কাকে খোঁজে মন দিনে রাতে ।
এখনও যদি না বোঝো
তবে বলবো না কোনদিন
কাকে খোঁজে মন আর কাকে ভালোবাসে ।

Thursday, January 30, 2014

RISHI026@GMAIL.COM

খেয়ালি জীবন
..................... ঋষি

জীবনের সব অশনি সংকেত মাড়িয়ে
এক ক্ষুদ্র হৃদয়ের আশায়
হাত গুণী
স্বপ্নিল ভালোবাসার আশায় ।

বারে বারে ভুলি তৃপ্তি মাখানো নেই
লোভ লালসায় ।
বারে বারে করি একি ভুল
লোক লজ্জায় ।
সৃষ্টি নিয়মের বাইরে এক গোলক
যার আপাদমস্তক মোড়া মিথ্যা শয্যায় ।

রাম , শ্যাম ,যদু ,মধু
সবাই ছিল আর থাকবে সম্পর্কে ।
করতাল বাজাবে সবাই পরে গেলে
কাঁদবে কেউ কেউ মরে গেলে ,
কিন্তু হাসাবে না কষ্ট হলে ।
একটা জীবন বাঁচো তাই
ফিরবে না সে চলে গেলে ।

সব জানি সব বুঝি তবু ভুলের পাহাড়
পাহাড়ের উপর মাটির তিরী দেয়াল ।
বড্ড নরম যে হৃদয়ের মাটি
জীবন এ হাসা কাঁদা তোর খেয়াল ।

RISHI026@GMAIL.COM

মনের আয়না
............... ঋষি

আয়নার সামনে তুমি থেকো না
কি দেখবে ওখানে ?
তোমার রূপ ।
সে তো চিরদিনের নয়
মরছে পড়বে, কুঁচকে যাবে ,
বদলে যাবে সময়ের সাথে ।
বারে বারে বলি আয়নার সামনে দাঁড়িয়ে থেকো না
কোনও লাভ নেই।

যদি দেখতে হয় দেখো হৃদয় জানলার বাইরে ।
খোঁজো নিজেকে সেখানে
খোঁজো তোমার অন্তরের রূপ ।
যদি দাঁড়াতেই হয়
দাঁড়াও নিঝঞ্ঝাট সময়ের বাইরে ।
মাপবে কতোটা পবিত্র তুমি
ওটাই তো তোমার আসল রূপ ।
বারে বারে বলি মনের  জানলা বন্ধ রেখো না ।

তাহলে হারিয়ে যাবে
তোমাকে খুঁজবে না কেউ ,
আয়নার সামনে তুমি থেকো না ।

RISHI026@GMAIL,COM

আমি আর কবিতার তুমি
..................... ঋষি

আজও ফুটপাথে  কবিতার পাণ্ডুলিপি
আজও প্রেম ঝরে চোখের পাতায় জানো ।
আমার তোমার সাত সমুদ্র লিপি
ঠিক ছুঁয়ে যায় দখিন হাওয়া যেন ।

নিত্য নতুন এক অন্তর দাহ হৃদয়ের
নিত্য এক অনিবার্য কল্পনা ।
সব ছুঁয়ে দিয়ে চোখের নোনা জল
বৃষ্টি আর প্রেমের জল্পনা ।

তুমি কখনো কাঁদতে থাকো হৃদয়ে
কখনো তুমি হাসির কদম ফুল ।
তোমার স্পর্শে কখনো হৃদয় ভাঙে
কখনো তুমি প্রেমের প্রথম ফুল ।

তুমি কখনও মেঘলা ঝোড়ো বাতাস
কখনো তুমি মৃত্যুর হাতছানি ।
চারিদিক সব হয়ে যায় খালি ফ্যাকাসে
 শুধু বেঁচে থাকে নীরবতার বাণী ।

কখনও তুমি সুনীলের প্রেমের নারী
কখনো বা শক্তির আবাহন ।
তরুণ কবি শ্রীজাত প্রেমে ভাসে
তুমি আদি চণ্ডীর চরণ ।

কলেজ গেটে ,অফিস পাড়ায়
যেখানেই চায় সেখানে তুমি থাকো ।
কবিতা আমি তোমার প্রেমে পাগল
আমায় তুমি এমনি জড়িয়ে রাখো  ।

আজও জীবনে তোমার স্পর্শ আছে
আজও হৃদয়ে বাঊলে সুর আসে ।
কবিতার তুমি ছড়িয়ে ছিটিয়ে জীবনে
বাঁচার ইচছা আমার জাগিয়ে রাখে ।

Wednesday, January 29, 2014

RISHI026@GMAIL.COM

সভ্যতার ফুটপাথ
..................... ঋষি

ফুটপাথের বাসি পরে থাকা রুটিতে
খিদের দাগ স্পষ্ট ।
স্পষ্ট রক্তের দাগ মনুষ্যত্বের
ছোট ছোট বাড়ানো  হাতে  ।

চোখের আড়ালে , ইছছাকৃত মুখোসের আড়ালে
দু এক ফোঁটা রক্তের বিন্দু ঝরে রোজ।
মাথা ঠোকে শতাব্দীর জমানো লজ্জা
আর রাজনৈতিক কোটায় মুখে রাজভোগ ।

ইতিহাসের যীশু আজ ফুটপাথের হলুদ আলোতে মরছে
মরছে কত মশা মাছি রোজ ।
অশিক্ষা ,জন্মান্ধতা , দারিদ্রতার কবলে পরে
ধুঁকছে সভ্যতা আর বাড়ছে সভ্যতার বোঝ  ।

নতুন কি এ শ্মশানে শুধু লোভের আগুন
ফুটপাথে ছড়ানো হাহাকার আর তৃষ্ণা  ।
তার মাঝে আমরা অহংকৃত সভ্যতার দালাল
বাসি রুটির ফুটপাথে , খিদের কথায় আমাদের বিতৃষ্ণা ।

ইতিহাসের যীশু দেখো মিটি মিটি হাসছে
পুড়ছে মনুষ্যত্ব সভ্যতার দ্রুতগামী জেটে ।
আর আসছে এক অন্ধকার সময়ের পাপে
ফুটপাথ বাড়ছে আর খিদে সভ্যতার পেটে ।

rishi026@gmail.com

তবে বেশ হত
............... ঋষি

তোমায় যদি ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারতাম
যদি তোমার চাঁদে বোনা স্বপ্ন গুলোতে চন্দ্রবিন্দু বসাতে পারতাম
তবে বেশ হত ।

তুমি যখন আঁচল উড়িয়ে জ্যোৎস্নায় এসে দাঁড়াও ।
তোমার ঢাকা শরীরে জোনাকিরা ঘোরে ।
ওই জোনাকির আলোয় যদি তোমার
শরীরে হাত রাখতাম ।
ছুঁয়ে দিতাম তোমায় দ - এর মত নগ্ন করে
তবে বেশ হত ।

কি তফাৎ তোমার হৃদয় আর শরীরে
কি তফাৎ তোমার প্রেম আর শরীরে
গুলিয়ে ওঠে আজকাল তোমার মানেটা ।
ফুটপাথে যখন তোমার খোলা  বুকে মাছি বসে
আমি ভাবি যদি তোমার সব সৌন্দর্য শুষে নেয়
তবে বেশ হত ।

বেশ হত যদি তুমি ,তুমি না হতে
বেশ হত যদি তুমি মাটির তৈরি হতে ।
তবে জানতাম হৃদয়হীন তুমি
তবে কোণও প্রত্যাশা থাকতো না
থাকতো না তোমার অস্তিত্ব আমার কাছে
তবে বেশ হত ।

কিন্তু এমন রক্তমাংসের মায়াবী ছলনায়
আমার আভিধানের ধারের কাছে যদি তুমি না থাকতে
তবে বেশ হত ।



Monday, January 27, 2014

RISHI026@GMAIL.COM

ঈশ্বরের মুখোমুখি আমি
..................... ঋষি

না না বিশ্বাস করবো না তোমাদের ।
যখন বসিরহাটে চারটে জানোয়ার দিনদুপুরে
একজন কলেজ ছাত্রীকে ছিঁড়ে খেলো
তখন কোথায় ছিলে তুমি ।
যখন হাস পাতালের সামনে একজন মা
শিশুর রক্তের জন্য গড়াগড়ি খেলো
তখন কোথায় ছিলে তুমি ।
ফুটপাথের খিদে , অন্ধকার পৃথিবী , রোজকার অপমানে
কোথায় থাকো তুমি ,কার পাশে ।

লজ্জা করে না তোমাদের, আজ বিশ্বাস চাও
লজ্জা করে না তোমাদের শক্তিশালী ঈশ্বর ।
সময় মতো মন্দির ,মসজিদ,চার্চে
তোমাদের আরাধনা ।
তোমাদের সাক্ষী দেই ধর্মের কাগজগুলি
মা ,বোন ,কত মানুষ নির্ভর করে তোমার উপর ।
আর তোমরা শুধু দেখতে থাকো
তোমাদের কি করার কিছু নেই
তোমরা কি এতোটাই নিলজ্জো  ।

না না বিশ্বাস করবো না তোমায়
সে প্রশ্ন নেই ।
আগে বদলাও গিয়ে মানুষের হৃদয়
আগে দুর করো সাধারণের কষ্ট ।
আগে সত্যি কারের বিশ্বাসী হও
তবে মানবো তোমায়  ।
তোমার স্মরণ  করবো দিনে রাতে
আগে বদলাও নিজেকে ।
তার আগে তোমাদের বিশ্বাস করবো না ।

RISHI026@GMAIL.COM

মা আর মা
.........ঋষি

৭৮ নম্বর বংশী পাড়া লেনের চৌরাস্তার মোড়ে
যে ভদ্র মহিলা  রৌদ্রে বসে ধুঁকছেন
তিনি তো কারোর মা ।
মা তো সবার আছেন ,
আমার ,তোমার ,সবার তাই না ।
তবে ভদ্র মহিলা কেন ধুঁকছেন এভাবে
কারণ মা আছেন আর থাকবেন পৃথিবীতে
কিন্তু মা শব্দের অর্থ সবাই জানে না ,
তাইতো সন্তান সবার থেকেও  থাকে না ।

স্বামী ,স্ত্রী আর  আমাদের আটশো স্কয়ারফিটে
সবকিছু থাকে কিন্তু মার জায়গা হয় না  ।
তাইতো তাইতো এমন অজস্র মা
গলে পচে মরে এমন
৭৮ নম্বর বংশী পাড়া লেনের চৌরাস্তার মোড়ে ,
কিংবা  বৃদধাশ্রমের কোনও অন্ধকার ঘরে ।
এটাই প্রাপ্তি তাই না
ওই ভদ্র মহিলার এই পৃথিবীর  কাছে ।

হাসি পায় আমরাও মায়ের সন্তান
ইতিহাস সাক্ষী যুগে যুগে এ মাতৃভূমিতে
মায়ের  উদাহরণ ,ছিঃ মায়েরও উদাহরণ ।
আমাদের লজ্জা নেই শতাব্দীর আলোতে
আজ স্বার্থপরের ভিড়
আর ভিড়ের সাথে মিশে আছি আমরা ।
এমন কত মা
৭৮ নম্বর বংশী পাড়া লেনের চৌরাস্তায় ধুঁকবে
আর  নিলজ্জোর মত দেখবো আমরা ।

Sunday, January 26, 2014

rishi026@gmail.com

শুধু তোমার জন্য
............. ঋষি

তোমার এই রূপ আমায় বিভোর করে মন।
সকালের একঘেয়ে সোনালী রৌদ্র
তোমার এই হাসি ,তোমার কাজল মাখা মায়া
আমায় নতুন করে ভালোবাসতে শেখায় জীবনকে।
তোমার জন্য ,শুধু তোমার জন্য
তোমায় ভালোবেসে।

দৈনন্দিন উপার্জিত ক্ষুদ্র উপহাসে
কিছুটা হলেও শান্তি দেয়
তোমার কলকলে ধ্বনি।
ঠিক যেন কোনো শান্ত জলপ্রপাত
আমাকে ভেজায় ,আমাকে লুকিয়ে নেই
প্রেমের আঁচলে।

মন তুমি যখন বারান্দায় গিয়ে দাঁড়াও।
আমি আড়াল থেকে দেখি তোমায়
এক অপূর্ব আলো ভরে যায় হৃদয়ে।
আমার দরজা ,আমার জানলা
সব খুলে যায় তোমার হাসিতে
আমি পাগল প্রেমিক তোমার প্রেমে।

rishi026@gmail.com

সত্যি কি প্রেম
........ ঋষি

কিছুটা ওলট পালট সময়ের পর
এক বিচলিত প্রেম কাব্যের শেষ পাতায়
কি লিখবে তুমি।
আমাকে তুমি বাঁধতে পারো
সে স্পর্ধা তোমার নেই।
কি করবে ?
রাঁধবে ,সাজবে না সাজাবে।

আমি জানি মধু রানী তুমি
তোমার লুকোনো অনন্ত শয্যায়
আর যা কিছু হোক লোভ থাকে।
কিন্তু কতক্ষণ পারবে আটকাতে এভাবে
কতক্ষণ এ স্পর্শের খেলায়
আমায় মাতিয়ে রাখবে।
বলো  পারবে তো আমাকে ভোলাতে এভাবে।

সহজে চোখের পাতায় জমা লজ্জা
চোখে চোখ রাখো ,রাখতে পারবে তো হাত
আমার হাতের সাথে।
জুড়ে দিতে পারবে তোমার অস্তিত্ব
আমার গভীর ধমনীর সাথে।
তারপর না হয় বলতে এসো প্রেম শব্দটাকে
আগে এই শব্দের মানেটা তো বোঝো। 

Saturday, January 25, 2014

RISHI026@GMAIL.COM

হে মহানগর
..................... ঋষি

হে মহানগর
তোমার শিরায় শিরায় আজ অন্ধকার হাতছানি
তোমার প্রতি উপলব্ধিতে আজ চোরা বালি ।
কয়েক তলার কৃত্রিম খাঁচায় বন্দী জীবন
শুধু স্বার্থ আর মনুষ্যত্বের মানহানি ।

সাপের মতন জড়িয়ে গিজগিজে কালি
লোভ ,হিংসা ,বুজরুকি
শরীর ,রক্ত আর পাপের ডালি ।
সব মিথ্যা, সব নকল
সম্পর্কের নামে সব মুখোসগুলো খালি ।
ছিঁড়ে নেওয়া ,ক্ষত বিক্ষত
আর এমপ্লয়মেন্ট এক্সচেনজে বহু মালি ।
সরল মনে হারিয়ে যাবে ,ভুল বুঝো না
এই অন্ধকূপে আজ মৃত্যুর হাততালি ।

হে মহানগর
তোমায় জড়িয়ে কত ইতিহাস ,কত গর্ব
আজ সব মিছা এই গুনগাঁথা ।
তুমি প্রেমের কবিতা, কবির স্বপ্ন
কেউ শোনে না মহানগর আজ তোমার কথা ।

RISHI026@GMAIL.COM

অনেক কিছু বলার ছিল
......... ঋষি

 আমার অনেক কথা বলার ছিল
বলার ছিল তোমার দুই ভ্রূর মাঝে চাঁদকে।
তোমার আকাশ রঙের শাড়িটাকে
তোমার গোলাপ রঙের বুকের নরম গন্ধে,
তোমার আদুরে লাল ঠোঁটে
আঁকার ছিল আমার তৃপ্তির তৃষ্ণ।।

তোমার চলার ধরনে এক নরম রৌদ্র
সে পথে খুলে রাখার ছিল হৃদয় ।
হৃদয়ের ভিতর গড়ার ছিল স্বপ্ন
স্বপ্নের রঙে তোমায় রাঙিয়ে,
তোমার হাত ধরে চলার ছিল
তোমায় বুকে জড়িয়ে রাখার জন্য ।।

এক অজানা আতঙ্কের সাথে
খোলা জামাড় বোতাম জড়িয়ে কাণ্ণা ।
ট্রেনের ষ্টেশন ছেড়ে যাওয়া সাথে
হৃদয় ভুলিয়ে রাখার বায়না ।
আমার যা কিছু সব বলার ছিল
সেগুলো কে আর ভুলিয়ে রাখা যায় না।।

Friday, January 24, 2014

RISHI026@GMAIL.COM

অরিত্র তুই স্বার্থপর
.....................ঋষি

অরিত্র তুই কেমন আছিস
জানিস দেখতে দেখতে কেটে গেছে আট বছর ।
অরিত্র তুই নেই আমি জানি
তবুও তুই আমার ভীষণ কাছে আছিস ।

কাল রাতে এসেছিলিস তুই বহুদিনের পর
মুখে সেই মৃদুমন্দ হাসি ।
ঠিক যেন বাঊলে বাতাস  আগের মতো
বল্লি কেমন আছিস তুই, ভালোই মুটিয়েছিস ।
আমি বলি নি  বলতে পারি নি
ভালো নেই ,ভালো নেই আমি অরিত্র ।

এ গোলকে মানুষ খুব কম
স্বার্থপর সব, তোর মত আমার আর বন্ধু নেই  ।
ইট ,কাঠ ,পাথরের শহরে
সব যন্ত্র,যান্ত্রিক জীবনে আমিও বন্ধ ।
সেই ছেলেবেলার আকাশ ,ঘুড়ি আর আমাদের শৈশব
সব হারিয়ে গেছে , সম্পর্কের ঘুড়িগুলো সব ভোকাট্টা ।
অরিত্র তুই কোথায় আছিস,
একবার তুই ফিরে আয়না অরিত্র ।

অরিত্র  তুই তো মরেছিস একবার
তোর রেলে কাটা মাথাটা আমি ভুলি নি কক্ষন
ভুলতে পারবো না তোর ঠোঁটের কোনার হাসি ।
কিন্তু তুই জানিস আমি মরি প্রতিদিন দিনে রাতে
আমার রক্তাক্ত শরীরটা দেখে না কেউ
তুই কি দেখতে পাস অরিত্র ।

অরিত্র তুই ভীষন স্বার্থপর
আমায় ছেড়ে চলে গেলি,আমাকেও নিতে পারতিস ।
একবার ফিরে আয় অরিত্র
মরতেই যদি হয় তবে আমায় সাথে নিয়ে মরতিস । 

rishi026@gmail.com

মেঘলা আকাশ
......... ঋষি

বৃষ্টি এখানে লেগে বারো মাস
আলাদা করে বলার নেই কিছু
একলা ঘরে একলা আমার বাস ।

রৌদ্র যখন লুকিয়ে পরে ঘুমে
বৃষ্টি নামে হৃদয় ঘরে মেঘ ।
কুয়াসার মেঘ মাটির মাথা চুমে
চোখের কথা জ্বালা আর উদ্বেগ ।

আলাদা করে বলার নেই কিছু
যতটুকু এই  প্রাণটাই সম্বল ।
হৃদয়ে যখন নতুন মেঘ জমে
ধুলোর মেঘে মস্তিষ্কে তাণ্ডব ।

আসলগুলো ঘোর লেগে হয় ফ্যাকাসে
কালের ঘরে লেগেই থাকে শনি ।
প্রলয় নাচন দুন্দভি ভৈরব
বৃষ্টি এলে ভেজায় মাটি জানি ।

বৃষ্টি এখানে লেগে থাকে বারো মাস
আলাদা করে বলার নেই কিছু
জীবন শব্দে আমার এখন ত্রাস ।

Thursday, January 23, 2014

RISHI026@GMAIL.COM

নীলাঞ্জনাকে লেখা চিঠি
......... ঋষি

আমাকে মুগ্ধ করিস না  নীলাঞ্জনা
তোর সেই অধিকার নেই ।
যে স্বপ্নের স্থাপত্যে তোর বাস
সেই স্বপ্ন আমার পুড়ে গেছে বহুদিন ।
আসলে জানিস আমি খাঁচায় থাকতে পারি না
এ আমার অহংকার নয় ,অলঙ্কার ।

 নীলাঞ্জনা  তোর ফেলে আসা সময়
আমাকে কাছে টানে ।
তোর দেওয়ালে ঠেকা পিঠটা  আমার নিজের
কিন্তু আমার কষ্ট নেই ।
তোর প্রতিটি কালসিটে আমাকে কষ্ট দেয়
আসলে পৃথিবীর কষ্টগুলো আমার একান্ত নিজের ।

জানিস নীলাঞ্জনা তোর ঠোঁটের কোনের তিলটা
আমার ভীষণ প্রিয় ।
শ্রাবণের ধারার মতো তোর শরীরের কোনায় কোনায়
আমার বাস ,তোর আয়নায় ।
আমাকে ওখানেই রাখিস ,মুগ্ধ করিস না
পারলে পুড়িয়ে ফেলিস তোর আয়নার সাথে আমাকে ।

RISHI026@GMAIL.COM

সময়ের হাসি
...... ঋষি

কয়েকটা আধুলি আজও তোলা হৃদয় কুলুঙ্গিতে
কিছুটা যাবার পর পিছে ফিরে দেখার এপারে
গোছ গোছ স্বপ্নের মৃতদেহ পড়ে ।
যাদের অস্তিত্ব আছে কিন্তু প্রাণ  নেই
প্রাণ নেই নির্বাক জীবনের জটিল তারতম্যে ।


আজকাল কারা যেন কড়া নাড়ে
মস্তিষ্কের তিনতলার কুঠরিতে  ।
বারবার সাদা পায়রা উড়িয়ে যায়
কোনও মজলিশে মাতলামি করে সময়
থেমে থাকে লাল চোখে রৌদ্র নিয়ে ।


আমি বারবার এসে দাঁড়ায়
শূন্য হাতে মৃত আধুলির সম্বলে সময়ের কাছে ।
সময় হাসতে থাকে টিক টিক টিক টিক
বড় সস্তা সে
পিছে ফিরবার তার কি দরকার ।

RISHI026@GMAIL.COM

দূরত্ব ভাঙা কাঁচ
...... ঋষি

তোমার আস্ফালনের  চাঁদ
পৃথিবীর মাটিতে পা রাখে নি
রাখবেও না কোনো দিন ।
দিন যেমন কাটছে কেটে যাবে ক্যালেন্ডারে
এই দূরত্বটা আর বদলাবে না ।

ভাঙা কাঁচ থুথু  দিয়ে  জুড়ে
অদ্ভুত দেখায়
অনেকটা বেড়ে ওঠা আগাছার মতো ।
আগাছা বাড়তে থাকে সাথে কালো মেঘ
বৃষ্টি হয় ,কাদা জমে কিন্তু বিরক্তি কমে না ।

আমার হৃদয়ে জমা দাগগুলো
তোলা সম্ভব না প্রেমের ছলনায়
দিন যায় ,দিন আসে ।
আসলে অভ্যস্ত জীবনের দূর বহুদূর
অমাবস্যা লেগে থাকে ।

আসলে এভাবে আর থাকা সম্ভব না ।

RISHI026@GMAIL.COM

খিদের পাণ্ডুলিপি
......ঋষি

অভ্যস্ত হাতের রেখায়
তাল হারানো শত শব্দের ঢেউ ।
জীবন্ত ফুটপাথে লেখা
খিদে আর অন্ধকার কেউ ।

হাত বাড়িয়ে কাকে ছুঁই
কাকে রাখি মূল্য সাইরেনের সাথে ।
কাকে নিয়ে মাটিতে শুই
জমা ছাই পোলাও মাংসের পাশে ।

হাতছানি দেয় খিদের আঙুল
আকাশ যেন একরাশ খোলা ছাদ ।
ভালো থাকার মানে গুলো সব ফ্যাকাসে
মেঘ জমেছে ,হৃদয়গুলো কেটে বাদ ।

সময় যায় শতক আসে
হাওয়ায় সাথে বাড়ে বারুদের ঝাঁঝ ।
অন্ধকারের হাতদুটো যে আগুনে
বেলা যায় কেটে ,ক্লান্ত মানুষের কাঁধ ।

খিদের মানে জীবন যদি হয়
খিদের কাছে , জীবন ত্রস্তময় ।
আলো , অন্ধকারে তফাত কিছু নেই
খিদের কাছে গোলক কালো হয় ।

RISHI026@GMAIL.COM

এক নতুন তুই
......ঋষি

সব রঙ ধুয়ে মুছে
একটা নতুন রঙে ঢেকে দেবো তোকে ,
বড় স্বচ্ছ ভালোবাসার চাদরে মুড়ে দেবো ।
যেখান থেকে একলা বসে
আমি দেখবো কোন পর্বতের চূড়ায় নতুন স্বপ্ন,
নতুন সোনালী আলোয় দেখবো তোর মুখ ।

সকাল তো প্রতিদিন আসে ,নতুন কি তাতে
এ এক অন্য  সকাল ।
যখন জীবনের ফেরিওয়ালারা স্বপ্ন ফেরি করে
তাদের গলায় থাকে শান্তির স্তব্ধটা  ।
আমি সেই শান্তির নোনা জলে চান করাবো তোকে
দেখবো তোকে নগ্ন আদরে ।

আজ থেকে আর ঘুম ভাঙাবো না নিজের
কয়েক  লক্ষ কবিটার ভালোবাসায় তুই ।
রোজ যে অন্ধ আলো আনিস
সেই আলোয় মুখ লুকিয়ে স্বপ্নের ঢেউ ।
সেই ঢেউ আমি বুকে ধরে রাখবো
তুই দেখিস জানবে না কেউ ।

Wednesday, January 22, 2014

RISHI026@GMAIL.COM

ষড়যন্ত্র জীবন
>>>ঋষি

এখন আর আকাশকে ভাবি না
বড্ড মেকি লাগে ।
গুড়ি গুড়ি প্রেম বৃষ্টির বেলাল্লাপানায়
নিজেকে কেমন ষড়যন্ত্র মনে হয়
তাই তো আর তোমাকেও ভাবি না ।

কলেজ গেটের সিঁড়ির উপর দুরন্ত বিকেলে
তোমাকে ঢুকিয়ে নিয়েছিলাম বুকের ভিতরে ।
আসলে ভুলটা আমার
কখনও বলি নি তুমি আমার আকাশ ।
কখনও নিজের মতো তোমাকে চাই নি
তাইতো আজ এলোমেলো আমি ।

কেটে গেছে বেশ কিছু  বছর
বুকের পাথর ভাঙার পর যখন জীবন ভাঙে ।
পড়ে থাকে পথের উপর জীবন নুড়ির মতো
তখন বৃষ্টি নামে আকাশ থেকে
নোনা বৃষ্টি ,নোনা ঠোঁটের স্বাদ
বিরক্তি ষড়যন্ত্র এ জীবন ।

rishi026@gmail.com

কা,কা,কা,কা
..ঋষি

বক্তব্য ওঠা বসা করে
জীবন গদ্যে কিছু তথ্য বিরক্ত করে।
প্রাচীন দস্যু বাল্মিকীর কল্পনা, ধার্মিক আল্পনা
সব তো ওঠবোস করে।
রোজ বারান্দায় কাগে বসে
কা,কা,কা,কা।

মাথার ভিতর ,মনের ভিতর প্রশ্নের বান
ভীষ্মের শর শয্যা তাও নাকি সম্ভব।
নিষাদের ঘায়ে কৃষ্ণের যন্ত্রণা
বা অর্জুনের যাবত্জীবন যন্ত্রণা।

অদ্ভুত ,খানিকটা ম্যাজিক মনে হয়
সত্যি তো
আমাদের সাথে যদি এমন হয়।
দ্রোপদীর মত কেউ যদি পঞ্চ ভোগ্য হয়
কি হবে ?

বক্তব্য ওঠা পরা করে
নানামুনি নানা মত প্রকাশ করে
আর জীবন গদ্যে তথ্যগুলো বিরক্ত করে। 

Monday, January 20, 2014

RISHI026@GMAIL.COM

আজকের বিশেষ খবর
.........ঋষি
মনখারাপের কফি কাপে চুমুক
গড়ানো ব্যালকুনিতে অস্থির আলো।
আর আজকের বিশেষ বিশেষ খবর
তুমি জানো ঠিক
ক্ষতগুলো সব কতোটা  ধারালো ।

এক নয়নে মহাদেবের চোখে
আজ সর্ষেফুল ।।
দুলছে সময় ,ভাঙছে হৃদয়ের পার
আমি নির্বিঘ্নে বলি তুমি মূর্তিমান
আর আমি দোদুল্যমান এপার

না না আজ শুধু কি  নতুন নাকি
চলছে চলবে রোজ ।
মিছরির ছুড়ি ,চামড়ায় লঙ্কা
আর আসলে খবর
শান্তির লবডঙ্কা ।

মনখারাপের শূন্য কাপে বাসা
দুরে থেকে যে এতো ভালোবাসা ।
সময়ের ছুঁড়ি গড়িয়ে বুড়ি
কাছের মানুষ হৃদয় ফানুস
আর শূন্য এই ভালোবাসা ।

Sunday, January 19, 2014

RISHI026@GMAIL.COM

পোশাকি  প্রেম
...ঋষি

জীবন্ত এক কারাগারে জন্মসূত্রে বাস
নিরেট এক সমস্যা আমার , , ,আমি ।
পড়ন্ত রৌদ্রে পোড় খাওয়া তুমি
বড্ড পুরনো ছাঁচে , ,, ,এক সমুদ্র কোলাহল
আর আলসেমি  প্রেম ।

তোমায় তো ছুঁয়েছি আমি বহুবার
তোমার অন্তর্বাসে লেগে থাকা ক্ষুণ্ণবৃত্তি
আর একটা দাগ ।
আর আমার সারা শরীরে কালশিটে
সেটাও দাগ ।
ছুঁয়ে দিয়ে চেনা যায় না তোমায়
শুধু দাগ থেকে যায়
সেটা তো আর মোছা যায় না ।

জীবন্ত আগুন তুমি আমার কাছে
কারাগারে বন্দী এক মুঠো আমার প্রেম ।
কয়েক মুহূর্তের প্রেমের ইশারায়
নর্তকীর পোশাকে বন্দী এক আমনত্রন  
বড্ড পোশাকি আমার প্রেম ।

Saturday, January 18, 2014

RISHI026@GMAIL.COM

চিরদিনের  গান
.........ঋষি

এতদিনের আমার এই গান
এই গান শুরু ,বুক দুরু দুরু
কোথাই শুরু ,কোথাই যে তার শেষ।

এই তো বেশ
সামনে ইমেল , বড্ড  যে তেল।
পথের উপর অদলবদল
এই তো আদর , এই তো আদর। ..

এই তো শুরু
ফোনটা হাতের উড়ু উড়ু ।
সার্কাসের সব মার্কা মারা হাসি
লাফিয়ে  পড়ে জড়িয়ে ধরে
অন্তরের সেই স্বপ্নময়ী বাঁশী ।

তারপরেতে আরও মজা
খুঁজতে যাওয়া একসাথে এক সাগর ।
সাগর তীরে স্বপ্ন তরী
হৃদয়ে তখন ভালোবাসার আঁতোর  ।
উড়তে থাকা ,উড়তে থাকা
চোখে তখন ভালোবাসার  বাসর ।

টোপর তখন  নিজের মতন
চিরদিনের আমার এই গান ।
ভালোবাসা ভালোবাসা
মদ্যপ এক নেশায় থাকা
কোথাই শুরু ,কোথাই যে তার শেষ ।
এই গান শুরু ,বুক দুরু দুরু
ভালোবাসা চিরদিনই বেশ ।

Friday, January 17, 2014

RISHI026@GMAIL.COM

ধর্ম মানেই ধার্মিক নয়
............ঋষি

মনে মনে তোকে আমি ঈশ্বর ভেবেছিলাম
কিন্তু ঈশ্বর কখোনো নেমে এসে ধর্ম হবে না।
খোল , করতাল , প্রদীপ ,ম্যাজীশটিক মোমবাতি
সব পুড়বে ,জ্বলবে , বাজবে
কিন্তু ভণ্ডামি করে তো আর ধর্ম হবে না ।

সকালের আলোয় যে কন্যা ঘর সংসার সামলায়
তাকে যোনি ভাববে ,আরে ভাবতেই হবে
না হলে ধর্ষণ করে মজা পাবে ন।
আবার তারা মাথা  ঠেকাবে বুক বাজাবে
কিন্তু এমন ধার্মিকদের কিছু বলা যাবে না ।

আমি ধর্মকে বিক্রি হতে দেখেছি ধর্মের দোকানে
আমিও তো ধর্মের নামে বিক্রি হয়েছি বহুবা।
দেখেছি ধর্মের গিলোটিনে বলি হতে অধর্মের খিদে
দেখেছি ফুটপাথে রক্ত শোঁকা বহু জানোয়ার
আসলে এভাবে কিছু বদলায় নি আর বদলাবেও না ।

ধর্ম অধর্মের টাণাপোড়েণে কিছু বদলায় না
ধর্মের পাতায় থাকা পবিত্র বচন অন্তরে থাকে না ।
ধর্মের অগোচরে বাড়ানো অন্ধকার, এক রোগ
একে সারানো দরকার,
না হলে মনে ঈশ্বরের বিশ্বাস থাকে না ।

rishi026@gmail.com

পুরুষ হওয়া হবে না
....ঋষি

চুল সাদা হবে ,কিছু ঝরে যাবে
কিছুই বদলাবে না
শুধু শিশ্নে ঝরানো ঘি অন্নে
জীবন বাঁচবে
আমার আর পুরুষ হওয়া হবে না

মাথা নিচু করে,ঢুকবে
ঢুকে যাবে কোনও নারীর গহ্বরে
কখোনো ইচ্ছা কখোনো বা অনিচ্ছাই
শিশ্ন ডুববে ,ভিজবে,বাড়াবে পুরুষত্ব
কিন্তু পুরুষ হওয়া হবে না

মিছিলের সামনের সারিতে মোমবাতি দাঁড়াবে
আঁচড়াবে কামড়াবে দুহাতে পুরুষত্ব
দাঁড়াবেও হয়তো কিন্তু তাতে কি হবে
পুরুষ তো এমন হয় না
পুরুষের তো মেরুদণ্ড থাকা  জরুরী

এসো আজ আমি মাংসের গন্ধে রাঁধি
শিশ্ন নিয়ে করি যে রংবাজি
আমি তো পুরুষ নয়
আমি শিশ্ন আর পুরুষ গর্বে বাঁচি
আমি তো আর মানুষ নয়

এভাবে আর পুরুষ হওয়া হবে না 

Thursday, January 16, 2014

rishi026@gmail.com

একটা চাকরির দরকার
,,,,,,, ঋষি

মনে ছিল অনেক কিছু ,,এ মাসের মাইনে
ঠোঁটের কাছে ঝুলে থাকা ঝুলন্ত আগুনে
পুড়ছে হৃদয়ের তার
বাড়িতে আছে অনেক কেউ
বাবা ,মা ,বোন আর হৃদয়ের কাছের তুমি
সবার দরকার,,,,,,,,,, হাহাকার
একটা চাকরি এই বাজারে

কিন্তু ,কিন্তু ,কিন্তু ,,,,,,,,,
সব তো সিনেমা নয়
সব তো জড়িয়ে ধরা কয়েকঘন্টার জীবনে
একটা পরিতৃপ্ত উপসংহার নয়
জীবনটা তো আর স্বপ্ন নয়

তাই তো ,,,,
পথের ধুলো মাথায় মেখে
কাল্ন্ত অনেকটা পথ হেঁটে, অলিগলিতে
আর প্রেমের গলিতে অপেক্ষার একটা নাম
হাহাকার একটা চাকরি এই বাজারে

মনে ছিল অনেক কিছু ,,এ মাসের মাইনে
বুকে লেগে আছে ঝলসানো স্বপ্নের গিলোটিন
কিছুটা লেবু জল দিয়ে ভিজানো শুকনো গলা
শুকনো স্বপ্ন ,,আশাহত মুখগুলো দিন দিন
প্রতিদিন চোখের নোনতা গড়িয়ে পরা
আর একটা স্বপ্ন দৈনন্দিন
চাকরি তো হবে কোনদিন ,,,এই বাজারে


rishi026@gmail.com

প্রেমের সাথে
....ঋষি

তোমার বিনীদ্র রাত্রিরে
কোথায় যেন আমি আছি এই গোলকে
বুকের সাদা পাতায় প্রথম নাম
কোথায় যেন ঢাকা আছে গোলাপ পাতায়
কিছুটা অবিকৃত হলেও
প্রেম যে বাঁধা যায় না কৃষ্ণের বাঁশিতে
ঘরে পোড়া রাধা ,বাধা মানে না
ছিঁড়ে যায় শুকিয়ে যাওয়া গোলাপ পাতার
অনভিজ্ঞ নতুন অভ্যাসে

তোমার সাথে দেখা হয়নি বহুদিন
পেরেক পুঁতে হৃদয় ঝোলানো নামটা
আজকাল ভাসতে থাকে মস্তিষ্ক ক্ষরণে
কিছুটা এলোমেলো আদুরে বাতাসের স্পর্শ
ছুঁয়ে যায় তোমায় আমায় একসাথে
কিন্তু জোড়া যায় না দুমুখো পথের
আলাদা হৃদয়গুলো একসাথে
মানি আমি বেঁচে আছি তোমার সাথে এই গোলকে
কিন্তু স্পর্শে নয় হৃদয় গভীরে একসাথে

এই তো বেঁচে থাকা , আমার তোমার
প্রেমের সাথে

rishi026@gmail.com

এখন সবে ত্রিশ
,,,,,,ঋষি

পা বাড়িয়ে সাতান্ন আর আটান্ন
তবে এখন সবে ত্রিশ
অনেকগুলো অলংকৃত সংখ্যার চলে যাওয়া
ভালো ভাবে বলি বছর সব
তবে আমি এখন ত্রিশ

নিরেট ভৌগলিক দুরত্বের হিসেবে
সুমেরু কমেরুকে দড়ি দিয়ে টেনে যদি জুড়ে দি
তবে কেমনতর পৃথিবী আমার
কেমন যেন ছিন্নভিন্ন
এ জীবনে জন্ম আমার

পথের উপরে আঁকিবুকি সূর্য প্রনাম পবিত্রতায়
আমি ধার্মিক নয় ,নয় দার্শনিক ,খুব সাধারণ কেঁচোর আঁধারে
এভাবেই তো কাটিয়ে দিলাম ত্রিশ বছর
অন্ধকারে, অন্ধকারে
পা বাড়িয়ে সাতান্ন আর আটান্ন 

rishi026@gmail.com

তুই ,আমি আর আমরা
........ ঋষি
নয় নয় করে কেটে যায় শীতলতা
আর আমি সাক্ষী থাকি তোর গোপন হৃদয়ের
জানলার পর্দায় হাওয়া লেগে নড়েচরে
আমি ব্যস্ত থাকি তোর প্রেমে
এমন ভাবেই কেটে যায় জীবন
তোর প্রেমে ,তোর প্রেমে ,তোর প্রেমে

নগর বন্দর ,জনকলোরব সব থাকে পাশে পরে
বুক পকেটে জমে নিস্তব্ধ  আকাঙ্খা তোর সাথে
তোর নোনতা ঠোঁটে জিভ ঠেকিয়ে পাই
বৈদ্যুতিক তরঙ্গ শরীরের উত্তপ্ত ধমনী
এ যেন কোনো মেঘে ঢাকা তারা
অমাবস্যার চাঁদ আমার প্রেমে

একসাথে এক কাব্য লিখব আমি
তুই থাকবি আমার কলমের গোড়ায়
পাতায় পাতায় ফুটবে তোর মুখ
অজন্তার গভীর ভাস্কর্য যেন জীবন্ত লিখনি
ফুটে উঠবে আমার পাশে ,আমার সাথে
তোর প্রেমে ,তোর প্রেমে ,তোর প্রেমে 

Wednesday, January 15, 2014

rishi026@gmail.com

হারিয়ে যাওয়া মানে ভুলে যাওয়া
.... ঋষি

রোজ কিছু জ্বলন্ত অঙ্গারে নিজেকে পোড়ায়
প্রায় চলে যায় নিস্তব্ধ পাঁচিলের ওপারে
যেখানে শব্দগুলো সব জীবাশ্মের মত
বড় ঠুনকো সম্পর্কের মত
মিশে যেতে চাই ,পুড়ে যেতে চাই
চলে যেতে চাই ,হারিয়ে  যাওয়ার পথে

এক একটা যুগের অবসানে
নতুন সভ্যতা আসে  ,আকর্ষনীয় রঙিন সভ্যতা
ওটাই মর্ডান সবার কাছে
কালকের মানুষের মনের নায়িকে
আজকে পানসে দিনে রাতে
অন্ধকার প্রেক্ষাগৃহে জনকলোরব শুন্য
সিন্ধু সভ্যতা মাটির নিচে

রোজ কিছু জ্বলন্ত অঙ্গারে নিজেকে পোড়ায়
অনেকটা পড়ন্ত আগুনে লাল লোহা
বড় উত্তপ্ত সেই সময়ে
ছাল চামড়ার সাথে কিছুটা সময়
নুন ছেটানো পুরনো চেতনায় নতুনের সাথে
আসলে হারিয়ে যাওয়া মানে ভুলে যাওয়া 

rishi026@gmail.com

ছোট জীবন
....ঋষি

সবুজ কি বোঝে সবুজের মানে
জীবন কি বোঝে মরণের মানে .
তবুও তো  সবুজ শুকিয়ে ফ্যাসফ্যাসে  হলুদ চুমুর
ভাঙ্গা দুপুর .
আর এগিয়ে যাওয়া মৃত্যু জীবনের মানে
কয়েক টুকরো ভাঙ্গা স্মৃতি.
গড়িয়ে যাওয়া সময়ের সকালগুলো  কিছু মুখ ,কিছু দুঃখ
আর সুখ গুলো কেন জানি দেখা দেয় না
ঝাপসা চোখে ,কুঁচকে যাওয়া চামড়ার দেখা
বয়স্ক অভিধানের অভিজ্ঞতা
সবগুলো সাজানো থাকে টেবিলের ওষুধের বোতলে
আর কিছুদিন বেঁচে থাকা
সবুজের সাথে ,সবুজের তেজে
শুকিয়ে গিয়ে মৃত্যুর পথে 

rishi026@gmail.com

বিষাক্ত পবিত্রতা
........... ঋষি

এই তো সেই তার ভাঙ্গা নদীটা
যার চেলা গুলো ছড়িয়ে ছিটিয়ে সবার মাঝে
এই সেই রৌদ্র
যার উপস্থিথ সাক্ষী একসমুদ্র জন কলরব
জানি উপস্থিথি সাক্ষী নয়
যমুনা গঙ্গা জলের
মিশে যাওয়া হাজার যোজন বিষাক্ত মৃত্যু কনা
জানি সেটা কোনো উপস্থিথি নয়
তবুও ওই জলে পুণ্য হয় পবিত্রতা
ওই জলে ধন্য মৃত্যু যাত্রী
ওই জলে ভেসে যাওয়া সহস্র শরীরের ছাইগুলো
জমা হয় নদীর গহ্বর মুখে
আর এগিয়ে চলা গোলকের প্রতিকনায়
উজ্বলিত হয় মেরুদেশের কমে আসা সাদা মুখগুলো
এই সেই তার ভাঙ্গা নদী
যার শুকিয়ে যাওয়া চালাচামুন্ডারা  বারো ক্ষুদার্থ আজ
পবিত্র ঐশ্বরিক তাড়নায়

Sunday, January 12, 2014

RISHI026@GMAIL.COM


আকাশের পথে
............ ঋষি

আমি সপ্তর্ষি মন্ডলের চশমার কাঁচে ছবি আঁকলাম
নিজের মত এঁকেবেঁকে  সেতো গেল তোমার পথে।
রৌদ্রধারায় বৃষ্টি ধরা জল
আল্পনার গায়ে লেগে থাকা যন্ত্রণা
পরে থাকা  বারুদের গন্ধে আমার ঘর।

সবটাই স্তবকে সাজানো রঙিন ফুল
কিন্তু জানো না বোধ হয়
ফুল মলিন হয়।
গোলকের এপার ওপারে দিনরাত্রি আঁকা রয়
আমি কিনা নীহারিকা পুঞ্জে ছোট একটা লেজ।

আমি ঠোঁট জড়িয়ে চুমু দিলাম স্বপ্ন চাঁদে
তুমি পৃথিবীর স্বপ্ন নীল আকাশের গায়ে।
জানো না বোধ হয়
স্বপ্নের পথে স্বপ্তর্ষি মন্ডল দূরবীনের কাঁচে
আর তোমার চোখ আমার স্বপ্ন ফাঁদে।

RISHI026@GMAIL.COM


ইকির মিকির বাঁচার ফিকির
........ ঋষি

ব্রাত্য আমি তবু নিঃসঙ্গ নই
খোলা ডানায় ভর করে চলতে থাকা
পথের গুড়ি গুড়ি বালি ,,,চোখের বালি।

ইকির মিকির চাম চিকির
চামের কাঁটা রক্ত আটা.
সবটাই সত্যি স্ফুলিঙ্গ শৈশব থেকে যৌবনে
রাত্রে শুয়ে কানে আসে কাতর শব্দ।
কাতর নগ্নতা চলে যায় পথ বেয়ে
ইকির মিকির চাম চিকির
আসলে সবটাই বাঁচার ফিকির।

শুন্য শব্দের ঢেউ
পেতে খিদে মাথায় লজ্জা।
আর খোলা কিছু কালো দরজা
দরজা বেয়ে চলতে থাকো,, হাসতে থাকো
বাঁচতে থাকো ,,,,, আসলেতে মরতে থাকো।
ইকির মিকির চাম চিকির
আসলে সবি বাঁচার ফিকির।

ব্রাত্য আমি তবু নিঃসঙ্গ নই
খোলা চোখে লাগানো আঠার স্বপ্ন
আর আয়নায় লেগে আছে জীবন।

rishi026@gmail.com


অন্যায় জীবন
........ ঋষি

মৃত্যুকে আগলে রেখেছি আমি
বুকের কাঠের দরজায় ইচ্ছার খিল মারা
আর কিল মারা নিজের অভিশপ্ত অস্তিত্বের গায়ে।

রোজনামচার আধুনিক মডেলগুলো
পত্রিকার পাতায় লেগে থাকা সুড়সুড়ি
খুব অন্যায় এ জীবনের বেঁচে থাকা।

ক্রমাগত মূল্যস্ফীতি ,মানবিক যাতনায়
আর অপরাহ্নের আলোয় দেখা প্রেয়সীর মুখ
এক স্বপ্ন আর স্বপ্নের মৃত্যু।

বুকের খাঁচায় আগলে রাখা স্নেহ ,মায়া  আর প্রেম
যাতনাদায়ক অভিসন্ধি নিশির ডাক
পাখির নীড়ে লেগে থাকা রক্তের দাগ।

সবটাই ভন্ড কোনো সুন্দরী নারীর গায়ে
খোলা ফুটপাথে নোংরা ছবি
তুমি আমি মুখথুবড়ে ভন্ড ছবি।

মৃত্যুকে আগলে রেখেছি আমি
খুব অন্যায় এই বেঁচে থাকা অভিসন্ধি
আর আগলে রাখা জীবন পাতায় পাতায়।

rishi026@gmail,com


আদরের বাংলা
.... ঋষি

বাংলা শব্দের পাঁজরগুলো  ভাঙ্গা তারের মত
ওস্তাদ আমজাদ আলীর কোনো রাগের অনুরাগ
হাওয়ায় ,হাওয়ায় আদরের বাংলা।


আমি বাংলায় বলেছি
শেষ পাঁজরে লেগে তোমার স্তন বৃন্তের উপরে
উষ্ণ চুমু ,,, ও আমার বাংলা।
অসাধরণ পারদে উপর নীচ কিছু ব্যক্তি
যদি বলি শুওরের বাচ্চা সব  .

তবে মারবে না তো কিংবা গড়ে দেবে জাতভেদ
আবার একটা বিক্ষিপিত মরদেহের স্ট্যাচুর
মাথায় কাগে  .....   করবে না তো।
ভাই,ভাইয়ের বৌয়ের যোনিতে বুনবে নাতো
আরেকটা রায়টের আগুন।

ব্ল্যাকআউট বাংলায় আসবে না তো মন্বন্তরের খিদে
লেগে যাবে না তো মায়ের স্তন আবার পাঁজরের গায়ে  .

বাংলা শব্দের পাঁজরগুলো  ভাঙ্গা তারের মত
ছড়িয়ে যাবে নাতো রক্তের বিন্দু ,কাটা শরীরের টুকরো
হাওয়ায় ,হাওয়ায় আদরের বাংলা।


Saturday, January 11, 2014

RISHI026@GMAIL.COM


আলোর অভিশাপ
...ঋষি

কুলুঙ্গিতে জমে আছে মায়ের আশীর্বাদ
মাথা নিচু করে দরজায় ঢুকি।
দরজার উপরে খাড়া
খাড়া ঝুলছে মাথার ভিতরে।

রক্তের শুকনো দাগ আর বদ রাগ
অমুক তমুক দার জুতোর দাগ।
আর ভালো মানুষের মাথায় বাজ
ভদ্রলোক বলতেন সত্যকে লহ সহজে
এ যে নির্মম সত্য।

আমি তেপান্তরের জমানো স্বপ্ন
আমি  হৃদয়ে জমা অমৃত ঢেউ।
সবটাই মরীচিকা কুপমন্ডুক আমি
বন্ধ দরজা ,বন্ধ জানলা
অন্ধ পৃথিবীর ভন্ড চেতনা।

আজ মায়ের কথা বড় মনে পরে
মায়ের কোল।
চোখ লেগে থাকে
কুলুঙ্গিতে জমা মায়ের আশীর্বাদে।

Friday, January 10, 2014

RISHI026@GMAIL.COM


নিজেকে খোঁজা
..... ঋষি

কখন ,কোথায় আর কিভাবে
খুঁজে পাব নিজেকে জানি না।
হেঁটে চলেছি নক্সী কাঁথা মুড়ে অবেলায়
চলার পথে কাঁটা তার বাঁধা
আর রক্তাক্ত পদচরণ দিনে রাতে।

স্বপ্ন নদীর ওপারে ঘরে
কে  আছে অপেক্ষায় ,,জানি না।
সময় আর সময়ের ভিড়ে আঁকড়ে রাখা মুখগুলো
অন্তর দাহে পুড়তে থাকা কষ্টগুলোর
নাম জানি না ,,,তবে নাম আছে একটা।

ফুটপাথে পরে থাকা নিয়ন আলো
বড় আদুরে আলিঙ্গন হৃদয় গভীরে।
ছড়িয়ে,ছিটিয়ে থাকা জীবনের খিদের আবদার
একঘেয়ে নাম না জানা ইচ্ছাগুলো
বড় বিরক্তিকর জীবনের পথ চলা।

RISHI026@GMAIL.COM


ঠিক কত দুরত্বে
...........ঋষি

ঠিক কত পাত পেড়ে রাখব তোমার জন্য
পিতলের থালায় একটু ছাই।
কতবার বলো নিজের বুকের খোলা জানলায়
তোমার মুখটা খুঁজবো।
মায়াবী আলোয় স্বপ্নের রঙে নিজেকে রাঙিয়ে
স্বপ্ন খাব ,স্বপ্ন পড়ব আর স্বপ্নে বাঁচবো।
আমি জানি EXSACT বলে কিছু নেই
প্রেম অভিধানে EXSACT হয় না।
আসলে এই অভিধানের
শান্তি আছে তবে তৃপ্তি নেই।

কিন্তু তবু  তো শেষ আছে
আর কত ভাঙ্গা জাহাজের নাবিক হয়ে
সমুদ্রে  ঘুরে মরব।
নোনা জল চোখে লাগিয়ে ,
নোনা হাওয়ায় চামড়া পুড়িয়ে
জ্বলে মরবো ,পুড়ে মরবো।
ঠিক কত কিলোমিটারে তুমি দাঁড়িয়ে
আমি জানি না ,,,,কিন্তু আদৌ আছ কিনা।
তবে আমি ছুটছি ,,দুরন্ত দৌড়ে
ইঁদুর দৌড়ে ,,তোমায় খুঁজছি।

অনন্ত খিদে


অনন্ত খিদে
..........ঋষি.

খিদে পাওয়ার মত পাগলামী
বোধহয় আর নেই।
যেখানে ,সেখানে ,যখন ,তখন
কেন যে খিদে পায় ?

খিদেকে ভাষান্তরে গালাগাল দিতে মন চাই।

কত খিদে। .....
ফুটপাথের খিদে ,মৃত খিদে ,প্রেমের খিদে
শরীরের খিদে ,রক্তের খিদে ,টাকার খিদে।
মাথার খিদে ,কষ্টের খিদে ,জীবনের খিদে
আর কত বলি  ......

এই খিদেগুলোকে যদি অন্ধকুপে পুড়িয়ে ফেলা যায়
কিংবা দুহাত মাটিতে পুঁতে দেওয়া যায়।
তবে কেমন হয় ?
নিজেকে বদলে অস্তিত্ব পাওয়া যায়।

খিদে পাওয়ার মত পাগলামী
বোধহয় আর নেই।
শুধু খিদে আর খিদে , অনন্ত খিদে
কোথায় তৃপ্তি জানা নেই।

rishi026@gmail.com


ঘুম নেই চোখে
.........ঋষি

ঘুম নেই চোখে ,নিঃঝুম চারিধার
বারান্দায় গিয়ে দাঁড়ায়।
না ওখানে দাঁড়িয়ে আছে পথের দুঃখগুলো
পথ চলে যায় এপাশে ওপাশে
কোথায় মেলে ,,,,কবে কোন মাসে।

সিলিঙের উপর তারা গুনি
তারার উপরে নীল আকাশ ভীষণ গভীর।
তারপরে ,,,তার আর পর নেই
দুর ছাই,,, তারাদের কোলে ঘুমোতে চাই।
তারাদের গায়ে আদর করি ,,জড়িয়ে ধরি
ধুর কেন গড়িয়ে পড়ি বারংবার,,,,,বারবার।

জানলার ওপারে নিল আকাশ
জ্যোত্স্না বেয়ে রেলিং ,,,আমার উপর।
হাসছে যে ,,,,জ্যোত্স্না
কবে কোথায় শেষ ঘুমিয়েছিলাম মাঝরাতে
কোথায় ঘুম নেই চোখে আজরাতে।

RISHI026@GMAIL.COM


আমিই বদলে যায়
............ ঋষি

বরঞ্চ আমিই বদলে যায়
কিছু হবে না আমার দ্বারা।
সকালের গোলাপের গন্ধে আমার অরুচি
কিন্তু মৃত্যুর অগোরু আমায় কাছে টানে।
জীবনের আগুনে শতরঞ্জি মুড়ে আর যাই হোক
নিজেকে আড়াল করা যায় ,বাঁচানো নয়
বাঁচা যায় কিন্তু সেটা তো জীবন নয়।

তোমরা জানো ভীষণ রসিক আমি
সার্কাসের দড়ির উপর দাঁড়িয়ে আমি আওড়াতে পারি
রবীন্দ্রনাথ বা সুনীলের প্রেমের কবিতা।
কিংবা অবলীলায় এঁকে দিতে পারি
প্রেমের মুখ আমার হৃদয়ে।
রক্ত ক্ষরণ করে
আসলে কিছুই করা গেল না
করা গেল না ,করা গেল না  ..........

সময়টা চলে গেল হুশ করে প্লাটফর্ম ছেড়ে
আর আমি সময়ের যাত্রী।
সবার পিছনে থেকে মুখ উঁচু করে দেখি
প্রেম চলে গেল ,বুকটা জ্বলে গেল।
জ্বলে গেল ,জ্বলে গেল চলে যাওয়ায়  ..........

সবটাই যদি বদল হয় ,তবে আমার কেন হবে না
বরঞ্চ আমিই বদলে যায়।

RISHI026@GMAIL.COM


ইতিহাসে কাচা আমি
.........ঋষি

এইভাবে ঠিক এইভাবে
নিঃস্ব  হয়েছি আমি।
আলাদিনের প্রদীপটা যতদিন ছিল
বেশ তুমি জ্বলছিলে
আশ্চর্য সে হাসি আমার বুকে।
আশর্য প্রদীপ
কিন্তু আমি ভাবি নি
ও মোমের আলো, গলতে গলতে
কখন যে পুড়ে শেষ হলো।
পুড়ে গেলাম আমি
আমার হৃদয়ের আবৃত পোড়া দাগে।

কিছুটা কুড়িয়ে  পাওয়া  শিশুর লোভ
কিছুটা অলক্ষ্যে বদলানো জীবন ইতিহাসে।
বড্ড ভুল করলাম
তুমি জানতে বোধয় ,
আমি ইতিহাসে কাচা বরাবর।
বাবরের সৌজন্যে মুঘল সাম্রাজ্যের স্মৃতি সৌধ হৃদয়ে
আমি গড়তে চাই নি।
আমি হতে চাই নি সিরাজদৌল্লা তোমার বিরহে
আমি বীর তিতুমীর
যার মৃত্যুতে ভয় নেই কিন্তু তোমাকে হারাবার ভয়।


Thursday, January 9, 2014

RISHI026@GMAIL.COM


তুমি আসছো  তো
........ ঋষি

সর্বস্য দিয়ে এক আঁচলা জল
কয়েক ফোঁটা বৃষ্টির স্পর্শে হিল্লোলিত হৃদয়।
জানলার কাঁচের শার্সির রুমঝুম পদধ্বনি
তুমি আসছো  তো।

আর আমি ভাসছি তোমার স্পর্শে
কুঁকড়ে যাওয়া বিছানার চাদরে শীতল স্পর্শ।
হাওয়ায় লেগে থাকা তোমার নাম
এক নিঃশ্বাসে জন্ম নেওয়া এই মুহূর্ত,
তোমার স্পর্শ ,তুমি আসছো  তো।

চোখের আলোয় দেখতে পাওয়া সোনালী সময়
বৃষ্টিতে থমকে যাওয়া তোমার চুলের সারি।
উড়তে থাকা ভালো লাগা আদ্র ঠোঁটে
অন্তর অন্তরের না বলা কথাগুলো ভিজে যাচ্ছে ,
ভালো লাগে ,তুমি আসছো  তো।

সর্বস্য গড়িয়ে পড়া ব্যস্ত দিনে
ধীর খুব ধীর পদধ্বনি।
আকাশের বুক ছিঁড়ে কোনো এক্সরে বিম আমার হৃদয়ে
তুমি আসছো তো ।

RISHI026@GMAIL.COM


JUST পাঁচ মিনিট
............. ঋষি

সময় আর সময়ের বুকের পর্দায়
JUST পাঁচ মিনিট   বদলে দিতে পারে অনেক কিছু।
এইতো পূর্নিমার চাদরে আকাশ ভাসছে
কিন্তু পাঁচ মিনিটে ভেসে যেতে পারে বৃষ্টির সাথে।
আর এই পাঁচ মিনিট অনেক সময় বদলে দেয়
দূরত্বের মানে।

সোনালী রৌদ্রে চান করে তোমার মুখ আমার স্বপ্নে
কিন্তু আর পাঁচ মিনিট হয়তো বাসস্টান্ডে।
হয়তো বা কফি কর্নারে
অথবা কোনো বিস্তীর্ণ হৃদয়ের বেঞ্চে।
আমার সামনে তুমি
তোমার হাসিমুখ আর দূরত্ব হৃদয়ের।
তোমার পাঁচ মিনিট স্মরনীয় সময়ের
আর কয়েকটা মুহূর্ত একলা মনের আয়নায়
কিছুটা দাগ টেনে যাবে।

ছেঁড়া মনের পর্দায় নক্সী কাঁথার স্বর্গ শরীর
JUST পাঁচ  মিনিটের স্পর্শ সময়ের খাতায়।
ঘড়ির কাঁটা থেমে যায় সময় সময়
কিছুটা আদ্রতা ছুঁয়ে যায় চোখের পাতায়।
হয়ত এমন হতে পারে
JUST পাঁচ  মিনিটে আমার সাথে।

Wednesday, January 8, 2014

RISHI026@GMAIL.COM


ও কি লো সমাজের চোখ
.......... ঋষি

জন্মান্তরে প্রবাহিত পাপ
গভীর থেকে গভীরে অনাবৃত ,চোখের আড়ালে।
ও কি লো সমাজের চোখ
তোরা আমায়  কি ভাবিস সত্যি করে বল।
একটা মেয়েছেলে ,,,আর একটা শরীর তো
অনাবৃত শরীরের চামড়ার গভীরে ,উরুর নিচে
জমি জংলা ,পাহাড় পেরিয়ে
খিদের দেশে আমার স্বপ্ন।

কি আসে যায় কি বলিস ,,,  একটা  যন্ত্র আমি
কি হবে শুনে।
এখানে,এ পাড়ায়, এ গলিতে
আমার মত আরো আছে
কি হবে নাম জেনে
আসলটা ভুলে গেছি ,,,, শুধু শরীর এখন ।
কি হবে জেনে আমাদের কথা
মৃত শরীরের গল্প ।

তোরা আমায়  কি ভাবিস
শরীর তো ,,,,, কি হবে শুনে।
এ গলিতে জীবন্ত নগ্নতা
শরীর আর শরীরের গোটা শহর
কি হবে জেনে নাম এ শহরের।
তোরা আয় খুবলে খা
শুধু শরীর তো
ও কি লো সমাজের চোখ।

Monday, January 6, 2014

RISHI026@GMAIL.COM


দ্বন্দ শরীর ও মন
.......... ঋষি

তোর শরীর নিয়ে খেলার মত ইচ্ছা আমার নেই
শরীর তো মনের সাথী।
মন যেখানে শরীর সেখানে যায়
আমি তো মনটা চেয়েছি।
শরীর তো বিক্রী হয় তুই জানিস বোধ হয়
কিন্তু মন হয় না।
আর আমি শরীর না মনটাকে চিনি
আমি জীবন নয় হৃদয়টাকে চিনি।

তাই তো এত কষ্ট ,তাইতো এই একাকিত্ব
আমি সময়ের পথিক।
সময় আমার গালে চুমু খায় যখন তখন
আবার কখনো দেই পুড়িয়ে নিজের মতন.
তবু আমি হাসি আমি ,জানিস মন
তোর জন্য ,তোর হৃদয়ে আমি বাঁচি।
আর তুই বাঁচিস
আমার রোজকার চোখের পাতায়।

RISHI026@GMAIL.COM


পৃথিবীর পথে
............ ঋষি

সবাই আছে নিজের মত
রঙিন হয়ে ,
তুই ও রঙিন হ।
সবাই যদি হাসতে পারে নিজের মত
বাঁচতে পারে ইচ্ছে মত।
তুই কেন মরবি তবে
তুই জীবিত
 কিন্তু নিজে তো জীবিত হ।

আজ কাল পরশুর কারণগুলো তোর
জড়িয়ে গেছে।
ডুবো পাহাড়ে কোথায় তা হারিয়ে গেছে
সামনে দেখ ,আরো সামনে।
সকালের আলো ছড়াছড়ি
রাত্রির শেষ নিশানা পেরিয়ে
এগিয়ে যা ,শোন আরো এগিয়ে যা।

কোনো এক স্বপ্ন গলির অন্ধ প্রেমিক
আমি জানি তুই হাসতে পারিস।
বাঁচতে পারিস ,পাগলী তুই
কিসের বাঁধন, কিসের ভয় ?
পৃথিবী আছে পৃথিবীর  পথে
তুই সেই পথে তে এগিয়ে যা।
আসবে সময় তোর পিছনে
সব বাঁধন তুই কাটিয়ে যা।

অবান্তর

একটা নির্জন বিকেলের সাথে আছি   এইমাত্র ঝুপ করে কফির কাপে সন্ধ্যে নামলো শহরে  শহরের রাস্তায় ডেসিবেলের হিসেবে এই সব অবান্তর  অবান্তর শহরের ভিড়...