Wednesday, December 31, 2014

RISHIO26@GMAIL.COM

অনামী কবিতা
,,,,,,,,,,,,,,,, ঋষি

যাদের ফুরিয়ে যাওয়ার কথা ছিল
তারা আজও দাঁড়িয়ে নিলোজ্জর মত।
নগ্ন ,স্তম্ভিত ,আবেগগুলো
মাটির পৃথিবীতে, মাটির ভাঁড়ে চা।
যতক্ষণ দরকার ,ততক্ষণ প্রয়োজন
বাকি টুকু অসাধারণ।

মাইকের কাছে গলা তুলে চিত্কার সতীরা সব ভার্জিন
খবরের পাতায় আগন্তুক আলোকপাত।
সদ্যজাতরা নর্দমার ময়লা
জ্বলন্ত উদাহরণ চিত্কার আমার বুকে।
তোরা বলিস চিত্কার করি আমি
তোরা বলিস নগ্ন আমি।
আমার কলমের নিবে লুকোনো রক্তছোপ
অজস্র কোলাহল সমাজ ,সভ্যতা ,আগুন
পুড়ে যাওয়া কবিতার পাতা।

যাদের ফুরিয়ে যাওয়ার কথা ছিল
তারা আজ দাঁড়িয়ে খিদের শহরে অন্ধকার ফুটপাথে।
বেঁচে থাকার মানে আয়নায় মুখ
কিন্তু আয়না দেখছে কজনে।
বরং সম্ভোগ কোনো অনামী শরীর পর্ণ
আজকে সুদিন আমরা সবাই ধন্য। 

RISHI026@GMAIL.COM

শিল্পীর ভূমিকায়
............... ঋষি

একটু একটু করে এগিয়ে যাওয়া
বেঁচে থাকাটা শিল্প নাকি।
শিল্পীর কলামে ভরানো প্রেম সমুদ্র নাকি
আমি ডুবে যায়।
আমি বাঁচতে চাই শিল্পীর মত নয়
নিতান্ত সাদামাটা মানুষ হয়ে।

শিল্পী ছবি আঁকে আপন মনে মানুষের হৃদয়ে
আমার ছবিগুলো সব জ্বলন্ত অভিশাপ মাটির পৃথিবীর।
আয়নার বাইরে যদি জীবন বেঁচে থাকা
আমার জীবন পরিধি শিল্পীর আয়নায়।
তাইতো আজকাল হাসি পায়
জীবনে বেঁচে থাকা শিল্পের হাত ধরে।
ছেলেখেলা জীবনের পাতায় পাতায়
হাস্যকৌতুক কোনো নাটকের ভূমিকায়
আমার জীবন নিতান্ত আনকোরা।

একটু একটু করে এগিয়ে যাওয়া
বেঁচে থাকার নাম হাস্য কৌতুক।
শিল্পের ভূমিকায়
শিল্পী ছবি এঁকে যায় আপন মনে একের পর এক।
শিল্পী জীবিত থেকে যায় ভাবের খেয়ালে
কিন্তু কেউ কেউ শিল্পকে বিদ্ধ করে শিল্পী হয়ে।

Tuesday, December 30, 2014

rishi026@gmail.com

সহজাত
.......... ঋষি
=========================================

সাজানো জীবনে ,সাজানো অলংকারে , সহজাত বেঁচে ফেরা
জীবন আর জীবিকার বাইরে কোথাও এক আকাশে মুক্তি।
যুক্তি যত ,তর্ক তত
অথচ জীবন পাথেয় এগিয়ে চলা।
অবিরত
অবিশ্রান্ত কাগজের নৌকায় ,ভিজে বালিশে।

হাসতে থাকা সভ্যতার উরুতে অন্ধকার জন্মদাগ
কাপড়ে রাঙানো শরীরের রক্তে নগ্নতার বজ্রপাত।
এমন সার্কাসের জোকারের প্রথম আলোকপাত
শত্রু একজন ঈশ্বর জন্মদাগ।
সবটুকু আলোড়ন ,আলোকিত বেঁকে যাওয়া ল্যাম্প পোস্টে যোগ্যতা
ইতি টানা দাড়ি ,কমা নাম অজস্র বিভাজন।
বিভাজিত হৃদয়ের সময় অলংকার
আর অহংকার
বেঁচে থাকা সময়ের ভিড়ে আগত আগামী।

সাজানো জীবনে ,নিয়ন্ত্রিত আলোরণে ,বিকলাঙ্গ অবচেতনা
জীবন আর জীবিতের বাইরে সময়টা সাজানো আগন্তুক।
আসুন ,বসুন ,ভালো থাকুন দৈনিক বক্রতায়
নিভে যাওয়া সোজা সরল জীবন সমীকরণ।
অনবরত
রক্তক্ষরণ পাহাড়ি সামুদ্রিক সুনামি নাম বুকের মাঝে।

rishi026@gmail.com

ধা ধি না। না তি না
........ ঋষি
=======================================
যেটুকু বিষ দিলে মৃত্যুর রং লাল
যে টুকু বিষ  হলে সময়ের রং মৃত্যু।
ধা ধি না। না তি না  মৃত্যুর ঈশ্বর
না তি না। ধা ধি না বাঁচার স্বয়ংবর।
ঠিক ততটুকু রেখো
বাকিটুকু মুছে ফেলে ,নিজে সুখে থেকো।

আবারও নৃত্যরত সাংবাদিকের বৈঠক
বৈঠকে স্থির প্রতিভা অস্থির ভবিষ্যতের নামান্তর।
আর অন্তরে "তুমি" নাম্নী কোনো প্রভাতি পত্রিকার কলামে
কোনো বৈঠকি নৃত্য।
নেশার পেগ ,লাল চোখ ,উন্নত স্তন ,কম্পিত নিতম্ব দগ্ধ
সবটুকু নেশা ,সবটুকু ভালোলাগা।
ভালোবাসা কি আকাশের চাঁদ ,আকাশেই মানায়
ভালোবাসা নগ্ন কবিতা বাজারে বিক্রী হয়।
কোথায় ভালোবাসা।কোথায়
একমুঠো বালুরাশি শুধু হাত গলে যায়।

যেটুকু বিষ  দিলে মৃত্যুর রং লাল
সে টুকু তুমি সরিয়ে রেখো আমার শরীরে
ধা ধি না। না তি না নৃত্য জীবন
না তি না। ধা ধি না রোশনাই ঈশ্বর
তুমি ভালো থেকে
যতটুকু ভালোথাকা অবেলার নামে

RISHI026@GMAIL.COM

 শুকিয়ে যাওয়া শরীর
.......... ঋষি
======================================
সাক্ষী ছিল জীবন
ফেলে আসা রঙের সবুজ প্রজাপতি মিথ্যে ওড়াউড়ি।
ফেলে আসা শহর থেকে দূরে
পাঁচ বাই পাঁচের ছোটো ঘরে চার দেওয়ালে।
নগ্ন পঞ্জিকার পাতায় মুখ লোকানো প্রেম
চুষে খায় গড়িয়ে পড়া শরীরের গরাদ ,
এক আকাশ মুক্ত ইতিকথা আমাদের।

সাক্ষী ছিল জীবন
বুকের ভাঙ্গা পিঞ্জরে নগ্ন নীল ছবির  নীল নায়িকা।
বুকের দেরাজ খুলে পিন্ড পিন্ড মাংসে সমাপন
পরিমিত আহারে জমা ইচ্ছার বলি।
অনিচ্ছার প্রেম গড়িয়ে নাম শরীরে ঘামে
রক্তে ধরা আগুনে অসংখ্য বিষ
বিষ নীল শরীর তোমার পাহাড়ি গুহায়।

সাক্ষী ছিল আমি
আমার মত কেউ আকাশের নক্ষত্রে মুখ ঘষে।
জিভ দিয়ে চেটে  তুলছিল অবাঞ্চিত কামনা
অবাঞ্চিত রসদে জমে যাওয়া জীবনের পাপে।
আরক্ত মুখে রক্তবমি
তলপেটে জমে থাকা অসংখ্য বেজন্মার দত্তক
প্রেম নাকি শুকিয়ে যাওয়া শরীর। 

RISHI026@GMAIL.COM

সাহসী স্পন্দনে
......... ঋষি

সাহস করে কবিতাগুলো
এগিয়ে নিয়ে যাচ্ছে জয় গোস্বামী ঠোঁটে।
আরেকটু সাহস করি
নিজের চেতনার ভিতর মৃত স্তবকের অসংখ্য ছিদ্র
নিজেকে বড় বেমানান লাগে কবি।

মৃত্তিকার মাথা ঘেঁষা সামুদ্রিক জীবনগুলো
তোর শাড়ির বুক পাঁজরে আটকানো আকাশের চাঁদ।
সাহস করে আকাশে দেখেছি
স্বপ্নে ঝরে পরা দৈনতা হৃদয়ের অগাথাক্রিস্তির ভিড়ে।
উপচে পরা বুকসেল্ফে আলোর  ঝরনা
আমি ঝরনায় ভিজেছি ,তোকেও ভিজিয়েছি গভীর প্রেমে।
এত আলো ,আরো আলো আমার বুকে
আমার কবিতারা সহমরনে আমায় ভালোবেসে।
ছড়ানো ছেটানো  কবিতার শবে
আমার কবিতারা মূল্যহীন অমূল্য পৃথিবীতে।

সাহস করে কবিতাগুলো
এগিয়ে যাছে জীবিত  মৃত ঈশ্বরের কফিনে।
অলক্ষ্যে ঘটে যাওয়া অজস্র  প্রহসনে জীবন মৃত কবিতা
জীবনান্দ ধরে আকাশের চাঁদ
আর খিদে অদ্ভূত আকাঙ্খা। 

RISHI026@GMAIL.COM


আমি যে জীবিত
............ ঋষি

আমি ,আমি ,আমি
পরে থাকা মৃত এক ফসিল ঠিকানাহীন সভ্যতায়।
এগিয়ে যাওয়া মাটির কলরবে
অজস্র পদধ্বনি আমার বুকে।
আমি এক বেজন্মা কবিতার পিতা
আমার প্রেম আমার মুক্তি।

জীবনে যৌনতা মোড়া অজস্র খননে
এই বুকের পাতালপুরীতে এক নীলকন্ঠ আপন হৃদয়ে।
শুধু বিষ এ বুকে সময়ের কাব্যে
শুধু স্তব্ধতা লেখা অজস্র অনুরণনের চর্বিত সম্বল।
সময় জমছে ধুলো
সহস্র প্রাচীন আমি আদিম কবিতা।
আমার বুকে পদচরন সময় মহাকাল ,মহাপৃথিবীর পথে
খুব অর্বাচীন এক যুবক।
যে মৃত ,
যার সময় অসময়ে চলা অঙ্গীকারবদ্ধ বেঁচে থাকা।

আমি আমি আমি
পরে থাকা মৃত এক ফসিলের ঠিকানাহীন ইচ্ছা।
এগিয়ে যাওয়া সময়ের তালে
পিছিয়ে থাকা কোনো নিদারুন তৃষ্ণা।
আমি এক মৃত ফসিল সস্রপ্রাচীন প্লাবনের উপকথা
আমার মৃত্যু নেই আমি যে জীবিত। 

RISHI026@GMAIL.COM

 এক জীবন
............... ঋষি
=====================================
জানতাম জীবনের মুহুর্তেদের পরে
কোথাও,কখনো ,কোনদিন ফেলে আসা মুহূর্তরা
পিছনে ডাকবে।
কানে কানে ফিসফিস ,সময় আর অসময়
বয়ে যাওয়া ভিড় চোখের পাতায়
রোদ ,বৃষ্টি ,মেঘ সেই পুরনো গল্প।

আমার শুরু থেকে শেষ সবটাই গল্প
যার অল্পে তুমি প্রভাতি সঙ্গীত।
অন্যপারে আমি ফেলে আসা শহর পৃথিবীর পথে
খুব ছোটো গল্পগুলো।
অমানবিক ছিন্নভিন্ন ছোটো ছোটো শরীরে প্রেমের শহরে
হাসছিস জানি।
এমন করেই দিন কেটে যায়
আবার রাত্রি অন্য নাম স্বপ্নের অনুভবে।

জানতাম জীবন মুহুর্তদের বেঁধে রেখে
কয়েকশো হর্স পাওয়ারে অগ্রশীল তোমার আমার শহর।
এপারে পরে থাকা বেদনায় কয়েকশো অভিশাপ
ওপারে তুমি কোনো অনামী অঙ্গনা।
জীবনের পাতায় লিখে ফেলা তোমার নাম
আর এ জীবনে হলো না। 

Sunday, December 28, 2014

RISHI026@GMAIL.COM

নতুন অধ্যায়
............... ঋষি
=================================
জীবন্ত ভাবাবেগে উত্তাল কবিতার পাতায়
তোকে ছুঁয়ে নেমে আসা ভাবনাদের আলোর প্রদীপ।
ভীষণ সুন্দর স্পন্দনগুলো
আলোর ঝরনার মতো  তোর উপস্থিতি।
আমি অন্ধকার হতে চাই না
তোকে জড়িয়ে আলোকময় হোক এই জীবন।

তোর অগোছালো শব্দের আদিমতায়
তোর শরীরের গন্ধে মাতাল হৃদয়ের তারে।
বাজতে থাকা হৃদয়ের সুরে
জড়িয়ে নামা স্নেহ ,বেঁচে থাকার গভীরতায় উত্সমুখী।
উজ্বল অদ্ভুত সুন্দরী তুই
আমার জীবনে এক নতুন আলো।

জীবন্ত ভাবাবেগে উত্তাল কবিতার স্রোতে
আমি ভেসে যেতে চাই তোর সাথে বহুদূর।
যেখান থেকে ফেরা যায় না
যেখান সেই আলোর উত্সমুখ।
সুপ্রভাত জীবন তোর সাথে
নতুন অধ্যায় ,তোকে ভালোবেসে। 

RISHI026@GMAIL.COM

পাগলী আমার
.............. ঋষি
==============================
ধুর পাগলী
জীবনটা যে বয়ে যাওয়া নদীর মত।
সবাই একা এখানে
শুধু সাজিয়ে রাখা জীবনের  পাতায় তারাহুড়ো।
কাটিয়ে ফেলা ,বয়ে চলা
একাকী কোনো অস্তিত্বের প্রেমে।

আমার কাছে পাগলী তুই একফালি রৌদ্র
তোর  উত্তাপে আগুন আমার শিরায় শিরায়।
তোর ঠোঁট ছুঁয়ে নরম বুকে
কোনো আদিম স্নেহ ,স্বর্ণালী জীবনের অমর সঙ্গীত।
তোকে ভালোবেসেছি ,তোর কাছে এসেছি
আমি পুড়িয়ে দে ,আমাকে জ্বালিয়ে দে।
শুধু দূরে রাখিস না
আমাকে অমর করে দে আরো ভালোবেসে।

ধুর পাগলী
জীবন যে বয়ে যাওয়া নদীর নাম।
উত্তাল স্রোতের জোয়ার ভাটায় বদলানো জীবন
প্রতি মুহূর্ত একা চলা সময়ের সাথে।
তোকে ভালোবেসেছি তাই
আমার আর একা লাগে না।

RISHI026@GMAIL.COM

স্পর্শের মুহূর্ত
........... ঋষি
===================================
এক রাশি ভালো থাকার মাঝে
তোর খেয়ালী আকাশে এক মুঠো আলো।
তোর গভীরতায় কোনো উষ্ণতার আলোকে
আমি আলোকিত সমুদ্র।
এক ফেনিল বালুরাশি ওপর স্বপ্নের ঘর
জীবন ও জীবিত আপেক্ষিকতা।

আরেকবার জীবন ভাঙ্গার পর  আঁচড়ানো দাগগুলো বুকের উপর
জ্বালাময়ী সভ্যতার আলোকে সবটাই সাজানো নোলক।
নাকে ,কানে আরো কত জীবিত বেঁচে থাকে
হেঁটে যায়  ,চলে যায় সময় জীবনের সাথে।
সেখানে তুই আমার কল্পিত আকাশ কুমারী ,আমার প্রেম
একফালি বাঁকা চাঁদ তোর হাসিতে।
আকাশে গায়ে জ্যোত্স্নায় ঝরনা
জীবিত আলোড়ন আমার কাছে।

আমি ভালো আছি, তুই আছিস তাই
তোর জীবিত স্পর্শে আমার উজ্বল প্রতিচ্ছবি।
মিলেমিশে একাকার হৃদয়ের মেলবন্ধন
জ্বলন্ত  স্পর্শ আগুনের ছেঁকায়।
তবু তোকে ভালোবাসি,ভালোবেসে যায়
একটা দিন তোর সাথে স্পর্শের মুহূর্ত। 

RISHI026@GMAIL.COM

বদলে নে আমাকে
........... ঋষি
===============================
আকাশের চাঁদ চাইছিস
চাইছিস একটা জীবন হাত বাড়িয়ে সারাক্ষণ।
বদলে ফেল নিজেকে
বোকাবাক্সে রাখা জীবিত মৃত স্পর্শ।
স্পর্শক আমি তোর কাছে
বদলে দে আমাকে।

আজকের কবিতার একরাত্রি বাস করা স্বপ্ন পরি
আমি নিচে নামি,আরো নিচে।
ত্রিমাত্রিক সভ্যতার বাইরে যদি পৃথিবীকে বাঁধি
সেখানে রাখি নিজেকে।
অনেকটা স্পর্শহীন জীবন ,অনেকটা শিকড়ের মত
কোথাও গভীরে মাটি আঁকড়ে ,
আমি বাঁচিয়ে রাখি নিজেকে।

আমি আকাশের মাটিতে সভ্যতার রং এর
সাদা পতাকা হাতে ভিনদেশী।
আমাকে সভ্যতা শেখাস না
কোনো মিডিয়ার পাতায় আমাকে জড়াস না।
স্পর্শক আমি তোর কাছে
বদলে নে আমাকে।

Friday, December 26, 2014

RISHI026@GMAIL.COM

বিকৃত সময়
.............. ঋষি

জীবন যেখানে বদলানো ঋতু
সেখানে ভালো তো থাকতেই হয়।
মুখের উপর পঙ্কিল পালিত কালি
আর হৃদয় যেখানে চোখের বালি।
সেখানে ভালো সবাই ,আমি ,তুমি ,জীবন
শুধু সময় ভালো নয়।

মাড়িয়ে যাওয়া সময়ের আগে আর পরে
যারা হাসছেন তাদের সুপ্রভাত।
যারা হাসাচ্ছেন তাদের ঐশ্বরিক হৃদয়ের শুভকামনা
তবু বলি সময় ভালো নয়।
পণ্য জীবনের আগুনে আরক্ত হাতছানি লোভ
মানবিক ধর্ষণের অতিরিক্ত একলা সময়।
আর শারীরিকটা ছাপানো খবরের কাগজ
সবটাই কেমন সাজানো বিকৃত সময়।

জীবন যেখানে বদলানো ঋতু
সেখানে ভালো থাকা ,খারাপ থাকা পুরোটাই অপ্রাসঙ্গিক।
জীবন যেখানে বেঁচে থাকার নাম
সময় যেখানে স্যাটালাইটের  স্পিডে ভয়ঙ্কর গর্জিলা।
সেখানে বেঁচে সবাই
মুখোসের আড়ালে অন্য মুখে।


RISHI026@GMAIL.COM


অনুভবের কবিতা 
..........ঋষি

সাদা পাতায় হৃদয় লিখতে লিখতে 
হৃদয়ের প্রিন্টেড অনুভবগুলো ভীষণ পোশাকি। 
বদলানো ঘামের গন্ধে ,ফুটপাথে দাঁড়িয়ে জীবন পণ্য 
পণ্য নগ্নিতার শরীরের অঙ্গপ্রতঙ্গের কালিগুলো। 
জীবন এখানে নগ্ন ইতিহাস 
অনুভবে কাগজ কলমে কালি। 

আমি সভ্যতা বলি নি ,আমি মানুষ চিনেছি 
মানুষের বদলে মানুষ ,আবার জন্ম নতুন যোনির আবিষ্কারে।
মানুষ ফুরিয়ে যায় ,যোনি ফোরায় না 
যেমন অনুভবের স্পন্দনে মায়া ,মমতা ,প্রেম। 
শরীর ফুরিয়ে যায় ,স্পর্শ ফোরায় না 
যেমন হৃদয়ের গলিতে বাসকরা অসংখ্য সভ্যতার মাটি। 
মাটি থেকে যায় ,সময় ফুরিয়ে যায় 
অনুভবের মুখে আগুন বিষাক্ত সভ্যতায়। 

সাদা পাতায় লিখতে লিখতে হৃদয়ের ঘরে স্তব্ধতা 
অন্ধকার ছুঁয়ে খিদে আকাশের জীবনানন্দ  চাঁদে।
ভদ্রলোককে চিনি না আমি 
শুধু গড়িয়া আসা ট্রামের শব্দে কবিতাগুলো বেঁচে। 
অনুভবের কবিতায় 
নগ্ন ইতিহাসে কবিরা মৃত কবিতারা বেঁচে।

RISHI026@GMAIL.COM

অদ্ভূত প্রেম
.......... ঋষি

অদ্ভূত প্রেম তোর আমার
নিজেকে স্পর্শের আড়ালে রাঙিয়ে জীবন অপরুপা
অথচ ভাঙ্গা টুকরো টুকরো কাঁচ হৃদয়ের উপর
যন্ত্রণা কয়েকশো ডেসিবেলের শব্দমহলে
আঙ্গিক কোনো অর্থহীন সময় ধরে
অদ্ভূত অস্তিত্ব চেতনার পারে

আমি জীবন বুঝি না ,বুঝি না সময়
আমি যে ভালো থাকতে চাই
তাই বোধহয় যখন তখন জড়িয়ে ধরি তোকে
চেতনার ভিতর ,বুকের ভিতর কারণ খুঁজি বাঁচার
নিজেকে খুঁজি
মরে যাওয়া কোনো ধুধু মরুভূমি
শুকিয়ে যায় ,তৃষ্ণা এই বুকে
হারিয়ে গিয়ে ফিরে আসার নাম তো জীবন

অদ্ভূত প্রেম তোর আমার
দূরত্বের খাঁচায় মোড়া ব্যস্ত জীবনের পারে
অজস্র একলা ক্ষরণ
জীবন এগিয়ে যায় কয়েকশো ডেসিবেলের শব্দমহলে
আমি মানে খুঁজি বেঁচে থাকা তোর মাঝে
সময় ফুরিয়ে যায় ,অথচ অদ্ভূত তুই ফোরাস না

RISHI026@GMAIL.COM

উত্তাল  ঢেউ
............. ঋষি

ঈশ্বর বোধহয় লেখে নি কখনো
সৃষ্টির আনন্দে অপরুপার প্রেম আনন্দধারায়।
প্রেম এসেছিল এক সমুদ্র পারে
নির্বিকারে ,নিশ্চিন্তে।
উত্তাল ঢেউ অবিরত বুকের উপরে
আছড়ে পরে।

কিন্তু ভুলে যায় ,ভুলে যায়
সমুদ্রে জোয়ার থাকে ,পার যে সরে যায়।
দূরে বহুদূরে ,বারংবার
কিন্তু ফিরে আসে আবার অন্যরূপে।
কিন্তু ভোলা যায় না প্রেম তোমার রূপ
কিছুতেই ফিরে আসা যায় না বন্য স্রোতের মতো।
উত্তাল ছেঁড়া বুকে একই বিশ্বাসে
আমি আছি আমৃত্যু তোমার সাথে।

ঈশ্বর বোধহয় লেখে নি কখনো
সৃষ্টির আনন্দে স্রষ্টার নাম ,শুধু জন্মানো প্রেম।
আমৃত্যু জীবিত অহংকারে
আঘাত করে বারংবার অথচ ফিরে আসে.
কারণ প্রেমের মৃত্যু নেই
সে যে সৃষ্টির আনন্দে গতিশীল জীবনে। 

Thursday, December 25, 2014

RISHI026@GMAIL.COM

কোথায় পাব তারে
..............ঋষি

না চাহিলে যাকে পাওয়া যায়
কোথায় পাবো তারে।
ঘুমের ওপারে বাইপাস ঘেঁষা শুকনো আলোরণে
হাত ধরে কাটানো সময় হৃদয়ের স্পন্দনে।
জীবনে এপারে রাখা এক মেঘ আকাশ
অন্যপারে জীবন মাটিতে মেশানো স্পন্দনের নাম।

না হে এই যোগ্যতা আমার নেই
তোর হাত ধরে হেঁটে যাওয়া প্রাচীন সভ্যতার আলোয়।
কয়েকশো শতাব্দীর আলোয় দেখা হৃদয়ে নাম
প্রথম স্পন্দন ,অবিবেচিত আমি নাটকের পরিহাস।
গ্যালারী হাসছে ,পৃথিবীর গ্যালারিতে সবটাই সাজানো
জীবিত মৃতের সরকারী গণনায় নিজস্বরুপ।
আলোকময় হোক জীবন ,ন্যাকামির শান্তি জীবনের গায়ে
পরিস্কার কাঁচের আড়ালে লুকোনো ভাঙ্গা তলোয়ার।

না চাহিলে যাকে পাওয়া যায়
কথায় পাবো তারে।
ধর্মতলার ভিড়ে কিংবা পবিত্র শ্মশানে গন্ধে
একলা হেঁটে যাওয়া শতকের কবিতায়।
জীবনে এপারে রাখা শুধু বেঁচে থাকা
অন্যপারে জীবন মাটিতে শুয়ে কেঁচো,ভালো থাকা। 

RISHI026@GMAIL.COM

ভাবনার ওপারে
..........ঋষি

তোকে যখনি ভাবি
কেন জানি বুকের ভিতর মুচড়ে ওঠে জীবন।
একাকী অন্ধকারে রাখা মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া
কোনো পারাপারের শেষ স্টিমারের ভো.
শুনতে পাই জীবন কাঁদছে
পেরিয়ে যাওয়া সময়ের ওপারে নিশ্চুপ।

চিত্কার করতে ইচ্ছে করে
বুকের স্পন্দনগুলোতে নখ বসিয়ে ভাবতে থাকি।
হৃদয় নিংড়ানো সময়ের ফলাফল
কোথায় যেন দাঁড়িয়ে ,দু হাত বাড়িয়ে এগিয়ে যাওয়া আগামী।
ছড়ানো ছেটানো অন্ধকারের দিকে
একাকী জীবন ,তোকে চেনার আগে জানতাম না।
জীবন একলা দাঁড়িয়ে ভিক্ষে করে সম্পর্কের পথের উপর
ভিক্ষা পাত্রে খালি শূন্যতা
তোকে ভাবলেই আমি ভিখারী হয়ে যায়।

যখনি তোকে ভাবি
আমার কান্না পায় ভীষণ মহামারীর স্পর্শে জীবন অগ্রগামী।
স্থির মৃত্যুর নিষ্ঠুর হাতছানিতে অস্থির জীবনে
শেষ স্টিমারের অপেক্ষায় দাঁড়িয়ে।
অজস্র স্পন্দিত আক্রোশগুলো গলার কাছে জমা হয়
লাল রঙের আদিম জীবনে তোকে ভাবলে। 

RISHI026@GMAIL.COM

যা রে উড়ে পাখি 
........... ঋষি

নিজেকে আয়নায় দেখি নি কখনো 
যখনি দেখি এক কঙ্কাল। 
নিজস্বতা মাটি খুঁড়ে তেড়েফুঁড়ে আসা সময়ের চাবি 
হৃদয়ে কখনো লাগিয়ে দেখি নি। 
বিষাক্ত কার্বনের ছোবল মাটির তলায় 
অন্তিম কফিন আমার। 

যা রে উড়ে পাখি, ঘরেতে 
কিন্তু যে পাখি উড়তে জানে খাঁচায় বন্দী। 
তাকে তুমি আকাশ দেবে বলে দোকান থেকে কিনছো জীবন 
পাখি উড়তে শেখে নি ,ভুলে গেছে মুক্তির আকাশ,
চারিদিকে শুধু জীবন্ত লাশ। 
মনের ঘরে ,স্মৃত্মির ঘরে ,আজ আর আগামী সময়ের ঘরে 
ফাঁকা ফুটপাথে অপার্থিব জীবনের নকশায় ,
ইচ্ছাহীন ভালোথাকার নমুনা। 

আয়নায় দাঁড়ানো আমার আমিতে 
আমি শুধু লুকোনো জীবাশ্ম মাটির তলায়। 
হারিয়ে যাওয়া জন্মের অঙ্কুরের নতুন  আশা
সবুজ জীবন ,নীল আকাশ ,একমুঠো মুক্তি। 
দুহাত তুলে এগিয়ে যাওয়া অন্তিম মুক্তির লাল আকাশে 
কিন্তু পাখি আকাশে উড়তে ভুলে গেছে। 

RISHI026@GMAIL.COM

আমার শহর (১১)
............... ঋষি

পাহাড়ি ঝড়ো হাওয়া আমার শহরে
আমার বুকের ভিতর শীতল স্পর্শ।
মোহনায় লাগা ক্যানভাসের অস্তগামী সূর্য
শেষ বিদায়।
বলে যায় না ,কিছুই বলে না
শুধু শহরের হৃদয়ে শীতের সন্ধ্যে।

আলো নিভলো  বলে ঝুপ করে
শহরের স্ট্রিট লাইটের আলোয় ঝলমলে সময়।
ফুরোতে চাই না
আমার শহরে রাত্রি নামে না।
শুধু রাত্রি হৃদয়ের ঘরে ঘরে টুকরো টুকরো কেবিনে
স্মৃতির শহরে হাজতবাস।

পুরনো রেলিং জংধরা খোলা বুক
আমার প্রিয়া শুয়ে থাকে বুকের ভিতরে।
খুব ভিতরে যেখান থেকে ফেরা যায় না
মুখোমুখি সময় ,স্মৃতিদের কাদা ছোড়াছুরি।
কিছুটা চুরি সময় ,কাঙ্গাল প্রেমের হাত ধরে
দিন গোনা মুহুর্তদের আলিঙ্গন।

বুকের ভিতর বোতাম খোলা চিত্কার
অন্ধকার রহস্যে এগিয়ে যাওয়া আজকের দিন  .
সূর্যডুবি আমার শহর ক্যানভাসে তুলি ধরা রাত্রি
শেষ বিদায়।
বলে যায় না ,শুধু চলে যায়
শুধু শহরের হৃদয়ে অভিশপ্ত ফুরিয়ে যাওয়া।  

RISHI026@GMAIL.COM

এ সময় ,অসময়
.......... ঋষি
===================================
তোকে চোখবন্ধ করে ছুঁতে চাওয়ার সম্ভাবনাগুলো
নেহাত মাটির পৃথিবীতে পুতুল খেলা।
আজ খেলছি ,কাল খেলছি ,পরশু হয়ত খেলবো
শরীরজুড়ে সমস্ত পরিবাহী মাধ্যমের এক্সরে প্লেটে  ছড়ানো জীবানুরা।
যাদের উপকার করার ছিল তারা নিদ্রায়
আর অপকারী মাত্রাগুলো আজকাল তোকে ছুঁতে চায়।

তোকে ছুঁতে দেবো না ,এ জীবন আমার
তোকে ছোঁয়া দেবো না, এ মৃত্যু আমার।
অছিলায় যাদের স্পর্শে কাঁঠালের আঠা
একটু সরষের তেল মাখিয়ে রেখো  প্রেম।
তবে বাঁচা যায় ,তাইতো ফসকে যায়
জীবন নামক রঙিন খাতায়
তোর স্পর্শগুলো কবিতা হয়ে যায়।

তোকে  চোখবন্ধ করে ছুঁতে চাওয়ার সম্ভাবনাগুলো
নেহাত মাটির রঙের পাথুরে দেওয়াল।
যার গায়ে যত লেখা যায় তবু কম পরে
জীবন বয়ে যায় রক্তাক্ত নদীর প্লাবিত দুকুলের মতো.
ঘন বসবাস ,ছিন্নভিন্ন পরবাশ
এ সময় ,অসময় তোকে ছুঁয়ে জীবনের কবিতা।

RISHI026@GMAIL.COM

বোবা রৌদ্র
..........ঋষি
=================================
রৌদ্রগুলো বোবা কিনা জানি না
তবে মৃতের অন্তরে শুয়ে থাকা জন্মগুলো বোবা।
নিস্তব্ধে শব্দ তরঙ্গে গতিশীল ঘোড়াগুলো দৌড়চ্ছে প্রানপন
ফিনিশিং লাইনের এপারে তুমি শুয়ে প্রেম।
বুকের উপর দামামা যুদ্ধের সংকেত
আবার এক হৃদয়ের যুদ্ধ।

কিন্তু ফিনিশিং লাইনের ওপারে
যেখানে সব শেষ প্রাগৈতিহাসিক মতামতের চারাদের বপন।
মাটি এখানে ভিজে দেশ
সত্যি বিড়ালের ফাইফরমাস খাটা রৌদ্র। হ্যা বোবা রৌদ্র।
প্লিস আর যুদ্ধ নয় ,একটু শান্তি
অজানা আতঙ্কের পথ ছুঁয়ে প্রেমের হাত ধরা।

রৌদ্রগুলো বোবা কিনা জানি না
তবে জীবিত অন্তরে শুয়ে থাকা মৃত্যুগুলো মারাত্নক।
বজ্রনাদে হৃদয়ের মাটিতে ফাটল
আর ঘোড়াগুলো দৌড়চ্ছে প্রানপন শব্দ তরঙ্গে গতিশীল।
সামনে ফিনিশিং লাইন ,আবার হৃদয় জিতছে যন্ত্রণা
আবার এক হৃদয়ের যুদ্ধ। 

RISHI026@GMAIL.COM

বুকের তলায়
............ ঋষি
=============================
বুকের তলায় কবিতা শুয়ে শান্ত নদীর মতন
জীবন যেখানে প্রবাহী অলিন্দের সময়।
শব্দগুলো জব্দ,
আরেকটা শতাব্দীর আলোয় আমার চোখে আধুলি।
না হে এই বেঁচে থাকা
ইচ্ছামন্ডলীর  খোল করতাল।

বুকের তলায় কবিতা শুয়ে শূন্য, শূন্য, শূন্য নিয়ে
অসংখ্য কবিতার শূন্য গুলো জুড়ে সময়।
এ সময় ,অসময়
জেদী ,খেয়ালী আগুনে সিম্ফনি।
শোনা যায় জীবন নাকি জীবিত কারাগার পৃথিবীর পথে
স্বয়ং বুদ্ধ,জেসাস খ্রাইস্ট হেঁটে আসেন খালি পায়ে।
পায়ের তলায় বালি ,অপারক শান্তি
চেতনার গায়ে।

বুকের তলায় জীবিত অথচ মৃত কবিতা শুয়ে
নগ্ন চেতনার রাম্পে হাঁটা নগ্ন স্তন ,নগ্ন যোনির।
শরীরের রসায়নে আরক্ত হৃদয়
নিস্কাম প্রেমের কবিতা লেখে বুকের ভিতর।
বহুবছর প্রাচীন এই বেঁচে থাকা
ইচ্ছামন্ডলীর  খোল করতাল। 

Wednesday, December 24, 2014

RISHI026@GMAIL.COM

উত্তাল ঢেউ
................... ঋষি

আমার ভালোবাসার কোনো সময় নেই
মন যখনি নেমে আসে একলা বিছানায়।
কিংবা সাদা পাতায় তোর ঠোঁট ছুঁয়ে তৃষ্ণা নামতে থাকে
তখনি সমুদ্রের ঢেউ ওঠে।
উত্তাল মাতাল মিছিলে  লিবিডো নৃত্যে
প্রেম উচ্ছল কোনো অন্তিম স্পর্শ।

আমি আগুন ধরতে পারি কিংবা হেঁটে যেতে
যে বুকে লেখা থাকে অসংখ্য জ্বলন্ত ছাঁকা।
যে বুকে লেখা থাকে দুর্বলতার দূরত্ব নীলআকাশী খামে
আমি সেখান থেকে খুঁড়তে থাকি মাটি।
প্রেমের বুকে কোনো আদিম প্রকৃতির মত
আমি ঝড় তুলতে থাকি যখনতখন।
যখনি আমি পুড়ি প্রেমের আগুনে
তখন আমার নখে লেগে যায় মাংসের রক্ত।

আমার ভলোবাসার কোনো নাম নেই
নামহীন কোনো  পবিত্র রক্তপ্রবাহ সময়ের গায়ে।
ঈশ্বর এখানে হেঁটে যান স্পর্শের নাম নিয়ে
জীবন এখানে জ্বলন্ত উনুনের কয়লা।
পুড়তে থাকে প্রেম আমার সাথে
আমার মত ,আমারি ভালোবাসার নামে।

RISHI026@GMAIL.COM

সিজোফ্রেনিয়া
.................... ঋষি

শহুরত্বের মানে প্রবল শীতে
নেরিকুত্তা মাটি খোঁড়ে যবন জল্লাদের আশায়।
আর তখনি বাদিকের বুকপকেটে সিন্থেটিক মিডিয়াতে
হাসি ফোঁটে।
উত্তাল প্রবণতায় নেশার চোখে লাল পৃথিবী
গড়িয়ে পরে ভার্জিন কোনো কল্পলোক।

তখনি সময় প্রবলরবে হাসতে থাকে সময়
চিত্কার করে সিজোফ্রেনিয়া,  সিজোফ্রেনিয়া,সিজোফ্রেনিয়া।
বাদিকের বুকপকেটে খিদেরা শুয়ে
তাপমাত্রা হিমাঙ্কের নিচে শরীরে শব।
নৃত্যরত অপ্সরীরা শরীর গরম করে
নগ্ন সময় অলংকৃত সভ্যতার হাত ধরে।
বাসি বিছানায় সেঁকা হয় রুটি
আর রুটির মাঝখানে ফুটো করে আকাশের চাঁদ।
হাসছে আকাশের চাঁদ
উন্মাদ আত্মাদের পৃথিবীর রোমন্থন।

শহুরত্বের মানে মরা হাইওয়ে ধরে ছুটতে থাকা সময়
অসম্ভব আগ্রহে আকাশের নক্ষত্র পতন।
প্যান্টের ভেজা স্থলে প্রকৃতির উন্মোচন
প্রকৃতি  সিজোফ্রেনিক স্কেলে মাপা ভাঙ্গা তলোয়ার।
দাগ তবে বুকে ,শীতল হওয়ার স্পর্শ সারা তলপেট জুড়ে
নেমে আসে রক্তস্রোত সভ্যতার নামে। 

Sunday, December 21, 2014

RISHI026@GMAIL.COM

পাগল প্রেমে
................ ঋষি
====================================
মুহূর্তরা ফিরে আসে না
যখন আকাশের চাঁদ গড়িয়ে নামে তোর ঠোঁটে।
আমার স্পর্শগুলো জড়িয়ে ধরে তোকে
তখন ভালোবাসা এক গলা জলে দাঁড়িয়ে চিত্কার করে।
খুঁড়তে চাই তোর বন্য রূপের মাঝে নিজেকে
আর ভালোবাসতে থাকে তোকে।

স্পর্শের আগুনে পারদে প্রেমে বিদ্রোহ
মুহুর্তদের কোলাহলে আকাশে রোদে বৃষ্টি।
যখন তখন যেমন খুশি পাওয়া যায় তোকে
বলতে পারিস পাগল আমায়।
বলতে পারিস হৃদয় আমায়
কিন্তু তুই ছেড়ে চলে যাস আমায় বারংবার।
কিন্তু তুই নিঃস্ব করে যাস আমাকে  গভীর প্রেমে
আমি আকাশ রোদে বৃষ্টি।
ভিজতে থাকি আপনমনে তোর প্রেমে
তোকে ভালোবেসে।

মুহূর্তরা ফিরে আসে না
ফিরে আসা আস্তানায় জানলার গরাদ ঢাকা আকাশ।
আমার স্পর্শগুলো  তোকে ছুঁতে চাই
তোর গভীরে মাটি খুঁড়ে নিজেকে ফিরে পেতে চাই।
ভালোবেসে ,কাছে আসে আরো গভীরে কোথাও
তোকে স্পর্শ করতে চাই পাগল প্রেমে। 

rishi026@gmail.com

বোবা রৌদ্র
........... ঋষি
=========================.
কেউ বৃষ্টিতে ভিজে রৌদ্র হতে পারে
বুকের ছেঁড়া বোতামের ঘরে,
কজন নিজের জীবন রাখতে পারে।
আগুনে প্রেমে ,প্রেমের আগুনে পুড়ে
কজন সময় মাড়িয়ে যেতে পারে ,
কজন নিজেকে আরো পোড়াতে পারে।

হাসলে পরে আমাকে বড় বোকা দেখায়
বোবা রৌদ্ররা জানে সে কথা।
শীতের দিনে তোকে বড় শুকনো লাগে
ভাঙ্গা গিটার বোঝে সে কথা।
সুর যেখানে বেসুরো রঙের  স্বপ্ন
সেখানে কজন স্বপ্ন দেখতে পারে।

আমার কথা ফুরিয়ে গেলে পরে
গোলকের  রং বদলে গেলে পরে,
এমন কেমন পৃথিবী চাইবে তুমি।
ঋতুর মত সময় বদলালে পরে
সুখের কথা অসুখগুলো  জানে ,
কিন্তু অসুখ সেরে গেলে পরে। 

rishi026@gmail.com

একটু বদলায়
............... ঋষি
======================================
আংশিক মেঘাছন্ন আকাশের একপাশে
একফালি শহর উঁকি মারে।
জীবন যেখানে যথাযথ পান্তা নুনে পোড়া লঙ্কা
সেখানে আদিম সভ্যতা স্পর্শ আনে।

কি হয়েছে রৌদ্র
তোমার মুখপোড়া সকালে কফি কাপে বিরক্তি  কিসের।
কি হয়েছে এমন যে শহরে আজ মেঘাছন্ন দিন
একটা রাত্রি শেষে বৃষ্টি আসন্ন সকাল।
আমি রৌদ্র দেখতে চাই আমার শহরে
মেঘ ,বৃষ্টি সব সময়ের রুপকথা।
আর একফালি হাসি শীতের সকালে
চল আজ পিকনিকে যাই।

অংশিক মেঘাছন্ন আকাশের গল্প শেষ
ফোন করবো তোকে ,দূর ছাই।
ফোনের নীল বালান্সে আবার পান্তা নুনে পোড়া লঙ্কা
ঠিক আছে চল আজ একটু বদলায়। 

Saturday, December 20, 2014

RISHI026@GMAIL.COM

অনিয়ম
.......... ঋষি

তোকে লিখবো বলে সাদা পাতায়
অজস্র ক্ষরণ।
হিসেব মেলে না কিছুতেই
মস্তিষ্কের শিরা উপশিরায় জানলার শার্সি
লিখে ফেললাম তোকে।

হাসছিস কেন এমন অহংকারে
অহংকার তোকে মানায় না হৃদয় বারান্দায় সময় হাসতে পারে।
তুই হাসিস না মানায় না তোকে
তুই কাঁদিস না ,তুই কাঁদতে পারিস না।
শুধু ভালোবাসতে পারিস
হৃদয়ের প্রতি  পাতায় তোর নাম।

তোকে লিখবো বলে
কলমের নিবে ক্ষরিত হচ্ছে বিষ।
কিছুতেই মেলাতে পারি না তোকে
কেমন করে বদলাতে পারিস তুই
সময় লিখলাম তোকে।

RISHI026@GMAIL.COM

রেসকোর্স
......... ঋষি
=======================================
অদ্ভূত কিছু প্রশ্ন উত্তর
সরতে থাকা স্পন্দনগুলো ঘোরসওয়ার রেসকোর্সের মাঠের।
মাথার ভিতর গড়িয়ে আসা ট্রাম
ভয়ঙ্কর শব্দে আছড়ে পরে হৃদয় সময়ের গায়ে।
হৃদয় বারান্দায় স্বপ্নাবেগ
দৌড়চ্ছে  ঘোড়া খুব জোরে হিসেবের পারাপারে,
হৃদয় যে জিততে চাই।

জিতছে চাই সময় ,জিততে চাই বেঁচে থাকায়
সোনালী রৌদ্রে মোড়া শীতের সকালে।
কুয়াসার ফাঁকে,সবুজের ফাঁকে কথায় যেন লাল রং
সবটাই ফাঁকি।
দৌড় ,আরো জোর ,আরো জোর
সরতে থাকা অস্তিত্ব সরে নীহারিকা বেগে।
হৃদয় আছড়ে পরে ভয়ংকর শব্দে বজ্রপাত
আকাশ ভেঙ্গে পরে মাথার ভিতর।

অদ্ভূত কিছু প্রশ্নের উত্তর
অজানা সারি দেওয়া দেওয়ালগুলো একের পর এক।
ঘোড়া লাফায় ,ভাঙ্গতে থাকে পাঁচিল
একের পর এক ,সাপ লুডোর খেলায় প্রতিদানে।
হৃদয় নামতে থাকে নিচে
আরো নিচে কোথাও,
যেখান থেকে বেঁচে ফেরা যায় না। 

Friday, December 19, 2014

rishi026@gmail.com

আকাশলীনা  -*(৪)
........... ঋষি

আকাশলীনা মেঘের দিকে তাকিয়ে থেকো না
জীবন যে গড়িয়ে পরা বৃষ্টির মত।
ভিজে যাবে ,সরে এসো
এমন করে জীবন কাটে না আকাশলীনা।
তোমার আকাশী মুক্তির ডানায় রৌদ্রের স্পর্শ
সরে এসো  আকাশলীনা
তুমি পুড়ে যাবে।

জীবনের ফেলে আসা পাতায় অজস্র রক্তক্ষরণ
টুকরো টুকরো মুহুর্তে আকাশবাণী।
তুমি শুনতে পাচ্ছো ,,,,, পাবে না শুনতে
এমন করে শোনা যায় না আকাশলীনা।
ভালো থাকার জন্য জীবনকে জড়িয়ে ধরতে হয়
তুমি আকাশ ধরতে চাইছো,
কিন্তু  আকাশ তোমার একার নয়।

তোমার সাজানো সালোয়ারের সুন্দর পাঁপড়িগুলো
সদ্য ফোঁটা জীবন প্রতি পাতায়।
আমার কবিতায় শব্দের আকাশে তুমি আকাশলীনা
শুধু কল্পনা নও স্বপ্নপরী।
প্লিস তুমি আকাশ ধরতে চেও না ,হারিয়ে যাবে
সরে এসো পৃথিবীর মাটির অন্তরে
অন্য আকাশে।


rishi026@gmail.com

শান্তি ,শান্তি ,শান্তি
............. ঋষি

এই বাঁশীতে কোনো সৌর্য্য নেই
যতটুকু ততটুকু মায়া ,স্নেহ,প্রেম ,জীবন।
ভালোলাগার আকুল স্পন্দনে
হৃদয় ভাসতে থাকে  আকাশের মেঘে নীল সাম্রাজ্যে।

অকস্মাত বজ্রপাত ,ছুটে যায় মিসাইল ,শহর নগর পেরিয়ে
নীল সাম্রাজ্যে।
গর্জে ওঠে রাইফেলের জড়ানো হিংস্র চোখ
জাতহীন ,সভ্যতা হীন ,মনুষত্বহীন বুলেটের চিত্কার
কারা এরা।

জ্বলে ওঠে আগুন ,গড়িয়ে  পরে লজ্জা
হিংসার লাল চোখ ,সাধারণ কোনো সভ্যতার গায়ে।
ছেটানো রক্ত ফোঁটা
খবরের পাতায় অসংখ্য মৃত লাশ লুটোপুটি
কারা এরা।

আর তখনি জেগে ওঠে মানুষের হৃদয়ে বাঁশী
যতটুকু মনুষত্বের অধিকার সভ্যতার গায়ে।
ভালো থাকার আকুল ঝংকার
শুনতে পাচ্ছো বাঁশীর শব্দ ,,,শান্তি ,শান্তি ,শান্তি।

rishi026@gmail.com

ঘুম ভেঙ্গে যায়
...........ঋষি

শূন্য পাত্রে জীবনটা গড়িয়ে পরা আকাশের চাঁদ
মুহুর্তের আলিঙ্গনে সাইকেলে ক্রিং ক্রিং কানে।
চিত্কার করতে ইচ্ছে করে
ঘুম ভেঙ্গে যায় ,ঘুম ভেঙ্গে যায়।
বাস্তব ছুঁয়ে তলপেটে ঢুকে যায় জীবনের ছুরি
ঘুম ভেঙ্গে যায়।

বিছানার চাদরে আলতো করে জড়ানো তোমার ঠোঁট
ছাদের সিলিঙে কোনে মাকড়সার বাসা।
জীবন জড়িয়ে যায় ,জীবন জড়িয়ে যায়  
অতৃপ্তি অনিদ্রায় জীবনের পথে।
দুহাতে হাততালি জীবন তোমার নামে
আমরা জনতা জীবিত মৃত স্লোগান স্লিপিং পিল।
লুটিয়ে পরি লজ্জায় ,বিছানার চাদর আঁকড়ে
আরেকবার আরেকবার জীবন তোমার নামে।

শূন্য পাত্রে নেশার মত কোনো পর্ণ  ছবিতে চোখ রাখি
নামতে থাকি নিচে ,আরো নিচে।
ওঠার সময় জীবন গড়িয়ে পরে
বেহাল বজ্জাত স্পর্শের অছিলায় অজস্র অনুরন।
চোখে জল গড়ায়
গড়িয়ে  পরে নোনা লাল অহংকার । 

rishi026@gmail.com

ফালতু
............ ঋষি
====================================
জগতে আনন্দ যজ্ঞে তোমার নিমন্ত্রণ
একটা কবিতা লিখবো ভাবছি।
কিসের কবিতা
হোক না প্রেমের একটা।
কিন্তু প্রেমের কবিতা আগেরটা পুড়েছে যন্ত্রনায়
আবার কেন যন্ত্রনায় পুড়বো আমি।

না হে তার থেকে বরং সেই পাগলীটাকে  নিয়ে লিখি
যাকে আমি রোজ দেখি চেতনার ফুটপাথে।
ধুস সেদিন দেখি পরে আছে নর্দমার পাশে অর্ধনগ্ন শরীরে
বুকের বাদিকে অনাবৃত চাঁদ , তল পেটটা হা করে চেরা।
পুলিশ ,পুলিশ ,লোকজন ,মাথা ভর্তি
নিউস চ্যানেল নেই।
ভালো লাগছে না
এসব ভাবলেই ভালো লাগে না।

জগতে আনন্দ যজ্ঞে তোমার নিমন্ত্রণ
আর কবিতা লিখবো না ভাবছি।
যেখানে ভালোবাসার কাটা ছেঁড়া কবিতা ,জীবন কবিতা
এমন কবিতা হয় নাকি।
স্বপ্ন আর বাস্তবে দাঁড়িয়ে ফালতু আঁকিবুকি সাদাপাতায়
শুধু যন্ত্রনায় কবিতা হয় নাকি।

Thursday, December 18, 2014

RISHI026@GMAIL.COM

আমার তোর
.......... ঋষি

শীতের চাদরে জড়িয়ে ধরা স্নেহ
দুচার্মুহুর্তের আমার তোর।
বদলায় ফুটপাথে শুকনো রঙের বাতাস
হলুদ ঘাসেতে লেখা পাথরের নাম।
জীবন এখানে জাগ্রত পরশ প্রেম
ভাঙ্গা তলোয়ার আর দৈনন্দিন ঘাম।

সময়ের তাকে সাজানো শব্দের মত
স্মৃতির দেওয়ালে পাথুরে লেখা  নাম.
থুথু দিয়ে যদি জীবন জুড়তে পারো
স্মৃতির মিছিলে মৃত্যুর কেন নাম।

আমরা শুধু বাঁচতে যে চাই সুখে
সুখের পরশে যন্ত্রণা স্পর্শের মত।
বদলানো সুখ ,মনের অসুখ হলে
স্পর্শগুলো আবোলতাবোল যত।

শীতের চাদরে জড়িয়ে ধরা স্নেহ
দুচার্মুহুর্তের আমার তোর।
বদলানো সব প্রকৃত জীবন ঘোরে
নিজেকে সাজানো দুসাধ্য।
জীবন এখানে জাগ্রত পরশ একা
বদলানো সময় চলন্ত যন্ত্রণার চাকা। 

RISHI026@GMAIL.COM


জীবন নামক ট্রেনটা
.............. ঋষি

জীবনের প্রত্যেকটা স্টেশনে
আলাদাহরফে লেখা স্টেশনের নাম।
দূরত্বের দুর্বলতায় সকলেই ট্রেনের আমরা যাত্রী
সময়ের মত গতিশীল আমরা ক্ষনিকের স্টেশনে থমকে দাঁড়ায়।
আর মুহূর্তরা কলরব
জমতে থাকে সময়ের গতিতে হৃদয়ের ভার।

চেনা স্টেশনে নিত্য বিক্রিত পণ্য
চাওয়ালা ,সিঙ্গারাওয়ালা ,নিউস পেপার,ঝালমুড়ি ,আরো কত।
প্রত্যেকটা স্পন্দনের আলাদা সিম্ফনি ,আলাদা স্পর্শ
স্পর্শগুলো অচেনা থেকে যায়।
দূরত্বের দুর্বলতায়  ট্রেনের  যাত্রী আমরা
এগিয়ে যায় ,আরো এগিয়ে।
সময়ের হাতে হাত ,ঠিক একসময় ,
উনিশবিশ  হৃদয়ের দোলনায়।

জীবনের প্রত্যেকটা স্টেশনে
আলাদা হরফে লেখা সম্পর্কের নাম।
দূরত্বের দুর্বলতায় জীবন ট্রেনের আমরা যাত্রী
সময়ের মত অস্থির চাহিদার হাতছানিতে এগিয়ে যায়।
স্টেশন বদলায় প্রত্যেক প্ল্যাটফর্মে
অথচ জীবন নামক ট্রেনটা গতিশীল।

RISHI026@GMAIL.COM

নগ্ন বেশ্যা
................ ঋষি

অনাহুত জীবনের প্রতিক্ষায়
আমার শহরের পিঞ্জরে জমছে ধোঁয়া।
কার্বনিক অর্গান বলে কিছু যদি থাকে
তার সবটুকু এই শহরের কলকবজায়।

শহর বিকছে লাল,নীল ফেস্টুনে আগত ইলেকশানে
শহর সাজছে অনাবৃত নারী শরীরের বিজ্ঞাপনে।
স্পেশাল কেম্পেইনের নামে ছড়িয়ে ,ছিটিয়ে মদের গ্লাস
শিক্ষার চোখে নেশা অর্থ।
আসলে পুরো শহরটা সেজে উঠছে বেশ্যার সাজে
বেশ্যার মত দিনযাপন নাগরিক জনতার।

ছোটো ছোটো হৃদয়ের কল্পনার স্বপ্নের বিনোদন
ভালোবাসার দিন ,মাতৃত্বের দিন ,জন্ম  দিন ,নতুন বছর।
অনভূতি টুকরো টুকরো করে নতুন জন্ম উল্লাস কোনো কফিশপে
সম্পর্কগুলো মর্ডানাইসড কোনো রাত্রির বারে।
বাড়ছে প্রহসন নতুনত্বের সাজে ব্যবসার বেশ্যার মতো
জীবন আজ বড় একলা ,একা ফুটপাথে।

একা ফুটপাথে দাঁড়িয়ে অন্ধকার শরীরগুলো বলছে খিদে
খিদে সভ্যতা ,খিদে নগ্নতা ,খিদে লোভ ,খিদে শরীর।
সর্বপরি বেঁচে থাকার খিদেয়
আমার শহরের নতুন সাজ নগ্ন বেশ্যা। 

Wednesday, December 17, 2014

RISHI026@GMAIL.COM

স্পর্শ করো আমায়
...........ঋষি

একটু  স্পর্শ করো আমায়
আমি রৌদ্রে পুড়ে হেঁটে চলে যাবো
জীবন চোখের পাতায়।

একটু স্পর্শ করো আমায়
আমি বৃষ্টিতে ভিজে আদুরে মেঘে
যে কোনো দূরত্বে তোমায় পাবো জীবন।

জীবন যেখানে বাড়তে থাকে যন্ত্রণা
আর প্রতি রক্তক্ষরণের মুহুর্তে তোমার আলিঙ্গন।
এক একটা মুহুর্তের পথচলায় রঙিন সাজানো পৃথিবী
হাতছানি দেয় ,আরো একলা করে যায়।
সময়ের পারাপারে অজস্র খনিজ উপাখ্যান
জমতে থাকে বদলায় প্রাচীনত্বে সময়ের ফসিল।
তখন তুমি একবার প্লিস আমায় স্পর্শ করো
আমি জীবন খুঁজে পাবো।


একটু  স্পর্শ করো আমায়
আমার দৈনন্দিন জীবিত ভূমিকায় জীবন
আমি লিখে দেব বেঁচে থাকার নাম।

একটু স্পর্শ করো আমায়
পথচলতি প্রতিটা হৃদয়ে আমি মুছে দেব বেদনা
জাগানো সভ্যতায় লিখবো তোমার স্পর্শের নাম।

RISHI026@GMAIL.COM

সময়ের কাব্য
...........ঋষি

ঘড়ির কাঁটায় শুয়ে আছে সময়
টিক টিক টিক টিক।
অস্তিত্বের শব্দে হৃদয়ের ঝংকারে মুগ্ধতা
আবর্তনের পৃথিবীর পরিবর্তনে নতুন প্রজন্ম।
এগিয়ে যাওয়ার পাথেয় আলো
আর অন্ধকারটুকু সরিয়ে রাখায় ভালো।

যে হাত ধরেছি আমি হৃদয়ের গভীর আহ্বানে
যার মুহুর্তের ছবি আমার কবিতার কলমে।
তার উষ্ণতম দিনে আমার প্রতীক্ষা
দু একমুহূর্ত হৃদয়ের হাত ধরে সুনীল আকাশ।
একমুহুর্তের বেঁচে থাকা পাথেয় জীবনে
আর তিলে তিলে  অভ্যাস মরে যাওয়াটা।
সেই অভ্যাস বদলে ফেলায় ভালো
পায়ে পায়ে হাত ধরে এগিয়ে যাওয়া ভালো।

ঘড়ির কাঁটার জীবনে মৃত্যু আসে না
পা টিপে টিপে এগিয়ে  যাওয়া সেকেন্ড ,মিনিট ,ঘন্টা।
তাইতো জীবনে সময় থেমে থাকে না
এগিয়ে চলে আলোর হাত ধরে মুহুর্তের বেঁচে থাকায়।
আবর্তনের পৃথিবীর চাদরে নতুন প্রত্যাবর্তন
জীবন এরি নাম ,ভালো থাকা সময়ের হাত ধরে।

RISHI026@GMAIL.COM

তুলির টান
.......... ঋষি

অন্ধকারের শেষ রংটা কেমন
আজ অবধি বুঝতে পারিনি তোকে।
ক্যানভাসে সাজানো দ্যা ভিঞ্চির পট্রেটে তুলির স্পর্শ
ফুটে ওঠা আগুনে রঙা তুই।
আমার বিহ্বল প্রেম জড়িয়ে নামে সন্ধ্যে হাওয়ায়
একটু শীত শীত ভাব উষ্ণ আবরণে।

নিস্তব্ধে চুরি হয়ে যাওয়া প্রেমের সিন্দুকে
আজ ঘোরে ফেরে রঙিন প্রজাপতির মত স্বপ্ন।
সেই স্বপ্নের ঘোরে আমার হাতে আজ তুলি
আমি এঁকে চলেছি তোকে।
অজস্র রঙে মিশ্রনে তোর নাক ,ঠোঁট ,চোয়াল ছুঁয়ে
তুলির টান অবিরত।
এবুকে যন্ত্রণার মত চিনচিনে ব্যাথা
স্পর্শের ঘোরে নেশার লাল চোখে দেখা
আমার প্রেম আমার কবিতা।

অন্ধকারের শেষ রংটা কেমন
আজ অবধি আলোর মতন জীবন।
এগিয়ে যাওয়া অলিগলি বেয়ে অজস্র বাঁকে
ফুটে ওঠে সাদা হৃদয়ের পাতায় কয়েকবিন্দু প্রেম।
আমি বিব্হল প্রেম জড়িয়ে যায় চোখের পাতায়
দু বিন্দু জল ,একবিন্দু আমার ,দ্বিতীয়টা তোর।

RISHI026@GMAIL.COM

আকাশী শব্দ
............. ঋষি

আমাকে উচ্চারণ করার আগে
জীবনের কুয়াসার আস্তরণে সবুজ পৃথিবীর প্রেম।
তুই প্রমিকা হতে পারিস স্পর্শে আগুনে
অথচ জীবন এখানে মূল্যহীন প্রয়োজনের মত।
আজকের রৌদ্রের কবিতায়
তোর জানলার বাইরে আকাশী শব্দে আমি।

তোর সন্ধ্যা প্রদীপের ,ধুপধুনো গন্ধ ,জমানো সংসারের এককোনে
কোথায় যেন তুই দাঁড়িয়ে একলা রৌদ্র।
একগুচ্ছ  আদুল হাওয়ার মত তোর সদ্য স্নান করা শরীরে
লুকোনো সুরভি ,গড়িয়ে যাওয়া জল বুকের গভীরে।
হৃদয়ের গভীরে খুব শান্ত  আমি
একমুঠো প্রতিজ্ঞা তোর ঠোঁট ছুঁয়ে আদুরে স্পর্শে।
খুব দূরে জংলি আগুনে পাহাড়ি ঝরনা
আর তুই ভিজে যাওয়া পুজোর ফুল।

আমাকে উচ্ছারন করার আগে
আকাশী প্রতিক্ষায় জানলার বাইরে এক আকাশ কবিতা।
শব্দরা সব স্নেহের মত জড়িয়ে নাম তোকে
তোর বুকের গন্ধে চান করা রাতজাগা তারা।
আমার আদুরে স্পর্শ
আমার কবিতায় তোকে ছুঁয়ে যাওয়া  .

rishi026@gmail.com

আমার কবিতা
........... ঋষি

অসংখ্য কাব্যিক স্পর্শে
তোমার নাকি অন্যের মতো প্রসব যন্ত্রণা।
কবিতা নাকি সন্তানের মত স্তনে দাঁত রাখে
আর আমি ভাবি
কবিতা মুক্তির নাম ,যাকে আকাশ ঠিকানায় লেখা যায়।

বলপেনের নখে মৃত অজস্র বিপ্লব
বিষের সভ্যতায় রক্তক্ষয়ী আমি নাকি কখন বিষ হয়ে যায়।
আমার চোখে থেকে উদ্ধত আগুনে
তুমি নারীরুপি অজস্র  কাম শাড়ির গোপন আঁচড়ে।
ঝরে পরে অন্ধকার সভ্যতায় শারীরিক আঁচল
আর আমি কবি হাসতে থাকি ,সেটাও নাকি প্রসব যন্ত্রণা।
আর আমি নাকি মাতা হয়ে যায়
কবিতা যে সন্তানের মতো।

কাব্যধারায় অসংখ্য আলোড়ন
এমন ,তেমন তুমি নাকি বোঝো শব্দের ঝরনা।
কবিতা নাকি শব্দের মিশ্রনে জন্মানো প্রেম
অথচ আমার কেন প্রেম মানে কবিতা
আর কবিতা মানে তুমি প্রেম। 

Monday, December 15, 2014

RISHI026@GMAIL.COM

ইচ্ছেমতো তুই
,,,,,,,,,,, ঋষি

ভালোবাসার সাক্ষী এই পৃথিবীর মাটি
অজস্র প্রশ্নের মাঝে দূরত্ব যেখানে দুর্বলতা নয়।
বরং বেঁচে থাকার স্যাক্সোফোন বাজা অদ্ভূত যন্ত্রণা
চিনচিনে ব্যাথা ,দারুন সুন্দর ঘুম ভাঙ্গা সকাল।
শিশিরে ভেজা হৃদয়ে পা
এগিয়ে যাওয়া ইচ্ছেমত তোকে পাওয়া।

ভালো লাগে ভাবতে কাগজের নৌকোয় ঘর
অবিরত হৃদয় যমুনায় ভেসে যাওয়া সময়।
ডুব সাঁতার জীবন
একটু বাঁচার আশায় তোর সাথে।
তোর স্পর্শে আমার শহরের পথে দিনরাত্রি
মিলেমিশে সাদা পাতায় আমার কবিতা
আমার জীবনে বেঁচে থাকার যন্ত্রণা।

ভালবাসার সাক্ষী এই পৃথিবীর মাটিতে আমার স্পন্দন
তুই আছিস আমি আছি তাই।
তুই হাসিস ,আমি বেঁচে আছি তাই
অদ্ভূত এক আদুরে চাদরে ঘেরা আমার পৃথিবী।
তোর আমন্ত্রণ ,আমার নিমন্ত্রণ
এই পৃথিবীতে বেঁচে থাকা অজস্র স্পন্দনে।  

RISHI026@GMAIL.COM

মুগ্ধ সন্ন্যাসী
.......... ঋষি

প্রকৃত পর্বের মত তোর শরীর
কোনো পাহাড়ি ভাস্কর্যের অদ্ভূত ওঠাপড়া।
আমি শেরপা নই ,নেহাত মানুষ
ভিসুভিয়াসের কনসার্টে গড়িয়ে নামে লাভা।
আমি ঈশ্বর নয় ,নেহাত জীবন
শুধু ভাস্কর্যের রূপে মুগ্ধ কোনো সন্ন্যাসী।

আদিম গুহার থেকে উঠে আসা আদিম রূপে
কাল্পনিক ঈশ্বরীর মত চোখের পাতায় আগুন।
আমি পুড়তে  চাই ,প্রাচীন ভূপৃষ্ঠে
জড়িয়ে ধরা তক্ষক আজ লাল চোখে।
আমি দেখতে চাই তোর জংলীরূপ
জংলী আগুনে তত্পর পৃথিবীর নগ্নতায়।
তুই আজ নগ্ন আমার কাছে
আমি বাউলে সন্ন্যাসী তোর কল্পনায়।

প্রকৃত যেখানে মিশে যায় মানুষের সাথে
সেখানে জন্ম হয় নতুন স্পন্দন।
আমি সেই  স্পন্দনের পথভোলা পথিক
তোকে জড়িয়ে ধরে এগিয়ে যায়।
সভ্যতার প্রাচীন পর্বে
যেখানে প্রেম বড় নগ্ন স্পর্শে পারদে। 

RISHI026@GMAIL.COM

ভালোবেসে সখী
.........ঋষি

আমাকে যন্ত্রণা বলে জানিস
খুব দূরে,আরো দূরে সরিয়ে রাখিস নিজেকে।
রাত্রের শেষ প্রহরে টিকটিকির ডাক
টিক টিক ঘড়ির কাঁটা সরতে থাকে।
সময় কানে ফিসফিস
ভালোবাসা শুধু যন্ত্রণার নাম।

উত্তাল ঢেউ যেন জীবনের ভাঙ্গা কার্নিস
গড়িয়ে পরে চোখের জলে জীবন।
টুপ করে শুরু ,তারপর অবিরত বাড়তে থাকা
তুমুল বর্ষণে একলা নোনা জল।
সমুদ্র হলো ভালোবাসার রূপ
আর ঈশ্বর অস্তিত্বে বৃষ্টি আমি তুই।

ভালোবেসে সখী নিবিড় যতনে আমার নামটি লিখো
তোমার মনের মন্দিরে।
খবরদার না ঈশ্বর মন্দিরে থাকেন
অস্তিত্বে জীবন ছারখার।
আমাকে ঈশ্বর করিস না ,আমি যন্ত্রণা
আমাকে যন্ত্রণা বলে দূরে সরিয়ে রাখিস। 

RISHI026@GMAIL.COM

ধন্য আমি ধন্য হে
.......... ঋষি

আমাকে ছোঁয়ার জন্য যে সাহস তোর দরকার
আগামী ডাকাবুকো আলোয় তাকে দেখলাম।
জলের তলায় ডুবন্ত আমি
এক নিশ্বাসে বলে গেলাম তোর কবিতা।
ধন্য আমি ধন্য হে
পাগল তোমার জন্য হে।

আরো ডুবে যাচ্ছি গভীরে বুকের পাগল পলিতে
পাহাড়ি জোত্স্নার ঢল ,সোনালী স্নেহ।
এক মুঠো রৌদ্র আমার চোখে মুখে
সুপ্রভাতি গান।
ঝরে পরে কয়েক মুহুর্তে তোকে ভালোবেসে
মৃত্যুর মত গভীর কিছু।
জলের তলায় বড় নিলজ্জ আমি
তোর মতই নগ্ন।

আমাকে ছোঁয়ার জন্য যে সাহস তোর দরকার
আগামী প্রত্যয়ী আলোয় দরজায় চোখ।
আমি নিদ্রার মত তোকে ছুঁয়ে যাবো
পরম শান্তিতে ঘুমের দেশে।
তোকে জড়িয়ে
আমার কবিতায় তোকে লিখে যাবো।

Sunday, December 14, 2014

RISHI026@GMAIL.COM


দিলবালে দুলহনিয়া লে জায়েঙ্গে
.............. ঋষি
======================================
তুই চিনলি না আমায় ,জানলি না
আমার শহরের পর্দায় দিলবালে দুলহনিয়া লে জায়েঙ্গে
নির্বিকার পুরনো একটা প্লের রোমন্থন  ।
নির্বিকারে হয়ে যাওয়া অঘটন শহরের রাস্তায়
উড়ে যাওয়া সালোয়ারের ওড়নার ফাঁকে প্রেম ।
উড়ে যায় গভীর অর্থে আরো গভীরতায়
সস্তার প্লে দিলবালে দুলহনিয়া লে জায়েঙ্গে।

বাইকের  চাকারা সব পবিত্র রথের চাকা শহরের বুকে
 কপোতকপোতির নিরাশ্রয় গা শোকাশুকি কুকুরের লজ্জা।
অদ্ভুত ভাদ্রের প্রয়োজন নেই ভালবাসাবাসিতে
শুধু প্রয়োজন স্বার্থ কোনো স্বার্থপর গভীর চাহিদার।
এই তো চলছে আমার শহর
ভালোবাসার নামাবলী গায়ে প্রেমের নিমন্ত্রণ শরীর।
ভালোবাসার আসামী দাঁড়িয়ে সত্যি ফুটপাথে বেশ্যার মতন ,
ভালোবাসা বিকোয় হোটেলের বিছানায় গভীরে
আরো গভীরে মুখ থুবরে পরে অশ্লীল ভালোবাসা।

তুই চিনলি না আমায় ,জানলি না
আমার শহরের পর্দায় প্রথম চুমু নায়ক নায়িকার।
অধীর হাততালি অধিষ্ঠিত ভালোবাসার দেবতা
ভালোবেসে শরীর মিশে যায় হায়,
অথচ শরীরে ভালবাসা যায় না।
আরো অদ্ভূত আমার শহর ভালোবেসে যায়
অথচ এভাবে ভালোবাসা যায় না। 

RISHI026@GMAIL.COM

আকাশ আর সমুদ্র
..........ঋষি

সেদিন যাকে সমুদ্র বলে ডেকেছি
আজ তাকে সমুদ্রে খুঁজছি।
বিশাল গম্ভীর সমুদ্র তোমার হৃদয়ে কোথাও কি শান্তি নেই
আসলে থাকতে নেই ,থাকতে নেই ,থাকতে নেই।
তোমার চৌরা বুকে আছড়ে পরা ঢেউগুলো সব  যন্ত্রণা
সমুদ্র যতদিন যন্ত্রণা ততদিন।

আকাশের পারে চক্রাকারে ছুঁয়ে থাকে স্পর্শ আকাশের
আকাশও খুব গভীর তোমার মত সমুদ্র।
সেও উত্তাল হয় ভীষণ ঝরে
কিন্তু সে কখনো আছড়ে পরে না বুকে।
নিজের গভীরে আকাশ পুড়তে থাকে অসীমতার চাহিদায়
সমুদ্র তুমি গভীর কিন্তু অসীম হতে পারো না।
সমুদ্র তুমি যন্ত্রণা কিন্তু কেন তুমি শান্ত হতে পারো না
কেন তুমি মিশে যেতে পারো না আকাশের বুকে।
যাতে আলাদা করে চেনা যায় না
আকাশ আর সমুদ্র।

সেদিন যাকে আকাশ  বলে দেখেছো
আজ তুমি আকাশেই তাকে খোঁজ।
বিশাল নীল আকাশে তোমার সমুদ্রের মত চোখ
চোখের বালি ,নোনা জল।
আমার চৌরা বুকে আকাশ, সমুদ্র মিশে অসীম আকাঙ্খা
আমি যতদিন ততদিন তুমিও। 

RISHI026@GMAIL.COM

তোকে ভালোবাসার পর
............ ঋষি

তোকে ভালোবাসার পর
জীবনের পাতায় আজকাল বড় একা লাগে নিজেকে।
পথচলতি চেতনার ভিড়ে
একলা ফুটপাথে ফেলে আসা সময়ে অস্থির পদাঘাত
জীবন বড় একলা এখানে।

মন হাওয়ায় হাওয়ায় পেয়েছি তোর নাম
এই কথা হাজার প্রশ্নের ভিড়ে আমাকে ছুঁয়ে।
অজস্র কাঁটার গোলাপের আড়ালে লুকোনো
হৃদয়ে বিঁধতে থাকে।
তোকে পেয়ে গোলাপের সুগন্ধে না পাওয়ার রক্তক্ষরণ
জ্বলন্ত অভিশাপ আমার জীবনে।
তোকে ভালবাসার পর আমি আজ
অনন্ত প্রশ্ন একলা জীবনে।

হাসি পাওয়ার মুহুর্তে ভিজে যাওয়া চোখের পাতায়
এক সময় ,তোর মুখ ,তোর ঠোঁট ছুঁয়ে তৃষ্ণা।
আমার হৃদয় দেওয়ালে রঙিন স্বপ্ন
একটা দিন ,তোর সাথে ,একা ফুটপাথে
তোকে ভালোবাসার পর। 

RISHI026@GMAIL.COM

সত্য বোলো না
............. ঋষি

সত্য বোলো না ,সত্য বলতে নেই
সত্যর টুটি চেপে আকাশে মুখ নিশ্বাস।
মিথ্যের মুখোশে অভিনীত কল্পকের নায়কনায়িকা
দারুন অভিনয় সার্কাসের মঞ্চে।
সবটা সাজানো ,গোছানো অদ্ভূত প্রহসন
নামটা সকলের জানা ,জীবন।

মিথ্যা জাহাজের খালাসিরা ,জাহাজ খালি করে অবাঞ্চিত পন্যে
কাপড়ে ঢাকা নগ্নতা মিথ্যে অহংকার করে জোর গলায়।
সত্যিটা সবাই জানি
কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে।
কর্কশ সত্য লুটোপুটি জীবনযাত্রার সর্বত্র
রাজনীতি থেকে মনুষত্বের পর্যায় পরিযায়ী দাতব্য কেন্দ্রে।
রক্ত ঝরছে দাদা ,অফুরান শরীরে মনুষত্বের রক্ত
সময়ের দীর্ঘশ্বাস ,মৃত মানুষের গোলকে
মিথ্যার বিজয় পতাকা।

সত্য বোলো না ,সত্য বলতে নেই
সদ্য জন্মানো শিশু মিথ্যা সত্যের নতুন আগন্তুক।
সদ্য প্রস্ফুটিত জনতার ক্ষোভ গিলোটিনে রাখা সত্যের মাথা
সত্য শুধু অভিধানিক হয়ে থাকুক।
না হলে বাঁচবে না দৈনন্দিন বেঁচে থাকা
তবুও সত্য সবাই জানে বাঁধা যায় না। 

চরিত্রহীন

আমার দুহাতে তোমার স্তন  দুটো হাতবোমা, এই সভ্যতার ধ্বংস চাই  আদমের জারজ আমি  তবুও তোমার সঙ্গমে জন্ম চাই  একটা জীবন, একমাত্র তুমি শুধু কবিতায় ...