Wednesday, February 5, 2025

স্পর্ধা

বারংবার একটা স্পর্ধা আমাকে আতংকিত করে
তুমি শব্দটা উচ্চারণের স্পর্ধা
আমার অনঅভিজ্ঞ উচ্চারণে বারংবার ব্যাকরণে ভুল 
আমাকে লজ্জিত করে আমার সমাধিতে।
শব্দের মৃতস্থুপে ইদানীং শুকিয়ে যাওয়া কবিতারা
মইচারাইজার খোঁজে তুমি শব্দটাই
অথচ গিলি গিলি ফু:
মানুষের কবিতায় আমি মানুষ লিখতে গিয়ে 
কেন যে  লিখে ফেলি সম্পর্ক বারংবার। 
.
একটা স্পর্ধা আমাকে ইদানীং বড্ড একলা করে
তুমি শব্দটা উচ্চারণের স্পর্ধা
প্রাপ্তবয়স্ক শীতের মতো আমার ফুরিয়ে আসা জ্বর
কুয়াশা সরিয়ে আমাকে একলা দাঁড় করায়,
হঠাৎ এলোমেলো ভাবনারা বইয়ের পাতা উল্টোয়
পরিচয় করায় পুরনো একটা উচ্চারণে
"তুমি" একটা স্পর্ধা
উচ্চারণ করলেই কেন জানি নিজেকে ঈশ্বর মনে হয়। 
তারপর মানুষের মুখগুলো আসে 
একের পর এক সারি দেওয়া আবর্তন 
কিছু মারাত্নক সব স্মৃতি যেন বিদ্রোহ করে বারুদ বুকে
তারপর সুট আউট
একের পর এক মৃত মানুষের লাশ
সত্যি  তো 
তুমি শব্দটা উচ্চারণেও ইদানীং স্পর্ধা করতে হয়। 
.
স্পর্ধা
... ঋষি 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...