Monday, March 3, 2025

অনিয়ম

এই ধূধূ-যাপনের ভেতর একটুকরো সময়
আকাশ আঁকতে গিয়ে কখন যেন দেওয়াল আঁকি
দেওয়াল আর দেওয়াল জুড়ে ঘর
এই শহর।
একটা আলপনা আঁকা কল্পনায় বাসোনকোসন 
নির্ঝরের স্বপ্ন
গতিপথ দিয়ে বেড়ে ওঠা ব্ল্যাকহোলে জীবন। 
.
তোমার চাহুনি থেকে লিওনার্দো দ্যা ভিঞ্চি দূরত্ব মাপে
দ্যা লাস্ট সাপারের ছবিটা তখন শহরের দেওয়ালে
ভয় করে,
সময়ের হলদে শরীর ফেটে থিকথিকে লাল
ক্রমশ আকাশ রক্ত বমি করে
নীল হারায়,
যাকে আমি পাহাড় ভাবি রোজ,ভাঙতে থাকি
অস্থির দিনের শেষে ইদানিং সেখানেই  অস্থির অনশন।
.
এই ভাবে ধীরে ধীরে ভাবনারা বড় হয়
বড্ড অনিয়মের দুনিয়ায় আগামীর স্থপতিরা স্থির
যেন অন্ধকার আকাশ প্রকাশ্য তারাঘর
যেন একোরিয়ামের ভিতর এই শহর। 
প্রতিদিন সময়েরর হিম ভেঙে আসে
তোমার ধূসর ঠোঁটের ছাদে শব্দরা চিৎকার করে
আমি শুনতে পাই ঠিক 
বুঝতে পারি তিলোত্তমাকে, 
চুরমার স্টেথিসের কঙ্কাল কাঁধে ফিরে আসি রোজ
ফিরে আসি ক্লান্ত নিজের ভিতর 
ঠিক তখন নিয়মিত আকাশে তুলি টানেন ভ্যান গগ
ঘরবন্দী "স্যানফ্লাওয়ার "ছবিটা এঁকে ফেলেন তিনি 
কিন্তু তারও আকাশ অধরাই থাকে। 
.
অনিয়ম
... ঋষি 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...