Monday, October 27, 2025
দিওয়ানা
Sunday, October 19, 2025
তাহাদের কথা
কারা ?
.
কারা হাসে রোজ মোগলাই আর চাউমিনে?
কারা আরও ভিখিরি দিন প্রতিদিনে।
.
কারা কাজ করে? কারা দেখায় কাজ করে
কারা সময় গড়ে? কারা দেখে সময় গড়ায়
আমি তাদের কথা লিখি, আমি তাহাদের কথা লিখি।
আমার শহরে কারা কাঁদে?
আলোকমন্ডিত প্যান্ডেলের গ্ল্যামারে কারা ভাসে?
বছর বছর সুখের অসুখ
শুধু স্বপ্নের দিন গোনা ক্যালেন্ডারে প্রতি মাসে ।
.
কারা ঘুমের বালিশে হারায় পথ মিনিবাসের ভিড়ে?
ভগ্নপ্রায় শহরের জানলায় চরা মেকআপে
কারা রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন বাঁচাতে সংসার ঘিরে?
কাদের দৃষ্টিতে দীর্ঘশ্বাস আর বিশ্বাস সুদিনের
এ শহর বাঁচে কিন্তু মরে হাজারোবার প্রতিদিনে ?
.
আমাদের প্রবল উদযাপন,
একাকিত্ব মধ্যবিত্তের, আনুগত্য গোপনীয়তার
আমাদের সুখের অসুখ আর দিনযাপন।
এক শহর উষ্ণতা ছুঁয়ে কারা হাতে হাত দিয়ে বসে
কারা দেখে ?কারা হাসে? ভালোবাসে কারা?
কারা মনমিলান্তি খেলা করে ময়দানের ঘাসে।
.
কারা উদাসীন আমাদের সশব্যস্ত শহরে?
সম্পর্কের ফুটপাথে কারা দাগ টানে বাঘবন্দি খেলা?
কারা পোশাক পরেও উলঙ্গ শহরের পথে
কারা পোশাক ছাড়াও রাজা এ শহরে সারা বেলা ?
কারা কবিতা লেখে? কারা কবিতা রক্ত দিয়ে লেখে
আমি তাদের কথা লিখি,আমি তাহাদের কথা লিখি
যাদের না লিখলে এ শহরে দিনবদলায় না।
তাহাদের কথা
ঋষি
Wednesday, October 15, 2025
অ নি শ্চ য় তা
Thursday, October 2, 2025
শেষ শব্দটা
অসহায়তা
অসহায়তা ... ঋষি . আমার আজ বহুদিন কবিতা আসছে না না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা চারিদিকের আ...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...