ভাগ হয় দেশ, ভাগ হয় সম্পর্ক,ভাগ হয় ইতিহাস
হিস্যা বয়ান করার জন্য ভাগ হয় মা, বাবা
অনায়েসে ভাগ হয়ে যায় উপাসনালয়,
ফুটবল মাঠ থেকে পুরনো জমিদারি,সময়ের হাঁড়িকুঁড়ি
সবার মাঝে ভাগ হয়ে যায় ঈশ্বর
ইদানীং তো প্রেমাংশু আর প্রিয়ংবদারও ভাগের সংসার।
..
ভাগাভাগি হয়ে যায় সরিকি বাড়ির হেঁসেল,
ফুটপাথে হকারির টেবিল, নেতাদের হিস্যা
উঁচুতলার কুর্সি থেকে নিচুতলার রুটি
আম থেকে আমসত্ত্ব,
অনায়াসে দেওয়াল ওঠে জীবনে
ভাগ হয়ে যায় সম্পর্কের পুকুর আর বাঁশবন
ভাগ হয় মি-টু, উই-টু আর লাল নীল আকাশ।
.
সমস্ত ভাগ হয়
তবু ভাগ করা যায় না মনের মানুষ
তবু ভাগ করা যায় না স্বপ্নের মুহুর্তের গন্ধগুলো।
ছেলে বেলায় রামদিন ফকির বলতো
হামলোগ খুদাকে বন্দে হ্যা
লেকিন খুদাকে হিস্যেমে ভি লকিড় খিচতে হ্যা।
আসলে অনায়াস এই ভাগাভাগিতেই আমরা জীবন্ত
কবিতার ভাগে তো ইদানীং বেবুশ্যা লেখা হয়
সময়ের কালিমায় শব্দরা সীমানার ভাগাভাগিতে।
সত্যি হলো, জানি না আমরা কোথায় দাঁড়িয়ে
তবু তোমাদের মুখে আমার শোনা
হ্যাম সাথ সাথ হ্যা,
তবু কোন গোপন মুহুর্তে তোমার ঠোঁটে শোনা
আমি তোকে কাউকে দেবো না
না ভাগ,না যোগ, না বিয়োগ
সবটাই আমার।
.
তবে আমি জানি ভাগের পৃথিবীতে জীবন ভগ্নাংশের
আর তার প্রতিটি অংশে লুকিয়ে অনিশ্চয়তা।
.
অ নি শ্চ য় তা
...ঋষি
No comments:
Post a Comment