Sunday, October 19, 2025

তাহাদের কথা

কারা ? 

.

কারা হাসে রোজ মোগলাই আর চাউমিনে? 

কারা আরও ভিখিরি দিন প্রতিদিনে। 

.

কারা কাজ করে?  কারা দেখায় কাজ করে

কারা সময় গড়ে?  কারা দেখে সময় গড়ায়

আমি তাদের কথা লিখি, আমি তাহাদের কথা লিখি। 


আমার শহরে কারা কাঁদে?

আলোকমন্ডিত প্যান্ডেলের গ্ল্যামারে  কারা ভাসে? 

বছর বছর সুখের অসুখ

শুধু স্বপ্নের দিন গোনা ক্যালেন্ডারে প্রতি মাসে । 

.

কারা ঘুমের বালিশে হারায় পথ মিনিবাসের ভিড়ে?

ভগ্নপ্রায় শহরের জানলায় চরা মেকআপে

কারা রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন বাঁচাতে সংসার ঘিরে? 

কাদের দৃষ্টিতে দীর্ঘশ্বাস আর বিশ্বাস সুদিনের

এ শহর বাঁচে কিন্তু মরে হাজারোবার প্রতিদিনে ?

.

আমাদের প্রবল উদযাপন,

একাকিত্ব মধ্যবিত্তের, আনুগত্য গোপনীয়তার

আমাদের সুখের অসুখ আর দিনযাপন। 

এক শহর উষ্ণতা ছুঁয়ে কারা হাতে  হাত দিয়ে বসে

কারা দেখে ?কারা হাসে? ভালোবাসে কারা?

কারা মনমিলান্তি খেলা করে ময়দানের ঘাসে।

.

কারা উদাসীন আমাদের সশব্যস্ত শহরে?

সম্পর্কের ফুটপাথে কারা দাগ টানে বাঘবন্দি খেলা?

কারা পোশাক পরেও উলঙ্গ শহরের পথে 

কারা পোশাক ছাড়াও রাজা এ শহরে সারা বেলা ? 

কারা কবিতা লেখে?  কারা কবিতা রক্ত দিয়ে লেখে

আমি তাদের কথা লিখি,আমি তাহাদের কথা লিখি

যাদের না লিখলে এ শহরে দিনবদলায় না।


তাহাদের কথা

ঋষি 


No comments:

Post a Comment

তাহাদের কথা

কারা ?  . কারা হাসে রোজ মোগলাই আর চাউমিনে?  কারা আরও ভিখিরি দিন প্রতিদিনে।  . কারা কাজ করে?  কারা দেখায় কাজ করে কারা সময় গড়ে?  কারা দেখে সময়...