Sunday, November 9, 2025

নির্ভেজাল

নির্ভেজাল 
... ঋষি 
.
কথাগুলো মনে থাকে যেন 
এক বিকেলে তোকে জড়িয়ে ধরে একটা নির্ভেজাল চুমু খাবো 
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নিপাট একটা চুমু 
শুধু একটা অন্য অনুভূতিতে লেখার জন্য ,
এই ভাবে ঠিক একদিন দেখা হয়ে যাবে ভেবেছি 
তারপর ,তারপর আর তুই আসিস নি । 
.
কেউ যখন কিছু চায়
সেটা না দেওয়ার মধ্যে একটা রিক্ততা আছে
আমি আমার রিক্ততা গায়ে দিয়ে রাখি
বাটিকের ছাপ দেওয়া জামার মতো,
নামাবলির মতো তোর নামের উচ্চারণে 
আমি আমার উচ্চারণে ইঙ্গিত দিতে চাই ভালো থাকিস ।
.
কথাগুলো মনে থাকে জানি 
সর্বত্র ছড়ানো এক উলঙ্গ অধিকারের বর্বরতা আর আহুতি 
আমার উলঙ্গ পিঠে যে চাবুকের দাগ,
যেগুলো স্পেস স্টেশান থেকে স্পষ্ট দেখা যায়
নাজকা লাইনের মতো। 
আমি ঠিক এমন চাই নি 
চেয়েছি এক মুক্তির আকাশ তারপর নির্ভেজাল পবিত্রতা 
তবু তুই , অন্যমনস্ক তুই , ক্ষুরধার তুই ,
কলকাতায় ইদানিং উবের ট্যাক্সির রমরমা 
তোর চলে যাওয়া 
আর কেউ যখন কিছু দেয় না,
সেটা না পাওয়ার মধ্যে একটা প্রাপ্তি আছে।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...