Saturday, July 13, 2019

মুখভার

মুখভার
.... ঋষি
====================================
কেউ কারো চোখের দিকে তাকাইনি
বহুদিন বৃষ্টিতে ভিজেছি। অথচ নিজেদের ভেজাইনি।

গল্পগুলো এমন হয়
একটা আলোর ভোর কিংবা অন্ধকার রাত
ধুলো-ওড়া দুপুর হারিয়ে গেল সহসা মুখভার আকাশে ,
অথচ আমরা কেউ কারো চোখের দিকে তাকাইনি।

বৃষ্টি হয় নি কাল ,হয় নি আজ
তবু চিরকাল ,
কোনো অযাচিত শহরে নিজের পদক্ষেপে খুঁজতে থাকা ভালো থাকা।
সময়ে ট্রেন ছেড়ে যায় স্টেশন ,কিংবা চেনা বাসস্টপ
অচেনা সময়ে ,অযাচিত বিদায়।

এই গল্পে কোনো নারী নেই ,নেই পুরুষ
শুধু আছে প্রেম।
উপছে  ওঠা নেশার আদলে মন কেমন ,কেমন মুখভার সময়।
লুকোনো প্রেম কখনো তাকিয়ে দেখে না চোখের গভীরে
শুধু মন খোঁজে ভাঙাকাঁচের চূড়ি, সেলোফেন খোসা, পুরোনো লেখা চিঠি
আর প্রেমের একটা প্রকৃত স্পর্শ। 

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...