Wednesday, July 10, 2019

নি রি বি লি

নি রি বি লি
..... ঋষি
=====================================
অজানা এক সময়ের সাথে হঠাৎ দেখা
মুখোমুখি।

কোনো দুরূহ প্রদেশের সেই নীল আকাশের শহর
যেখানে সবুজ পাহাড়ের গায়ে হঠাৎ বৃষ্টি।
মেঘ ভেজে এখানে
হেঁটে যায় ছাতা হাতে নিয়ে কত সময়ের রূপ ,কত আদল।
আমি এগিয়ে যায় অলিগলি বেয়ে
সবুজের দরজায় ঠকঠকানো ,
নি
রি
বি
লি
পাতা ঝরার স্বপ্ন।

মানুষের ঘুমগুলো সবুজ পাহাড়ের গালিচায় ধোঁয়াশায়
মানুষ ঘুমোতে চায়। 
 দিনের শেষের  সূর্য,
 হঠাৎ পাহাড়ে  গর্জে ওঠে  ক্যালেন্ডারের শহর
ঘুম ভেঙে যায়
তবু সবুজ স্বপ্ন সময়ের  রক্তে, নিঃশ্বাসে।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...