Sunday, July 7, 2019

জলছবি

জলছবি
..... ঋষি
============================================
বৃষ্টির জলে বাড়ানো হাত আকাশে
সিক্ত হচ্ছে মাটি।
কোনো এক ভরদুপুরে অন্যমনস্কতার গল্প হোক
গল্প হোক শহরের মনখারাপের।
অভিষিক্ত হয়েও ফিকে হয়ে আসে সাম্রাজ্যের দায়ভার
দাবার ঘরের কালোরা আরো অন্ধকার মেঘে।
.
সময় জিতছে না
আলতামিরার ছবিগুলো সব পুরোনো শহরে আমার।
তুমি
কোনো বৃষ্টি ফোঁটায় আমার শরীরের শিহরনে।
মেঘলা মন
একলা

কা

কোনো অজানায় ঈশ্বর ছুঁয়ে যাচ্ছে মুহূর্ত
বৃষ্টিভেজা কোনো আদর।
এই শহরে সব কিছু ভীষণ নিয়মমাফিক ,ভীষণ সামাজিক
শুধু তুমি ছাড়া।
.
বৃষ্টির জলে হাত বাড়ানো
ভিজে চলেছে গভীরতায় উর্বর কোনো সবুজ জমি।
মনখারাপের বেলা
তুমি বোঝো ,আমি জানি মুহূর্তের জলছবি।
কোনো এক ভরদুপুরে অবধারিত মৃত্যু আমার তোমার সাথে
সেদিন আকাশ ছুঁয়েছিল বৃষ্টি ফোঁটায়।  

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...