সবার ভালো হোক
এর ওর তার সকলের
আমার ওপর যাদের রাগ, যাদের হা হুতোশের জ্বালা সব্বার ভালো হোক
একটা বয়সের পর এমন একটা ভাব আসে সকলের
একটা সময়ের পর পৃথিবীর পবিত্রতা নিয়ে মাথা ব্যাথা হয় না
বরং দিন গুজরানে দিনগুলো কেটে যাক এমন মনে হয় ।
.
তাই ইদানিং মনে হয়
সবার ভালো হোক
সেই মেয়েটার ভালো হোক যে প্রথম আমাকে বলেছিল ভালোবাসি
কিন্তু ছেড়ে চলে গেছিলাম হঠাৎ কারণ ছাড়া,
সেই টাকমাথা লোকটার ভালো হোক যে আমাকে চাকরীর ইন্টাভিউতে বলেছিল
আমি নাকি অতি সাধারণ ,আমার চাকরী হবে না
সেই ছেলেটার ভালো হোক যে অফিসটাইমের বাস থেকে আমাকে ঠেলে ফেলেছিল
সেই মহিলার ভালো হোক যে বলেছিল বাবা এই দুনিয়ায় আমরা সকলেই ক্রীতদাস
সেই বৃদ্ধের ভালো হোক যে শান্তিনিকেতনে আজও একতারা বাজিয়ে গান করে
ভালো হোক সেই মাতালের ,সেই রিক্সাওয়ালার ,সেই রাস্তার
ভালো হোক তোমার ,তোমাদের ,সারা দেশের ।
,
কিন্তু যা কিছু নিভৃত
সেসব আমার থাক ,সেখানে আমি একলা থাকি
কিন্তু যা কিছু যন্ত্রণার
সে সব সময়ের থাক ,সেখানে আমি একলা বাঁচি
কিন্তু যা কিছু মুহূর্তের
সে সব হৃদয়ে থাকে ,সেখানে আমি একলা কাঁদি।
মনোরম দূরত্বের আকুলতা আরও গভীর হোক
গভীর হোক আমার নিভৃত সমাধি নিজের গোপনে
এই শহরের ব্যাকুলতার নতুন ঠিকানা হোক এডজাস্টমেন্ট
এই হৃদয়ের নতুন ঘর হোক সাজানোগোছানো সফিস্টিকেট
তবু মুখে হাসি থাকুক ,থাকুক মিথ্যে সফলতা
সবার ভালো হোক
নচেৎ দু'টি ঝরাপাতার দেখা যাবে না জীবনে
হাঁটা যাবে না জীবনের অনুর্বর তোমার উপস্থিতিতে।
.
সবার ভালো হোক
... ঋষি
No comments:
Post a Comment